Bangladesh embassy Bahrain - বাংলাদেশ এম্বাসি মানামা বাহরাইন

Bangladesh embassy Bahrain - বাংলাদেশ এম্বাসি মানামা বাহরাইন a to z

Bangladesh embassy Bahrain এর হিসাব অনুযায়ী ২ লক্ষ বাংলাদেশী বসবাস করে বাহরাইনে, যদিও প্রকৃত প্রবাসীর সংখ্যা আর বেশী হবে। বাংলাদেশ সরকার ১৯৮৩ সালে Bahrain এ দূতাবাস স্থাপন করে এবং তার পর থেকেই বাংলাদেশ এম্বাসি বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের এর মাধ্যমে প্রবাসী, ব্যাবসা এবং যাবতীয় কূটনৈতিক বিষয় এখান থেকেই পরিচালনা করে আসছে।

Embassy of Bangladesh in Manama, Bahrain
Embassy of Bangladesh in Manama, Bahrain

প্রায় ১৫ লক্ষ জনসংখ্যার দেশ বাহরাইন এবং এর রাজধানী মানামা। Bahrain মধ্যপ্রাচ্যর একটি দ্বীপ রাষ্ট্র, এ দেশ ৩৬ টি দ্বীপ নিয়ে গঠিত। ১৯৭১ সালে দেশ টি স্বাধীনতা পায়। বাহরাইন শব্দের অর্থ দুইটি সাগর।

Bangladesh embassy Bahrain - বাংলাদেশ এম্বাসি মানামা বাহরাইনঃ

বাহরাইনের মানামা তে অবস্থিত বাংলাদেশ এম্বাসি বাহরাইন এবং বাংলাদেশের মানুষের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করছে। তাছাড়া দুই দেশের শিল্প, সংস্কৃতি, ব্যাবসা, শিক্ষা এবং তথ্যের আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করছে। বাংলাদেশ এবং বাহরাইন এর কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাণিজ্য এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে দুই দেশের সম্পর্ক অনেক উন্নত হয়েছে।

বাংলাদেশ এম্বাসি বাহরাইন দুই দেশের নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে যাতে দুই দেশের নাগরিক তাঁদের প্রয়োজনে একে অন্য দেশে যাতায়াত এবং ব্যাবসা বাণিজ্য করতে পারে।

Bangladesh embassy Bahrain address

বাহরাইন এর মানামা তে বাংলাদেশ এম্বাসি অবস্থিত। হাউস 71, কুফুল এভিনিউ, সালিহিয়া, রোড 5653, ব্লক 356, মানামা, পি.ও. বক্স: 26718, বাহরাইন

House 71, Qufool Avenue, Salihiya

Road 5653, Block 356, Manama

P.O. Box: 26718

Embassy of Bangladesh in Manama, Bahrain


Bangladesh embassy Bahrain Office time

মানামা তে অবস্থিত বাংলাদেশ দূতাবস শুক্র এবং শনিবার বাদে সব দিন খোলা থাকে। তবে  বিশেষ কোন ছুটির দিনে অফিস বন্ধ থাকে। অফিস বন্ধ থাকলে তাঁদের ফেসবুকের মাধ্যমে নোটিশ দিয়ে জানিয়ে দিয়ে থাকে।

  • Sunday - 8:30 am to 3:00 pm
  • Monday - 8:30 am to 3:00 pm
  • Tuesday - 8:30 am to 3:00 pm
  • Wednesday - 8:30 am to 3:00 pm
  • Thursday - 8:30 am to 3:00 pm
  • Friday - Off Day
  • Saturday - Off Day

Bangladesh embassy Bahrain Office time


Bangladesh embassy Bahrain contact detail:

প্রবাসী বাংলাদেশী অথবা অন্য যে কোন দেশের নাগরিক বাহরাইনে অবস্থিত Bangladesh Embassy তে যোগাযোগ করতে পারবেন ফোন, ইমেইল, ফ্যাক্সের মাধ্যমে।

Telephone: +973 1723 3925 (অফিস চলাকালীন সময়)

Mobile: +973 3337 5155 ( সাধারণ তথ্যের জন্য 24/7 - যে কোন সময় )

Fax: +973 1723 3683 এবং +973 1723 2819

Email: mission.manama@mofa.gov.bd

স্যোসাল মিডিয়া একাউন্টঃ  Facebook  Instagram Twitter YouTube Website

বাংলাদেশ এম্বাসি বাহরাইনে অবস্থিত দূতাবাসে কর্মরত অফিসারদের নাম, পদবী, ইমেইল এবং ফোন নাম্বার একসাথে।


গুগোল ম্যাপে Embassy of Bangladesh in Manama


বাহরাইন প্রবাসীদের জন্য বাংলাদেশ এম্বাসি সেবা সমুহঃ

বাহরাইনে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের যে সকল মৌলিক সেবা প্রদান করে বাংলাদেশ এম্বাসি তা হয়তো অনেকেই জানি না। নিচে প্রয়োজনীয় সেবা সমূহের তালিকা দেওয়া হল।

  1. নতুন পাসপোর্ট আবেদন
  2. পাসপোর্ট রি ইস্যু
  3. পাসপোর্টের ভুল সংশোধন
  4. হারিয়ে যাওয়া পাসপোর্টের বিপরীতে পাসপোর্ট প্রদান
  5. নতুন জন্মনিবন্ধন
  6. জন্মনিবন্ধন সংশোধন
  7. জন্মনিবন্ধনের ভেরিফাই
  8. জন্মনিবন্ধনের নতুন কপি প্রদান
  9.  মৃত্যু ও বিবাহ নিবন্ধন
  10. ডকুমেন্ট সত্যায়ন
  11. ডকুমেন্ট বাতিল করা
  12. জরুরী ভ্রমণ ডকুমেন্ট প্রদান
  13. ভিসা আবেদন প্রস্তুত করা


বাহরাইনের নাগরিকদের জন্য বাংলাদেশ এম্বাসি থেকে প্রদত্ত ভিসা সমূহঃ

  1. ভ্রমণ ভিসা
  2. ব্যাবসায়ীক ভিসা
  3. স্টুডেন্ট ভিসা
  4. গবেষণা ভিসা
  5. তাবলীগ জামাতের ভিসা
  6. কূটনৈতিক ভিসা
  7. NGO ভিসা
  8. সরকারী কর্মীদের ভিসা
  9. সাংবাদিক ভিসা

উপরের বিভিন্ন ধরণের ভিসা প্রদান করে বাংলাদেশ দূতাবাস মানামা , বাহরাইন।

বাহরাইন এম্বাসিতে ইস্যু কৃত পাসপোর্ট সমূহঃ 

বাংলাদেশে এম্বাসিতে MRP পাসপোর্ট ইস্যু , রি ইস্যু বা রিনিউ এবং সংশোধন করা হয়। তবে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে ই পাসপোর্ট ইস্যু শুরু হয়নি। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যেই Embassy of Bangladesh in Manama তে ই পাসপোর্ট চালু হয়ে যাবে।


Applying for No Visa Required (NVR) (বাহরাইন থেকে ভিসা লাগবে না বাংলাদেশ ভ্রমনে যেতে!)

হ্যাঁ, আপনার চোখ ভুল দেখেনি। তবে এই NVR পদ্ধতি টি শুধু মাত্র ঐ সকল বাংলাদেশী বংশোভূতদের জন্য যারা বাহরাইনের নাগরিকত্ব নিয়েছেন অথবা ঐ ব্যাক্তির স্ত্রী/সন্তান/স্বামী জন্মগত ভাবে বাহরাইনের নাগরিক এবং তাঁদের কাছে বাহরাইনের পাসপোর্ট আছে তারা বাংলাদেশে যাওয়া সময় কোন ভিসা লাগবে না। তবে এর জন্য কিছু পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়।

FAQ: বাহরাইন এবং বাংলাদেশ এম্বাসি মানামা , বাহরাইন সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

👉বাহরাইন দেশ কেমন?

বাহরাইন মধ্যপ্রাচ্যর একটি দ্বীপ রাষ্ট্র, এ দেশ ৩৬ টি দ্বীপ নিয়ে গঠিত। দেশ টির বেশী ভাগ অংশ উষ্ণ মরুভূমি। কেবল মাত্র উপকূল এবং রাজধানী মানামা সবুজ সমভূমি।

👉বাহরাইন আয়তন কত?

বাহরাইনের আয়তন প্রায় ৭৮০ বর্গকিলোমিটার বা ৩০১ বর্গ মাইল।

👉বাহরাইন শব্দের অর্থ?

বাহরাইন শব্দের কর্থ দুই টি সমুদ্র / সাগর।

👉বাহরাইন মুদ্রার নাম কি?

বাহরাইনের মুদ্রা বাহরাইনী দিনার / BHD

👉 বাহরাইন এর ১ দিনার সমান বাংলাদেশের কত টাকা?

বাহরাইনের ১ দিনার = 275.49 টাকা ( ডলারের দামের উপর নির্ভর করে দিনারের দাম বাড়ে কমে)

👉 বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার?

বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব 4,006 km

👉 বাহরাইন যেতে কত বছর বয়স লাগে?

বহরাইনে কাজের জন্য যেতে বয়স ২০ বছর লাগে। তবে ঐ দেশের সরকার চাইলে বয়স বাড়াতে বা কমাতে পারে।

👉 বাহরাইনে রাজার নাম কি?

রাজাঃ হামাদ বিন ঈসা আল খলিফা

👉 বাহরাইনে রানীর নাম কি?

রানীঃ সাবিকা বিন্ত ইব্রাহিম

👉 বাহরাইনে প্রধানমন্ত্রীর নাম কি?

প্রধানমন্ত্রীঃ কালিফাহ্ ইবন সুলমান আল কালিফাহ্

👉 বাহরাইনের সরকারী ভাষা কি?

সরকারি ভাষাঃ আরবি

👉 বহরাইনের রাজধানী কোথায়?

রাজধানীঃ মানামা


এই ওয়েবসাইট টি Bangladesh embassy Bahrain এর নিজেস্ব ওয়বেসাইট নয়। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতবাসের ওয়েবসাইট  এ সকল তথ্য ইংরেজিতে দেওয়া বিধায় গুরুত্বপূর্ন কিছু তথ্য বাংলায় অনুবাদ করা বা সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে যাতে সকল তথ্য মাতৃ ভাষা বাংলাতে বুঝতে পারে বাহরাইন প্রবাসী বাংলাদেশীরা। 

এই আর্টিকেলের তথ্য ১০০% নির্ভুল নাও হতে পারে তবে নিজ দায়িত্বে উপরে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে মিলিয়ে দেখতে পারবেন। এখানে প্রদান কৃত কোন তথ্যে ভুল খুঁজে পেলে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক ম্যাসেজ এ। আমরা দ্রুত সময়ের মধ্যে তা আপডেট করে দেব।

তথ্য সূত্রঃ Bangladesh embassy Bahrain, mofa.gov.bd, Google Map


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন