অনেকের জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ড হয়নি তার তাঁদের মাথায় চিন্তা আসে "ভোটার আইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে?" জী হ্যা, NID ছাড়া পাসপোর্ট বানানো যায়। তবে আপনি আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে পারবেন কি না সেটাই মূল বিষয়।
NID কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে |
বাংলাদেশ সরকার কিছু মানুষের জন্য ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করার সুযোগ রেখেছে, তার জন্য আপনাকে ঐ ক্যাটাগরির মানুষের আতায় পড়তে হবে।
{tocify} $title={Table of Contents}
ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট পাবেন যারাঃ
- পাসপোর্ট আবেদনকারীর বয়স ১৮ বছরের নিচে হতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ১৯ বছর হলেও ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট পাবেন সে ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য আবেদন করে নির্বাচন অফিস থেকে ছবি তুলে আসতে হবে এবং সাথে ভোটার স্লিপ নাম্বারের কাগজ থাকতে হবে।
- আবেদনকারী যদি প্রবাসী হয়ে থাকেন এবং তার যদি NID না থাকে তবে ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন।
বিঃদ্রঃ NID ছাড়া পাসপোর্ট বানাতে হলে তাকে অবশ্যই ডিজিটাল জন্মনিবন্ধন (ইংরেজি ভার্সন) থাকতে হবে।
ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে কি কি লাগবে?
ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে হলে দেশের মধ্যে এক রকম ডকুমেন্ট লাগবে এবং দেশের বাইরে থেকে অন্য ধরণের ডকুমেন্টস লাগবে।
দেশের মধ্য থাকে NID ছাড়া আবেদন করতে যা যা লাগবেঃ
- ডিজিটাল জন্মনিবন্ধন (BRC)
- ই পাসপোর্ট আবেদনের প্রিন্ট কপি
- নাগরিক সনদ
- বাবা এবং মায়ের NID কার্ড
- পেশা প্রমানের সনদ
- ই পাসপোর্ট পেমেন্ট স্লিপ (পাসপোর্টের টাকা জমা দেওয়া রসিদ)
- MRP পাসপোর্ট (যদি আগে পাসপোর্ট থাকে)
বিঃদ্রঃ যদি কারো আগের MRP পাসপোর্ট থাকে এবং বর্তমান জন্মনিবন্ধন অনুযায়ী MRP পাসপোর্টে কোন ভুল থাকে তা সংশোধনের জন্য পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা পূরণ করে জমা দিতে হবে সকল ডকুমেন্টসের সাথে।
প্রবাসী হলে ভোটার আইডি ছাড়া পাসপোর্ট করতে যা যা লাগবে
- ডিজিটাল জন্মনিবন্ধন (BRC - 17 ডিজিটের নাম্বার)
- পূর্বের MRP পাসপোর্টের ১ থেকে ৭ পৃষ্ঠার ফটোকপি
- MRP/ই পাসপোর্ট আবেদনের প্রিন্ট কপি
- ভিসার কপি
- পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- পাসপোর্ট প্রসেসিং ফি
- পাসপোর্ট হারিয়ে গেলে জিডি কপি
বিঃদ্রঃ ভুল সংশোধন থাকলে অঙ্গীকারনামা পূরণ করে জমা দিতে হবে।
ভোটার আইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে?
হ্যাঁ, ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যাবে। ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে হলে প্রথমে আপনাকে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে হবে এবং যারা প্রবাসে আছেন, তাঁদের ওখানে ই পাসপোর্ট চালু না হলে অনলান থেকে MRP পাসপোর্ট ফরম পূরন করবেন জন্মনিবন্ধন সনদ নাম্বার দিয়ে। তার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট সাজিয়ে অফিসে জমা দিবেন।
Can I make passport without NID card?
Yes, you can make MRP or e passport without nid card. Bangladesh Gov Make an opportunity to make passport without NID.
আজ এই আর্টিকেল এ এনআইডি ছাড়া নতুন পাসপোর্ট বানানোর পদ্ধতি এবং প্রবাসীদের NID ছাড়া পাসপোর্ট বানানোর নিয়ম সম্পর্কে আলোচনা করা হল। যদি আপনার মনে ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা বিষয়ে কোন প্রকার প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
স্যার আমার সালাম নিবেন আমার পাসপোর্ট জব্দ তালিকায় দিয়ে দিয়েছে এয়ারপোর্টে থেকে৷ স্যার এখন আমি আমার পাসপোর্ট ফেরত পেতে চাই স্যার আমি আপনাদের সাহায্যে চাই আমার পাসপোর্ট নাম্বার হলো A05858496 স্যার দয়া করে আমার পাসপোর্ট টা ফেরত পাবার ভালো একটা প্ররামরস দিয়ে একটু সাহায্যে করবেন
উত্তরমুছুনআপনার পাসপোর্ট কেন জব্দ করেছে তা জানি না। আর আপনার পাসপোর্ট ফেরত দেওয়া অধিকার এয়ারপোর্ট থানার। তাদের সাথে যোগাযোগ করেন।
মুছুন