এ পাসপোর্ট চেক করে জানুন কবে পাবেন পাসপোর্ট - check a passport
এ পাসপোর্ট চেক করে সহজেই জানতে এবং বুঝতে পারা যায় নতুন অথবা রিনিউ কৃত পাসপোর্ট এর বর্তমান অবস্থা এবং কবে পাসপোর্ট হাতে পাওয়া যাবে। বর্তমান সময়ে পাসপোর্ট পেতে অনেক ভোগান্তি হচ্ছে। তাই মাঝে মাঝে পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট কোথায় আছে তা জানা উচিৎ।
![]() |
a passport Check |
মজার ব্যাপার হল বর্তমান সময়ে বাংলাদেশে "এ পাসপোর্ট " নামে কোন পাসপোর্ট নেই, যা আছে তা হল " ই পাসপোর্ট "। আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এ পাসপোর্ট চেক নামেই Google এ তথ্য খুঁজে থাকেন।
তাঁদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই আজ এ পাসপোর্ট চেক নিয়ে আর্টিকেল টি লিখছি। এবং তাঁদের কে স্যালুট জানাই যে তারা পাসপোর্ট কোথায় আছে জানতে আগ্রহী।
ই পাসপোর্ট চেক বলেন অথবা A passport check বলল তাতে কিছুই যায় আসে না। আমাদের জানার দরকার পাসপোর্ট কি অবস্থায় আছে বা পাসপোর্ট কবে পাবো সেটা জানা। তাই আর কথা না বাড়িয়ে ধাপে ধাপে a passport check ( ই পাসপোর্ট চেক ) এবং MRP পাসপোর্ট কি ভাবে চেক করবেন তা নিচে দেওয়া হল।
এ পাসপোর্ট চেক
প্রথমেই পাসপোর্ট ডেলিভারি স্লিপ টি হাতে নিবেন এবং যে কোন একটি ব্রাউজার ওপেন করে লিখবেন www.epassport.gov.bd । এই ওয়েবসাইটে যাওয়ার পরে, ওখানে Check status নামে একটা বাটন আছে তাতে ক্লিক করুন। নিচে ছবি তে দেখানো হল
![]() |
পাসপোর্ট চেক ধাপ |
এ পাসপোর্ট চেক পদ্ধতি
👉 ১ নং ঘরে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার লিখবেন। ( ডেলিভারি স্লিপের উপরে বাম এবং ডান উভয় পাশেই বড় বড় করে লেখা থাকে 0000-0000000000 এই ভাবে)
👉 ২ নং ঘরে আপনার জন্মতারিখ টি দিন/মাস/সাল অনুযায়ী লিখবেন।
👉 ৩ নং ঘরে ছোট্ট একটি বক্স আছে তাতে ক্লিক দিবেন এবং অপেক্ষা করবেন যত না সময় টিক মার্ক না আসে।
👉 ৪ নং এ একটি বাটন দেওয়া আছে যেখানে লেখা CHECK
ওখানে ক্লিক দিলেই আপনার এ পাসপোর্ট টি কি অবস্থায় আছে তা দেখিয়ে দিবে বক্স টির উপরে।
বিঃদ্রঃ পাসপোর্ট চেক করলে বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ সামনে আসবে ঐ শব্দের বাংলা অর্থ জানলেই বুঝতে পারবেন পাসপোর্ট কোথায় আছে এবং কবে পাবেন। পাসপোর্ট স্ট্যাটাস বা ঐ শব্দের বাংলা অর্থ জানতে ঘুরে আসতে পারেন > 👉 Passport status meaning in Bangla
এ পাসপোর্ট চেক অনলাইন
এ পাসপোর্ট কয়েক ভাবে অনলাইনে চেক করা যায়। উপরের উল্লেখিত চেক পদ্ধতি টি একদম সহজ পদ্ধতি। ৫ পদ্ধতি তে ই পাসপোর্ট চেক করা যায়। যদি আপনি SMS এর মাধ্যমে চেক করতে চান অথবা OID নাম্বার দিয়ে অথবা ইমেইল দিয়ে চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে চান তবে নিচে দেওয়া লেখাটি পড়ুন।
ই পাসপোর্ট চেক ৫টি সহজ পদ্ধতিতে | e Passport check a to z
MRP পাসপোর্ট চেক
বাংলাদেশের কয়েটি জেলা এবং দেশের বাইরে প্রবাসীরা বর্তমানে MRP to MRP রি ইস্যু করছেন তারা যদি তাঁদের MRP পাসপোর্ট চেক করতে চান তবে বিস্তারিত তথ্য পাবেন 👉 MRP পাসপোর্ট চেক
আমার পাসপোর্ট হইছেনি
উত্তরমুছুনডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখটি দেন। চেক করে জানিয়ে দিচ্ছি।
মুছুনভাই আমার টা একটু জানাবেন 4232-000080725/01/08/2002
উত্তরমুছুনDear NAZMUL HOSSAIN, Your e-Passport application is sent for rework/correction to the local passport office. Please contact with your regional passport office.
মুছুনঅফিসে দেখা করেন, আপনার আবেদন (Sent for Rework) ঢাকা থেকে ফেরত দিয়েছে। কিন্ত ভুল আছে ।
4005000096821
উত্তরমুছুন26/8/1965
4005000096822
18/8/1970
আপডেট টা জানাবেন কি?, কি অবস্থায় আছে এখন
মোবাইলে তেমন কোন এস এম এস আসেনি
আপনার দুইটা পাসপোর্ট ই ডেলিভারির জন্য রেডি আছে। আপনি অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারেন।
মুছুনI'd 4008000206518
উত্তরমুছুনBirthday 05/12/1998
Sir please update
গত ৫ কর্ম দিবস পর্যন্ত
পর্যন্ত, একই অবস্থায় আছে, স্যার, প্লীজ আমার জন্য কিছু করেন।
আপনার পাসপোর্ট লোকাল পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ দুপুরে পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইসুরেন্স লেখা আসে তবে আজই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আর যদি না হয় তবে আগামী সপ্তাহের রবি অথবা সোমবার পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।
মুছুন05/071997 id no 4000-000685756 check kore diben plz
উত্তরমুছুনDear NUROL ISLAM, Your new e-Passport has arrived at the local passport office and is now ready for issuance. Please bring the delivery slip.
মুছুনপাসপোর্ট রেডি। কাল গিয়ে নিয়ে আসুন।