Local Rework | পাসপোর্ট স্ট্যাটাস লোকাল রিওয়ার্ক সমস্যার সমাধান

ই পাসপোর্ট আবেদন জমা দিয়ে আসার কয়েকদিন পরে যখন স্ট্যাটাস চেক করা হয় তখন দেখা যায় লোকাল রিওয়ার্ক।  এটা দেখে অনেকে ঘাবড়ে যান তবে চিন্তার কোন কারণ নেই এটা ছোটখাটো সমস্যা।  আপনারা নিজেরাই অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন। 

local rework
E-passport status

Local Rework - পাসপোর্ট স্ট্যাটাস লোকাল রিওয়ার্ক

প্রকৃতপক্ষে ই পাসপোর্ট আবেদনের সাথে জমা দেয়ার ডকুমেন্টস এর তথ্যগত ত্রুটি বা প্রয়োজনের কম ডকুমেন্ট জমা দিলে local rework আসতে পারে, তাছাড়া নির্দিষ্ট কিছু পয়েন্ট দেওয়া হল আপনাদের বোঝার সুবিধার্থে ।


  • ডকুমেন্টস এর স্বল্পতা থাকলে।
  • কোন ডকুমেন্টস এ ভুল তথ্য থাকলে।
  • পূর্বের পাসপোর্ট এর কোন তথ্য সংশোধন হলে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস জমা না দিলে।
  • পাসপোর্ট সংশোধনের সময় অঙ্গীকারনামা না দিলে এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকলে।
  •  স্ত্রীর নাম দেয়া হয়েছে কিন্তু তাতে বিবাহ নিবন্ধন সনদ প্রদান করা হয়নি এমন ক্ষেত্রেও লোকাল রিওয়ার্ক। দেখাতে পারে।
  • কোন কোন ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ভেরিফাইড কপি অফিস কর্তৃক বা আবেদনকারী কর্তৃক আবেদনের সাথে জমা না দিলে।


উপরের কারণগুলোর কারণেই রিওয়ার্ক আসতে পারে, যদি আপনাদের ই পাসপোর্ট স্ট্যাটাস  এমন আসে তবে দ্রুতই পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।


 local rework সমাধান

 উপরে উল্লেখিত সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র সাথে নিয়ে পাসপোর্ট অফিসের হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে তাছাড়া আপনি চাইলে পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। পাসপোর্ট অফিসে যাওয়ার সময় অবশ্যই ডেলিভারি  স্লিপ,  জাতীয় পরিচয় পত্র এবং পূর্বের পাসপোর্ট সাথে নিয়ে যাবেন।


কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দ্রুতই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেস্টা করা হবে।

2 মন্তব্যসমূহ

  1. আমার পাসপোর্টের স্টাটাস send for rework টিক করে আসলাম,কয়েক দিন পর আবার স্টাটাস দেখাচ্ছে local rework
    এখন আমার করণীয় কি? দয়া করে জানাবেন,,,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অফিসে যোগাযোগ করেন, সম্ভবত আপনার ডেলিভারি স্লিপ এর কপি এবং NID এর একটা ফটোকপি দিতে বলবে।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন