e passport check online - ই পাসপোর্ট চেক মাত্র ৩০ সেকেন্ডে

e passport check - অনলাইন ই পাসপোর্ট চেক

MRP থেকে e Passport রিনিউ অথবা নতুন ই পাসপোর্ট আবেদনকারী সবাই এখানেই পাসপোর্ট চেক করতে পারবেন। e passport check করার জন্য আমাদের এই ওয়েবসাইটের মধ্যে পাসপোর্ট চেকার দেওয়া হল।

e passport check online
e passport check online- epp check


পাসপোর্ট চেক করতে প্রথমেই আপনার কাছে ডেলিভারি স্লিপের কপি হাতে রাখুন। নিচে ডেলিভারি স্লিপের একটা নমুনা দেওয়া হল

e passport check online

e passport check online by delivery slip
চিত্রঃ passport delivery slip

১ আপনার ই পাসপোর্ট চেক করতে, পাসপোর্টের ডেলিভারি স্লিপ হাতে রাখুন।

২ আমাদের ওয়েবসাইটের নিচে e passport check করার জায়গা পাবেন

৩ ডেলিভারি স্লিপের বাম পাশে এবং  ডান পাশে বার কোর্ড এর নিচে 4100-23........... এই ভাবে একটি Application ID বা ডেলিভারি স্লিপ নাম্বার দেওয়া আছে সেটা নিচের ফরমে Application ID নাম্বারের জায়গা দিন।

৪ Select date of birth অপশনে (দিন / তারিখ / সাল) এই ভাবে পূরণ করেন আপনার জন্মতারিখ দিয়ে। যা ডেলিভারি স্লিপের বাম পাশে ছবির নিচে আছে।

I am human লেখার পাশে একটা ক্লিক করে টিক দিন

৬ নিচে থাকা Check বাটনে চাপ দিন

উপরে দেওয়া পদ্ধতিতে চেক করে জানতে পারবেন আপনার পাসপোর্ট কোথায় আছে এবং কবে হাতে পাবেন।

পাসপোর্ট চেক পদ্ধতি টি সহজ এবং কার্যকর পদ্ধতি। সংক্ষেপে এটা সম্পর্কে আলোচনা করা হলে এখনে। যদি ই পাসপোর্ট স্ট্যাটাস বাংলা অর্থ জানতে চান অথবা ই পাসপোর্ট আবেদন সম্পর্কে কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাবেন। অনলাইনে পাসপোর্ট চেক করে যদি Pending for Backend Verification অথবা Sent for Rework এর মতো কোন  স্ট্যাটাস আসে তবে চিন্তার বিষয় থাকে। 

200 মন্তব্যসমূহ

  1. 4003000415551.21.03.1984.স্যার আমার পাসপোর্টটি পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল দেখাচ্ছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক দিন এমন দেখালে পাসপোর্ট অফিসের AD র সাথে দেখা করেন।

      মুছুন
    2. Sir, Amar passport sent for rework dekacce.amar ekn ki kora ocit?
      A ID =4116000251086
      D of birth=25/11/2001

      মুছুন
    3. রি ওয়ার্ক আসলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। কোন সমস্যা আছে।

      মুছুন
    4. Sir amr ajke passport delivery date chelo kintu asenai bolce

      মুছুন
    5. পাসপোর্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে?

      মুছুন
  2. স্যার অনেকদিন নয় আজকে দুইদিন দেখাচ্ছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আশা করি ২/৩ দিনের মধ্যে প্রিন্টিং এ চলে যাবে। আপনাদের অফিসের AD স্যারের অনুমতির অপেক্ষায় আছে আবেদন টি।

      মুছুন
    2. পাসপোর্ট আবেদন করার পর পুলিশ কিভাবে ভেরিফিকেশন করছে?
      আপনার সিমে কল দিয়ে নাকি আপনার বাসায় এসে?

      একটু বিস্তারিত জানাবেন প্লিজ

      মুছুন
    3. পুলিশ ভেরিফিকেশন এর জন্য ফোন দেওয়া হয় সাধারণত। খুব কম সংখ্যক সময় আবেদনকরীর বাড়ি যায় পুলিশ।

      মুছুন
  3. 4122-*********32 আমার পাসপোর্টটা আজকেই ডেলিভারি ডেট ছিলো কিন্তু পেলাম না, কবে পাবো জানতে পারি কি ভাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ডেলিভারি স্লিপ নম্বর এবং জন্মতারিখ আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন। জানিয়ে দিচ্ছি।
      অথবা এখানেও কমেন্ট করে দিতে পারেন।

      মুছুন
  4. জনাব,
    আমি জয়নব বেগম আমার ই-পাসপোর্ট রশিদ নং4010-000275012 এবং আমার ছেলে মোহাম্মদ আবদুর রশিদ গুলজার রশিদ নং-4010-000275015
    এই দুটি শুধু পসেস দেখাচ্ছে এর কারণ কিছুই বুঝতে পারছি না।দয়া করে জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ID এর সাথে জন্মতারিখ দিলে চেক করে দেখে বুঝতে পারতাম।
      যদি স্ট্যাটাস enrolment in process দেখায় এবং তা যদি ১ সপ্তাহের বেশী সময় ধরে এমন দেখায় তবে উচিৎ হবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করা।

      মুছুন
  5. আমার টা একটু দেখে দিবেন কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী আপনার ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দেন।

      মুছুন
    2. আসসালামু আলাইকুম, স্যার, আমার
      SENT FOR REWORK দেখাচ্ছে, এই মুহুর্তে আমার করণীয় কী? আপনার পরামর্শ আশা করছি

      মুছুন
    3. আপনার সমস্যার সমাধান পেতে আমাদের এই " Sent for Rework | Rework সমস্যা সমাধান পদ্ধতি " আর্টিকেল টি পড়ুন।
      আশা করি নিজেই সেন্ট ফর রিওয়ার্ক সমস্যার সমাধান করতে পারবেন।

      মুছুন
  6. Asslamulaikum amar e-passport korte deya Aj 7 din holo tao enloment prossosing dakhache ki korbo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি এই সপ্তাহ এমন থাকে তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। ভুল থাকতে পারে আবেদনটি তে

      মুছুন
  7. . আমার পাসপোর্ট সেন্ড ফর ইউ ওয়ার্ক বলতেছে। দয়া করে এর অর্থ বলবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবেদনে ভুল আছে। দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  8. Please check if Enrolment ID and Date of Birth is correct. Otherwise, please proceed to Branch for status of your application.......sir ki korbo ???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ কমেন্ট এ লিখে দেন। আমরা চেক করে জানিয়ে দিচ্ছি। অথবা আমাদের ফেসবুক পেজ এ ডেলিভারি স্লিপ টা দেন।

      মুছুন
  9. ভাই আমার পাসপোর্ট ব্যান্ডে আছে মানে কি,,,

    উত্তরমুছুন
  10. স্যার আমি পাসপোর্ট হারিয়ে ফেলেছি। আমার
    পাসপোর্ট নাম্বার টা প্রয়োজন। আমার কাছে সুধু ডেলিভারি এর আগের শ্লিপ আছে।
    OID 1009849183

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে যেতে হবে ভাই আপনাকে। অফিস ছাড়া অন্য কেউ এটা বেড় করে দিতে পারবে না।

      মুছুন
  11. ভাই অনেক দিন ধরে শিপড দেখাইতেছে ,, কি করবো বুঝতেছি নাহ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. SMS দিয়ে চেক করেন। অনেক দিন ধরে শিপড দেখালে সাধারণত কিছু করার থাকে না। তবে আপনি চাইলে অফিসে যোগাযোগ করে দেখতে পারেন।

      মুছুন
  12. 4000-000752407
    12/12/1994
    আমার পাসপোর্ট কোন অবস্তায় আছে? একটু দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট প্রিন্টিং শেষে পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

      মুছুন
  13. 4003000415551...21/03/1984.।আমার পাসপোর্টটি এখন কোথায় আছে জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MD SHOHAG MIAH আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে। অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসুন।

      মুছুন
  14. 4010 000263965 1/11/1984 কি অবস্থা আছে দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. KAWSAR HOSSIN ভাই, আপনার ই পাসপোর্ট আবেদন টি রি ওয়ার্কে এসেছে। আবেদনে ভুল আছে অথবা পুলিশ রিপর্ট নেগেটিভ দিয়েছে। আপনি আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  15. 4005-000108597_04/02/1977_আমার পাসপোর্টটি কোথায় আছে জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MD HASAN MAHMUD ভাই আপনার পসপোর্ট প্রিন্ট শেষে লোকাল পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়ছে। আশা করি আগামী রবি/সোম বারে পেয়ে যাবেন।

      মুছুন
    2. SADEQUZZAMAN ভাই আপনার Passport Ready for Issuance অর্থাৎ আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত। অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসুন।

      মুছুন
  16. উত্তরগুলি
    1. আপনার আবেদন টি পেন্ডিং ব্যাকেন্ড ভেরিফিকেশন এ আছে। অপেক্ষা করেন এই সমস্যা সমাধান হয়ে যাবে ২/৪ দিনের মধ্যে।

      মুছুন
  17. 4008-000214600,
    Date of Birth 03/03/1981
    চেক করে যানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NASIR UDDIN ভাই আপনার পাসপোর্ট Passport Ready for Issuance অর্থাৎ পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে, আপনি অফিসে গিয়ে নিয়ে আসুন।

      মুছুন
  18. দয়া করে আমার পাসপোর্ট আসছে কিনা একটু দেখে দিবেন। আমার পাসপোর্ট ডেলিভারি স্লিপ এর application id হচ্ছে 4104000063283 এবং জন্ম তারিখ হচ্ছে ১৯-৬-২০০২। একটু দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. SOHEL আপনার পাসপোর্ট এখন Pending Final Approval এ আছে। পাসপোর্ট অফিসের AD এর অনুমতির অপেক্ষায় আছে, তার অনুমতি পেলে পাসপোর্ট প্রিন্টে যাবে। তার পরে পাসপোর্ট পাবেন।

      মুছুন
  19. 4230000033592 I'd passport onek din dore gurte ache .day kore janaben somossa ki

    উত্তরমুছুন
  20. উত্তরগুলি
    1. পাসপোর্ট প্রিন্ট শেষে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরু তে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  21. আমি আমার পাসপোর্ট হয়েছে কি না দেখতে পারছি না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ ফেসবুক পেজে ম্যাসেজ করেন। চেক করে জানিয়ে দিচ্ছি।

      মুছুন
  22. Sir 4000000708450 Id 01/06/1979 plz ,check

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MD AZADUR RAHMAN ভাই আপনার পাসপোর্ট আবেদন এই মুহুর্তে Pending Backend Verification এ আছে। অপেক্ষা করেন ব্যাকেন্ড ছেড়ে দিবে।

      মুছুন
  23. স্যার আমার একটা পাসপোর্ট আবেদনের পুলিশ ভেরিফিকেশন sent for rewark দেখাচ্ছে কেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ দিয়েছে তাই sent for rework দেখাচ্ছে।
      দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
    2. 4235000120443birth16/10/1983 sar passpud pin hote koy din lagbe

      মুছুন
    3. আপনার পাসপোর্ট প্রিন্টিং এর জন্য সারিতে আছে। এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের প্রথমে পাসপোর্ট হাতে পাবেন।

      মুছুন
  24. Pending for printing দেখাচ্ছে ভাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট আবেদন প্রিন্টিং এর জন্য অপেক্ষায় আছে। আগামী সপ্তাহের শেষে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  25. ID 4003-000429731, লিখা উঠে pending for backend verification. এখন আমি কি করব, জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন সমস্যা না, ৭ দিনের মধ্যে ব্যাকেন্ড উঠে যাবে। এখন অপেক্ষা করেন কোন সমস্যা নেই

      মুছুন
    2. Sar amar batija endadur rahman numan passpud kun obstay aec dya kore janaben 4235000126383 birth 10/11/2003

      মুছুন
    3. সেলিম ভাই আপনার ভাতিজার পাসপোর্ট Pending Final Approval আছে। এটার পরে প্রিন্টে যাবে পাসপোর্ট।

      মুছুন
  26. MRP theke convert kore e passport application korese, finger disi, urgent Bank Draft korsi.how many time delivery?

    উত্তরমুছুন
  27. 4235000120443 birth 16/10/1983 sar amar paspurt kun obstay ace

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট প্রিন্ট হয়েগেছে। পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার এলাকার পাসপোর্ট অফিসে।

      মুছুন
  28. স্যার পাচপোর্টি তারাতারী পাওয়ার কোন সুযোগ আছে কিনা?400000760408জন্ম 30/08/1982ডেলিভারী তারিখ 16/03/23হজ্বে যাবো।ডেলিভারী তারিখের আগে পাওয়ার কোন /সুযোগ আছে কিনা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এলাকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। AD র সাথে কথা বলুন আশা করি কাজ হবে।

      মুছুন
  29. ID 4003-000429731, 16/03/1978, MRP পুরাতন পাসপোর্ট জমা দিয়েছি০৯/০২/২৩, নতুন পাসপোর্ট ডেলিভারি পাওয়ার তারিখ ছিল ০৫/০৩/২৩।এখনও কোন পাওয়ার খবর নাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. JAHIRUL JAMSHED ALAM আপনার আবেদন টি এই মুহুর্তে Pending Backend Verification এ আছে। অনুগ্রহ করে অপেক্ষা করেন। ব্যাকেন্ড ছাড়তে দেরী হলে পাসপোর্ট পেতে দেরী হবে।

      মুছুন
  30. SB/DSB Address not required mane ki?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটা কোথায় লেখা দেখাচ্ছে ? সম্ভব হলে একটি স্ক্রিন শর্ট পাঠান আমাদের ফেসবুকে। বিস্তারিত বুঝিয়ে বলতে চেষ্টা করব আমরা।

      মুছুন
  31. আমার পাসপোর্ট pending for printing queue আছে পাসপোর্টটি স্যার কখন পাওয়া যাবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিন্টিং থেকে পাসপোর্ট ডেলিভারি হতে ৫/৭ দিন সময় লাগতে পারে।

      মুছুন
  32. Enrolment Pending SB Police verification. Aj 3din hoi ekhon ki korte. Hobe,,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাসপোর্ট অফিসে জমা না হওয়া পর্যন্ত এমন দেখাবে। ৩/৭ দিন এমন দেখাতে পারে।

      মুছুন
  33. Bai ajke 3 din theke passport shipper dekhache ki korbo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রবি অথবা সোমবার পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন।

      মুছুন
  34. স্যার আমি পাসপোর্ট আবেদন করেছি ২৫/২৭ দিন হবে pending SB police clearance দেখাচ্ছে আজ প্রায় ১৫ দিন এর বেশি । অথচ আমাকে গত ২২/০২/২০২৩ ডেলিভার সময় দেয়া হয়েছে। এমন কেন দেখাচ্ছে, জানাবেন কি স্যার।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে? যদি না হয় তবে থানায় যোগাযোগ করেন। যদি পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

      মুছুন
  35. 1d 4003-000429731 16/03/1978 pending for Backbend verification দেখায়।এটা কি ধরনের সমস্যা , জানতে পারি। ডেলিভারি ৫/৩/২৩ ছিল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ব্যাকেন্ডে কিছু তথ্য ভেরিফাই হচ্ছে এই স্টেপে। যদি পূর্বের পাসপোর্ট থাকে এবং NID এর সাথে কোন প্রকার অমিল থাকে তবে ব্যাকেন্ডে ভেরিফিকেশন হয়। টেনশনের কিছু নেই। তবে পাসপোর্ট পেতে দেরি হয়।

      মুছুন
  36. স্যার ইন্রোলমেন প্রছেজ সাধারনত কত দিন থাকে এটা বেশি দিন থাকলে কি সমস্যা হয় একটু জানাবেন আমার ৭/দিন হয়ে গেছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ অনেক দিন থাকলে সমস্যা। আগামী সপ্তাহের ২/১ দিনের মধ্যে স্ট্যাটাস চেঞ্জ না হলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  37. আমার id 4111000157865 birth 21/07/1994 আজ ৪০ দিন হইছে কিভাবে দ্রুত পেতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. (Sent for rework ) আপনার পাসপোর্ট আবেদনে কোন প্রকার ভুল আছে অথবা পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ দিয়েছে তাই আপনার উচিৎ দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করা।

      মুছুন
  38. আমি পুরাতন পাসপোর্ট কপি জমা দিয়ে নতুন পাসপোর্ট আবেদন করে জমা দিয়েছি ৯/০২/২৩, বেশ কিছু দিন Backend verification ছিল। আজ দেখলাম Application rework/ correction, send for local passport office. ভূল কি হতে পারে Id 4003-000429731, 16/03/1978, জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বর্তমানে এ ধরনের সমস্যা বেশি হচ্ছে। Backed Verification থেকে Sent for rework এ পাঠিয়ে দিচ্ছে।
      কোন প্রকার ভুল ধরা পড়েছে আপনার উচিত পাসপোর্ট অফিসে যোগাযোগ করা ।

      মুছুন
    2. আমার এন আইডি সাতে পাসপোর্ট এর কেনে মিল নাই আমি কেট এবিডিবিড করে জেমা এবং ফিংগার দিয়ে আরছি কিন্তু আজ ২৪ দিন হয়ে গেছে আমি পাসপোর্ট হাতে পাইনি এর কি সেমাদান আছে

      মুছুন
    3. নামের সংশোধন থাকলে পাসপোর্ট পেতে দেরী হবে।

      মুছুন
  39. আসসালামু আলাইকুম ভাই
    আমার নাম মোঃ রুবেল গাজী
    ID .4004000263782
    15/5/1992
    ভাই আমার পাসপোর্ট টা কি অবস্থায় আছে দয়া করে একটু জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Dear MD RUBEL GAJI, Your e-Passport is pending in printing queue.

      আপনার পাসপোর্ট প্রিন্টিং লাইনে আছে। পাসপোর্ট পাবেন ৭/১০ দিন পরে।

      মুছুন
  40. Dear RUBEL GAJI your e-passport is pending in printing queue
    ভাই এই লেখাটা ৬-৭ ধরেই আসছে।
    আমার পাসপোর্ট টা তারাতাড়ি লাগবে
    এখন কি করব? ভাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই অবস্থায় কিছু করার নেই সম্ভবত। তার পরেও আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করে দেখতে পারেন। যে অবস্থায় আপনার পাসপোর্ট আছে তাতে বই হাতে পেতে ৭ দিন লাগবে।

      মুছুন
  41. Enrolment pending sb police verification.aj 7-8din hoi
    Ekhon ki korbo??
    Ektu bolben please

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশনে আছে। আপনারা পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে? যদি হয় তবে অপেক্ষা করেন, সঠিক সময়ে পাসপোর্ট পেয়ে যাবেন।
      আর যদি পুলিশ ভেরিফিকেশন না হয় তবে নিজে থানায় যোগাযোগ করেন।

      মুছুন
  42. 4000000785705
    1/12/2002
    Super express delivery. 19/03/2023 delivery date Dea ache.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট এখন Pending in Print Queue এ আছে। আশা করা যায় ১৯ তারিখে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

      মুছুন
  43. পুলিশ ভেরিফিকেশনের কত দিন পরে,
    Enrolment pending sb police clearance লেখাটি সরিয়ে দিবে

    উত্তরমুছুন
  44. what is the mean The enrolment for your e-Passport is in process at local passport office.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লোকাল পাসপোর্ট অফিসে কাজের তালিকায় আছে। কিছু কাজ বাকি আছে। এটা শেষ হলে অন্য স্ট্যাটাস আসবে।

      মুছুন
  45. Pending for print Queue দেখাচ্ছে,
    এরপর আরো কোনো ধাপ বাকি আছে নাকি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Pending for print queue এর ২ টা ধাপ পরে পাসপোর্ট হাতে পাবেন।

      মুছুন
  46. Pls give me update information
    4218000030376
    Birth of date-10/10/1963

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিন্ট শেষে পাসপোর্ট টি আপনার পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আশাকরি ২/১ দিনের মধ্যে পেয়ে যাবেন।

      মুছুন
  47. 4005-000114999 I'd number
    Date of birth:08-01-2001
    Check kora bolban plzzz.....??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার আবেদন টি পুলিশ ভেরিফিকেশনে আছে। পুলিশ আপনাকে ফোন দিয়ে দেখা করতে বলবে অথবা আপনার বাসায় যাবে। পুলিশ যদি আপনার সাথে আগেই দেখা করে তাহলে অপেক্ষা করেন ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট প্রিন্টে চলে যাবে।

      মুছুন
  48. 4206000050552 date of birth 04/03/2005 cheak kore janaben plz

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MD SHAMIM REJA ভাই আপনার পাসপোর্ট আবেদন Enrolment in Process এ আছে। অর্থাৎ এখনো অফিসে আছে। অফিস থেকে পুলিশ ভেরিফিকেশন এ পাঠনো হয়নি অথবা প্রিন্টের জন্য পাঠানো হয়নি।

      মুছুন
  49. ID- 4102000239148 DATE 03/02/2001
    Online status pending backend verification..enroment date 09/03/2023
    pls help

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. CHAYTEE প্রতিটি পাসপোর্ট আবেদন Pending Backend Verification পদ্ধতির মাধ্যম দিয়ে যেতে হয়। এই অপশনে NID এর সাথে আবেদনের ভুল আছে কি না এবং পূর্বের পাসপোর্ট আছে কি না বা থাকলে সেটার তথ্য আবেদনের যথাযত ভাবে দেওয়া হয়েছে কি না তা চেক করা হয়।
      যদি আপনার আবেদন নির্ভুল থাকে তবে চিন্তার কিছু নেই। অপেক্ষা করেন কয়েক দিন এমনিতেই ব্যাকেন্ড থেকে পরের ধাপে চলে যাবে। যদি ব্যাকেন্ড ২/৩ সপ্তাহের বেশী সময় ধরে থাকে তবে চিন্তার বিষয় থাকে। সে ক্ষেত্রে অফিসে যোগাযোগ করতে হয়।

      মুছুন
  50. Id:4006000344145
    Birth date:24/03/2002
    Give me update information

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট আবেদন টি Pending SB Police Clearance এ আছে। পুলিশ ভেরিফিকেশন এর জন্য আপনার সাথে যোগাযোগ করবে পুলিশের গোয়েন্দা শাখা।

      মুছুন
  51. স্যার আমি মোঃ বাবুল আকতার আমার সালাম নিবেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন,পর সমাচার এই যে আমার পাসপোর্ট নবায়নের আবেদন করিয়াছি অন লাইনে পাসপোর্ট চেক করিলে রেডি কিন্তু এখনো কোন মেসেজ পাঠানো হয়নি কারন কি বলুন, ডেলিভারি তারিখ ছিল, ০২/০৪/২০২৩, হয়তো আমাদের সকলের কথা বিবেচনা করে অতি দ্রুত সমাধান দিন প্লিজ।।।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইসুরেন্স দেখায় তবে SMS এর অপেক্ষা করার দরকার নেই। পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন, কোন সমস্যা হবে না।

      মুছুন
  52. আমার সকল ডকুমেন্ট ১০০%ঠিক। আমার nid অথবা আগের পাসপোর্ট এর সাথে নতুন যেটার আবেদন করেছি হুবহু সেইম। কিন্ত আমার পাসপোর্ট এর ডেলিবারি ছিল ১১/০৪/২০২৩ কিন্ত অনলাইনে এখনো দেখি pending backend verification. এখন কি করা যায়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বর্তমান প্রায় সকল আবেদন ই ব্যকেন্ড ভেরিফিকেশন অনেক দিন আটকে থাকছে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি কোন ভুল না থাকলে কোন যোগাযোগ ছাড়া এমনিতেই ছেড়ে দেবে। হয়তো সময় ২/১ দিন বেশি লাগবে।

      মুছুন
  53. স্যার আমার পাসপোর্ট তিন মাস হইছে একনো পাসপোর্ট এর কোন খবর নাই একটু চেক করেন 4111000145108
    জন্ম তারিখ: 6 November 2002

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট আবেদনের ডেলিভারি স্লিপ এর ছবি তুলে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন।
      আপনি যে ডেলিভারি নাম্বার দিয়েছেন সেটা চেক করলে কোন রেজাল্ট দেখায় না।

      মুছুন
  54. Application id 4006000347370
    Birth day 14/10/1997
    কি অবস্থা একটু দেখেন প্লিজ স্যার

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. TAPAS DAS আপনার পাসপোর্ট আবেদন এখন Sent for Rework এ। যত দ্রুত সম্ভব পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। আবেদনে কোন সমস্যা হয়েছে।

      মুছুন
  55. স্যার আমার আইডি কাড দিয়ে পাসপোর্ট ব্যাংডপ করছি কিন্ত্ এখন দেখতেছি বয়স ১৮ এর নিচে এমন অবস্থায় ওই টাকা ফেরত পাবার কোন নিয়ম আছে না পাসপোর্ট করে নিলেই ভাল হয় কিন্তু পাসপোর্টে বয়স হয়ে জাবে ১৭ সমাধান আসা রাখি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. টাকা ফেরত পাওয়ার কোন সুযোগ নেই। আপনার বয়স ১৭ হলে জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট আবেদন করতে হবে। যদি NID এবং জন্মনিবন্ধনের ইংরেজি নামের বানান এক হয় সে ক্ষেত্রে ঐ ব্যাংক স্লিপ দিয়েই পাসপোর্ট আবেদন করা যাবে। নামের বানান ১০০% মিল থাকতে হবে।

      মুছুন
  56. স্যার টাকা ফেরত হবে না ঠিক আছে ব্যাং ক সিলিপে কি বয়স ১৮ করা জাবে আইডি নিবন্ধন সকল তথ্য সঠিক আছে শুধু বয়স সমস্যা ১৭ আঠার করবো কিভাবে জানাবে স্যার

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. টাকা জমা দেওয়া স্লিপে বয়স উল্লেখ থাকে না। তাই সেই স্লিপ দিয়েই পাসপোর্ট করা যাবে।

      মুছুন
  57. ব্যাং সিলিপ দিয়ে পাসপোর্ট করলে অন্যকোন কাগজ কি দিয়া লাগবে যেমন আইডি কাড বা জন্মনিবন্ধন ইত্যাদি আইডি এবং নিবন্ধনে বয়স ১৭ হচ্ছে তাই এই দুইটা শোকরতে চাচ্ছিনা স্যার ব্যাং সিলিপ দিয়ে পাসপোর্ট বানাতে চাচ্ছি কিন্ত বয়স জন্ম সাল নির্ধারন করবো কিভাবে এবং পাসপোর্টে বয়স ১৮ করবো কি করে আসা রাখি সমস্যাটা বুজতে পারছেন মহাদয় সঠিক সমাধান দিবেন আসা করি

    উত্তরমুছুন
  58. Application ID: 4011-000286136 Date of Birth:02/03/2000 আমার টা একটু দেখে জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট এখন প্রিন্টিং এ আছে। আশাকরি আগামী সপ্তাহের শেষ নাগাদ পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  59. Amar passport baba thikana vul hoyse tai amake abar notun kore abedon korte bolce... Akhon jodi ami abedon cencel kore r abedon na kori tahole ami je taka Bank joma dice se taka ta ki firot pabo nah...plz bolbe ki ami taka ta ferot pabo naki...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. টাকা ফেরত পাওয়া যাবে না। তবে আপনি আগামী ২ মাসের মধ্যে ঐ টাকা জমা স্লিপ দিয়ে পাসপোর্ট করতে পারবেন।

      মুছুন
  60. আমার ডেলিভারি স্লিপ নাম্বার 4000-000826317 জন্ম তারিখ 09-01-1994 আমার পাসপোর্ট টা একটু দেখেন কি অবস্থায় আছে প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. SOHIDUL ISLAM আপনার ই পাসপোর্ট আবেদন Cancelled ( বাতিল) হয়েছে। আপনি জরুরী ভাবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  61. Application id- 4003-000461591
    Brith day- 31-3-2001
    Kon obosthay ache ektu janaben..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. SAIMUN ভাই আপনার পাসপোর্ট আবেদন টি Pending Final Approval এ আছে। অর্থাৎ পাসপোর্ট অফিসে AD'র অনুমতির অপেক্ষা আছে। অনুমতি দিলে পাসপোর্ট প্রিন্টে যাবে।

      মুছুন
  62. Application id- 4003-000461591
    Birth day - 31-03-2001
    Ekhn kon obosthay ache ektu janaben bah koi din lagbe aro oii tao ektu janaien

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট টি এখন প্রিন্টিং এ আছে। ইদের আগে পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা কম।

      মুছুন
  63. Application id-4003-000461591
    Birth day -31-3-2001
    Ekhn kon obosthay ache ar koidin lagbe ektu janaben

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিস পাসপোর্ট বই পৌঁছে গেছে। অফিস খুললেই পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  64. Final Approval hoite koto din lage

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/২ দিন লাগে। তবে এটা অনেক সময় পাসপোর্ট অফিসের AD র কাজের উপর নির্ভর করে। এপ্রুভ এর কাজ AD করে।

      মুছুন
  65. ছার আমার আইডি নম্বর 4110-000181919
    জন্ম তারিখ 28/10/1999
    আমার ফোন নাম্বার 01845933944
    আমাকে একটু জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. RASEL ভাই আপনার পাসপোর্ট আবেদন টি Sent for Rework এ আছে। আপনার যদি নতুন পাসপোর্টের আবেদন হয় তবে পুলিশ রিপর্ট নেগেটিভ দিয়েছে। আর যদি আগে MRP পাসপোর্ট থাকে তবে ই পাসপোর্ট আবেদনের সময় কিছু ভুল হয়ছে। দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  66. জনাব,
    অামার MRP to e-passport, ৯মে বায়োমেট্রিক দিয়েছি, আমার অল্প কিছু সংযোজন করা হয়েছে, নিজ ও পিতার নামে MD সংযোজন, বৈবাহিক অবস্থা, পেশা নতুন সংযোজন করা হয়েছে এবং এর অনুকূলে অঙ্গীকার নামা,ও অন্যান্য পেপারস/প্রমানপএ সাবমিট করেছি। কিন্তু ১৭ মে পার হয়ে গেছে এখনও স্টেটাস Enrolment in process দেখাচ্ছে, পরের ধাপে যাচ্ছে না এটা কি কোন সমস্যা? বা কতদিন পর্যন্ত Enrolment in process লেখাটা থাকতে পারে,এবং চেঞ্জ না হলে আমার করনীয় কি।
    অনুগ্রহ করে যদি একটু বলে সমাধান দিতেন উপকৃত হতাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বর্তমানে তথ্য সংশোধন হলে পুলিশ ভেরিফিকেশন হয়, যত দিন পুলিশ ভেরিফিকেশন না হচ্ছে এই স্ট্যাটাস চেঞ্জ হবে না।
      পরামর্শঃ এই সপ্তাহ টা অপেক্ষা করেন, যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে আগামী সপ্তাহে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  67. পূর্বে এমআরপি পাসপোর্ট ছিল। রিইস্যু এর জন্য আবেদন করেছি,কিছু সংশোধন ছিল,আজ ৭ দিন ধরে Enrolment in process দেখাচ্ছে।ডেলিভারী স্লীপ এ পুলিশ রিপোর্ট not required আছে। ধাপে যেতে কতদিন লাগবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই সপ্তাহ টা অপেক্ষা করেন। পরের সপ্তাহে স্ট্যাটাস চেঞ্জ না হলে অফিসে গিয়ে কথা বলে আসবেন।

      মুছুন
  68. Dear
    Amar passport er delivery er date cilo 9 tarik but ekhono pelam na sms o ase nai ..oid no 4204-000031827 ...birth date 01/01/1994 please ektu bolen to ki obosthay ase

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MD Tariqul islam আপনার পাসপোর্ট ডেলিভারি হয়ে গেছে অনেক আগেই। আপনি যদি পাসপোর্ট ডেলিভারি না নিয়ে থাকেন তবে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  69. আমার টা মার্চে ২০ তারিখে পাইবের কথা পাসপোর্ট ফিংগার হয়ে গেছে ফ্রেব্রুয়ারীর ২৬ তারিখে এখনো পাসপোর্ট পেলাম না আজকে ৩ মাস হয়ে গেছে জানাবেন প্লিজ একটু

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ লিখে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন। কি অবস্থা জানিয়ে দিচ্ছি।

      মুছুন
  70. 4003-000478808 date of birth 12/04/2003

    vai amar ta akto janaben please.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট প্রিন্টিং এর জন্য সিরিয়ালে আছে। আশা করি আগামী ৬/৮ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন।

      মুছুন
    2. tar por ar ki ki step otikrom korbe jodi akto bolten.

      মুছুন
    3. প্রিন্ট শেষ হলে "শিপড "দেখাবে তার পরে "পাসপোর্ট রেডি ফর ইস্যুরেন্স"। Ready for insurance লেখা দেখালে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।

      মুছুন
    4. আপনার পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হয়ে লোকাল পাসপোর্ট অফিসের উদ্দেশ্য। আশাকরি আগামী ২/৩ দিন পরে অফিস থেকে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন।

      মুছুন
  71. Dear MD RASEL RANA, Your e-Passport application has been Suspended by the passport office. Please contact with the passport office to clarify.,,,,,,4100000142974,,,,,02-11-1998,,,,,,plzz bolen aktu

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ই পাসপোর্ট আবেদন এ কোন সমস্যা ছিলো বা কোন তথ্য গোপন করেছেন হতে পারে। এই কারনে যে পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন তারা আপনার আবেদন বাতিল করে দিয়েছে। আপনাত উচিৎ হবে ঐ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা। তারাই আপনাকে সঠিক তথ্য দিতে পারবে।

      মুছুন
  72. 4104000084443 / 20/09/1999 vaiya police verification hoice 10 din moto hobe... Ekono police verification ase keno??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দিন পুলিশ ভেরিফিকেশনে আটকে থাকে না। স্থায়ী এবং বর্তমান আলাদা হলে পুলিশ ভেরিফিকেশন হতে দেরী হয়।

      মুছুন
  73. স্যার আমার পাসপোর্ট pending in print Queen দেখায় এখন আমার করনিও কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট প্রিন্টিং এ আছে। চিন্তা করার কারন নেই, নির্দিষ্ট ডেলিভারির দিনে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  74. আমার পাঁচ ফুট কোন খানে একটু বলবেন কি প্লিজ সার 4226000026973

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন। আমিরা জানিয়ে দেব আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে।

      মুছুন
  75. স্যার আমার আগের পাসপোর্ট আছে আমি এখন E Passport জন্য আবেদন করচি বাট কিচু ভুল আছে Nid সাথে আমি সংসদন ফর্ম পুরন করে দিয়েচি বাট ১ মাস ১০ দিন হলে এখন ও আমার পাসপোর্ট আসে না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করে দেখেছেন? কি দেখাচ্ছে স্ট্যাটাস?

      মুছুন
  76. Reply every question accordingly.This is really a great sign & very helpful for us.Thanks to officer....

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মূল্যবান মতামত এর জন্য ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য কাজ করার আগ্রহ বেড়ে গেল।

      মুছুন
  77. Amr passport sb police pending dekacce, ki korbo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অপেক্ষা করেন, পুলিশ ফোন দেবে। ফোন দিলে যে সকল ডকুমেন্টস নিয়ে দেখা করতে বলে গিয়ে দেখা করে আসবেন।

      মুছুন
  78. My passport status shows Enrolment in process. Basically how many days shows this status for a regular passport.
    Thank you.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সাধারণত নতুন আবেদন অফিসে জমা দেওয়ার দিন থেকে ৩ দিন পর্যন্ত থাকে এই স্ট্যাটাস। যদি রিনিউ বা রি ইস্যু আবেদন হয় এবং পূর্বের পাসপোর্টে ভুল থাকে তবে পুলিশ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত স্ট্যাটাস Enrolment in process থাকে। (নতুন আবেদনের ক্ষেত্রে স্ট্যাটাস ৭ দিন Enrolment in process থাকলে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে)

      মুছুন
    2. My online ID 4011-000336673 & already 6 days gone. But still status is Enrollment processing...What should i do now...

      মুছুন
    3. আপনার পাসপোর্ট আবেদন টা কি একদম নতুন না রি ইস্যু? বিস্তারিত জানিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন।

      মুছুন
  79. 4009000111820 date of birth 18/10/1998 এই পাসপোর্টটি কি অবস্থায় আছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট প্রিন্টিং শেষে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা থেকে। আশাকরি আগামী ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন।

      মুছুন
  80. 4000000876281......29/11/2001 aktu janaben

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট আবেদন টা এখন পুলিশ ভেরিফিকেশন এ আছে। পুলিশ আপনাকে ফোন দেবে।

      মুছুন
  81. amar paspot ti panding and printing dakassa

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী সপ্তাহে পাসপোর্ট পেয়ে যাবেন। কয়েক দিন অপেক্ষা করেন।

      মুছুন
  82. 4006000384891. 19.5.2005 Amarta kobepab aktu janaben

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট এখন প্রিন্টিংয়ে আছে। আগামী 7 দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  83. Sir plz id 4110000187168 bath date 15/11/2012

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট আবেদন টি তে কোন সমস্যা আছে তাই Sent for Rework এ আছে এখন। দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  84. স্যার আমার পাসপোর্ট আজকে 5 দিন ধরে passpor shied দেখায় ডেট ও অভার হইয়া গেছে এখন আমি কি করমু অনেক চিন্তা হইতাছে,😑কিছু একটা পরামর্শ দেন,😑

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কিছুদিন হয়েছে শিপড এ ৫/৭ দিন লাগে যাচ্ছে। এটা সম্ভবত প্রিন্ট এবং ডেলিভারির মধ্যে একটা ঝামেলা চলছে। চিন্ত করার দরকার নেই। আশাকরি এই সপ্তাহের শেষ পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  85. স্যার৷ আমি একটা পাসপোর্ট করেছিলাম MRP পাসপোর্ট আমার নাম পিতা মাতার নাম নিজের গ্রাম তিনটা তথ্য ভুল দিয়ে পাসপোর্ট করে ছিলাম এখন নতুন করে ই পাসপোর্ট করতে চায় কি ভাবে আসল পিতা মাতার নাম গ্রামের নাম দিবো কোন সমস্যা হবে কিনা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগের MRP পাসপোর্ট এ থাকা ভুল সংশোধন করা যাবে। সঠিক ভাবে NID অনুযায়ী আবেদন করতে হবে, আবেদন এর সময় পূর্বের পাসপোর্ট এর তথ্য উল্লেখ করবেন। এই ভাবে জমা দেবেন, আশা করি হবে। সার্টিফিকেট থাকলে ভাল হয়।

      মুছুন

নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷*

নবীনতর পূর্বতন