e passport check online near Dhaka - ই পাসপোর্ট চেক অনলাইন ঢাকা
e passport check online near dhaka লেখাটি শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা যারা ঢাকার মধ্যে নির্ধারিত ৭ টি পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করেছেন তাঁদের জন্য। আপনারা সবাই অনেক কর্ম ব্যাস্ত থাকেন, তাই আপনাদের সহজ কিছু পদ্ধতি জানানোর চেষ্টা করব যাতে পাসপোর্টের অবস্থা জানতে পারেন।
![]() |
e passport check online near Dhaka - Bangladesh |
{tocify} $title={Table of Contents}
আপনি হয়তোবা e passport check online near dhaka লিখে এই আর্টিকেল টি পেয়েছেন। আপনার মূল্যবান সময়ের প্রতি শ্রদ্ধা রেখে লেখা টি বড় করছি না। আপনি ঢাকার মধ্যে অবস্থিত যে কোন পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করলেও এখান থেকে আমাদের ই পাসপোর্ট চেকারের মাধ্যমে ই পাসপোর্ট চেক করতে পারবেন।
e passport check online near Dhaka
অনলাইনে ই পাসপোর্ট চেক করতে e passport check online এ দেওয়া ই পাসপোর্ট চেকারে ক্লিক করুন।
- পাসপোর্ট অফিস থেকে দেওয়া ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার টি Application ID র স্থানে লিখুন।
- Select date of birth অপশন থেকে সঠিক জন্মতারিখ টি লিখুন।
- I am Human লেখার বাম পাশের ঘরে একটি ক্লিক দিন। ক্লিক দিলে একটি টিক চিহ্ন আসবে।
- নিচে থাকা Check বাটনে ক্লিক দেন।
বিঃদ্রঃ ক্লিক দেওয়ার সাথে সাথেই e passport check online near dhaka পাসপোর্ট চেকার আপনার পাসপোর্টের অবস্থা দেখিয়ে দেবে।
ই পাসপোর্ট স্ট্যাটাস
আমাদের চেকার e passport check online near dhaka দিয়ে পাসপোর্ট স্ট্যাটস চেক করার পরে নতুন কিছু পাসপোর্ট স্ট্যাটাস আসবে যার অর্থ জানা খুব জরুরী। ঐ সকল Passport Status meaning in Bengali না জানলে আপনি বুঝতে পারবেন না আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে এবং কোন ধাপে আপনাকে কি করতে হবে।
১২ টি পাসপোর্ট স্ট্যাটাস আছে যাদের প্রত্যেক টি আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। আপনাদের সুবিধার জন্য সক স্ট্যাটাসের বাংলা অর্থ সহ এখানে দিয়ে রাখলাম।
e passport check online near dhaka এই লেখার মাধ্যমে ঢাকার ব্যাস্ত মানুষদের জন্য সহজে পাসপোর্ট চেক এবং স্ট্যাটাসের বাংলা অর্থ এক জায়গা করে দিলাম।
পাসপোর্ট সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে এবং কোন স্ট্যাটাসে অর্থ বুঝতে না পারেন অবশ্যই নিচে মন্তব্য করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। অথবা কোন প্রকার পরামর্শের জন্য বা কিছু জানার ইচ্ছা হলে সরাসরি আমাকে ম্যাসেজ দিতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে।
আমার ওয়েবসাইটের লেখা যদি আপনার কোন উপরকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করবো।
স্যার। আমার পাসপোর্ট আবেদন করছি গতো ২৫ হলো এই প্রজন্ত পাইলাম না আমার পাসপোর্ট date ছিলো
উত্তরমুছুন১৬/০৭/২০২৩
পাসপোর্ট পাওয়ার date. 07/8/2023
প্লিজ স্যার কোনো সমসসা হয়ছে কি এক্তু বলবেন
পাসপোর্টের ডেলিভারি স্লিপ নাম্বার এবং আপনার জন্মতারিখ সহ আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন। চেক করে জানিয়ে দেব পাসপোর্টের কি অবস্থা।
মুছুনস্যার আপনাদের ফেসবুক পেজের লিংক দিবেন এক্তু
উত্তরমুছুনআমাদের ওয়েবসাইটের ডান পাশে এবং উপরে ফেসবুক পেজ লিংক করা আছে।
মুছুন