Passport ready for issuance | meaning in Bengali -পাসপোর্ট হয়েছে কিনা চেক
অনেক গুলো পাসপোর্ট স্ট্যাটাসের মধ্যে Passport ready for issuance অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস। পাসপোর্টের সব স্ট্যাটাসের বাংলা অর্থ আমরা বুঝতে পারি না, ফলে পাসপোর্ট এখন কি অবস্থায় আছে বা পাসপোর্ট হয়েছে কিনা জনতে পারি না। অনেকে passport ready for issuance meaning in bengali লিখে অর্থ খোজার চেষ্টা করে। আর কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যায়।
![]() |
Passport ready for issuance |
{tocify} $title={Table of Contents}
Passport ready for issuance - পাসপোর্ট হয়েছে কিনা
পাসপোর্ট রেডি ফর ইসুরেন্স হল পাসপোর্ট ডেলিভারির আগের ধাপ। যদি মাঝে মাঝে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে থাকেন তবে আপনি ভাল বুঝবেন। অনেক গুলো ধাপ পেরিয়ে ই পাসপোর্ট ডেলিভারি পাওয়ার আগে Passport ready for issuance স্ট্যাটাস দেখায়।
আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে মর্মে মোবাইল ফোনে SMS আসবে এবং অনলাইনে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করলেও সেখানে লেখা থাকে passport ready for issuance
Passport ready for issuance meaning in Bengali
Passport ready for issuance এর অর্থ বাংলায় সহজ ভাবে বোঝার চেষ্টা করি তবে কেমন হয়। আমরা "Passport ready for issuance" দুইটি আলাদা ভাগে ভাগ করি এবং তার অর্থ বোঝার চেষ্টা করি। Passport ready অর্থ পাসপোর্ট প্রস্তুত এবং for issuance অর্থ ইস্যু করার জন্য।
এক কথায় passport ready for issuance meaning in bengali হল পাসপোর্ট ইস্যু করার জন্য প্রস্তুত। অর্থাৎ অফিসে গিয়ে পাসপোর্ট ডেলিভারি নিতে পারেন।
পাসপোর্ট হয়েছে কিনা যে ভাবে বুঝবেন
আপনার পাসপোর্ট হয়েছে কিনা বা পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট পাবো কি না সেটা নিশ্চিত হতে হলে আপনার ফোনে SMS আসতে হবে অথবা আপনাকে অনলাইনে চেক করতে হবে।
অনলাইনে ই পাসপোর্ট চেক করে
ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে নিচে দেওয়া স্ট্যাটাস দেখালে বুঝলে পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত।
ePassport Ready For Issuance
Rear......., Your new e-passport has arrived at the local passport office and is now ready for issuance.
Please bring the delivery slip.
![]() |
চিত্রঃ অনলাইনে চেক করলে passport ready for issuance এ ভাবে দেখায় |
ফোনে SMS আসলে
যদি আপনার মোবাইলে নিচের SMS টা আসেন তবে বুঝবেন আপনার Passport Ready for issuance
Dear ......, Your new passport OID 10......... is now ready for collection at the regional Passport office
বিঃদ্রঃ কিছু কিছু লোকের SMS আসেন না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
পাসপোর্ট ডেলিভারি নেওয়ার পদ্ধতি
যদি স্ট্যাটাস আসে Passport Ready for issuance, তাহলে পাসপোর্ট ডেলিভারি কি ভাবে নিবেন এটা নিয়ে চিন্তা হয় বা অন্য কোন ব্যাক্তির কাছে শুনতে হয়। চলুন দেখে নেওয়া যাক কি ভাবে পাসপোর্ট ডেলিভারি নিবেন।
- ডেলিভারি স্লিপ
- পুরনো পাসপোর্ট (যদি থাকে)
- GD কপি (পাসপোর্ট ডেলিভারি স্লিপ গেছে এমন হলে)
- পাসপোর্ট অথরাইজেশন লেটার (যদি অন্যের পাসপোর্ট ডেলিভারি নিতে হয়)
বিঃদ্রঃ নতুন পাসপোর্ট আবেদনকারীদের জন্য শুধু মাত্র ডেলিভারি স্লিপ এবং অন্যদের ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টস সাথে নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হয়।
পাসপোর্ট ডেলিভারির সময়
সকাল ৯ টা থেকে বিকাল ৪ টার মধ্যে বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসে সাধারণত পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। সকারি ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন বাদে সব দিন ই পাসপোর্ট ডেলিভারি নেওয়া যাবে।
Passport ready for issuance সম্পর্কিত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর
Passport ready for issuance মানে কি?
সহজ ভাবে passport ready for issuance মানে হল, পাসপোর্ট ইস্যু বা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আছে। অফিস সময়ের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে।
Passport ready for issuance meaning Bangla
Passport ready for issuance meaning Bangla পাসপোর্ট ইস্যু করার জন্য রেডি আছে। ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন।
পাসপোর্ট রেডি হয়েছে কিনা কিভাবে দেখবো
পাসপোর্ট রেডি হয়েছে কিনা দেখতে হলে e passport check online এ যেতে হবে। এবং সেখানে ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দিয়ে নিচের সার্স বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন পাসপোর্ট রেডি হয়েছে কিনা।
এই লেখা টি তে Passport ready for issuance এবং Passport ready for issuance meaning সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। আরো চেষ্টা করেছি কি ভাবে পাসপোর্ট ডেলিভারি নিবেন এবং কি দেখে বুঝবেন পাসপোর্ট পাসপোর্ট হয়েছে কিনা।
পাসপোর্ট সম্পর্কে যদি কোন প্রশ্ন আপনার মনে আসে তবে নিচে কমেন্ট করে জানতে ভুলবেন না। আমরা দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো।
Ami 7 diner jonno Passport er abedon korchi but ajk 21 din ekho pai ni ki korte pari
উত্তরমুছুনপাসপোর্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে?
মুছুনnote all super express delivery agargaon passport office
মুছুনepassport মোট কতটি ধাপে সম্পন্ন হয় জানাবেন কি দয়া করে...?
উত্তরমুছুন১২ টা ধাপ সম্পন্ন হয়ে পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি হয়।
মুছুনPassport ready for issuance
উত্তরমুছুনStatus দেখায়
But ফোন এ এসএমএস আছে নাই কি করতে পারি plz reply coment
আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে, SMS আসার অপেক্ষা করতে হবে না, ডেলিভারি স্লিপ নিয়ে গিয়ে অফিস থেকে পাসপোর্ট নিয়ে আসবেন।
মুছুনSir amr passport insurance hoise 10 din age but local office theke delevery disse na akhon ami ki korte pari sir
উত্তরমুছুনডেলিভারি কেন দিচ্ছে না সে সম্পর্কে কিছু বলছে না?
মুছুনপাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং জন্মতারিখ লিখে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন।
আজকে পাসপোর্ট রেডি ফর ইসুয়েন্স স্ট্যাটাস আসছে। কালকে পাসপোর্ট কালেক্ট করা যাবে?
উত্তরমুছুনআগামীকাল সরকারি ছুটি। আর রবিবার অফিস খুলবে। রবিবার অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
মুছুন