Affidavit for passport | পাসপোর্টের ভুল সংশোধনের এফিডেভিট বা হলফনামা

Affidavit for passport | পাসপোর্টের ভুল সংশোধনের এফিডেভিট বা হলফনামা 

বাংলায় এফিডেফিট এবং ইংরেজিতে Affidavit  আমরা যা বলি না কেন এর সহজ সরল বাংলা অর্থ হল। ব্যাক্তি এবং সামাজিক জীবনে কোন কিছু পরিবর্তন, সংশোধন, পরিমার্জন করার সময় আইনের মাধ্যমে ঘোষণা দেওয়া কে বোঝায়। পাসপোর্টের ভুল সংশোধন, নামের বানান পরিবর্তন, বিবাহ, ধর্ম, মামলা, জমি ক্রয় বিক্রয়, ভিসা, জন্মসনদ সংশোধন সহ ইত্যাদি কাজে এফিডেফিট প্রয়জন হয়। 

passport affidavit for name change
পাসপোর্টের ভুল সংশোধনের এফিডেভিট পদ্ধতি


এফিডেফিট কি?


কোট এর মাধ্যমে কোন কিছু পরিবর্তন, সংশোধন এবং পরিমার্জন করার হলপনামা বা ঘোষণা কে এফিডেফিট বলা হয়। 


এফিডেফিটের প্রয়োজন কেন ?


জন্মগত ভাবেই মানুষ সমাজ এবং একটা নির্দিষ্ট আইনের মধ্যে থাকে। তার জন্ম, নাম, ধর্ম, শিক্ষা, ব্যাবসা, জমি, বিবাহ ইত্যাদি সামাজিক ভাবেই পেয়ে থাকে। সবাই জানে এমন কিছু বা ভুল ক্রমে লিখিত হয়েছে বা বর্তমানে তিনি কিছু পরিবর্তন করতে চান এমন ক্ষেত্রে এফিডেফিট বা হলফনামা’র প্রয়োজন হয়। 



পাসপোর্ট সংশোধনের এফিডেফিট লাগে কেন ? Affidavit for Passport 


বর্তমান সময়ে এম আর পি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে হচ্ছে এমন অবস্থায় পূর্ববর্তী পাসপোর্টে অনেক ভুল থাকছে অথবা জাতীয় পরিচয়পত্রের সাথে সার্টিফিকেট অথবা মা বাবা এর নামের বানানে ভুল থাকায় এফিডেফিটের প্রয়োজন বেড়েছে। কখনো কখনো, পাসপোর্ট হারিয়ে গেলে, Passport Name change, জন্মস্থান, স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা পরিবর্তন বা যোগ করার জন্যও এফিডেফিট লাগছে।


পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে এবং ই পাসপোর্ট সংশোধন ফি কত লাগে তা সম্পর্কে বিস্তারিত আরেকটি আর্টিকেল দেওয়া হবে।

কি ভাবে এফিডেফিট করব? Affidavit Format in Bangladesh


যেহেতু আমাদের সাইট টি Passport বিষয়ক সেহেতু আজ আমরা আপনাদের কি ভাবে পাসপোর্ট সংশোধনের জন্য এফিডেফিট করতে হয় তা দেখাবো।


নিচে এফিডেফিটের একটি ডেমো কপি দেওয়া হল। এখানে পাসপোর্ট সংশোধন বিষয়ে লেখা আছে তবে আপনি চাইলে এই ডেমো এফিডেফিট কপি টি পাসপোর্ট ভুল সংশোধন, ধর্ম পরিবর্তন, কোট ম্যারেজ, জমি ক্রয় বিক্রয়, মমলা, তালাক প্রদানের জন্যও কিছু টা পরিবর্তন করে নিজের প্রয়োনিয় তথ্য যোগ করে একটি এফিডেফিট করে নিতে পারবেন।



বাংলাদেশে পাসপোর্ট সংশোধন করতে যে ভাবে কোট এ এফিডেফিট করতে হয় তার ডেমো ফরম্যাট দেওয়া হল।


এফিডেফিট ডেমো ফরম্যট


১ম পৃষ্টাঃ

মোকাম মাগুরা বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এফিডেফিড

( জন্মস্থান ও পিতার নাম সংশোধন ঘোষণা )


আমি ঝর্না রানী বিশ্বাস, পিতা- অংকুর চন্দ্র মন্ডল, মাতা- মায়া রানী মন্ডল, স্বামী- সমীর কুমার বিশ্বাস, সাং- নহাটা, ডাকঘর- নহাটা-৭৬১০, থানা- মোহম্মদপুর, জেলা- মাগুরা, ধর্ম-হিন্দু (সনাতন) , জাতিয়তা-বাংলাদেশ, জন্মতারিখঃ ০৩-০৫-১৯৭৫ ইং, জাতীয় পরিচয় পত্র নং ৫৯৫ ১২১ ৮৩৪৭ ।


অদ্য আপনার আদালতে হাজির হইয়া এই মর্মে প্রতিজ্ঞা পূর্বক বলিতেছি যে , গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার কতৃক প্রদত্ত আমার পাসপোর্টে ভুলক্রমে আমার জন্মস্থান মাগুরা এবং আমার পিতার নাম ইংরেজীতে AKKUAR CHANDRA MONDOL লিখিত হইয়াছে। উক্ত পাসপোর্ট নাম্বারঃ BL 0232434 .




২য় পৃষ্টাঃ

সে কারনে আমি অদ্য বিজ্ঞ আদালতে হাজির হইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত আমার পাসপোর্টে, আমার জন্মস্থান মাগুরা সংশোধিত হইয়া রাজবাড়ী এবং আমার পিতার  নাম ইংরেজীতে AKKUAR CHANDRA MONDOL সংশোধিত হইয়া ANKUR CHANDRA MONDOL লিখিত হইবে। ইহাই আমার ঘোষণা। 

আমার পূর্বের সকল তথ্য বাতিল বলিয়া গন্য হইবে।


৩য় পৃষ্টাঃ

অত্র এফিডেফিটের লিখিত বিবরণ আমার বলা মতে লেখা সঠিক হওয়ায় আমাকে পড়িয়া শুনাইলে, আমার বলা মতে লেখা সঠিক থাকায় আমি সুস্থ্য শরীরে স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় নিম্নে নিজের নাম সম্পাদন করিলাম। 

ইতি,


তাং- 

এফিডেফিটকারী স্বাক্ষরঃ



এফিডেফিটকারী আমার

সম্মুখে স্বাক্ষর সম্পাদন

করিয়াছেন।



এডভোকেট,

জজ কোর্ট মাগুরা।






এফিডেফিট ৩ পেজের হয়। প্রতিটি পেজের জন্য কি লিখতে হয় তা উপরে দেওয়া হল। 


পাসপোর্ট সংশোধন এফিডেফিট ফরম্যাট ১ম পেজ


affidavit for passport

পাসপোর্ট সংশোধন এফিডেফিট ২য় পেজ


affidavit for passport

পাসপোর্ট সংশোধন এফিডেফিট ফরম্যাট ৩য় পেজ

affidavit for passport



এফিডেফিটের করতে  কি কি লাগে?


পাসপোর্ট সংশোধন করার জন্য যদি এফিডেফিট করতে হয় তবে অবশ্যই পূর্বের পাসপোর্ট ( যদি থাকে) , জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদ, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি,  সার্টিফিকেট ( যদি থাকে) ১০০ টাকা মূল্যের ৩ টি  এফিডেফিট ফরম, একজন উকিল থাকতে হবে এবং আবেদন কারী নিজে উপস্থিত থাকতে হবে।



এফিডেফিটের করতে করতে কত টাকা লাগে ?

সব কাজ উকিল কে দিয়ে করালে ১০০০ থেকে ১৫০০ টাকা লাগতে পারে। এটা উকিলের উপর নির্ভর করে। 



বর্তমান সময়ে এফিডেফিট বেশী হচ্ছে পাসপোর্ট সংশোধনের জন্য। পাসপোর্টের যে ভুল গুলোর জন্য হলফনামা করতে হয় সে গুলো Affidavit for passport renewal, affidavit for passport name change, affidavit for passport lost, affidavit for passport correction, 



উপরে এফিডেফিট এবং পাসপোর্ট সংশোধনের জন্য কি ভাবে এফিডেফিট করতে হয় তা আপনাদের জানানোর চেষ্টা করলাম। যদি এই লেখা টি আপনার কোন উপকারে আসে তবে শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে। অথবা যদি এফিডেফিট অথবা পাসপোর্ট সংশোধনের সম্পর্কে কোন প্রশ্ন থাকে তবে নিশ্চয়ই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন।


💢আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য ধন্যবাদ💢

epassport-bd.com


28 মন্তব্যসমূহ

  1. হারানো পাসপোট এর জন্য হলফনামা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হারানো পাসপোর্ট এর হলফনামা সম্পর্কে তাড়াতাড়ি- ই পোষ্ট করা হবে

      মুছুন
  2. আমার পাসপোর্ট করছি জম্ননিবন্দন দিয়ে,,, কিন্তু জম্ননিবন্ধন অনলাইন করা নাই,,,এখন রেনু করতে কি করতে হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID দিয়েই আবেদন করা যাবে যদি আপনার বয়স ১৮ এর বেশি হয়।
      পাসপোর্ট এবং nid এর মধ্যে ভুল থাকলে এফিডেফিট করতে হবে

      মুছুন
  3. শুধু নোটারী করে দিলে কি হবে। প্রথম শ্রেণির মেজিট্রেট দিয়ে না করাইয়া শুধু নোটারী পাবলিক করালে হবে কি?

    উত্তরমুছুন
  4. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরাকাতু
    আমার আগের পাসপোর্ট নাম বাদসা মিয়া ৬ বসয় ডিফেন্স আমার ইটালি ডুকোমেন্ট
    মোহাম্মদ ফুলিয়া কার্ড হয়ে হয়ছে দুই আসর দরে গুরেতে পাসপোর্ট করতে পারি না জর্ম নিবন্ধন পাসপোর্ট করতে পারবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যাদের বয়স ২০ বছরের বেশি তারা জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারে না। তবে যদি আপনি ইতালি প্রবাসী হয়ে থাকেন তবে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন।

      মুছুন
  5. আমার ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে।ফটোকপি আছে, তাহলে আমি কি পাসপোর্ট তুলতে পারবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ তুলতে পারবেন।
      থানায় গিয়ে GD করবেন, এবং ঐ GD নিয়ে পাসপোর্ট অগিসে গেলে পাসপোর্ট দেবে।

      মুছুন
  6. আমার ্mrp passport জেন্ম তারিখ ভুল র্সাটিফিকেট নাই কি কি কাগজ লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID, পেশা প্রমানের সনদ, পেমেন্ট স্লিপ, অনলাইন আবেদন কপি, রি ইস্যু ফরম, প্রতিজ্ঞা পত্র।

      মুছুন
  7. আমার পাসপোর্ট হারিয়ে গেছিলো জিডি করা আছে।এখন এফিডেভিট করবো।কিন্তু আমার পাসপোর্ট এ মার নামে ডলি বেগম আছে আমি ডলি খানম করবো ।তাহলে তো আবার এফিডেফিট লাগবে তো আমি কি দুইটা আলাদা ফি ডেবিট করব নাকি একটার ভিতরে দুইটা হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন পাসপোর্ট সংশোধন করতে এফিডেফিট করা লাগছে না।

      মুছুন
  8. আমার এনআইডি কার্ডে বাবার নামে মোঃ যোগ করতে হবে কিন্ত বাবার কোন ডকুমেন্ট নাই ।এখন কি এফিডেবিট দিয়ে সংশোধন করা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার সার্টিফিকেট অথবা ভাই বোনদের NID তে যদি পিতার নামের আগে MD থাকে সেটা ব্যবহার করে আপনার NID সংশোধন করা যেতে পারে।

      মুছুন
  9. ভাই দয়া করে হারানো পাসপোর্ট এর জন্য কিভাবে কোর্ট afidefit করতে হয় সেটা নিয়ে aktu আপডেট দেন

    উত্তরমুছুন
  10. আমি জার্মানী থাকি, আমি ই-পাসপোর্টের জন্য দূতাবাসে আবেদন করলে তারা ডেলিভারি স্লিপ দেয়। কিন্তু আমার পূর্ববর্তী পাসপোর্টে আমার বয়স ভুল আছে তাই দূতাবাস থেকে বলছে দেশ থেকে একটা হলপনামা করিয়ে তাদেরকে দিতে।
    এখন এখান থেকে আমি কিভাবে হলফনামা বা এভিডেভিড করবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার কোন নিকট আত্মীয় অথবা বন্ধু আপনার হয়ে কাজ টা করতে পারে। কাজ টা উকিল দিয়ে করাতে হবে।

      মুছুন
  11. আমার আগের পাসপোর্টের তথ্য সংশোধন করা হয়েছে , কিন্তু পুরোনো পাসপোর্টে আমার ভিসা লাগানো । তাহলে আমাকে এখন কি করতে হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভিসা আছে এমন পাসপোর্ট সংশোধন না করাই ভাল, কারণ ভিসা তে সমস্যা হতে পারে!
      আপনি যে দেশে থাকেন সেখানে যদি সংশোধন হওয়া পাসপোর্ট নিয়ে গেলে কোন সমস্যা না হয় তবে কোন সমস্যা নেই।

      মুছুন
  12. আমার আগের পাসপোর্টে গ্রামের নাম ভুল ছিল, নতুন পাসপোর্টে টা ঠিক করি। এখন আমি ইন্ডিয়ার ভিসা পেয়েছি, ইন্ডিয়া যেতে কি কোন সমস্যা হবে?

    উত্তরমুছুন
  13. পাসপোর্ট সংশোধন করার জন্য বলে এখন এফিডেভিট লাগেনা কতটুকু সত্য জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
  14. আমার nid তে আছে CHANDON DAS আগের পাসপোর্ট এর আছে CHANDAN DAS এখন কি করবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ই পাসপোর্ট আবেদন করার সময় NID তে আপনার নামের বানান যে ভাবে আছে সেই ভাবেই দিবেন। পাসপোর্টে ভুল আছে তাই সকল ডকুমেন্টস পাসপোর্ট অফিসে জমা দেওয়ার সময় একটি প্রতিজ্ঞাপত্র পূরণ করে জমা দিবেন। এই প্রতিজ্ঞাপত্র অফিস থেকেই আপনাকে দেবে অথবা পাসপোর্ট অফিসের সামনে কোন দোকানে পেয়ে যাবেন। ( আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে প্রতিজ্ঞাপত্র)

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন