Local Rework | পাসপোর্ট লোকাল রিওয়ার্ক সমস্যার সমাধান

ই পাসপোর্ট আবেদন জমা দিয়ে আসার কয়েকদিন পরে যখন স্ট্যাটাস চেক করা হয় তখন দেখা যায় Local Rework।  এটা দেখে অনেকে ঘাবড়ে যান তবে চিন্তার কোন কারণ নেই এটা ছোটখাটো সমস্যা।  আপনারা নিজেরাই অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন। 

local rework
E-passport status

Local Rework - পাসপোর্ট স্ট্যাটাস লোকাল রিওয়ার্ক

প্রকৃতপক্ষে ই পাসপোর্ট আবেদনের সাথে জমা দেয়ার ডকুমেন্টস এর তথ্যগত ত্রুটি বা প্রয়োজনের কম ডকুমেন্ট জমা দিলে local rework আসতে পারে, তাছাড়া নির্দিষ্ট কিছু পয়েন্ট দেওয়া হল আপনাদের বোঝার সুবিধার্থে ।


  • ডকুমেন্টস এর স্বল্পতা থাকলে।
  • কোন ডকুমেন্টস এ ভুল তথ্য থাকলে।
  • পূর্বের পাসপোর্ট এর কোন তথ্য সংশোধন হলে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস জমা না দিলে।
  • পাসপোর্ট সংশোধনের সময় অঙ্গীকারনামা না দিলে এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকলে।
  •  স্ত্রীর নাম দেয়া হয়েছে কিন্তু তাতে বিবাহ নিবন্ধন সনদ প্রদান করা হয়নি এমন ক্ষেত্রেও লোকাল রিওয়ার্ক। দেখাতে পারে।
  • কোন কোন ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ভেরিফাইড কপি অফিস কর্তৃক বা আবেদনকারী কর্তৃক আবেদনের সাথে জমা না দিলে।


উপরের কারণগুলোর কারণেই রিওয়ার্ক আসতে পারে, যদি আপনাদের ই পাসপোর্ট স্ট্যাটাস  এমন আসে তবে দ্রুতই পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।


 Local Rework সমাধান

 উপরে উল্লেখিত সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র সাথে নিয়ে পাসপোর্ট অফিসের হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে তাছাড়া আপনি চাইলে পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। পাসপোর্ট অফিসে যাওয়ার সময় অবশ্যই ডেলিভারি  স্লিপ,  জাতীয় পরিচয় পত্র এবং পূর্বের পাসপোর্ট সাথে নিয়ে যাবেন।


কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দ্রুতই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেস্টা করা হবে।

26 মন্তব্যসমূহ

  1. আমার পাসপোর্টের স্টাটাস send for rework টিক করে আসলাম,কয়েক দিন পর আবার স্টাটাস দেখাচ্ছে local rework
    এখন আমার করণীয় কি? দয়া করে জানাবেন,,,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অফিসে যোগাযোগ করেন, সম্ভবত আপনার ডেলিভারি স্লিপ এর কপি এবং NID এর একটা ফটোকপি দিতে বলবে।

      মুছুন
  2. Vai amar local rework asay ami jonmonibondon dia abydon korsi amar ki koro nio

    উত্তরমুছুন
  3. আমি ডিজিটাল পাসপোর্ট রিনিউ করতে দিছি।তখন ব‍্যাংক ড্রাফট করে ই-পাসপোর্ট এর জন্য সকল প্রকার কাগজপত্র জমা দিয়েছি।পরে স্লিপ নিয়ে অফিসে যাই তখন বলে আপনার এই(পুরান) পাসপোর্ট কই যেই স্লিপ দিয়েছে সেই পাসপোর্ট আমি দেখিনি।তারপর বললো যে আপনি একটা জিডি করে তার পর আজিডির খাগজ আর এনআইডির ভেরিফাই কাগজ নিয়ে আসেন। অতপর সকল কাগজপত্র জমা দেই এখনো পর্যন্ত লোকাল রিওয়ার্ক আছে। এখন কি করতে পারি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এমন অবস্থায় ১ সপ্তাহ অপেক্ষা করেন। যদি লোকাল রিওয়ার্ক না যায় তবে অফিসে যোগাযোগ করবেন। কোন ডকুমেন্টে এ সমস্যা হলে Local Rework দেখায়।

      মুছুন
  4. আমার পাসপোর্ট লোকাল রিওয়ার্ক হয়ে আছে আমি অনেক বার যোগাযোগ করছি তাঁদের সাথে কিন্তু কোনো কারণ বলছেনা। শুধু বলছে সময় লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগে কোন পাসপোর্ট ছিল? যা কিছুটা সংশোধন হয়েছে ই পাসপোর্ট আবেদনের সময়?

      মুছুন
  5. আমার face matching হয়ে ছিলো,,,, পরবর্তীতে আমি পাসপোর্ট অফিস এ গিয়ে একটি আবেদন পত্র দিয়ে আসছি। বলছে ঠিক করে দিবে।১৫ দিন হয়ে গেছে। এখন পাসপোর্ট স্টাটাস লেখা আছে Local Rework,,,এখন আমার করনীয় কী?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবার পাসপোর্ট অফিসে যেতে হবে। এই স্ট্যাটাস চেঞ্জ না হলে পাসপোর্ট প্রিন্টে যাবে না।

      মুছুন
    2. Local rework স্টাটাস চেঞ্জ হইতে কতোদিন সময় লাগে

      মুছুন
  6. ভাই আমার আগের পাসপোর্ট থেকে মায়ের নাম চেন্জ হবে। ই পাসপোর্ট জন্য আবেদন করি আসছি আমারে বলছে ২২দিন পরে দিবে।এখন দেড় মাস হইয়া গেছে। এখনো পাই নাই।চেক করলে লোকালrework আসে।

    উত্তরমুছুন
  7. মামলার জন্য lockal rework দেখাচ্ছে। এখন আমার করণীয় কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মামলা খারিজ হলে সেই ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  8. আমার ই পাসপোর্ট প্রথমে সাসপেন্ডে ছিল। এরপরে তিন চার দিন পরে গ্রামের বাড়িতে ভেরিফিকেশন হয় তার ৩ ৪ দিন পরে ঢাকার ভেরিফিকেশন হয় কিন্তু চারদিন পরে আবার অনলাইনে পাসপোর্ট এর স্ট্যাটাসে গিয়ে দেখি লোকাল রি ওয়ার্ক আসে। তাহলে এখন আমার কি করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৩/৪ দিন অপেক্ষা করেন। যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে পাসপোর্ট অফিসে যাবেন।

      মুছুন
  9. আমি মালেশিয়া থেকে পাসপোর্ট করতে দিছি e passport রিনিউ করতে ।কিন্তু আখন লোকাল rework দেখাচ্ছে ।কি করতে পারি?

    উত্তরমুছুন
  10. আমার লোকাল রিওয়ার্ক আসছে এখন কি সাথে সাথে অফিসে এ যাব ।নাকি স্টেটাস চেঞ্জ হবে

    উত্তরমুছুন
  11. Ami Puran mrp passport theke nam change kore e passport er jonno apply korsi akhon 5/6 din por local rework status asche aita ki akhon police verification hobar por Change hobe naki age?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন হবে। তার পরে স্ট্যাটাস চেঞ্জ হবে। যদি আগামী ১০ দিনের মাধ্যে পুলিশ ফোন না দেয় এবং স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  12. ২০২৩ সালে পাসপোর্টের জন্য আবেদনের পর ফৌজদারি মামলা চলমান থাকার কারণে আমার পাসপোর্টের পুলিশ রিপোর্ট নেগেটিভ আসে। পরবর্তীতে এখন পর্যন্ত আমি আর কোনো পদক্ষেপ নেইনি, যেহেতু মামলাটি এখনো চলমান।
    সম্প্রতি সরকার যে ঘোষণা দিয়েছে পাসপোর্ট ইস্যু করতে আর পুলিশ ভেরিফিকেশন থাকছে না, এর ফলে কি আমি মামলা চলমান থাকা সত্ত্বেও কোনোভাবে পাসপোর্টটি পেতে পারি?

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন