পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট | বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স a to z
বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়। police clearance certificate পাওয়ার পরেই কোন ব্যাক্তি দেশের বাইরে যেতে পারে। অনেকে এটা ঝামেলার কাজ মনে করে, তবে এটা অনেক সহজ কাজ। আজ খুব সহজে এবং ঝামেলা মুক্ত ভাবে কি ভাবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, পুলিশ ক্লিয়ারেন্স চেক সহ অনলাইনে চালান কি ভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকেবে এই লেখাতে।
 |
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন পদ্ধতি বিস্তারিত |
police clearance certificate পেতে যে সকল ধাপ পার করতে হয় তা আপনাদের জানার জন্য লিস্ট আকারে দেওয়া হল। প্রতিটি ধাপ নিচে পর্যায়ক্রমে সহজ ভাবে বর্ননা করা থাকবে। সবচেয়ে নিচে Police Clearance সম্পর্কে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে যেখান থেকে সহজেই ছোট ছোট প্রশ্নের উত্তর পাবেন। যদি পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আরো কোন তথ্য জানতে চান তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
- Police clearance online account registration - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট রেজিস্ট্রেশন
- Account active - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট একটি
- Login account - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্টে লগইন
- Police Clearance application online in 6 step- ৬ ধাপে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
- Personal Information - ব্যাক্তিগত তথ্য প্রদান
- Personal Address - ঠিকানা প্রদান
- Documents - প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড
- Confirmation - আবেদন নিরীক্ষণ এবং নিশ্চিত করণ
- Payment - এ চালানের মাধ্যমে ফি প্রদান
- Done - চালান আপলোড এবং সমাপ্তি
- পুলিশ ক্লিয়ারেন্স চেক অনলাইন
- SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পুলিশ ক্লিয়ারেন্স
Police clearance হল পুলিশ কতৃক বিশেষ প্রত্যয়ন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মাধ্যমে প্রমাণ হয় আপনি দেশের যোগ্য নাগরিক যার বিরুদ্ধে কোন রাষ্ট্র বিরোধী মামলা নেই বা আপনি কোন অপরাধী না।
যে দেশে ভ্রমণে বা কাজের উদ্দেশ্যে যেতে চান ঐ দেশের জন্য আপনি ক্ষতিকর না। বাংলাদেশ পুলিশ কোন অপরাধী কে PCC বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয় না। অন্য দেশে নাগরিকত্ব নিতে এবং দেশের মধ্যে সরকারী চাকুরী পেতেও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে।
পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তা
এশিয়ার কিছু দেশ বাদে অ্যামেরিকা, ইউরোপ, মধ্যপ্রাশ্চ সহ উন্নত দেশ সমূহে যেতে Police clearance certificate গ্রহণ করা বাধ্যত্বামূলক।
১ দেশের নিরাপত্তা
২ যে দেশে ভ্রমণের যেতে চান সে দেশের নিরাপত্তা
৩ অপরাধ করে পালিয়ে যেতে না পারে
৪ দেশের সুনাম
৫ প্রবাসী বা ভ্রমণ ইচ্ছুক ব্যাক্তি সম্পর্কে তথ্য রাখা
উপরের উল্লেখিত কারণে বাংলাদেশ সরকার এবং বিদেশে যাওয়া ব্যাক্তির পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি ভাবে পাবো?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে, প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে বাংলাদেশ সরকারের Police Clearance ওয়েবসাইট pcc.police.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন শেষে ব্যাংক চালানের মাধ্যমে ফি প্রদান করলেই পুলিশ আপনার বাড়িতে গিয়ে অথবা আপনাকে নিকটস্থ থানায় দেখা করতে বলবে। বিভিন্ন মাধ্যমে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করার মাধ্যমে যোগ্য ব্যাক্তি হলে নির্দিষ্ট দিন পরে আপনার নামে Police clearance certificate ইস্যু হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার শর্তাবলী কি কি?
সঠিক ভাবে পুলিশ ক্লিয়ারেন্স পেতে হলে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। দেশের বাইরে থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও দেশের মধ্যে থেকে সার্টিফিকেট পেতে হলে নিচের শর্ত মেনে অনলাইনে আবেদন করতে হবে।
১ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩ মাস থাকতে হবে
২ পাসপোর্টে উল্লেখিত স্থায়ী অথবা জরুরী যে কোন একটি ঠিকানা ব্যাবহার করে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হবে এবং অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।
৩ ঠিকানা প্রমাণ স্বরূপ NID, BRC, নাগরিক সনদ বা কাউন্সিলরের সনদ অনলাইন আবেদনের সাথে জমা দিতে হবে।
৪ একজনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অন্য কোন ব্যাক্তি গ্রহণ করতে চাইলে, অনলাইনে আবেদনের সময় একটি Authorization Letter লিখে স্ক্যান করে জমা দিতে হবে। ঐ অনুমতি পত্রে সার্টিফিকেট গ্রহণকারী ব্যাক্তির নাম এবং তার NID নাম্বার উল্লেখ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি লাগে?
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি লাগে সেগুলো নিচে ধারাবাহিক ভাবে দেওয়া হল, যাতে অনলাইনে আবেদন করার আগেই সে গুলো গুছিয়ে কাছে রেখে দিতে পারেন।
১ পাসপোর্ট স্ক্যান কপি (সর্ব নিম্ন ৩ মাস মেয়াদ থাকতে হবে)
২ জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি
৩ নাগরিক সনদ স্ক্যান কপি
৪ সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান কপি
৫ পুলিশ ক্লিয়ারেন্সের নির্ভুল অনলাইন আবেদন কপি
৬ অনলাইন চালান কপি অথবা সোনালী ব্যাংক / বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি চালানের স্ক্যান কপি
৭ প্রবাসী বাংলাদেশীরা আবেদনের সময় দূতাবাস কতৃক সত্যায়িত পাসপোর্ট পৃষ্ঠার স্ক্যান কপি অনলাইনে জমা দিবেন আবেদনের সাথে।
৮ বিদেশী নাগরিক হলে তার দেশের "জাস্টিস অফ পিস" কতৃক পাসপোর্টের পাতার সত্যায়িত একটি স্ক্যান কপি।
বিঃদ্রঃ পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে গেজেটেট কর্মকর্তা দিয়ে সকল ডকুমেন্ট সত্যায়িত করা লাগবে। (তবে কিছু কিছু জেলা তে সত্যায়িত করা লাগে না।)
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন নিয়ম
Police clearance আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে ধাপে ধাপে ছবি সহ বর্ণনা করার কারণে লেখা টি বড় হতে পারে তাই অনুরোধ থাকবে ধর্য্য ধরে পড়বেন। আশাকরি পুলিশ ক্লিয়ারেন আবেদন করতে কারো কাছে যাওয়া লাগে না এবং অতিরিক্ত টাকাও ব্যয় হবে না।
pcc.police.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনলাইনে পেমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপ নাম সহ নিচে বর্ননা করা হল।
👉ধাপঃ ১
Police clearance online account registration - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট রেজিস্ট্রেশন
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে তাঁদের ওয়েবসাইট pcc.police.gov.bd এ প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশের পরে বাম পাশে একটু নিচে বক্সের মধ্যে REGISTRATION বাটনে চাপ দিন।
 |
পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট রেজিস্ট্রেশন ফরম |
Registration Form টি Name, Email, Mobile No, NID No, Password, Confirm Password ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করে নিচে বাম পাশে থাকা ক্যাপচা পূরণ করে ডান পাশে Continue বাটনে চাপ দিতে হবে।
👉ধাপঃ ২
Account verification - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট একটিভ
রেজিস্ট্রেশনের পরে নিচে দেওয়া ছবির মত Account Verification এর পদ্ধতি সহ কিছু লেখা আসবে। রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল দিয়েছিলেন তার ইনবক্স এবং স্প্যাম বক্স চেক করুন তার মধ্যে এক্টিভেশন লিংক থাকবে।
 |
পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট একটিভ পদ্ধতি |
অথবা আপনার যে নাম্বার দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় সেই নাম্বার থেকে ৫ মিনিটের মধ্যে "PCC AV 8415 " and send it to "26969" এই পদ্ধতি তে ম্যাসজ পাঠালেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
১ মোবাইলের ম্যাসজ অপশনে জান
২ লিখুন PCC একটা স্পেস দিয়ে AV
৩ তার পরে একটা স্পেস দিয়ে ৪ সংখ্যার একটি কোড (যা রেজিস্ট্রেশন নির্দেশনায় দেওয়া থাকবে)
৪ তার পরে পাঠিয়ে দিন 26969 নাম্বারে
বিঃদ্রঃ রেজিস্ট্রেশনের ৫ মিনিটের মধ্যে ম্যাসজ পাঠাতে হবে এবং AV এর পরে ৪ সংখ্যার কোর্ড প্রতিটি আবেদনের জন্য আলাদা হবে, তাই আপনার সঠিক কোর্ড টি লিখবেন।
👉ধাপঃ ৩
Login account - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্টে লগইন
একাউন্ট একটিভের পরে আবেদনের সময় দেওয়া ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
👉ধাপঃ ৪
Police Clearance application online in 6 step - ৬ ধাপে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
* PCC ওয়েবসাইটে লগইনের পর উপরে বাম পাশে APPLY নামে বাটনে ক্লিক করবেন। Apply বাটনে ক্লিক করার পর উপর দিকে ৬ টি ধাপ (Personal Information, Personal Address, Documents, Confirmation, Payment, Done) দেখা যাবে সে গুলো পর্যায় ক্রমে তথ্য দিয়ে পূরণ করতে হবে।
1 Personal Information - ব্যাক্তিগত তথ্য প্রদান
Personal Information ধাপের মধ্যে নিচে Purpose Of Police Clearance নামে অপশন আছে, এখানে কি উদ্দেশ্যে পুলিশ ক্লিয়ায়রেন্স লাগবে তা সিলেক্ট করতে হবে। যেহেতু দেশের বাইরে যাওয়া হবে বিধায় Go abroad সিলেক্ট করে দেশের নাম নির্বাচন করে দিতে হবে।
 |
ব্যাক্তিগত তথ্য প্রদান |
দেশের নাম দেওয়ার সাথে সাথেই নিচে
PASSPORT NO
Issuing Country
Issue Date - (সাল > মাস> তারিখ এই ভাবে সিলেক্ট করবেন)
Issue Place - (সাল > মাস> তারিখ এই ভাবে সিলেক্ট করবেন)
Expiry Date- (সাল > মাস> তারিখ এই ভাবে সিলেক্ট করবেন)
Mobile No
Email ( Email না দিলেও সমস্যা নেই)
NID
Full Name
Father's / Husband Name
Relation- ( পুরুষ হলে Me এবং মহিলা হলে Ms )
Mother's Name
Date of Birth - (সাল > মাস> তারিখ এই ভাবে সিলেক্ট করবেন)
Salutation
ইত্যাদি অপশন সমূহ পাসপোর্ট অনুযায়ী নির্ভুল ভাবে পূরণ করবেন।
সব শেষে Photo অপশনে সর্বচ্চ ১৫০ কিলোবাইট সাইজের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন।
সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে Save & Next বাটনে ক্লিক করে পরের ধাপ Personal Address এ যাবেন।
2 Personal Address - ঠিকানা প্রদান
পারসোনাল এড্রেসের মধ্যে গেলে প্রয়োজনীয় ঠিকানা দেওয়ার অপশন পাবেন। এখানে ৩ টি আলাদা অপশন থাকবে যেমনঃ Emergency Contact Address (As per Passport), Permanent Contact Address (As Per Passport), Present Address
 |
পাসপোর্ট অনুযায়ী ঠিকানা প্রদান |
এর প্রতিটি অপশনের মধ্যে থাকবে
District /Metro - এখানে আপনার জেলা দিবেন (ঢাকা মেট্রপলিটনের মধ্যে হলে সেটা দিবেন)
Thana - পাসপোর্ট অনুযায়ী যে থানায় আপনার বাড়ি, ঐ থানা দিবেন
Post Office - পাসপোর্ট অনুযায়ী পোষ্ট অফিসের নাম
Post Code - পোষ্ট কোড
Village/ Area/ Sector - গ্রামের নাম (শহরের মধ্যে বাড়ি হলে সেই অনুযায়ী Area / Sector দিবেন)
Road - পাসপোর্টে রোড নাম্বার উল্লেখ থাকলে দিবেন, না থাকলে না
House- পাসপোর্টে বাড়ি নাম্বার উল্লেখ থাকলে দিবেন, না থাকলে না
বিঃদ্রঃ যদি স্থায়ী ও বর্তমান ঠিকানা আলাদা হয় এবং তা পাসপোর্টে থাকে সেই অনুযী, বর্তমান ঠিকানাতে পুলিশ ক্লিয়েরেন করাতে বারবেন। গ্রামের মানুষের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়, তারা সে অনুযায়ী পূরণ করবেন।
3 Applicant Documents - প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রেখে দিবেন। ডকুমেন্ট এর সাইজ ২০০ কিলোবাইটের মধ্যে থাকতে হবে এটা মনে রাখবেন।
 |
প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড |
Passport* - পাসপোর্টের স্ক্যান কপি দেওয়া বাধ্যতামূলক
National ID - এটা বাধ্যতামূলক না হলেও অবশ্যই দিবেন NID
Birth Certificate - জন্মসনদ না দিলে কোন সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে দিতে পারেন।
Ward Councillor Certificate - নাগরিক সনদ বা কাউন্সিলরের সনদ অবশ্যই দিবেন।
Others - যদি অতিরিক্ত কোন ডকুমেন্ট দিতে চান তবে এখানে দিবেন।
*** পাসপোর্ট স্ক্যান কপি, জাতীয় পরিচপত্রের স্ক্যান কপি, নাগরিক সনদের স্ক্যান কপি ( এই ৩ টি দিলেই হবে)
4 Confirmation - আবেদন নিরীক্ষণ এবং নিশ্চিত করণ
Confirmation এর ধাপে এসে সকল তথ্য একবার চেক করার অপশন থাকবে। এখানে পুলিশ ক্লিয়ারেন আবেদনের তথ্য ২/৩ বার রিভাইস দিয়ে নিবেন। যদি কোন ভুল থাকে তবে নিচে EDIT এর বাটন আছে সেখান থেকে এডিট করে নিতে পারবেন।
 |
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ফাইনাল সাবমিটের আগে চেক করা |
আর যদি মনে করেন সব তথ্য ঠিক আছে তবে Final Submit বাটনের কাছে ছোট একটা ঘর আছে তাতে টিক মার্ক দিয়ে নিচে থাকা CONFIRM বাটনে ক্লক করলেই পরের ধাপ Payment এ চলে যাবে।
5 Payment - এ চালানের মাধ্যমে ফি প্রদান
আবেদন CONFIRM করার পরে পেমেন্ট এর ধাপ আসবে। ( নিচে ছবি দেওয়া) পুলিশ ক্লিয়ারেন্স পেমেন্ট করার জন্য ২ টি পদ্ধতি আছে। অনলাইনে A Callan এর মাধ্যমে অন্য টি Offline বা সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি ব্যাংকে গিয়ে। অফলাইনে পেমেন্ট পরিশোধন করতে হলে ১ দিন বেশী সময় লাগে চালান ভেরিফাই হতে। তাই এখানে অনলাইনে এ চালানের মাধ্যমে কি ভাবে পুলিশ ক্লিয়ারেন্স ফি পেমেন্ট করা হয় তা দেওয়া হল।
 |
১ নং এ যেখানে CLICK লেখা সেখান থেকে এ চালানের মাধ্যমে ফি প্রদান |
A Callan এর মাধ্যমে অনলাইন পেমেন্ট প্রদানঃ
উপরের চিত্রে ১ নং এ লেখা "Please click here to pay your police clearance application now"
ঐ ক্লিকে চাপ দিলেই একটা ট্যাব / উইন্ডো নিয়ে পেমেন্ট গেট হওয়ে খুলে যাবে। সেখানে Sonali bank, Cards, Mobile Banking ৩ টি আলাদা পেমেন্ট পদ্ধতি আছে।
 |
বিকাশের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স ফি প্রদান |
আমরা সহজ পেমেন্ট পদ্ধতি মোবাইল ব্যাংকিং এর বিকাশ এ ক্লিক করব। বিকাশে ক্লিক করার সাথে সাথে ছোট্ট একটা পপ আপ আসবে এখন তাতে লেখা থাকবে ৫০০ টাকা ফি পরিশোধের জন্য মাত্র ৫ টাকা অতিরিক্ত চার্জ করবে।
এখানে Confirm বাটনে চাপ দেন
Pay with bKash বাটন আসবে তাতে চাপ দেন
আপনার বিকাশ নাম্বার দেন
বিকাশ থেকে পাঠানো OTP দেন এবং CONFIRM বাটনে চাপ দেন
সব শেষে বিকাশে PIN নাম্বার দিয়ে আবার CONFIRM বাটনে চাপ দেন
বিঃদ্রঃ পেমেন্ট শেষ হলে সোনালী ব্যাংকের একটা ওয়েবসাইট আসবে এবং সেখানে চালান নাম্বার সহ উপরে ডাউনলোড ভাউচার থেকে আপনার A Callan অনলাইন কপি টি ডাউনলোড করে সংরক্ষণ করবেন। চালান নাম্বার টি কম্পিউটারে অথবা মোবাইলে সেভ করে রাখবেন এটা পরের ধাপে কাজে লাগবে।
পুলিশ ক্লিয়ারেন্সের চালান কপি আপলোড পদ্ধতিঃ
চালান কপি ডাউনলোড করে রাখার পরে এই কপি পেমেন্ট পরিশোধের প্রমাণ সরূপ সর্ব শেষ ধাপ চালান কপি আপলোড করা।
চালান কপি ২ ভাবে আপলোড করা যায়, যেখানে এ চালানে এবং অফলাইনে চালানের নির্দেশনা দেওয়া ছিলো তার নিচে ২ নং অপশনে Scan and click here to upload the Callan লেখা আছে সেখন থেকে চালান কপি আপলোড করা যাবে
 |
MY Account এ গিয়ে A Callan আপলোড পদ্ধতি |
অথবা।উপরের মেনু থেকে MY Account বাটনে চাপ দিলে আবেদনের ডান পাশে Automated Chalan (A- Chalan) Upload বাটনে ক্লিক দিলে চালান নাম্বার দেওয়া ঘর এবং চালান ফাইল আপলোডের ঘর আসবে।
সব শেষে Upload বাটনে চাপ দিলেই কাজ শেষ।
6 Done - চালান আপলোড এবং সমাপ্তি
পেমেন্ট চালান আপলোডের পরে এবং আবেদনের সর্ব শেষ ধাপ "Done" । এই অপশনে আবেদনকারীর নাম, পাসপোর্ট নাম্বার, মোবাইল, রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে।
এবং নিচে ডান পাশে "Finish" বাটনে চাপ দিলেই আবেদনের সব কাজ শেষ।
পুলিশ ক্লিয়ারেন্স চেকঃ
পুলিশ ক্লিয়ারেন্স চেক করার মাধ্যমে কবে পুলিশ সার্টিফিকেট পাওয়া যাবে তা নিশ্চিত হওয়া যায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই করতে বিস্তারিত ভাবে অন্য একটি লেখা দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। পুলিশ ক্লিয়ারেন্স চেক এবং কোন স্ট্যাটাসের কি অর্থ এবং আবেদন রিজেক্টে কারণে জানুন।
FAQ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কিত কিছু প্রশ্ন / উত্তর
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোথায় যোগাযোগ করতে হয়?
এককথায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হয়। ঢাকার মধ্যে মেট্রপলিটন হেডকোয়াটার এবং ঢাকার বাইরে পুলিশ সুপারের কার্যলয়ে। তবে প্রথমত অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হয়। ২য় তো অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের ফি জমা দিতে হয়। অনলাইন আবেদনের ৩/৪ দিনের মধ্যে নিকটস্থ থানা থেকে আপনাকে ফোন দিয়ে কিছু ডকুমেন্ট নিয়ে দেখা করতে বলবে অথবা পুলিশ আপনার বাড়িতে গিয়ে তদন্ত করবে। ভেরিফিকেশন শেষে ঢাকায় সার্টিফিকেট প্রিন্ট হবে। প্রিন্ট কপি তে OC, SP, DC সিগনেচার করে রেডি হলেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাবেন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ ৩ মাস বা ৯০ দিন মত। পুলিশ সার্টিফিকেট টি যে দিন থেকে ইস্যু হয় তার থেকে ৩ মাস পরে মেয়াদ চলে যায়। যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ চলে যায় তবে আবার নতুন করে আবেদন করে নতুন একটি পুলিশ সার্টিফিকেট নিতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো?
Police clearance certificate পেতে হলে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কারি সম্পর্কে পুলিশ তদন্তের পরে সার্টিফিকেট প্রদান করা হয়।
পুলিশ ক্লিয়ারেন্স কোড
পুলিশ ক্লিয়ারেন্স কোড নং "১-৭৩০১-০০০১-২৬৮১" । এই কোডে সোনালী ব্যাংকের যে কোন শাখা অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৫০০৳ ট্রেজারি চালান করে পুলিশ ক্লিরায়েন্স ফি পরিশোধ করতে হয়। এই চালানের কপি স্ক্যান করে অনলাইন আবেদনের সাথে জমা দিতে হয় এবং মূল কপি থানায় জমা দিতে হয়।
পুলিশ ক্লিয়ারেন্স হেল্পলাইন নম্বর
পুলিশ ক্লিয়ারেন্স হেল্পলাইন নম্বর / পুলিশ হেডকোয়ার্টার্স আইটি হেল্প ডেস্ক নাম্বর
01320001824 and 01320001825
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টার মধ্যে, অফিস চলাকালীন সময়ে যোগযোগ করা যাবে। (শুক্রবার এবং শনিবার হেল্পলাইন বন্ধ থাকে)
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময়
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময় ঢাকার মধ্যে ৭ কর্ম দিবস এবং ঢাকার বাইরে জেলা শহরে ১৫ কর্ম দিবসে পাওয়া যায়।
পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক করে যদি Ready for Delivery লেখা দেখায় তাহলে ঐ দিন অথবা পরের দিন অফিস চলাকালীন সময়ে পুলিশ সার্টিফিকেট ডেলিভারি নেওয়া যাবে।
মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায়?
কোন ব্যাক্তির নামে মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না। রাষ্ট্র বিরোধী এবং কোন ফৌজদারি মামলা মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না। তবে মামলা নিষ্পত্তি হয়েছে এমন ডকুমেন্ট দেখালে বা মামলা খারিজ হয়েছে মর্মে লিখিত প্রমান দিলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায়।
পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে করনীয়
যদি কোন কারনে পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হয় তবে আপনাকে পূনরায় নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হবে। তবে এ ক্ষেত্রে কি কারনে পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হয়েছে তা জানার চেস্টা করে সমস্যা টি সমাধান করে আবার আবেদন করতে হবে। নিচে পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হওয়ার কিছু কারন দেওয়া হল।
১ আবেদনের তথ্যের ভুল হলে পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হতে পারে।
২ ব্যাক্তির নামে রাষ্ট্র বিরোধী অথবা কোন ফৌজদারি মামলা থাকলে।
৩ পেমেন্ট ভেরিফিকেশনে কোন্ সমস্যা হলে।
৪ আবেদনকারীর ঠিকানা ভুল হলে।
৫ অনেক থানা আবেদনের সাথে জমা দেওয়া ডকুমেন্ট সত্যায়িত না হলেও রিজেক্ট করে।
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি লাগে?
পুলিশ ক্লিয়ারেন্স করতে বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে লাগে পাসপোর্ট, জাতিয়পরিচয় পত্র, নাগরিক সনদ, ব্যাংক চালানের কপি।
পুলিশ ক্লিয়ারেন্স ফি কত?
পুলিশ ক্লিয়ারেন্স ফি ৫০০ টাকা। যদি অনলাইনে চালানের টাকা পরিশোধন করা হয় তবে ব্যাংক এবং মোবাইল ব্যাংকের ধরন অনুযায়ী অতিরিক্ত কিছু চার্জ দিতে হয়। বিকাশে ৫ টাকা অতিরিক্ত চার্জ দেওয়া লাগে পুলিশ ক্লিয়ারেন্স ফি অনলাইনে এ চালানের মাধ্যমে দিতে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সম্পর্কে এবং পুলিশ সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি একটি লেখার মধ্যমে। যদি আর কোন প্রশ্ন থাকে পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে তবে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো দ্রুতই।
তথ্য সুত্রঃ বাংলাদেশ সরকারে পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য এবং নিজের বাস্তব কাজের তথ্য থেকে এই আর্টিকেল লেখা।
আবেদন করার পর কি ছবি পরিবর্তন করা যায়??
উত্তরমুছুনএকবার আবেদন সাবমিট হয়ে গেলে আর ছবি পরিবর্তন করা যায় না।
মুছুনসৌদি আরব ড্রাইভিং ভিসা প্রসেসিং এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর অনলাইন আবেদন করেছি। সময় সল্পতায় কারনে জরুরী আর্জেন্ট কিভাবে পেতে পারি?
উত্তরমুছুনপুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জরুরী আবেদন অপশন নেই। সার্টিফিকেট জরুরী পেতে হলে যে থানার মাধ্যমে আবেদন হয়েছে সেই থানায় যোগাযোগ করতে হবে।
মুছুনঅফলাইনে চালান জমা দেওয়া হলো, আবেদনের পর চালান সাবমিট করলে,একদিনের মধ্যে চালান ভেরিফাইড দেখাবে কি না? উত্তরের অপক্ষোয়
উত্তরমুছুনজমা দেওয়ার ১ দিন পরে চালান ভেরিফাইড দেখাবে।
মুছুনপুলিশ ক্লিয়ারেন্স আবেদন ফ্রী বাদে অন্য কোন টাকা পুলিশকে দিতে হবে কি যদি তারা চায়
উত্তরমুছুনআর কোন টাকা দেওয়া লাগে না। যদি টাকা চায় এবং না দেন তবে একটু সময় নষ্ট করতে পারে তারা।
মুছুনএকটা দেশের জন্য ক্লিয়ারেন্স নেয়ার পরে এটা কী অন্ন দেশের জন্য এটা দিয়ে হবে কিনা,
উত্তরমুছুননা, যে দেশের জন্য নিবেন সেই দেশের জন্যই কাজ হবে।
মুছুনসব বয়সের মানুষের জন্যই কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে, যেমন ৫ বয়সের বাচ্চার জন্য
উত্তরমুছুনহ্যাঁ। যদি ঐ সকল দেশে যাওয়া হয় যেখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগে যেমন সৌদি
মুছুনব্যাংক চালানের কপি যদি না থাকে
উত্তরমুছুনব্যাংক চালান কপি লাগবেই। ব্যাংকে টাকা জমা দেন অথবা অনলাইনে চালানের টাকা জমা দেন।
মুছুনএডমিন ভাইয়া, অনলাইনে আবেদন করার আগে বা পরে সকল কাগজপত্র কি সত্যায়িত করতে হবে?
উত্তরমুছুনবর্তমানে সত্যায়িত করা লাগে না।
মুছুনতার পরেও যদি আপনি রিক্স না নিতে চান তবে পুলিশ ক্লিয়ারেন্স এর আগে ডকুমেন্টস সত্যায়িত করে নিবেন।
আসসালামু আলাইকুম এডমিন ভাই।
উত্তরমুছুনভাইয়া আমার পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন /NID card এর মিল নেই,আমি কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কীভাবে পেতে পারি?
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন পাসপোর্ট অনুযায়ী। যখন ভেরিফিকেশনে ডাকবে তখন পুলিশ কে বিস্তারিত বুঝিয়ে বলবেন। প্রয়োজনে কিছু অর্থ দিবেন।
মুছুনভাইয়া পুলিশ কি বাড়িতে এসে এড্রেস ভেরিফাই করে?
উত্তরমুছুনসব সময় না, মাঝে মাঝে বাসায় যায়। অধিকাংশ ক্ষেত্রে ফোন দিয়ে দেখা করতে বলে।
মুছুন১৮ বছরের নিচে যারা তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দিতে হবে
উত্তরমুছুনসবার জন্য একই ডকুমেন্টস। পুলিশ ফোন দিলে বাবা মায়ের ID সাথে নিয়ে যাবেন।
মুছুনস্যার। আপনি আমার পাসপোর্ট তা দেকবেন। আমার। পাসপোর্ট কথাই আছে প্লিজ
উত্তরমুছুনApplication Id. ( 4205-000080511 )
select date of birth 15/09/1994
আপনার পাসপোর্ট প্রিন্ট শেষ এখন আপনি যে অফিসের মাধ্যমে ই পাসপোর্ট এর আবেদন করেছিলেন সেই অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
মুছুনAcca vai police clearance certificate ki visa laganor age korte hoy naki pare.please janaben
উত্তরমুছুনভিসা প্রসেসিং এর সময় লাগে। তাই আগেই করে রাখবেন।
মুছুনCan a police clearance be rejected after it's status is "Certificate printed"?
উত্তরমুছুননা, সাধারণত এমন হয় না।
মুছুনAugust 12 tarikh shob documents diye ashi Dhaka abong Chittagong 2to thanatei ajke 20 tarikh but tarpor status police clearance dekhacche akhon Amar koronio ki
উত্তরমুছুনযে পুলিশ অফিসার আপনাকে ফোন দিয়েছিলো ভেরিফিকেশন এর জন্য তার সাথে যোগাযোগ করেন। রিপোর্ট পাঠিয়েছে কি না জানেন।
মুছুনPolice clearance er Jonno koydin wait korte hoy documents dewar por? Ar normal days Ki count hoy naki shudhumatro working days gula count hoy?
উত্তরমুছুনআবেদন করার দিন থেকে ১৫ কর্ম দিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় ঢাকার বাইরে। ঢাকার মধ্যে ৭ দিনের মধ্যে পাওয়া যায়। অফিস খোলার দিন হিসাব করা হয়।
মুছুন৪ তারিখে এপ্লাই করছি কিন্তু এখনো এখনো পাই নাই ২১ তারিখ হয়ে গেছে কিন্তু এখনো পাই নাই আর কতদিন লাগতে পারে
উত্তরমুছুনস্ট্যাটাস চেক করে দেখুন, কি দেখাচ্ছে স্ট্যাটাস?
মুছুনপেমেন্ট করে দেয়ার পর ফাইনাল সাবমিশনের পরে যদি দেখা যায় কোন অ্যাপ্লিকেশনের তথ্যে ভুল হয়েছে, সে ক্ষেত্রে করনীয় কি?
উত্তরমুছুনভুল হলে কিছু করার নেই। সংশোধন করার কোন সুযোগ রাখা হয়নি। তবে পুলিশ অফিসার কে বললে কিছু সুবিধা হতে পারে।
মুছুনআমার গ্রামের ঠিকানা দিয়ে আর জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছি। কিন্তু আমার বর্তমান ঠিকানা অন্য জাগাতে। তাতে কি কোন সমস্যা আছে?
উত্তরমুছুনকোন সমস্যা নেই। যদি আপনি আপনার স্থায়ী ঠিকানা তে পাসপোর্ট করেন তাহলে কোন সমস্যা নেই।
মুছুনআসসালামুয়ালাইকুম স্যার আমি নারায়ণগঞ্জ ভোটার কিন্তু আমার পাসপোর্ট স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম এখন পুলিশ ক্লিয়ারেন্স জন্য আবেদন করলে কি পাবো
উত্তরমুছুনস্থায়ী ঠিকানাতে পুলিশ ক্লিয়ারেন্স করেন। ঝামেলা কম হবে।
মুছুনআসসালামুয়ালাইকুম স্যার আমি নারায়ণগঞ্জের ভোটার হয়েছি কিন্তু আমার স্থায়ী ঠিকানা দেওয়া আছে পাসপোর্টে আমাদের কুড়িগ্রামের এখন কি আমি পুলিশ ক্লিয়ারেন্স জন্য আবেদন করলে কোন সমস্যা হবে
উত্তরমুছুনআবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা জরুরী ঠিকানার যে কোন একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।
মুছুনআসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, কোন কোন দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে,, আর আমার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা আমি আইডি কাড করিনি, আমি প্রায় ৭ বছর বিদেশ ছিলাম, এখন আমি নতুন করে যেতে চাচ্ছিলাম, শুনলাম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, এখন সমস্যা হইলো, আমি যেই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলাম এ-ই নিবন্ধন অনলাইনে নাই, অন্যটা অনলাইনে নাম ঠিকআছে , কিন্তু বয়স ও ব্যক্তিগত নাম্বার ঠিক নাই, এখন অনেক চেষ্টার পরেও ঠিক করতে পারছিনা, পাসপোর্ট এর সাথে মিল রেখে, এখন কি করতে পারি,, আমি এখন আর যেতে পারবোনা.?? আমার পাসপোর্ট এর মেয়াদ আছে ২৬সাল নাগাত.???
উত্তরমুছুনভারত এবং মালয়েশিয়ে বাদে সব দেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আপনি NID কার্ড করে নতুন ই পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যান, এটাই আপনার জন্য ভাল হবে। যদি এই মূহুর্তে আগের পাসপোর্টে ভিসা না থাকে তবে ই পাসপোর্ট করে দেশের বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়া উচিৎ।
মুছুনভাই এখন যদি আমি ই পাসপোর্ট করি তাহলে আমার কত টাকা লাগতে পারে , আমার তো (এম আরপি) পাসপোর্ট এর মেয়াদ আছে ২৬ সাল, বয়স ১৯৯৩ পাসপোর্টএ, আর জন্ম নিবন্ধন ১৯৯৯,কি করা যাবে, আমার বিদেশের ডাইভিং লাইসেন্স ও আছে, ওইটা আর কাযে আসবেনা, আর যেই দেশে ছিলাম আর যেতে পারবোনা কোন দিন, এখন থানায় গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য অফিসারদের কাছে বললে কি কিছু করা যাবে.???
মুছুনথানায় গিয়ে কথা বলেন। আশাকরি ওরা হেল্প করতে পারবে।
মুছুনYour e-Passport application is pending for SB/DSB Police verification. 20 din hoye gelo ekhono status clear hoy na both SB and DSB theke verification hoiche . kintu passport office dhaka west(mohammapur) ekhono report ashe nai . SB/DSB office a contact koren. local thana(SB) contact korle bole ami report diya dichi . DSB office contact koren . DSB office contact korle bole amra report diya dichi .. eokhon ami ko korbo . amar passport devilry date chelo 11/09/2023 .. can you please what should i do now ?
উত্তরমুছুনDSB যে রিপোর্ট দিয়েছে তার যদি কোন ডকুমেন্ট পাওয়া যায় সেটা নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। পাসপোর্ট অফিসে রিপোর্ট আপডেট না হলে স্ট্যাটাস চেঞ্জ হবে না।
মুছুনমামলা থাকলে কি মালয়েশিয়া যাওয়া যাবে? মামলা আরো ২ বছর আগের
উত্তরমুছুনযদি আপনার বিরুদ্ধে গ্রেফতার আদেশ জারি না হয় তবে সমস্যা হবে না।
মুছুনভাই আমি মিত্যা মামলায় জেল কাটছি আমরা চিলাম ১২১ জন জাবিনে সবাই বারাইচি আজ ১২, ১৩ বচর হয়ে গেল কোনো সমাদান হয়নি সরকার বাদি মামলা এখন আমি বিদেশ যাব আমার পুলিশ কিলারের্স লাগে। একন আমি কি করব
উত্তরমুছুনমামলা নিস্পত্তি না হলে তো সমস্যা। তার পরেও পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার আগে কোন একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে নিয়েন। যাতে সে আপনাকে হেল্প করতে পারে।
মুছুনপুলিশ ভেরিফিকেশন অফলাইনে করার কোন অপশন আছে।নিকটস্থ থানায় যোগাযোগ করার মাধ্যমে? সব ডকুমেন্টস যদি থানায় দিয়ে আসি।তাহলে কি আর অনলাইনে আবেদন করতে হবে নাকি থানা থেকেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পারবে?
উত্তরমুছুনঅফলাইনে আবেদন করার কোন পদ্ধতি নেই।
মুছুনপাসপোর্ট এ আমার বর্তমান ঠিকানা টংগী, স্থায়ি ঠিকানা পিরোজপুর। আমি কোথায় পুলিশ ক্লিয়ারেঞ্চ করব।
উত্তরমুছুনপাসপোর্টে থাকা স্থায়ী ঠিকানে তে পুলিশ ক্লিয়ারেন্স হবে।
মুছুনভাই আমার মামলা থাকার কারনে পুলিশ ক্লিয়ারেন্স হয় নাই, আমার পুলিশ ক্লিয়ারেন্স খুব দরকার আমি এখন কি করতে পারি?
উত্তরমুছুনকোন পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করেন।
মুছুনbhaiya ami pulice clearns kortham.. Ekon contac ye kor 3000 hazar taka dile tara sob kicu koira dilaivo... Ektu kom takar modde ami ki bave korte parvo bhaiya ektu bolle kub halp hotho
উত্তরমুছুনআমি যে ভাবে আবেদন করার পদ্ধতি লিখেছি সেই ভাবে আপনি নিজেই আবেদন করতে পারেন সে ক্ষেত্রে মাত্র ৫০৫ টাকা খরচ হবে। আর কোন দোকান থেকে আবেদন করতে পারবেন সে ক্ষেত্রে ৬/৭ শত টাকা নিতে পারে আবেদনে। পুলিশ ভেরিফিকেশন আসলে পুলিশ কে ৫ শত দিয়ে দিলেই হবে।
মুছুনReady for delivery message chole ashle kotha theke collect korte hobe? Local thana theke ki collect er option ache? Naki headquarter thekei nite hoy?
উত্তরমুছুনজেলা শহর হলে DC অফিস থেকে। ঢাকা হলে নির্দিষ্ট থানা থেকে নিতে পারবেন।
মুছুনVaia police clearance er jonno ki ki documents sottaiyto kora lage?
উত্তরমুছুনসত্যায়িত করে দিলে ভাল, না করলে সমস্যা নেই। তবে অনেক পুলিশ অফিসার সত্যায়িত করতে বলে।
মুছুনআমার নামে মামলা চলমান, কিন্তু আমার পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছি, পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরেও কি ভিসা পেতে কোন সমস্যা হবে? জামিনের কাগজে দেশ ত্যাগ করতে পারবোনা এমন কোন আদেশ নেই। পুলিশ ক্লিয়ারেন্স অন্য দেশ কি চেক করতে পারে? বা ইমিগ্রেশনে কি কোন ঝামেলা হবে?
উত্তরমুছুনযদি আপনার নামে গ্রেফতারী পরোয়ানা না থাকে তবে ইমিগ্রেশন থেকে আটকাবে না।
মুছুনগ্রামের বাড়িতে পুলিশ ভিসিট এ যাবে? আমি বর্তমান ঠিকানা ঢাকা থেকে করছি আবেদন।
উত্তরমুছুনহ্যাঁ যাবে।
মুছুনCharge sheet teke bad Dile ki police clearance pawa jabe??
উত্তরমুছুনহ্যাঁ যাবে।
মুছুনআমার পাসপোর্ট করার সম্পূর্ণ একটা মামলা ছিলো এবং মামলা চলে ও গেছে তারপর ও কোর্ট থেকে আমার পাসপোর্ট অফিসে পাঠানোর সময় মামলা আছে বলে তুলে দেওয়া হয়ছে ইতি মধ্যে আমি অনেক বার পাসপোর্ট অফিসে গেছে ওই খান কার পাসপোর্ট অফিসের চাকরি গত অফিসার কাছে গেছে উনি আমাকে বলে মামলা মূল্য কপি দাও এই আমি না হলে সাত আট বার দিছি আজকে প্রায় একটা পাসপোর্ট নিয়ে কষ্ট পাচ্ছি পাঁচ মাস এখন আমি কি করতে পারি কি করলে পাসপোর্ট তাড়াতাড়ি পাবো একটু জানাবেন প্লীজ
উত্তরমুছুনমামলা খারিজ হয়েছে এমন কাগজ লাগবে যা কোট থেকে দিয়েছে। সেই কাগজের মূল কাগজ নিয়ে অফিসে যাবেন। তাহলেই পাসপোর্ট পাবেন।
মুছুন