ই পাসপোর্ট স্ট্যাটাস চেক এবং স্ট্যাটাসের বাংলা অর্থ। পাসপোর্টের কোন স্ট্যাটাসের কি মানে যেমন Submitted, Approved, Pending in Print Queue, Pending Backend Verification
ই পাসপোর্ট তৈরি হয়ে আবেদনকারী হাতে পৌঁছাতে ১০/১২ টি ধাপ পারিয়ে আসতে হয়। পাসপোর্ট স্ট্যাটাস চেক এর মাধ্যমে জানা যায় পাসপোর্ট কোথায় আছে। অন্যের উপর ভরসা না করে নিজের পাসপোর্ট স্ট্যাটাস নিজেই চেক করে নিতে পারবেন। বাংলাদেশ সরকার অনলাইন ই পাসপোর্ট চেক এবং এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক, দুই ভাবেই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার ব্যাবস্থা রেখেছে ই পাসপোর্ট এর ক্ষেত্রে।
![]() |
E Passport Status meaning in Bengali |
অনলাইন এ ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে নতুন নতুন শব্দ সামনে আসে যার অর্থ আমরা বুঝি না। Passport Status meaning বা ই পাসপোর্ট স্ট্যাটাস এ ব্যাবহার করা শব্দের অর্থ জানলেই আপনি বুঝে যাবেন আপনার পাসপোর্ট কোথায় কি অবস্থায় আছে।
পাসপোর্ট এ সংশোধন যদি থাকে তবে অবশ্যই পাসপোর্ট স্ট্যাটাস এর অর্থ জানতে হবে। Passport Status meaning না জানলে পাসপোর্ট ব্যাকেন্ড ভেরফিকেশনে আটকে দিয়েছে কি না তা জানতে পারবেন না। Sent for Rework এবং Pending Backend Verification এর মত সমস্যায় পরলে অনেক দিন অপেক্ষা করতে হতে পারে। অথবা পাসপোর্ট অফিসে গিয়ে AD এর সাথে দেখাও করতে হতে পারে।তাই আজ আপনাদের জানাবো অনলাইন এ পাসপোর্ট চেক করার পরে কোন স্ট্যাটাস এর কি অর্থ। ই পাসপোর্ট স্ট্যাটাস চেক এবং MRP Passport স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে
Submitted
Submitted শব্দের বাংলা অর্থ জমা দেওয়া। তাই যদি পাসপোর্ট স্ট্যাটাস চেক করে সাবমিটেড আসে বুঝবেন আপনার ই পাসপোর্ট আবেদন টি সঠিক ভাবে পাসপোর্ট অফিসে জমা হয়েছে।
Appointment Scheduled
Appointment Scheduled শব্দের অর্থ অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত। যদি ই পাসপোর্ট স্ট্যাটাস এমন দেখায় তবে বুঝবেন, আপনার সাক্ষাতের জন্য পাসপোর্ট অফিস একটা নির্দিষ্ট সময়ে নির্ধারণ করেছে ঐ সময় গিয়ে ই পাসপোর্ট আবেদন জমা দিয়ে আসবেন।
Enrolment in process
Enrolment in process শব্দের বাংলা অর্থ প্রক্রিয়াধীন তালিকাভুক্ত। অর্থাৎ পাসপোর্ট আবেদনের হার্ড কপি সমূহ অফিসে জমা হয়েছে এবং সে গুলো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আবেদনকারীর সকল ডকুমেন্ট স্ক্যান করে সার্ভারে আপলোড করার কাজ চলে এই সময়। Enrolment in process স্ট্যাটাস ২-৩ দিন থাকে তবে অনেক সময় ১০ দিনের বেশী সময় আটকে থাকে। এটা একটা সমস্যা, Enrolment in process সমস্যা সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Pending SB Police Clearance
Pending SB Police Clearance এর সাধারণ অর্থ হল পুলিশ ক্লিয়ারেন্স এর অপেক্ষায় আছে। নতুন পাসপোর্ট আবেদন করলে পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশের কাছে আবেদনকারীর সম্পর্কে তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স পেলেই পরের ধাপে যাবে। SB Police Clearance আসতে ৩-১০ দিন সময় লাগে। আগের পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন বা সংশোধন করলেও পুলিশ ভেরিফিকেশন হতে পারে।
Pending Final Approval
Pending Final Approval এর অর্থ হল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। পাসপোর্ট স্ট্যাটাস এমন দেখানোর মানে হল, পুলিশ ভেরিফিকেশন রিপর্ট পজেটিভ এবং উক্ত পাসপোর্ট অফিসের ডিরেক্টর বা সহকারী পরিচালক (AD) এর এপ্রুভাল এর অপেক্ষায় আছে। Pending Final Approval প্রসেস টি ৩ দিনের মধ্যেই সম্পন্ন হয়।
Approved
Approved meaning in bengali অনুমোদিত। অর্থাৎ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (AD) প্রিন্টের জন্য অনুমতি দিয়েছে। পরের প্রসেস গুলো ঢাকা থেকে সম্পন্ন হবে। Approve হতে ১-৩ দিন সময় লাগে।
Pending in Print Queue / Pending in print queue epassport meaning in bengali
Pending in Print Queue স্ট্যাটাস এর অর্থ পাসপোর্ট টি প্রিন্টের জন্য পেডাকশন লাইনে পাঠানো হয়েছে। প্রিন্টের অপেক্ষায় আছে। Pending in Print Queue স্ট্যাটাস ৩ থেকে ১৪ দিন থাকে। পাসপোর্ট প্রিন্টের চাপ বেশী থাকলে সময় লাগতে পারে।
Passport Shipped / Passport shipped meaning bangla
Passport Shipped শব্দের অর্থ পাসপোর্ট পাঠানো হয়েছে। অর্থাৎ আপনার পাসপোর্ট টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। Passport Shipped হতে ১-৩ দিন সময় লাগতে পারে।
Passport Ready for Issuance / Passport ready for issuance meaning in bengali
Passport Ready for Issuance শব্দের বাংলা অর্থ পাসপোর্ট ইস্যু করার জন্য প্রস্তুত। অর্থাৎ(passport is ready pending for issuance) পাসপোর্ট টি উক্ত পাসপোর্ট অফিসে এসে পৌঁছেছে এবং পাসপোর্ট টি ইস্যু করার জন্য প্রস্তুত আছে। এমন অবস্থায় পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং যদি পূর্বের MRP Passport থাকে তবে তা সাথে করে নিয়ে এসে পাসপোর্ট টি ডেলিভারি নিয়ে যেতে হবে।
Passport Issued
Passport Issued শব্দের অর্থ হল পাসপোর্ট ইস্যু করা হয়েছে। অর্থাৎ পাসপোর্ট টি ডেলিভারি দেওয়া হয়েছে গেছে।
Pending Basic Checks Clearance - PENDING_BASIC_CHECKS_CLEARANCE
বর্তমান সময়ে ই পাসপোর্ট স্ট্যাটাস চক করলে স্ট্যাটাস Pending Basic Checks Clearance
দেখাচ্ছে। Pending Basic Checks Clearance অর্থ আপনার প্রদান করা সকল তথ্য এবং ডকুমেন্টস প্রাথমিক যাচাই বাছাই চলছে। ই পাসপোর্ট এর এই স্ট্যাটাস ২/৩ দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়।
Backend Verification: পাসপোর্ট আবেদনে ভুল, কোন তথ্যের অমিল, পূর্বের পাসপোর্টএর কোন তথ্য সংশোধন করা হয়েছে এমন হলে পাসপোর্ট ব্যাকেন্ড ভেরিফিকেশনে চলে যায়।
Backend এ NID Card, আবেদনের তথ্য, ফিঙ্গারপ্রিন্ট, পুরাতন পাসপোর্ট এর তথ্য, স্বাক্ষর, জন্মনিবন্ধন ইত্যাদি Automatic Software দিয়ে কম্পিউটার ভাইরাস স্ক্যান করার মত করে বাংলাদেশ সরকারের সার্ভারে থাকা ডাটা এর সাথে মিল খুঁজে বের করার চেষ্টা করে।
একই ব্যাক্তির একাধিক স্বাক্ষর, NID Card, জন্মনিবন্ধন, ঠিকানা, পাসপোর্ট থাকলে এবং তা যদি ধরা পরে তবে পাসপোর্ট প্রিন্টিং থেকেও বাতিল হয়ে যেতে পারে। নিচে ব্যাকেন্ড ভেরিফিকেশনের ২ টি স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করা হল।
Sent for Rework / Sent for rework meaning in bengali
Sent for Rework শব্দের অর্থ পূনরায় কাজের জন্য পাঠানো হয়েছে। ই পাসপোর্ট স্ট্যাটাস Sent for Rework আসে তবে বুঝবেন NID/BRC অথবা আবেদন তথ্যের অমিল, অথবা Police Clearance সন্তোষজনক নয়। তাই পাসপোর্ট আবেদন টি পূনরায় AD এর কাছে পাঠানো হয়েছে। এমন অবস্থায় করণীয় হল ডেলিভারি স্লিপ এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে অফিসের সহকারী পরিচালকের সাথে দেখা করা।
ABIS Clearance / Pending ABIS clearance
ABIS clearance হল ব্যাকেন্ড ভেরিফিকেশনের মতোই এখানে আবেদনকারীর ফিঙ্গার এবং মুখের ছবি ভেরিফাই করা হয়। Pending ABIS clearance স্ট্যাটাস টি ৭ দিনের মধ্যেই শেষ হয়ে যায়।
ABIS Check Failed
ABIS
Check Failed অর্থ আপনার ফিঙ্গার, আইরিশ, ফেস অন্য কোন পাসপোর্ট আবেদনকারীর তথ্যের
সাথে মিলে যাচ্ছে যার কারনে ABIS Verification টা Failed দেখাচ্ছে। এমন অবস্থায় দ্রুত
পাসপোর্ট অফিসে গিয়ে অফিসের ডিরেক্টর স্যারের
সাথে দেখা করতে হবে। এবং তার নির্দেশন অনুসারে পরের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
Pending Backend Verification / Pending backend verification meaning in bengali
Pending Backend Verification পাসপোর্ট স্ট্যাটাসের অর্থ এমন ”আবেদকারী সম্পর্কে সর্ব শেষ তথ্য যাচাই চলছে”। সাধারণত Pending Backend Verification স্ট্যাটাস টি ২-৩ দিনের মধ্যে চলে যায়।
যদি Pending Backend Verification স্টটাস টি ৭ দিনের মধ্যে না যা যায় তবে অবশ্যই কোন সমস্যা হয়েছে বলে ধরে নেওয়া হয়।
পেন্ডিং ব্যাকেন্ড ভেরিফিকেশনে পাসপোর্ট আটকে যায় যে সকল কারনে।
- যদি আগে পাসপোর্ট থাকে এবং তা গোপন করা হয়
- আগের পাসপোর্টের সাথে তথ্যের অমিল ধরা পরলে
- অন্য কোন নাগরিকের সাথে আপনার তথ্যের মিল খুঁজে পাওয়া গেছে
- অন্য কার সাথে ফিঙ্গার মিলে গেছে
- অন্য কার সাথে স্বক্ষর মিলে গেছে
যদি আপনার পাসপোর্ট ব্যাকেন্ড ভেরিফিকেশনে আটকে যায় তবে পাসপোর্ট অফিসে গিয়ে AD স্যারের সাথে দেখা করুন।
আমাদের লেখা Passport Status meaning in Bengali যদি আপনার উপকারে আসে তবেই আমাদের উদ্দেশ্য পূরণ হবে। ই পাসপোর্ট স্ট্যাটাস সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। অথবা আমাদের ফেসবুক পেজেও ম্যাসেজ করতে পারেন।
💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢
ePassport-bd.com
আমি 25/08/22 তারিখে আবেদন জমা দিয়েছি এবং সে দিনেই ছবি ফিঙ্গার দিয়েছি 28/08/22 ইং তারিখে দেখি Pending Backend Verification এর অর্থটা কি? এখন আমি কি করতে পারি?
উত্তরমুছুন৭ দিনের মধ্যে যদি এই স্টাটাস চলে না যায় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।
মুছুনপাসপোর্ট এ কোন কিছু সংশোধন আছে কি? সংশোধন থাকলে এমন হয়।
নতুন পাসপোর্ট আবেদন হলে ৭ দিনের মধ্যে থেকে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে।
Ami 11/08/22 Finger diyesi .28/08/22 a pending backend massege deyese.and 03/09/22 a pasport shipped massege.amar pasport a ase ki??
উত্তরমুছুনপাসপোর্ট শিপড অর্থ ঢাকা থাকে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট টি ডাক যোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাসপোর্ট রেডি ফর ইসুরেন্স লেখা দেখলে অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
মুছুনGood
উত্তরমুছুনThank you
মুছুনআমি যেদিন ছবি তুলে এসেছি সেইদিনই দেখি send for rework আসছে এখন আমার কি করোনিও??
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন, আবেদনে কোন সমস্যা হয়েছে। কোন ভুলের কারনে send for rework এ পাঠিয়েছে।
মুছুনআমার SB police verification এসেছে আজকে ১৩ দিন হবে কিন্তু এখনো আমার ফোনে কোন কল আসে নাই । এক্ষেত্রে করনীয় কী ?
উত্তরমুছুনঅনেক সময় ডেলিভারি স্লিপে ফোন নাম্বার ভুল থাকে এটা একটু চেক করেন।
মুছুনএখন আপনার উচিৎ হবে নিজে থানায় গিয়ে যোগাযোগ করা।
অনেক সময় ডেলিভারি স্লিপে ফোন নাম্বার ভুল থাকে এটা একটু চেক করেন।
মুছুনএখন আপনার উচিৎ হবে নিজে থানায় গিয়ে যোগাযোগ করা।