Passport authorization letter bd - পাসপোর্ট অথরাইজেশন লেটার বাংলা

Authorization letter এর বাংলা অর্থ হল অনুমতিপত্র। অর্থ্যাৎ Passport authorization letter এর অর্থ অনেক টা এমন "একজনের পাসপোর্ট অন্যজন কে উত্তোলন বা সংগ্রহের অনুমতি দেওয়া"।

বাংলাদেশ সরকার পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সংগ্রহ করার ক্ষেত্রে (পাসপোর্ট অথরাইজেশন লেটার ) এই সুবিধা টি দিয়ে থাকে।

Passport authorization letter bd, পাসপোর্ট অথরাইজেশন লেটার বাংলা
Passport authorization letter bd

Passport authorization letter bd:

ঐ সকল মানুষের জন্য প্রয়োজন হয় যারা পাসপোর্ট অফিসে যেতে পারছেন না বিশেষ কোন কারনে। অথবা পাসপোর্ট আবেদনকারী অসুস্থ, শিশু, বয়স্ক, নারী, কিংবা কর্ম ব্যাস্ততার কারনে আঞ্চলিক পাসপোর্ট অফিসে স্বশরীরে গিয়ে পাসপোর্ট টি ডেলিভারি নিতে পারছেন না তাদের জন্যই Passport authorization letter প্রয়োজন হয়।


Passport authorization letter কখন জমা দিতে হয়?

পাসপোর্ট অথরাইজেশন লেটার টি পাসপোর্ট উত্তোলনের সময় AD বরাবর আবেদন করে, পাসপোর্ট ডেলিভারি কাউন্টারে জমা দিতে হয়।


Passport authorization letter এর সাথে আর কি কি লাগে?

Passport authorization letter bd এর সাথে যা যা সাথে নিবেন তা হল

১ Passport authorization letter

২ পাসপোর্ট ডেলিভারি স্লিপ

৩ পূর্বের পাসপোর্ট ( যদি থাকে)

৪ পাসপোর্ট উত্তোলনকারীর NID ( মূল কপি এবং ১ টি ফটোকপি)

Passport authorization letter bd এর নমুনা কপিঃ

আপনাদের সুবিধার্থে পাসপোর্ট অথোরাইজেশন লেটার নমুনা কপি নিচে লিখে দিলাম। আপনারা এটা দেখে হাতে লিখতে পারেন অথবা কম্পিউটার কম্পোজ করে লিখে পাসপোর্ট অফিসে জমা দিবেন। সব চেয়ে ভাল হয় কম্পিউটার কম্পোজ করে লিখলে। Passport authorization letter bd এর নমুনা কপি নিচে PDF আকারে দেওয়া আছে।


Authorization letter for passport collection Bangladesh in Bangla


বরাবর,

উপপরিচালক

আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিলেট


বিষয়ঃ পাসপোর্ট উত্তোলনের অনুমতি প্রদান প্রসঙ্গে।


জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি .................................... ডেলিভারি স্লিপ নংঃ ................................................................ গত ............/............./................. খ্রিঃ তারিখে পাসপোর্টের জন্য আবেদন করি। বর্তমানে উক্ত পাসপোর্ট টি অত্র অফিসের পাসপোর্ট ডেলিভারি কাউন্টারে ইস্যুর জন্য Ready আছে। আমার................................ ................ কারণে পাসপোর্ট টি স্বশরীরে সংগ্রাহ করা ম্ভব হচ্ছে না। এমন অবস্থায় আমি আমার স্বামী / স্ত্রী / পিতা / ভাই / মা- কে  আমার পাসপোর্ট টি উত্তোলনের অনুমতি প্রদান করলাম।

এতএব, আকুল আবেদন আমার পাসপোর্ট টি আমার মনোনীত বাহক কে প্রদান করতে জনাবের সদয় মর্জি হয়।মনোনীত ব্যাক্তি ( আবেদনকারী কতৃক সত্যায়ন করতে হবে)


স্বাক্ষরঃ.........................................................

নামঃ.............................................................

মোবাইল নংঃ..............................................


বিনীত নিবেদক


স্বাক্ষরঃ.........................................................

নামঃ.............................................................

মোবাইল নংঃ..............................................

Passport authorization letter bd - পাসপোর্ট অথরাইজেশন লেটার
পাসপোর্ট অথরাইজেশন লেটার - Passport authorization letter bd pdf

বিঃদ্রঃ মনোনীত ব্যাক্তি অর্থাৎ যাকে Passport authorization letter দিয়েছেন তিনি অবশ্যই নিজের জাতীয় পরিচয় পত্রের মূল কপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ,অথরাইজেশন লেটার এবং ডেলিভারি স্লিপ সাথে নেবে। যদি পাসপোর্ট আবেদনকারীর কোন পাসপোর্ট থেকে থাকে সেটাও সঙ্গে নিয়ে যাবে।


Passport authorization letter bd এর নমুনা কপি PDF আকারে দেওয়া হল আপনাদের সুবিধার্থে।

এই প্রবন্ধে আপনাদের বুঝাতে চেষ্টা করছি একজনের পাসপোর্ট অন্য জন কি ভাবে গ্রহণ করতে পারে পাসপোর্ট অফিস থেকে। Passport authorization letter দিয়ে বাংলাদেশের যে কোন পাসপোর্ট অফিস থেকে একজনের পাসপোর্ট অন্যজন গ্রহণ করতে পারেন।

Passport authorization letter bd সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে অথবা পাসপোর্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব।

💢আপনার সময়ের জন্য ধন্যবাদ💢

ePassport-bd.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন