Authorization letter এর বাংলা অর্থ হল অনুমতিপত্র। অর্থ্যাৎ Passport authorization letter এর অর্থ অনেক টা এমন "একজনের পাসপোর্ট অন্যজন কে উত্তোলন বা সংগ্রহের অনুমতি দেওয়া"।
বাংলাদেশ সরকার পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সংগ্রহ করার ক্ষেত্রে (পাসপোর্ট অথরাইজেশন লেটার ) এই সুবিধা টি দিয়ে থাকে।
Passport authorization letter bd |
Passport authorization letter bd:
ঐ সকল মানুষের জন্য প্রয়োজন হয় যারা পাসপোর্ট অফিসে যেতে পারছেন না বিশেষ কোন কারনে। অথবা পাসপোর্ট আবেদনকারী অসুস্থ, শিশু, বয়স্ক, নারী, কিংবা কর্ম ব্যাস্ততার কারনে আঞ্চলিক পাসপোর্ট অফিসে স্বশরীরে গিয়ে পাসপোর্ট টি ডেলিভারি নিতে পারছেন না তাদের জন্যই Passport authorization letter প্রয়োজন হয়।
Passport authorization letter কখন জমা দিতে হয়?
পাসপোর্ট অথরাইজেশন লেটার টি পাসপোর্ট উত্তোলনের সময় AD বরাবর আবেদন করে, পাসপোর্ট ডেলিভারি কাউন্টারে জমা দিতে হয়।
Passport authorization letter এর সাথে আর কি কি লাগে?
Passport authorization letter bd এর সাথে যা যা সাথে নিবেন তা হল
১ Passport authorization letter
২ পাসপোর্ট ডেলিভারি স্লিপ
৩ পূর্বের পাসপোর্ট ( যদি থাকে)
৪ পাসপোর্ট উত্তোলনকারীর NID ( মূল কপি এবং ১ টি ফটোকপি)
Passport authorization letter bd এর নমুনা কপিঃ
আপনাদের সুবিধার্থে পাসপোর্ট অথোরাইজেশন লেটার নমুনা কপি নিচে লিখে দিলাম। আপনারা এটা দেখে হাতে লিখতে পারেন অথবা কম্পিউটার কম্পোজ করে লিখে পাসপোর্ট অফিসে জমা দিবেন। সব চেয়ে ভাল হয় কম্পিউটার কম্পোজ করে লিখলে। Passport authorization letter bd এর নমুনা কপি নিচে PDF আকারে দেওয়া আছে।
Authorization letter for passport collection Bangladesh in Bangla
বরাবর,
উপপরিচালক
আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিলেট
বিষয়ঃ পাসপোর্ট উত্তোলনের অনুমতি প্রদান প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি .................................... ডেলিভারি স্লিপ নংঃ ................................................................ গত ............/............./................. খ্রিঃ তারিখে পাসপোর্টের জন্য আবেদন করি। বর্তমানে উক্ত পাসপোর্ট টি অত্র অফিসের পাসপোর্ট ডেলিভারি কাউন্টারে ইস্যুর জন্য Ready আছে। আমার................................ ................ কারণে পাসপোর্ট টি স্বশরীরে সংগ্রাহ করা ম্ভব হচ্ছে না। এমন অবস্থায় আমি আমার স্বামী / স্ত্রী / পিতা / ভাই / মা- কে আমার পাসপোর্ট টি উত্তোলনের অনুমতি প্রদান করলাম।
এতএব, আকুল আবেদন আমার পাসপোর্ট টি আমার মনোনীত বাহক কে প্রদান করতে জনাবের সদয় মর্জি হয়।
মনোনীত ব্যাক্তি ( আবেদনকারী কতৃক সত্যায়ন করতে হবে)
স্বাক্ষরঃ.........................................................
নামঃ.............................................................
মোবাইল নংঃ..............................................
পাসপোর্ট অথরাইজেশন লেটার - Passport authorization letter bd pdf |
বিঃদ্রঃ মনোনীত ব্যাক্তি অর্থাৎ যাকে Passport authorization letter দিয়েছেন তিনি অবশ্যই নিজের জাতীয় পরিচয় পত্রের মূল কপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ,অথরাইজেশন লেটার এবং ডেলিভারি স্লিপ সাথে নেবে। যদি পাসপোর্ট আবেদনকারীর কোন পাসপোর্ট থেকে থাকে সেটাও সঙ্গে নিয়ে যাবে।
Passport authorization letter bd এর নমুনা কপি PDF আকারে দেওয়া হল আপনাদের সুবিধার্থে।
এই প্রবন্ধে আপনাদের বুঝাতে চেষ্টা করছি একজনের পাসপোর্ট অন্য জন কি ভাবে গ্রহণ করতে পারে পাসপোর্ট অফিস থেকে। Passport authorization letter দিয়ে বাংলাদেশের যে কোন পাসপোর্ট অফিস থেকে একজনের পাসপোর্ট অন্যজন গ্রহণ করতে পারেন।
Passport authorization letter bd সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে অথবা পাসপোর্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব।
💢আপনার সময়ের জন্য ধন্যবাদ💢
ePassport-bd.com
পাসপোর্ট উত্তোলনের অনুমতি প্রদান প্রসঙ্গে। শুধু এই আবেদন দিলেই হবে নাকি ক্ষমতা অর্পন পত্রও লাগবে??
উত্তরমুছুনপাসপোর্ট উত্তোলন অনুমতি প্রদান প্রসঙ্গে এটা দিলেই হবে।
মুছুনভাই আমি ৬ দিন আগে পুলিশ ভেরি ফিউশন করছি কিন্তু চেক দিলে পেন্ডিং এসবি পুলিশ ভেরি ফিউশন দেখায়
উত্তরমুছুনএই সপ্তাহের মধ্যে স্ট্যাটাস চেঞ্জ হয়ে পাসপোর্ট প্রিন্টে চলে যাবে চিন্তা করবে না। যদি এ সপ্তাহে না হয় তবে ঐ পুলিশ অফিসার কে ফোন দিয়ে রিপর্টের কি অবস্থা জেনে নিবেন।
মুছুনআবেদন কারী কর্তৃক সত্যায়ন করতে হবে,, মানে কি
উত্তরমুছুনযার পাসপোর্ট সে অন্যজন কে অনুমতি দিয়ে স্বাক্ষর করবে।
মুছুনস্যার আমার পাসপোর্টে ইনরোল মেন ছিল ১৬দিন ওটা ছেড়ে এখন ৭ দিন বেকেন্ড ভঃ আছে এগুলো হবার কারন কি কি একটু জানাবেন স্যার আর কত দিন লাগতে পারে পাসপোর্ট পেতে
উত্তরমুছুননতুন পাসপোর্ট না আগে MRP পাসপোর্ট ছিলো?
মুছুনহারিয়ে যাওয়া পাসপোর্ট এর আবেদনে এমন হয়।
আমার বাচ্চা ও স্ত্রীর পাসপোর্ট আমি যদি উত্তোলন করি সেক্ষেত্রে কি আলাদা অনুমতি পত্র
উত্তরমুছুনএকটা আবেদন পত্রেই লিখে নেওয়া যাবে। বাচ্চার বয়স কম হলে তার জন্য অনুমতি পত্র তৈরি করা লাগবে না।
মুছুনAmar baccha & wife er e-passport delivery jodi ami nije gea nite chai shekhetre ki duijoner jonno alada alada authorization letter lagbe naki akta authorization letter nile hobe? amar bacchar age 3 month or hoe sign korsilo amar wife
উত্তরমুছুনবাচ্চার জন্য কোন অথরেইজেশন লেটার লাগবে না। শুধু মাত্র স্ত্রীর জন্য নিলেই হবে।
মুছুনআসসালামু আলাইকুম স্যার
উত্তরমুছুনআমার এন আইডি -তে আমার বাবার নাম মুহাম্মদ মোমিনুল ইসলাম
উনার এন আইডি -তে মুহাম্মদ মমিন মিয়া
তবে আমি আমার এন আইডি অনুযায়ী পাসপোর্ট এর আবেদন করেছি, সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এ কি কোনো সমস্যা হবে?
জানালে অনেক উপকৃত হবো,,,
নাম পুরো চেঞ্জ পুলিশ ঝামেলা করলেও করতে পারে। আপনাকে ম্যানেজ করে নিতে হবে।
মুছুনআমার জাতীয় পরিচয়পত্র গত বছর করতে দিয়েছি। শুধু অনলাইন কপি আছে এখনো পর্যন্ত মূল কার্ড দেয়নি। যদি passport authorization letter নেয়ার সময় সমস্যা হবে কি
উত্তরমুছুনঅনলাইন কপি তুলে পেপার লেমিনেটেড একটা কার্ড বানিয়ে নিন।
মুছুনwithin how many days I have to collect my passport after the passport is ready for collection?
উত্তরমুছুনপাসপোর্ট রেডি ফর ইসুরেন্স বা কালেকশন লেখার অর্থ পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত। অফিস টাইমে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন।
মুছুনযদি আপনি দেরি করে।যান তাতেও সমস্যা নেই। এটা আপনার উপর নির্ভর করছে।
Can I authorise someone to collect and leave Bangladesh with overseas passport (I have dual citizenship). Is it acceptable?
উত্তরমুছুনYes he/she can collect the Passport.
মুছুন