১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে এবং ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে তা জানতে চান অনেকে। আজ এই লেখাতে শুধুমাত্র ১০ বছর মেয়েদি পাসপোর্ট নিয়ে বিস্তারিত জানাবো।

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি এবং কি কি ডকুমেন্টস লাগে


বাংলাদেশ সরকার ৫ বছর এবং ১০ বছর উভয় মেয়াদী পাসপোর্ট ইস্যু করে থাকে, গ্রাহকের চাহিদার ভিত্তিতে। তবে ১০ বছর মেয়াদী পাসপোর্ট পেতে আবেদন কারীর বয়স অবশ্যই ১৮ এর বেশী হতে হবে


১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে

১/    অনলাইন ই পাসপোর্ট আবেদন পত্রের প্রিন্ট কপি

২/    অনলাইনের অথবা অফলাইনের ব্যাংক চালান কপি

৩/    জাতীয় পরিচয়পত্র

৪/    পেশা প্রমাণের ডকুমেন্টস

৫/    নাগরিক সনদ বা চেয়ারম্যান সনদ

৬/    বিদ্যুৎ বিলের কাগজ

বিঃদ্রঃ যাদের বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা আলাদা এবং তারা বর্তমান ঠিকানা তে পাসপোর্ট করতে চাচ্ছেন তারা বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যাবেন।


১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে

১০ বছর মেয়াদী ই পাসপোর্ট ডেলিভারির পদ্ধতির উপর নির্ভর করে ৩ ভাগে ভাগ করা হয়, যেমন রেগুলার ডেলিভারি, জরুরী ডেলিভারি, অতি জরুরী ডেলিভারি। তাছাড়া পৃঠার উপর নির্ভর করে ২ ভাবে ভাগ করা হয়, যেমন ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট। সর্বপরি ডেলিভারির ধরন এবং পৃঠার উপর নির্ভর করে পাসপোর্ট করতে কত টাকা লাগে তা নির্ধারন করা হয়।

৪৮ পৃঠার ১০ বছর মেয়াদী পাসপোর্ট ফি

রেগুলার ডেলিভারি (২১ দিনে)---------- ৫,৭৫০৳

জরুরী ডেলিভারি (৭ দিনে)--------------৮,০৫০৳

অতি জরুরী ডেলিভারি (২ দিনে)--------১০,৩৫০৳


৬৪ পৃঠার ১০ বছর মেয়াদী পাসপোর্ট ফি

রেগুলার ডেলিভারি (২১ দিনে)---------- ৮,০৫০৳

জরুরী ডেলিভারি (৭ দিনে)--------------১০,৩৫০৳

অতি জরুরী ডেলিভারি (২ দিনে)--------১৩,৮০০৳


বিঃদ্রঃ অতি জরুরী পাসপোর্ট আবেদন জমা দেওয়া যাবে আপনার জেলার লোকাল পাসপোর্ট অফিসেই তবে ডেলিভারি নিতে হবে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে।

ই পাসপোর্ট সংক্রান্ত যে কোন প্রশ্ন জানতে পোস্টের নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দিতে পারেন। আমরা দ্রুতই আপনার প্রশ্নের উত্তর দিতে চেস্টা করবো।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন