BD passport correction notice in Maldives- মালদ্বীপে পাসপোর্ট সংশোধন বিজ্ঞপ্তি

Bangladesh passport correction notice in Maldives- মালদ্বীপে বাংলাদেশী পাসপোর্ট সংশোধন বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তর মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সংশোধন করার প্রজ্ঞাপন জারি করেছে। Bangladesh high commission Maldives এক নোটিশের মাধ্যমে তা জানিয়েছে।

Bangladesh passport correction in Maldives
Bangladesh passport correction notice in Maldives

এখন থেকে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের পাসপোর্ট সংশোধন আবেদন গ্রহণ করবে। প্রজ্ঞাপন টি জারি হয় ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে। কোন ব্যাক্তি চাইলে তার পাসপোর্টে থাকা ভুল সংশোধন করে নিতে পারবেন। যাদের MRP পাসপোর্ট আছে তারা তাঁদের পাসপোর্ট রিনিউ করার সময় ভুল গুলো সংশোধন করতে পারবে।


Bangladesh passport correction notice in Maldives - পাসপোর্ট সংশোধন প্রজ্ঞাপন

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ সরকারের যে হাইকমিশন বা এম্বাসি আছে তারা যে প্রজ্ঞাপন টি দিয়েছে তা আপনাদের জন্য হুবহু তুলে দিলাম।

Bangladesh passport correction notice in Maldives
মালদ্বীপে পাসপোর্ট সংশোধন বিজ্ঞপ্তি

পাসপোর্টে ভুল আছে বুঝবো কি ভাবে?

যদি আপনি মালদ্বীপে অবস্থানকারী হয়ে থাকেন তবে আপনার কাছে বাংলাদেশী পাসপোর্ট আছে এবং NID ( জাতীয় পরিচয়পত্র ) অথবা জন্মনিবন্ধন সনদ আছে।

 NID/BRC তে থাকা তথ্যের সাথে পাসপোর্টে থাকা তথ্যের কোন প্রকার অমিল হলেই বুঝবেন সেটা ভুল আছে। 

যেমনঃ 

1 NID তে আছে MD Kuddus Mia কিন্ত MRP পাসপোর্টে আছে Mohammad Kuddus Mia

2 NID তে থাকা জন্ম তারিখ এবং পাসপোর্টে থাকা জন্মতারিখ আলদা হলে।

3 স্থায়ী ঠিকানায় ভুল থাকলে

4 NID'র সার্ভার কপিতে স্ত্রীর নাম আছে কিন্ত পাসপোর্টে নেই।

এমন ভাবে অনেক ভুল আছে সে গুলো NID/BRC অনুযায়ী সংশোধন হবে।


মালদ্বীপ থেকে পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগবে?

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে থেকে NID এবং জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে ই পাসপোর্ট পেতে লাগবে

১ কাছে থাকা MRP পাসপোর্ট

২ হারিয়ে গেলে পুলিশ রিপোর্ট

৩ NID

৪ ইংরেজি ভার্সনের ডিজিটাল জন্মসনদ ( অপ্রপ্ত বয়স্কদের জন্য )

ই পাসপোর্ট অনলাইন আবেদন কপি এবং সামারি পেজের কপি (epassport.gov.bd)

৬ বৈধ / মেয়াদ আছে এমন ভিসার কপি / ওয়ার্ড ID / Student ID

৭ রি ইস্যু ফরমে আবেদন এক কপি

৮ অঙ্গিকানামা বা প্রতিজ্ঞাপত্র (নিজের স্বাক্ষর করা)

৯ পাসপোর্ট রি ইস্যু ফি


মালদ্বীপে বাংলাদেশী পাসপোর্ট রি ইস্যু ফিঃ

বৈধ শ্রমিক ও শিক্ষার্থীদের জন্যঃ  

৪৮ পৃষ্ঠা - ০৫ বছর - ৩৫ মার্কিন ডলার 

৪৮ পৃষ্ঠা - ১০ বছর - ৫৫ মার্কিন ডলার


সাধারন আবেদনকারীদের জন্যঃ  

৪৮ পৃষ্ঠা - ০৫ বছর - ১১০ মার্কিন ডলার 

৪৮ পৃষ্ঠা - ১০ বছর - ১৪০ মার্কিন ডলার

৬৪ পৃষ্ঠা - ০৫ বছর- ১৬৫ মার্কিন ডলার

৬৪ পৃষ্ঠা - ১০ বছর - ১৯৫ মার্কিন ডলার


Bangladesh passport correction notice in Maldives- মালদ্বীপে বসবাসকারী প্রবাসীদের পাসপোর্ট সংশোধন বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ePassport-bd.com বাংলাদেশী নাগরিকদের জন্য পাসপোর্ট সম্পর্কিত সকল তথ্য বিনামূলে প্রচার করে।

10 মন্তব্যসমূহ

  1. Amr id 4006-000358473
    Birth 15-02-2002
    Sir akto dekben plz

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট পেন্ডিং পুলিশ ভেরিফিকেশন এ আছে। পুলিশ আপনাকে ফোন দেবে। ফোন দিলে যে সকল ডকুমেন্টস নিয়ে দেখা করতে বলে গিয়ে দেখা করে আসবেন।

      মুছুন
  2. হ্যালো স্যার
    আমি Mohammad Mojahid
    গত 31-05-2023 তারিখে পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টের আবেদন পত্র, ছবি ও ফিন্ঙ্গার জমা দি।
    এর 6-7 দিন পর পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাই পেইন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স। আজ প্রায় 27-28 দিন হলেও পুলিশ কোন ফোন দেয়নি। এখন আমার করণীয় কি প্লিজ একটু জানাবেন।
    আমার
    Delivery Slip No 4102-000268894
    Date of birth 01-01-2003

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার ডেলিভারি স্লিপে দেওয়া ফোন নাম্বার সঠিক আছে কি না তা ভাল করে চেক করেন। ভুল থাকলে পুলিশ হয়তো আপনাকে ফোন করে পায়নি। আপনার জন্য পরামর্শ হল সম্ভব হলে জেলা DSB / SP অফিসে যগাযোগ করেন। সেখানে পাসপোর্ট ভেরিফিকেশন করেন যে সকল পুলিশ অফিসার তাঁদের কাছে আপনার আবেদন টা জমা আছে। যাওয়ার সময় ডেলিভারি স্লিপ, NID, নাগরিক সনদ, বিদ্যুৎ বিলের কপি সাথে নিবেন।

      মুছুন
  3. আমার MRP পাসপোর্ট আছে যার মেয়াদ ছিলো ৭ মাসের মতো। ঐ পাসপোর্টে ইউকে ভিসা আছে। ইউকে গিয়ে যাতে পাসপোর্ট নিয়ে ঝামেলায় পরতে না হয় সেজন্য আমি এখান থেকে ইপাসপোর্ট করে নিয়েছি। এখন এটা কি ইমিগ্রেশন এ ঝামেলা করবে? যেহেতু ভিসা পুরান পাসপোর্টে। কেউ এই বিষয়ে জানা থাকলে দয়া করে জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন সমস্যা হবে না। নতুন এবং পুরনো দুই পাসপোর্ট ই আপনার সাথে থাকবে।

      মুছুন
  4. আসসালামুয়ালাইকুম স্যার আমি ২৩/০৬/২০২৩ তারিখে পুলিশ ভেরিফিকেশন শেষ করেছি কিন্তু এখনো অনলাইনে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স দেখাচ্ছে এখন আমি কি করবো একটু জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে পুলিশ অফিসার আপনাকে ফোন দিয়েছিলো তার সাথে যোগাযোগ করেন। তার কাছে শুনে দেখতে হবে সে রিপোর্ট দিয়েছে কি না। এতো দিন পুলিশ ভেরিফিকেশনে থাকে না।

      মুছুন
  5. স্যার,আমার পাসপোর্ট আমি ছাড়া অন্য কেও কি পাসপোর্ট অফিস থেকে আমার পাসপোর্ট আনতে পারবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ পারবে, তবে তার জন্য পাসপোর্ট উত্তলনের ক্ষমতা অর্পণ পত্র জমা দিতে হবে। এ বিষয়ে আমাদের ওয়েবসাইট একটা আর্টিকেল আছে। সেটা পড়ে দেখুন।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন