Passport Shipped | Passport shipped meaning bangla

ই পাসপোর্ট স্ট্যাটাস সমূহের মধ্যে Passport Shipped গুরুত্বপূর্ন একটি স্ট্যাটাস। পাসপোর্ট আবেদনের পরে মাথায় একটাই চিন্তা থাকে পাসপোর্ট কবে পাবো। আর এই চিন্তা থেকেই আমরা পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে থাকি। পাসপোর্ট কোন অবস্থায় আছে তা জানার একমাত্র উপায় হল স্ট্যাটাস চেক। 

Passport Shipped
চিত্রঃ Passport Shipped and meaning
$ads={1}

প্রতিটি স্ট্যাটাসের অর্থ ভিন্ন এবং সেই অর্থ অনেকের জানা থাকে না বিধায় পাসপোর্ট পেতে সমস্যায় পরেন। তবে এটুকু নিশ্চিত থাকতে পারেন যদি পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পরে Passport Shipped দেখায় তাহলে ধরে নিবেন পাসপোর্ট দ্রুতই হাতে পেয়ে যাচ্ছেন।

{tocify} $title={Table of Contents}

💢Passport Shipped

পাসপোর্ট ডেলিভারি বা হাতে পাওয়ার সব শেষ ২ টি ধাপের মধ্যে Passport shipped status একটি। ঢাকায় পাসপোর্ট প্রিন্টের পরে, পাসপোর্ট টি আঞ্চলিক পাসপোর্ট অফিস অথবা বিদেশে থাকা মিশনে পাঠিয়ে দেওয়ার ধাপ ই হল Passport Shipped

বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তর সরকারী ডাক যোগে প্রতিটি আঞ্চলিক পাসপোর্টে পাসপোর্ট পৌঁছে দেয়। তাই পাসপোর্ট প্রাপ্তি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ২/১ দিন সময় বেশী লাগলেও ১০০% নিশ্চিত পাসপোর্ট পৌঁছে যাবে।

ePassport Shipped

Dear Applicant, Your e-passport has printed and on the way to local passport office

Passport Shipped
চিত্রঃ Passport Shipped


💢Passport shipped meaning Bangla

অনেকেই Passport shipped meaning Bangla লিখে গুগোলে সার্স করেন। Passport shipped meaning Bangla হল, পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যে আঞ্চলিক অথবা এম্বাসির মাধ্যমে পাসপোর্টের আবেদন করেছিলেন পাসপোর্ট প্রিন্ট এর পরে ডাক যোগে ঐ পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাসপোর্ট টি পাঠিয়ে দেওয়া হয়েছে। 

এখন আপনাকে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে "সোনার হরিণ টি অর্থাৎ পাসপোর্ট" হাতে পাওয়ার জন্য। 


Passport shipped পাসপোর্ট কবে পাবো?

passport shipped অর্থ পাসপোর্ট ডেলিভারি নয় বা হাতে পাওয়া নয়। passport shipped অর্থ পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে মাত্র। shipped হল পাসপোর্ট প্রিন্টের পরে ঢাকা থেকে পাসপোর্ট অফিসে এসে পৌঁছানোর আগের চলমান একটি ধাপ। এই অবস্থায় পাসপোর্ট থাকে পোষ্ট অফিসের আন্ডারে। 

Passport shipped দেখালে দেশের মধ্যে ২/৩ দিনের মধ্যেই পাওয়া যাবে। দেশের বাইরে অর্থাৎ এমবাসিতে একটু দেরী হতে পারে। তবে সেটা ৭ দিনের বেশী নয়।



FAQ: Passport Shipped সম্পর্কিত কিছু প্রশ্ন / উত্তর

Passport shipped অর্থ কি?

সহজ ভাষায় passport shipped অর্থ, পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিন্টের পর ঢাকা থেকে ডাক যোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।


Passport shipped meaning

Passport shipped meaning is the passport has been sent by post office.


কত দিন পর পাসপোর্ট পাবো?

পাসপোর্ট স্ট্যাটাস শিপড দেখালে সরকারী ছুটির দিন বাদে ২/৩ দিনের মধ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছে গিয়ে ডেলিভারিরি জন্য প্রস্তুত হয়ে যাবে।


অনেক দিন Passport shipped দেখাচ্ছে কেন?

অনেক দিন ধরে পাসপোর্ট শিপড দেখাচ্ছে কেন এর সঠিক উত্তর অফিসে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তারা যা বলে তা হলে 

  1. সরকারী ছুটির কারণে দেরী হতে পারে ।
  2. পোষ্ট অফিসের কারণে ।
  3. পাসপোর্ট অফিসে পৌঁছে গেছে ঠিক-ই কিন্ত ব্যাস্ততার কারণে ঐ প্যাকেট টি খোলেনি উক্ত পাসপোর্ট অফিস।
  4. ঢাকা থেকে আসা পাসপোর্ট অফিসে গ্রহণ করেছে কিন্ত তাঁদের কম্পিউটারে এন্ট্রি করেনি ফলে passport shipped status চেঞ্জ হয়নি।
  5. প্রবাসীদের ক্ষেত্রে দেশের বাইরে অল্প পরিমাণ পাসপোর্ট পাঠাতে গড়িমসি করার কারণে দেরী হয়।


অনেক ধন্যবাদ passport shipped আর্টিকেল পড়ার জন্য। আজ এখানে passport shipped meaning bangla এবং passport shipped অর্থ কি এ সব সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

ধারাবাহিক ভাবে ই পাসপোর্টের প্রতিটি স্ট্যাটাস নিয়ে আলোচনা করে যাচ্ছি। যদি Passport shipped স্ট্যাটাস সম্পর্কে কোন প্রশ্ন থাকে বা পাসপোর্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দ্রুততার সাথে দিয়ে থাকি।

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢

www.epassport-bd.com

88 মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. Passport shipped koto din pora passport hata pabo plz janabin? Sorbso koto din lagta para doya kora bolbin?

      মুছুন
    2. সাধারণত শিপড দেখানোর ৩ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়। তবে কিছুদিন হয়েছে শিপড আসার ৭/৮ দিন পরে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে।

      মুছুন
  2. দশ দিন যাবত পাসপোর্ট সিফট দেখাচ্ছে।এখন কি করণীয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অপেক্ষা করেন, আগামী সপ্তাহের প্রথমে ই ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে।

      মুছুন
    2. না ভাই আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন আমার এই রকম পুলিশ ভেরিফিকেশনে ছিলো অনেক কয়েক দিন পর যোগাযোগের পর সমাধান পেয়েছি

      মুছুন
  3. Bhai how long it takes to receive it from Dhaka passport office to New York. My passport show it is shipped for few days

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দেশের বাইরে পাসপোর্ট ডেলিভারি হতে একটু দেরি হয়। যেহেতু শিপড দেখাচ্ছে সেহেতু ১/২ সপ্তাহের মধ্যেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

      মুছুন
  4. ভাই আমার পাসপোর্ট শিপিং দেখাইছে এর আগের রবিবারে ঠিক আছে এই সাত দিনের মধ্যে এখন আমি পাসপোর্ট হাতে পাই নাই এর করনীয় কি আমার পাসপোর্টটা ইমারজেন্সি করতে দেওয়া ছিল

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ডেলিভারি ডেট চলে গেছে? পুলিশ ভেরিফিকেশন দেরি হলে পাসপোর্ট ডেলিভারি পেতে দেরি হতে পারে। অথবা ব্যাকেন্ড ভেরিফিকেশন এ থাকলে পাসপোর্ট পেতে দেরি হয়।

      মুছুন
  5. 4 দিন যাবত আমার পাসপোর্ট শিপড এ আছে এখন পাসপোর্ট কবে পাবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সরকারি ছুটির কারনে এমন হয়েছে। আশাকরি আগামীকাল পাসপোর্ট রেডি হয়ে যাবে ডেলিভারির জন্য।

      মুছুন
  6. আমার পাসপোট এর বয়স ১৯৯০-১০-৫ আর Nid বয়স ১৯৯৯-১০-৫ এখন বয়স Nid মতো করতে চাইলে কি করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী রি ইস্যু আবেদন করেন। প্রয়োজনীয় ডকুমেট এর সাথে ১ টি রি ইস্যু ফরম এবং একটু প্রতিজ্ঞাপত্র জমা দেবেন। ( এগুলো অফিস থেকেই পাবেন)

      মুছুন
  7. আমি পেপার জমা দিলাম ঢাকাতে,
    কিন্তু পাসপোর্ট রিসিভ করতে হবে কোথা থেকে?এটা কি আমার লোকাল জেলা থেকে রিসিভ করতে হবে?
    আমার স্ট্যাটাসে লেখা "পাসপোর্ট সিফটেড"।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে অফিসে পাসপোর্ট আবেদন জমা দিয়েছেন সেই অফিস থেকেই ডেলিভারি স্লিপের মাধ্যমে পাসপোর্ট পাবেন।

      মুছুন
  8. ভাই আমার পাসপোট আগামিকাল থেকে shippid দেখাচ্ছে এই স্টাটাস কতদিন থাকবে পাসপোট পেতে আর কত দিন লাগতে পারে

    উত্তরমুছুন
  9. ভাই, আমার পাসপোর্ট টি গত ১২ দিন থেকে শিপড অবস্থায় রয়েছে। শিপড স্ট্যাটাসের পরের স্ট্যাটাস টা কি হবে? অপেক্ষা করবো আরো নাকি অফিসে গিয়ে যোগাযোগ করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রবি/সোম বারে পাসপোর্ট পেয়ে যাবেন আশা করি। Passport ready হলেও আনতে যাবেন।

      মুছুন
  10. আমার পাসপোর্ট টি কিছুক্ষণ আগে থেকে শিপড দেখাচ্ছে।এর পরের ধাপ কি? হাতে পেতে আর কয়দিন লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ২/৩ দিনের মধ্যে পরের ধাপ Ready for ইসুরেন্স দেখাবে। এটা দেখালে পাসপোর্ট নিয়ে আসবেন।

      মুছুন
  11. আমার পাসপোর্ট গত সপ্তাহের রবিবার থেকে শিপড দেখাচ্ছে। এখনো রেডি ফর ইসুয়েন্স দেখাচ্ছে না।এক্ষেত্রে কি করতে পারি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দিন তো এমন থাকে না। আপনাকে অনুরোধ করবো আর ২/৩ দিন অপেক্ষা করেন। তার পরেও যদি এমন দেখায় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। অথবা পাসপোর্ট হেল্পলাইনে যোগাযোগ করবেন।

      মুছুন
  12. পাসপোর্ট শিপড দেখাচ্ছে, পাসপোর্ট দেওয়ার জন্যআমাকে কি ফোন দেওয়া হবে?
    নাকি এর পরেও কোনও ধাপ আছে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ফোনে SMS আসবে। SMS না আসলে যখন স্ট্যাটাস রেডি ফর ইসুরেন্স লেখা দেখাবে তখন SMS না আসলেও অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।

      মুছুন
  13. Ami express delivery te diyechi,15 din hoye geche r ajke passport shipped dekhacche to ami passport kobe hate pabo??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামীকাল চেক করে দেখবেন, যদি আগামীকাল রেডি ফর ইসুরেন্স দেখায় তবে অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন। কাল না পেলে আগামী সপ্তাহের শুরুতে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  14. Amar passport delivery date 31 may goto tindin dhore passport shipped dekhacche.akhon koronio ki

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. চিন্তা করার কিছু নেই, আশা করছি আপনি আগামী ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন। Passport ready for issuance স্ট্যাটাস আসলে অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।

      মুছুন
  15. assalamu alaikum sir,amar passport deyar kotha 31 may te.aj 5 din hoi shipped dwkhacche akhono porjonto kono sms alo na.ba status change holo na.amar passport ti khub e dorkar.amar ancholik passport office munshiganj.ki kora jay aktu bolben plz.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দেরী হওয়ার কথা না। আর ১/২ দিন অপেক্ষা করে দেখুন। তার পরেও যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ কবেন।

      মুছুন
  16. আমার পাসপোর্ট টি গত বৃহস্পতিবার, সিপড দেখাইছে, কিন্তুু এখনো পাসপোর্ট হাতে পাই না,, কবর পাবো ভাইয়া

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আশা করি আগামী ১/২ দিনের মধ্যে পাসপোর্ট রেডি ফর ইসুরেন্স দেখাবে। ঢাকা থেকে পাঠানো পাসপোর্ট অফিস রিসিভ না করা পর্যন্ত রেডি দেখায় না। তাছাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাঠায় পাসপোর্ট। এই জন্য একটু দেরি হয়।

      মুছুন
  17. sir.আমার পাসপোটে ফিঙার দিছি লাম 22/05/23 এবং ডেলিবারি দেওয়ার ডেট ছিল 12/06/23 এখোনো কোন স্টাটাস চেন্জ হচ্ছেনা স্যার অনেক টেনশনে আছি কি করবো বুঝতেছিনা প্রিজ হেলথ আমার সিলিপ আইডি 4210000028699 জম্মতারিখ 01/05/1995

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগে যদি MRP পাসপোর্ট থাকে এবং কোন ভুল সংশোধনের জন্য আবেদন থাকেন তবে পুলিশ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত স্ট্যাটাস চেঞ্জ হবে না। আর যদি আবেদন টা একদম নতুন হয় অর্থাৎ এর আগে কোন পাসপোর্ট না থাকে তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
    2. ভাই আমার টেন্টাটিব ডেলিভারি ডেট হচ্ছে ১২ তারিখ আর আজকে ১০ তারিখ কিন্তু এখন ও সিপ্ট দেখাচ্ছে তাহলে কি ১২ তারিখে পাবো

      মুছুন
    3. ২/১ দিন দেরি হতে পারে। চেক করতে থাকবেন, এলে পাসপোর্ট নিয়ে যাবেন।

      মুছুন
  18. ২দিন যাবত শিফড দেখাচ্ছে, আগামীকাল কি হাতে পাব। আমারটা তো এক্সপ্রেস করছিলাম ১৫দিন হয়ে যাচ্ছে এখনো পাই নি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামীকাল সকালে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে দেখবেন, যদি স্ট্যাটাস রেডি ফর ইস্যুরেন্স দেখায় তবে অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন। কয়েক দিন এই সমস্যা হচ্ছে ২/৩ দিন শিফড দেখাচ্ছে।

      মুছুন
  19. Amr Shipped dekha jacche 4din hoye gese ekhono status change hocche na Amr Khub emergency passport ta lagbe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামীকাল অফিস থেকে ঘুরে আসুন। কাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেলে তো পাসপোর্ট ডেলিভারি নিয়ে আসতে পারবেন। আর পাসপোর্ট রেডি না হলে অফিসে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান দিতে পারবে তারা।

      মুছুন
  20. শ্রদ্ধেয়,
    এডমিন সাহেব।।
    আমি একজন প্রবাসী।।
    আমার পাসপোর্টের ধরন হচ্ছে ডিজিটাল।।
    ডিজিটাল পাসপোর্ট কি রিনিউ হয় নাকি ডিজিটাল থেকে ই পাসপোর্ট করতে হয়??
    যদি ডিজিটাল পাসপোর্ট রিনিউ হয় তবে কি কি লাগবে??
    জানালে বেশখ উপকৃত হব।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ ডিজিটাল পাসপোর্ট রিনিউ হয় অর্থ্যাৎ ডিজিটাল থেকে ডিজিটাল (MRP to MRP) । আবার আপনি চাইলে ডিজিটাল বা MRP থেকে ই পাসপোর্ট রিনিউ করতে পারেন।
      বর্তমানে আপনি কোন দেশে আছেন তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন। আমরা জানিয়ে দেব ঐ দেশ থেকে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে। ( আসলে দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে পাসপোর্ট রিনিউ করতে আলাদা কাগজ লাগে)

      মুছুন
  21. Sir Amr ey status ta ajk Soho 5din
    Kintu Ami passport ta pabo kokhn
    4008-000263486
    21/09/1999

    ePassport Shipped
    Dear MD ZAHED HASAN RABBI, Your e-Passport has been printed and is now on the way to the local passport office.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দিন Shipped থাকার কথা না। আপনি আগামীকাল পাসপোর্ট অফিসে গিয়ে কথা বলে আসুন। এই স্ট্যাটাস এর পারে স্ট্যাটাস পাসপোর্ট পেন্ডিং ফর ইসুরেন্স লেখা আসলেই পাসপোর্ট পেয়ে যাবেন। তবে যেহেতু অনেক দিন শিপড দেখাচ্ছে আপনি কষ্ট করে অফিসে কথা বলে আসুন।

      মুছুন
  22. আমার Tentative Collection date ছিলো ১৫/০৬/২৩ বাট আজকে স্টাটার্স দেখায়
    Your e-Passport has been printed and is now on the way to the local passport office.
    এখন আমি কতোদিনের ভিতরে হাতে পাবো? এবং কিভাবে বুঝবো যে আমার পাসপোর্ট রেডি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন। পাসপোর্ট স্ট্যাটাস পেন্ডিং ফর ইসুরেন্স লেখা আসলে বুঝবেন পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত।

      মুছুন
  23. আমার প্রায় ২০দিনের উপর হয়ে গেলো passport shipped দেখাচ্ছে, এই অবস্থায় কী করণীয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঈদের আগে অনেকেই এমন হয়েছে। আপনি ঈদের ছুটির পরে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। আশাকরি ছুটির পরে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  24. ভাই আমার Passport ৮দিন ধরে Passport Shipped দেখাচ্ছে আমার করনীয় কী

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ইদের ছুটি শেষ হয়েছে আশাকরি ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  25. আমার পাসপোর্ট সিপট দেখাচ্ছে । আমি আর কত দিন পর পাবো পাসপোর্ট হাতে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/২ দিন পরে পাসপোর্ট রেডি হবে ডেলিভারির জন্য। তখন পাসপোর্ট নিয়ে আসতে যেতে পারবেন।

      মুছুন
  26. গত সোমবার থেকে Passport shipped দেখাচ্ছে এখনও কোনো এসএমএস আসে নাই এবং স্ট্যাটাসও চেঞ্জ হয় নাই
    পাসপোর্টটা আমার জুরুরি প্রয়োজন এখন করনীয় কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি জরুরী দরকার হয় তবে অফিসে যোগাযোগ করেন। ( যদি AD কিছু করে আপনার জন্য)

      মুছুন
  27. আমার পাসপোর্ট এর ডেলিভারি ডেট আছিলো ২ তারিখ আজ ২৯ তারিখ এখনো হতে পাই নাই ।আজ ১০ দিন passport shipped দেখাচ্ছে এখন করণীয় কি ,,আমি express দিছিলাম

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এমন অবস্থায় আপনার উচিৎ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা। এত দিন Shipped এ থাকার কথা না।

      মুছুন
  28. আমার পাসপোর্ট স্ট্যাটাস গত চারদিন ধরে pending for quick দেখাচ্ছে আমি কবে পাসপোর্ট পেতে পারি ভাই প্লিজ একটু জানাবেন ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই ধরনের স্ট্যাটাস ই পাসপোর্টে নেই। একটু সঠিক করে বলেন কি দেখাচ্ছে।

      মুছুন
  29. ভাইয়া আমার সিপপেড দেখাছে আজ ৪ দিন হয়ে গেছে। আর ও কি স্ট্যাটাস আছে।বা কবে পাসপোর্ট পাবো কয় দিনের মধ্যে। প্লিজ জানাবেন ভাইয়া

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এর পরে রেডি ফর ইসুরেন্স লেখা আসলেই পাসপোর্ট ডেলিভারি পাবেন।

      মুছুন
  30. আসসালামু আলাইকুম
    ভাইয়া আমার পাসপোর্ট ১২/০৯/২৩ থেকে shipped দেখাচ্ছে। আমি পাসপোর্ট কবে পাবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বৃহস্পতিবার পাসপোর্ট পেয়ে যাবেন। যদি না পান তবে অবশ্যই রবিবার অথবা সোমবার পাসপোর্ট পাবেন।

      মুছুন
    2. ভাইয়া এখনো shipped দেখাচ্ছে

      মুছুন
  31. ভাই আমার পাসপোর্ট এর অনেক দিন হয়ে গেলো পাসপোর্ট পাচ্ছিনা অনলাইনে চেক করে দেখলাম এখনো
    পেন্ডিং ইন প্রিন্ট কিউই দেখায় এখন কি করতে পারি আমার পাসপোর্ট টা অনেক দরকার সেটার জন্য বিদেশে যেতে পারতেছিনা স্যার দয়া করে একটু যানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এমন অবস্থায় যে পাসপোর্ট অফিসের মাধ্যমে আবেদন করেছেন সেই পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  32. স্যার আমার পাসপোর্ট ৫ দিন ধরে shipped দেখানো হচ্চে এখন কি করবো. স্যার আমাকে বলবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে পাসপোর্ট রেডি ফর ইসুরেন্স লেখা আসলে অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন। আশাকরি ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

      মুছুন
  33. স্যার আমার পাসপোর্ট ৫ দিন ধরে shipped দেখাচ্ছে এখন কি করবো.

    উত্তরমুছুন
  34. Sir amar ta ajke shipped dekhayche kobe payte pari

    উত্তরমুছুন
  35. ভাই আমার টা সিপ্ড দেখাইছে গত সোম বারে আজ ১ সপ্তাহ হয়ে গেলো এখনো এটা পাই নি কবে পাবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অপেক্ষা করা ছাড়া উপায় নেই, অপেক্ষা করেন বৃহস্পতিবার পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  36. আজকে ৯/১০দিন পাসপোর্ট সিপ্ট হয়ে আছে
    ডেলিভারি তারিখ ছিলো ১০/০৯/২০২৩
    এখন আমি কবে পেতে পারি,
    কারো জানা থাকলে একটু বলবেন 🙏

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দিন Shipped এ আটকে থাকার কথা না। আগামী রবি সোম বারে যদি পাসপোর্ট রেডি ফর ইসুরেন্স স্ট্যাটাস না লেখা দেখায় তবে অফিসে যোগাযোগ করবেন। আর ঐ দিন পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হলে নিয়ে আসবেন।

      মুছুন
  37. 4010000361187.03/04/1999.স্যার পাসপোর্ট টি কুন অবস্থা আছে প্লিজ বলবেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত। রবিবার অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।

      মুছুন
  38. 3 weeks er besi somoy passport shipped status e atke ase . akhon ki krbo?

    উত্তরমুছুন
  39. ১২/১৩ দিন হয়েছে শিফট দেখাচ্ছে। এমন কি হতে পারে যে, এখন পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্টটি পাবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অফিসে যোগাযোগ করেন।
      এতো দিন শিপড এ থাকে না। শিপড দেখালে ৩/৪ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়া যায়।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন