পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২/২৩ জন্ম তারিখ সংশোধন সহ
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সুরক্ষা সেবা বিভাগ ১৩/১২/২০২২ তারিখে পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারির মাধ্যমে, পূর্বের পাসপোর্টে থাকা ভুল সমূহ সংশোধন করার সুযোগ দিয়েছে। ই পাসপোর্ট চালুর পরে এই প্রথম বাংলাদেশ সরকার এমন একটি সিধ্যান্ত নিয়েছে।
 |
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন / পরিপত্র ২০২৩ |
বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ পরিপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরের সকল নাগরিক এবং প্রবাসে বসবাসকারী ২ কোটি প্রবাসীর দীর্ঘ দিনের ভোগান্তি দূর করতে চেষ্টা করেছে। বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর আগেও ২ টি পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিলো, যা সর্বশেষ ১৩/১২/২০২২ তারিখের প্রজ্ঞাপনের পরে সে গুলো বাতিল হয়েছে।
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২ - ২০২৩
১৩ ডিসেম্বর ২০২২ তারিখের সর্বেশষ জারি কৃত প্রজ্ঞাপন বা নোটিশ সম্পর্কে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করার আগে একনজরে দেখে নিন।
- বাংলাদেশের মধ্যে এবং দেশের বাইরে ( প্রবাসী ) বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের NID ও Passport এর মধ্যে তথ্যের যে পার্থক্য আছে তা বাংলাদেশ সরকার কতৃক ইস্যু কৃত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রি - ইস্যু করতে হবে বা NID অনুযায়ী সংশোধিত হবে।
- তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে BRC / জন্মনিবন্ধন বিবেচনা করে রি ইস্যু হবে।
- প্রয়োজনে JSC/JDC/SSC/দাখিল/ কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও এর সমমানের শিক্ষা সনদপত্র বিবেচনা পূর্বক পাসপোর্ট সংশোধন করা যাবে।
 |
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন ২০২২ - ২০২৩ |
পরিপত্র জারির মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট সংশোধন আরো সহজ হয়ে গেল। এখন
প্রবাসে বসবাসকারী বাংলাদেশীরা জাতিয়পরিচয় দিয়ে সহজেই তাঁদের কাছে থাকা
পাসপোর্ট রি ইস্যুর সময় সংশোধন করতে পারবে।
যদি আবেদনকারীর অপ্রাপ্তবয়স্ক হয় তবে BRC / জন্মনিবন্ধন সনদ দিয়েও পাসপোর্ট
সংশোধন করতে পারবে।
বিঃদ্রঃ তবে একটা সমস্যা থেকেই যাচ্ছে তা হল, অনেক প্রবাসীর NID কার্ড
নেই। অনেক দিন প্রবাসে আছে এবং তাঁদের বয়স ২০ + । এই সব প্রবাসীদের ভোগান্তি এখনো থেকে
যাবে।
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন PDF ডাউলোড করে কাছে রেখে দিতে পারেন এখান থেকে
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন ০৩/১১/২০২২ (যা এখন বাতিল)
বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর কতৃক পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করে ৩ নভেম্বর ২০২২ তারিখে, যেখানে পাসপোর্ট সংশোধনে কি কি ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন হবে তা উল্লেখ ক্রা হয়েছিলো। প্রজ্ঞাপন টি বাতিল হলেও গুরুত্বপূর্ন তথ্য বিধায় নিচে দেওয়া হল।
💢পূর্বের পাসপোর্টে থাকা তথ্য পরিবর্তন বা সংশোধনে কোট এফিডেফিট বা হলফনামা প্রয়োজন নেইঃ
👉 যে সকল আবেদনকারীর বাংলাদেশের শিক্ষা বোর্ড প্রদত্ত সনদ (JSC / SSC / JDC / কারগরি / সমমানের) আছে তাঁদের কোট এফিডেফিট প্রয়োজন নেই।
👉 বয়স পরিবর্তনের ক্ষেত্রে হলফনামা বা কোট এফিডেফিট প্রয়োজন নেই।
👉 স্বামী অথবা স্ত্রীর নাম যোগ করতে অথবা বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।
👉 নামের বানান পরিবর্তনের ক্ষেত্রে যদি উচ্চরণগত পরিবর্তন না হয় সে ক্ষেত্রে কোট এফিডেফিট বা হলফনামা প্রয়োজন নেই
কিছু উদাহরণ দেওয়া হল যাতে বুঝতে সুবিধা হয়:
- AKTAR ⇒ AKHTAR
- AKTAR ⇒ AKTER
- NUR ⇒ NOOR
- SIDDIQUE ⇒ SIDDIK
- PULOK ⇒ PULAK
- HOSSAIN ⇒ HOSSEN/HOSEN
- ROHIM ⇒ RAHIM
- KARIM ⇒ KORIM
👉 নিজ নাম, পিতা, মাতা, স্ত্রী, স্বামী 'র নামের আগে MD, MOHAMMAD, MOHA, MOHD, MOST, MST, MISS, MRS, SREE ইত্যাদি সংযোজন অথবা বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।
👉 পাসপোর্ট এ থাকা নামের আগে ব্যাবহার করা পদবী / খেতাব / উপাধি / সম্মানসূচক শব্দ বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।
বুঝতে সুবিধার জন্য কিছু উদাহরণ দেওয়া হল:
DOCTOR, BIR MUKTIJODDHA, PROFESSOR, ENGINEER, MAJUR, HAZI, MAWLANA, MR, MRS, MISS, PHD, LATE, ALHAZ ইত্যাদি।
👉 আবেদনকারীর ইচ্ছা অনুযায়ী নাম পুনঃ বিন্যাস করতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।
যেমন আগের পাসপোর্ট এ Given name: MD RAJU Surname: AHMED ছিল এখন আপনি Given name:MD এবং Surname:RAJU AHMED করতে চাচ্ছেন।
অথবা Given name: MST MIME BINTA Surname: RASID এখন আপনি চাচ্ছেন Given name: MST MIME এবং Surname: RASID BINTA করতে।
এমন ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন নেই
💢 পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের জন্য যে সকল ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন হবেঃ
👉 যে সকল আবেদনকারীর বোর্ড কতৃক প্রদত্ত শিক্ষা সনদ নেই, তাঁদের নিজ নাম, বয়স, পিতা, মাতা সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন।
👉 যে সকল আবেদনকারী বাংলাদেশের শিক্ষা বোর্ড কতৃক প্রদত্ত শিক্ষা নেই তাঁদের নিজ নাম, পিতার নাম, মাতার নাম, আংশিক পরিবর্তনের জন্যও কোট এফিডেফিট প্রয়োজন হবে।
.webp) |
চিত্রঃ পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন |
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন ২৮/০৪/২০২১ (যা এখন বাতিল)
২৮ এপ্রিল ২০২১ তারিখে পাসপোর্ট সংশোধনে কিছু নির্দেশনা এসেছিলো বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে। যেখানে পাসপোর্ট এ জন্মতারিখ সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিলো ৫ বছরের।
এবং ঐ পাসপোর্ট সংশোধন প্রজ্ঞাপনে পাসপোর্ট সংশোধনের অনুমতি দেওয়া হয়েছিলো নিচে দেওয়া নির্দেশনা অনুসারে।
💢 পাসপোর্টে নিজ নাম, পিতা মাতা'র নাম এবং বয়স সংশোধনের জন্য
- প্রাপ্ত বয়স্কদের জন্য NID এবং শিক্ষাগত সনদ বিবেচনা করা হবে
- যাদের শিক্ষাগত সনদ নেই তাঁদের ক্ষেত্রে BRC বা ইংরেজি ভার্সনের জন্মনিবন্ধন গ্রহণ করবে।
- অপ্রাপ্তদের ক্ষেত্রে BRC বা জন্মসনদ বিবেচনা করা হবে।
- প্রয়োজন হলে NSI / DB অথবা অন্য কোন স্পেশাল ব্রাঞ্চের । গোয়েন্দা দিয়ে তথ্য যাচাই করা হবে।
- বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বচ্চ ৫ বছর বিবেচনা করা হবে।
💢 সরকারী চাকুরীজীবীদের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ নেই। তবে চাকরীর আগে পাওয়া পাসপোর্ট সঠিক প্রমাণের ভিত্তিতে সংশোধনের সুযোগ আছে।
💢 বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ পাসপোর্ট সংশোধন আবেদন করতে সংশ্লিষ্ট দেশে বসবাসের প্রমাণক, ছবি, নাম, এবং বয়স উল্লেখ আছে এমন ডকুমেন্ট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে ( Permanent Resident Card / Job ID Card / Studint ID Card / Drinving Licence )
💢 প্রবাসী নাগরিকগণ এই পরিপত্র জারির ৬ মাসের মধ্যে পাসপোর্ট সংশোধনের আবেদন করতে পারবেন।
💢 MRP তে কোন সংশোধনী থাকলে পুলিশ ভেরিফিকেশন বাধ্যত্বামুলক নয়।
💢 কোন প্রবাসীর পাসপোর্ট হারিয়ে গেলে যে দেশে বসবাস করছেন সেই পুলিশ কতৃক হারানো পাসপোর্ট সংক্রান্ত পুলিশ প্রতিবেদন আবেদনে সংযুক্ত করতে হবে।
বিঃদ্রঃ পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের ফলে ভবিষ্যতে কোন আইনি জটিলতা হলে আবেদনকারী ই দায়ী থাকবেন মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে আবেদনের সাথে।
 |
চিত্রঃ পাসপোর্ট সংশোধন সংক্রান্ত পরিপত্র 28 April 2021 |
ই পাসপোর্ট চালুর পরে পূর্বের MRP পাসপোর্টে থাকা ভুল সংশোধনের সুযোগ দিয়ে পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারি হয় ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে। এর আগেও ২ টি পরিপত্র জারি হয়েছে সে গুলো ১৩ ডিসেম্বর ২০২২ তারিখের প্রজ্ঞাপনের পরে বাতিল হয়েছে। পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে জানতে পারবেন অন্য একটি প্রবন্ধ থেকে।
এই ভাবে হয়তো আগামীতে আরো কিছু প্রজ্ঞাপন আসতে থাকবে সেগুলো জানতে আমাদের সাথে থাকুন। কোন তথ্য বুঝতে অসুবিধা হবে নিচে কমেন্ট করে জানতে ভুলবেন না।
তথ্য সুত্রঃ ssd.gov.bd , epassport.gov.bd এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলদেশ
💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢
www.epassport-bd.com
শামিম আহমেদ বলছিলাম,, আমার passport জন্মসনদ এর বয়স দিয়ে করা ছিল,,জাতীয় পরিচয় এর বয়সের সাথে মিল নেই,, এখন Nid দিয়ে passport রেণু করবো এর জন্য কি করা লাগবে,,কেমন টাকা পরতে পারে?
উত্তরমুছুনএখন আবেদন করার সময় NID অনুযায়ী আবেদন করবেন। সরকারি ফি থেকে বেশি টাকা লাগবে না। যা ফি তাই খরচ হবে।
মুছুনআবেদন জমা দেওয়ার সাথে ১ টি রি ইস্যু ফরম এবং একটি কমিটমেন্ট ফর্ম জমা দিবেন, যা অফিস থেকেই দেবে। আশা করি এতেই কাজ হবে।
জন্ম তারিখ পরিবর্তন করতে কি লাগে আগে ১২সাল ছিলো এখন ১৩হবে
উত্তরমুছুনআবেদন এর সাথে প্রতিজ্ঞাপত্র, এবং একটি রি ইস্যু ফরম
মুছুনআমার এক বন্ধুর পাসপোর্ট এর বয়স তার আইডি এর সাথে মিল নেই এবং সে এটা সংশোধন করতে চাই ,কিন্তু অনেক টাকা খরচ হবে (৫০,০০০) বলছে ,আসলে আমি জানতে চাচ্ছিলাম এটা সংশোধন করতে অফিসিয়াল খরচ কত ।?
উত্তরমুছুন১০ বছর মেয়েদী সাধারণত ডেলিভারিতে খরচ ৫৭৫০ টাকা।
মুছুনপাসপোর্ট ফি সংক্রান্ত আমাদের আর্টিকেল দেখুন। সরকারি ফি এর বেশি খরচ হবে না।
আমার পার্সপোর্ট ,NID, আর সার্টিফিকেট কোনটির সাথে নামের আংশিক আর বয়স ৫ বছর পার্থকৎ ,এখন আমি কি করতে পারি''
উত্তরমুছুনযেহেতু আপনার সার্টিফিকেট আছে আপনার উচিত হবে সার্টিফিকেট অনুযায়ী জাতীয় পরিচয় পত্র সংশোধন করা এবং জাতীয় পরিচয় পত্র সংশোধন হওয়ার পর সেই জাতীয় পরিচয় পত্র দিয়ে পাসপোর্ট সংশোধন করা।
মুছুনযেহেতু পাঁচ বছর বয়স সংশোধন আছে সেহেতু সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র এক হলে সহজেই পাসপোর্ট সংশোধন করা যাবে।
একটা পাসপোর্ট করতে দিইছি পিরাই আট নয় মাস হয়ে গিচে
উত্তরমুছুনএখনো পাইনি ওই পাসপোর্ট টা বাতিল করে.....কি এখন নতুন করে পাসপোর্ট করতে পারো...আবার
পাসপোর্ট প্রিন্ট না হলে বাতিল করা সম্ভব। এর জন্য লোকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।
মুছুনআমার পাসপোর্ট এ সুধু ইমন দেওয়া আছে আমি এখন মো জগ করতে চাচ্ছি ভটার আইডি কার্ডেও সুধু ইমন দেওয়া আছে এখন আমি কি করতে পারি
উত্তরমুছুনপ্রথমে NID সংশোধন করে তাতে MD যোগ করতে হবে
মুছুনপ্রথমে NID সংশোধন করে তাতে MD যোগ করতে হবে
মুছুনআমার NID/সার্টিফিকেট এর সাথে পাসপোর্টের বয়সের পার্থক্য ৭ বছর এবং পাসপোর্টের মেয়াদও ২০১৯ সালে শেষ হয়েছে। এখন বয়স সংশোধন ও নতুন পাসপোর্ট পেতে কি করতে হবে??
উত্তরমুছুনNID অনুযায়ী আবেদন করতে হবে পাসপোর্ট এর। আবেদনর অন্য সকল ডকুমেন্টস এর সাথে একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিতে হবে
মুছুনআমার পাসপোর্টের সাথে দশ বসর ব্যবধান NIDএবং সার্টিফিকেট সঠিক আছে। এখন প্রবাসে আছি দুতাবাসের মাধ্যমে কি করতে পারবো??
উত্তরমুছুনসম্ভব, তবে সব দেশে এখনো চালু হয়নি এ সুযোগ। সম্ভব হলে যে দেশে আছেন সেখানে দূতাবাস এ খোজ নিন।
মুছুননিজের নামের পূর্বে md ও বাবারmohammad
উত্তরমুছুনথেকে md আকারে ও মেয়াদ ১০ বছর করার ক্ষেত্রে করনীয় ও টাকার পরিমাণ কত লাগতে পারে?
আবেদনের সাথে একটি কমিটমেন্ট ফর্ম এবং একটি রি ইস্যু ফর্ম জমা দিলেই সংশোধন হয়ে যাবে।
মুছুন10 বছরের পাসপোর্ট 48 পৃষ্ঠা পাঁচ হাজার 750 টাকা খরচ হবে।
আমার ছোট ভাইর পাসপোর্ট এর মেয়াদ হয়েছে প্রায় 2 বছর এবং এনআইডির সাথে পাসর্পেটের জন্ম তারিখ এবং নামের মধ্যে বানা ভুল আছে। আমার প্রশ্ন হলো পাসপোর্টের মেয়াদ 2 শেষে হয়েছে এখন কিভাবে পাসপোর্টটি ঠিক করবো জানালে খুশি হবো।
উত্তরমুছুনএখন পাসপোর্ট আবেদন করবেন NID অনুযায়ী। আবেদন এর সাথে প্রয়োজনিয় ডকুমেন্টস এর সাথে রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিবেন। এগুলো অফিসের সামনে দোকানে পাবেন।
মুছুনআমার MRP PASSPORT এর বয়স 7আগস্ট 1990 কিন্তু আমার NID+স্কুল সার্টিফিকেটে বয়স 7আগস্ট 1992,এখন NID+স্কুল সার্টিফিকেটের সাথে জন্মসাল মিলিয়ে E PASSPORT করতে টাকা চায় 25000 (পঁচিশ হাজার )।দালাল ছাড়া কোন উপায় আছে কি?
উত্তরমুছুননিজেই কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন প্রথমে, তার পরে ব্যাংকে টাকা জমা দেন। আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে সার্টিফিকেট জমা দিবেন। অফিসে জমা দেওয়ার সময় একটি রি ইস্যু ফরম এবং একটি কমিটমেন্ট ফরম পূরন করে জমা দিলেই কাজ শেষ।
মুছুনবয়স সংশোধনের পাসপোর্ট পেতে কিছু দিন দেরী হতে পারে তবে অবশ্যই ই পাসপোর্ট পাবেন এবং বয়স সংশোধন হয়ে যাবে।
আমার পাসপোর্ট এ বয়স ৬বছর ৩ মাস বেশি আইডি কার্ড থেকে.. আমার HSC সনদপত্র আছে.. আমার পাসপোর্টে এই ৬ বছর ৩ মাস বয়স কমিয়ে সংশোধন করতে কত টাকা লাগবে
উত্তরমুছুননতুন পাসপোর্ট করতে যা খরচ হবে ঠিক ঐ পরিমাণ টাকায় লাগবে বয়স সংশোধন করে নতুন পাসপোর্ট পেতে বা রি ইস্যু করতে।
মুছুনআমার পাসপোর্টের মেয়াদ আছে ৬মাস।স্মার্ট কার্ড,স্কুল সাটিফিকেট অনুযায়ী
উত্তরমুছুনআমার শুধু বয়স সংশোধন করা লাগবে ।এখন আমি যদি বয়স সংশোধন করি তাহলে কি একই সাথে মেয়াদ বাড়ানো যাবে?
হ্যাঁ, পাসপোর্ট এর মেয়াদ বাড়বে
মুছুনদয়া করে একটু জানাবেন সার,
উত্তরমুছুনআমার স্মার্ট কার্ড ওস্কুল সার্টিফিকেট আছে।পাসপোর্টে
শুধু বয়স সংশোধন করবো।
এক্ষেত্রে কি এফিডেফিট করা লাগব?
এখন কোন প্রকার সংশোধন এর জন্যই কোট এফিডেফিট লাগছে না।
মুছুনপাসপোর্ট সংশোধন করতে শুধু বয়স ।স্মার্ট কার্ড ওস্কুল সাটিফিকেট অনুযায়ী ।
উত্তরমুছুনআমার কি এফিডেফিট করা লাগবে?
সার্টিফিকেট থাকলে এফিডেফিট করা লাগবে না।
মুছুনআমার ভাইয়ের পাসপোর্টে আমার চাচার নাম দেয়া হয়েছিল। আমার ভাইয়ের অনলাইন জন্মনিবন্ধন আছে কিন্তু NID নেই।কোনো প্রকার সনদও নেই। এখন কি কোনোভাবে বাবার নাম সংশোধন করা যাবেনা?
উত্তরমুছুনসংশোধন করা যায় তবে অবশ্যই NID লাগবে।
মুছুনআমার এম আর পি পাসপোর্ট একটা ডিজিট ভুল করেছে সমব্ভত দালাল অথবা আপনাদের কেও হবে
উত্তরমুছুনNID আর SSC সার্টিফিকেট বয়স 1996 পাসপোর্টে 1986 দিছে ওখন আমি কি পরতে
পাসপোর্ট রি ইস্যু করার সময় সংশোধন করা যাবে।
মুছুনআমার পাসপোর্ট নাম মোহাম্মদ রুবেল হোসাইন, বাবার নাম রব্বেল আহমেদ মাতার নাম রেহেনা বেগম কিন্তু আইডি কাডে নাম আমার নাম রুবেল হোসেন, বাবার নাম রব্বেল আলী প্রামানিক, বয়স আইডি কাডে আছে ১৯৯৮ পাসপোর্ট আছে ১৯৯০ একন আমি পাসপোর্ট রেন করতে চাই তাহলে কি কোন সমস্যা আছে,, বতমান পাসপোটে মেয়াদ এখন ১৮ মাস আছে
উত্তরমুছুনপাসপোর্ট এবং NID কার্ডের মধ্যে অনেক কিছু ভুল আছে। তবে এখন আপনি NID অনুযায়ী আবেদন করে সংশোধন করে নিতে পারবেন।
মুছুনএকটু সময় লাগবে পাসপোর্ট পেতে, তবে চিন্তা করবেন না। পাসপোর্ট পাবেন।
আমার নিজ নাম,বাবার নাম,মায়ের নাম,ও জন্ম তারিখ সম্পূর্ন পরিবর্তন করতে হব।এনআইডি কার্ড, এসএসসি ও এইচ এসসি সনদ আছে,এই ত্বথ্য অনুযায়ি কি পাসপোর্ট সংশোধন হবে? হলে কত টাকা লাগবে?
উত্তরমুছুনহ্যাঁ আপনার পাসপোর্ট সংশোধন করা যাবে।
মুছুননতুন পাসপোর্ট ফি এবং সংশোধন ফি একই।
৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়েদী পাসপোর্ট ফি ৫৭৫০ ( ২১ দিনে পাওয়া যাবে বই)
যদিও সমস্যাটি আমার না তারপরও আমি বলে এখানে উল্লেখ করছি যেহেতু আমি উত্তরটি জানতে চাই!
উত্তরমুছুনআমার (সালার) একটি পাসপোর্ট ছিল যেটা বর্তমানে এক্সপায়ার হয়ে গিয়েছে।
যেটাতে পাসপোর্টে জন্ম সাল ছিল
১৯৮৭ আর আমার এনআইডি কার্ডে জন্ম সাল ১৯৯৪।
কি করে নতুন পাসপোর্ট বের করবো?
এখন পাসপোর্ট সংশোধন করতে সমস্যা হবে না। আবেদন এর সাথে একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিলেই হবে।
মুছুনআমার একটি জন্ম সংশোধন করতে দিয়েছি আজকে বিশদিন অনলাইনে আপডেট দেখাচ্ছেনা।pending for basic verification clearance দেখাচ্ছে। এখন কি করা যায়?
উত্তরমুছুনজন্মতারিখ সংশোধনে একটু বেশী সময় লাগে। যদি অনেক দিন ধরে একই স্ট্যাটাস দেখায় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।
মুছুনআমার পাসপোর্টের বয়স দেয়া ছিলো ৩৫ বস
উত্তরমুছুনএর কিন্ত আমার আইডি কার্ডের বয়স ছিলো ৩৫ সেই সেই হিসেবে আমার বয়স বেশি হয়েছে তাই আমি বিদেশে য়যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে পারি নাই সেই সেই জন্য আমার পাসপোর্টের বয়স কমাতে চাই তাহলে এখন কি করতে হবে
যদি NID card এর বয়স কমাতে পারেন তবে পাসপোর্ট সংশোধন করা যাবে এখন। পরে এ সুযোগ থাকবে না।
মুছুনভাই, আমার এন আই ডি তে আবু বকর সিদ্দিক কিন্তুু পাসপোর্টে মো সিদ্দিক আর বয়সও পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে এভিডেভিড কি লাগবে?আমার এন আাই ডি ঠিক আছে
উত্তরমুছুননা, এখন আর এফিডেফিট লাগবে না। NID অনুযায়ী আবেদন করবেন এবং সেই অনুসারে পাসপোর্ট সংশোধন হয়ে যাবে।
মুছুনআমার নাম সেবক মজুমদার আমার দুইটা জন্ম নিবন্ধন একটা দিয়ে পাসপোর্ট করেছি আরেকটা জন্ম নিবন্ধন দিয়ে আমার আইডি কার্ড ও স্কুল ও কলেজের সাটিফিকেট করেছি এখন আমার আইডি কার্ডের সাথে পাসপোর্ট এর মিল না থাকার কারনে আমি ই-পাসপোর্ট করতে পারছি না
উত্তরমুছুনএখন আমি আমার আইডি ও স্কুল কলেজ সাটিফিকেট অনুসারে পাসপোর্ট করতে হলে কি কি করতে হবে
দয়া করে জানাবেন প্লিজ
১/ যদি আপনার বয়স ১৮ এর নিচে হয় তবে সঠিক সন্মসনদ এবং সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট সংশোধন আবেদন করতে পারবেন।
মুছুন২/ যদি আপনার বয়স ১৮ এর বেশী হয় তবে NID এবং সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন।