Sent for Rework - Correction | Rework সমস্যা সমাধান পদ্ধতি

Sent for Rework - Correction | Rework সমস্যা সমাধান পদ্ধতি

Passport আবেদন করলে Sent for Rework এই স্ট্যাটাস বিশেষ মনে রাখার মত। পাসপোর্ট ডেলিভারির দিনে গিয়ে দেখলে Passport টি আসেনি বরং নতুন একটা সমস্যায় আটকে আছে। সেই সমস্যা টা হল Sent for Rework বা Correction

Sent for Rework
Sent for rework ePassport

আজ এই লেখা তে Passport Sent for Rework / Correction সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। কেন পাসপোর্ট সেন্ড ফর রি ওয়ার্ক এ দেয় এবং এই সমস্যা সমাধানের পথ কি। ছোট ছোট পয়েন্ট আকারে passport sent for rework সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি।

👉Sent for rework শব্দের অর্থ কি?

Sent for Rework শব্দের বাংলা অর্থ "পুনরায় কাজের জন্য ফেরত পাঠানো" । sent for rework meaning in Bengali হল পূর্বে প্রদান কৃত তথ্যে কোন ভুল বা অসংগতি ধরা পরার কারণে পুনরায় কাজের জন্য বা ভুল সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে এমন।

👉Sent for Rework Passport স্ট্যাটাস কেন আসে?

ই পাসপোর্ট রি ওয়ার্ক এ দেওয়া হয় যাতে তথ্যের সংশোধন করা সম্ভব হয়। পাসপোর্ট আবেদনে ভুল তথ্য দিলে, প্রয়োজনীয় ডকুমেন্টস  না দিলে Passport sent for rework/correction এ দিয়ে দেয়।

Dear ..........................., Your e-Passport application is sent for rework/correction to the local passport office. Please contact with your regional passport office.

Passport Sent for Rework

👉কি কি ভুলের কারণে Passport Sent for Rework দেয়?

💁 পূর্ববর্তী পাসপোর্ট এর তথ্য দিতে ভুল হলেঃ 

(A) পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপারি ডেট সঠিক না দিলে

(B) পূর্ববর্তী পাসপোর্টের নাম্বার ভুল দিলে

(C) পূর্ববর্তী পাসপোর্টের কোন তথ্য সংশোধন করলে


💁 sb police clearance নেগেটিভ আসলেঃ

(A) স্থায়ী এবং বর্তমান ঠিকানাতে ভুল থাকলে পুলিশ তদন্ত বিপক্ষে আসে

(B) pending sb police clearance এ নেগেটিভ দিলে Sent for Rework এ আসে।

💁 পাসপোর্ট এর তথ্য গোপন করলেঃ

(A) আগে MRP পাসপোর্ট ছিলো কিন্ত সেটা গোপন করে নতুন ই পাসপোর্ট এর আবেদন করলে।

(B) পাসপোর্ট হারিয়ে গেছে কিন্ত নতুন ই পাসপোর্ট আবেদনের সময় GD কপি না দিলে


💁 প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট না করলেঃ

(A) অফিসের ভুলে অথবা আপনার ভুলে প্রয়োজনীয় কোন কাগজ আবেদনের সাথে জমা না দিলে

(B) MRP থেকে e Passport করার সময় MRP পাসপোর্ট এ থাকা ভুল সংশোধন করেছেন কিন্ত কোট এফিডেফিট জমা দেন নি। এমন ক্ষেত্রে Sent for Rework এ দিয়ে থাকে।


💁 আপনার দেওয়া তথ্য অন্য কোন ব্যাক্তির সাথে মিলে গেলেঃ

(A) আপনার দেওয়া তথ্য অন্য কোন ব্যাক্তির সাথে মিলে গেলে Passport Sent for Rework এ দিয়ে থাকে।

(B) আপনার ফিঙ্গার অথবা ছবি অন্য কার সাথে মিলে গেলে ( একজনের পাসপোর্ট এ অন্যজনের ফিঙ্গার দেওয়া ঘটনা বাংলাদেশে ঘটেছে MRP পাসপোর্ট এর সময়)

(C) যমজ ভাই বা বোন হলে ফেস / মুখের ছবি ২য় বার ভেরিফাই এর জন্য Rework এ দিতে পারে।


💁 কোন একটা স্টেপ বাদ দেওয়া হলেঃ

(১) এই ভুল টি পাসপোর্ট অফিসের কর্মীদের হয়ে থাকে। ব্যাস্তার কারণে হোক অথবা মনের ভুলে হোক কোন একটা সেটেপ স্কিপ করলে বা এড়িয়ে গেলে ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্টের আগে Sent for Rework এ দিয়ে থাকে।


👉Sent for Rework সমস্যা সমাধান কি কি লাগে?

সমস্যার ধরন অনুসারে চাহিত ডকুমেন্ট এর ধরন পাল্টায় তাই নির্দিষ্ট করে কোন কাগজের কথা উল্লেখ্য করা সম্ভব না। তবে অফিসে যাওয়ার সময় পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন। পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এই টাই আপনার পরিচিতি।


👉Sent for Rework সমস্যা সমাধান পদ্ধতিঃ

প্রথম ধাপে e Passport status check করতে হবে, যদি স্ট্যাটাস টি Sent for Rework / Correction দেখায় তাহলে ৭ দিন অপেক্ষা করুন।

২য় ধাপে ৭ দিন পরে আবার স্ট্যাটাস চেক করুন। যদি তখনো Passport status টি sent for rework থাকে তবে পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ নিয়ে আবেদন কৃত পাসপোর্ট অফিসের AD অথবা তার নিচের একজন কর্মকর্তার সাথে দেখা করুন এবং সমস্যার কথা গুছিয়ে বলুন।

৩য় ধাপে ঐ অফিসার আপনাকে সমস্যা সমাধানের পদ্ধতি বলে দিবেন অর্থাৎ আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইবেন যাতে Sent for Rework Status টি তুলে নেওয়া যায়। 

সর্ব শেষ ধাপঃ আগামী দিন ঐ সকল ডকুমেন্ট নিয়ে ঐ অফিসারের সাথে দেখা করুন এবং তার কাছে জমা দিয়ে আসুন। এবার অপেক্ষা করতে থাকুন এবং মাঝে মাঝে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে থাকুন। যদি আগামী ১ সপ্তাহের মধ্যে Sent for Rework / Correction স্ট্যাটাস চলে না যায় তবে আবার ঐ অফিসারের সাথে দেখা করুন।

বিঃদ্রঃ অফিসারগণ অনেক ব্যাস্ত থাকে হয়তো আপনাকে ততটা সময় দিতে চাইবে না কিন্ত আপনি হতাশ হবেন না। এক মাত্র ঐ অফিসার ই পারেন আপনাকে Rework সমস্যা থেকে উদ্ধার করতে।


💥Sent for Rework সম্পর্কে সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর💥

💥Sent for Rework কত দিন থাকে?

নতুন পাসপোর্ট এর আবেদন অথবা রিইস্যু আবেদনের সাথে সাথেই Sent for Rework এ যেতে পারে তবে সেটা ২/৩ দিনের মধ্যেই স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়।


💥💁Sent for Rework কত দিন থাকলে অফিসে যেতে হবে?

Sent for Rework যদি ৭ দিনের বেশী থাকে তবে দ্রুতই অফিসে গিয়ে দেখা করতে হবে।

💥Sent for rework মানে কি?

সেন্ট ফর রিওয়ার্ক মানে পুনরায় কাজের জন্য পাঠানো হয়েছে। ( অনেক টা পরীক্ষার হলে রিভিশন দেওয়ার মত)

আর্টিকেল টি Sent for Rework / Correction সম্পর্কে লেখা হয়েছে। Passport sent for rework সমস্যার সমাধান এবং কি ক ভুলের কারণে পাসপোর্ট Correction বা Rework এ পাঠায় তা আলোচনা করা হয়েছে। যদি আরো কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢

epassport-bd.com

80 মন্তব্যসমূহ

  1. আমার পাসপোর্ট সমস্যা পড়ে আছে ৫ মাস sent for Rework কের কারনে,এডি স্যারের সাথে অনেক বার যোগাযোগ করেছি তিনি কোনো পাত্তাই দিচ্ছে না
    আমি এখন কি করতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই সমস্যার সমাধান অফিসের AD এবং তার নিচে যে অফিসার আছে এরা দুজন ই করতে পারবে। AD কে ফোন দিতে পারেন এবং তার সাথে Whatsapp যোগাযোগ করতে পারেন।

      মুছুন
    2. ছার আমার পাসপোর্ট আজ দুই মাস sent four Rework পড়ে আছে আমি অফিসে গিয়েছি কনো লাভা হয়নি আগের মতোই আছে আমার সমষা কি তা বলে নিয়ে এখন আমি করবো আমার ভুলটা ধরিয়ে দিলে আমি সংসদন করতে পারি

      মুছুন
    3. ২ মাস Sent for Rework এ আছে শুনে খারাপ লাগছে। কিন্ত কি কারণে এমন অবস্থায় আছে এটা শুধুমাত্র ঐ অফিসের লোক ই বলতে পারবে। আপনি চাইলে ঐ অফিসের AD র সাথে কথা বলতে পারেন।

      মুছুন
  2. আসসালামু আলাইকুম ভাই আমাদের থানা ভাগ হইছে আমি তা জানতাম না তো আমি আমাদের আগের থানায় দিয়েছি তো এখন রিওয়ার্ড দেখাচ্ছে ওই থানা থেকে আমাকে পুলিশ ভেরিফিকেশন দেয়নি এখন কি আমি থানা চেঞ্জ করতে পারবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ থানা পরিবর্তন করতে পারবেন। লোকাল পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। সংশোধন করে পুলিশ ভেরিফিকেশনে পাঠাবে আবার।

      মুছুন
  3. আমার নাম বাবা নাম বযস পরিবর্তন করতে হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ এখন অনেক সহজেই পাসপোর্ট এ থাকা ভুল সংশোধন করা যায়। আবেদন করেন আপনার NID অনুযায়ী।

      মুছুন
  4. মাল্টিপল পাসপোর্ট এর সমাধান কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসের AD বরাবর আবেদন করে সমাধান করতে হবে।

      মুছুন
  5. আমার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার তারিখ ২০/০২/২০২৩

    উত্তরমুছুন
  6. আমার পাসপোর্ট শিফট হয়েছে কিন্তু পাসপোর্ট অফিসে পাসপোর্ট পাচ্ছি না অনেকে ইমারজেন্সি পাসপোর্ট করতে দেওয়া ৪-৫ দিন আগে শিফট হয়েছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নতুন পাসপোর্ট হয়তবা রিসিভ করেনি পোষ্ট অফিস থেকে আপনার পাসপোর্ট অফিস।
      আশা করি আগামী রবি সোম বারে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  7. মাল্টিপল পাসপোর্ট এর এডি বরাবর আবেদন করলে কত দিন সময় লাগে পাসপোর্ট বের হতে

    উত্তরমুছুন
  8. মাল্টিপল পাসপোর্ট এর এডির বরাবার আবেদন করেছি জানুয়ারি মাসের ১ তারিখে এটি সমাধান এখনো হচ্ছে না এর সমাধান কি ভাই একটু জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটা একমাত্র AD স্যার ই সমাধান করতে পারেন। এই ধরণের কাজে সময় লাগে। তবে আপনি চাইলে অন্য অফিসারের সাথে কথা বলে দেখতে পারবেন।

      মুছুন
  9. ভাই আমার আবেদন ফরম এ ঠিকানা ভুল হয়েছে পুলিশ কেয়ারলাইস এ sent for rework দেখিয়েছেন। এখন আমার করনীয় কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। যে ভুল আছে তা সংশোধন করে আবার পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হবে অফিস থেকে।

      মুছুন
  10. ভাই আমার আগের পাসপোর্টের বয়স আগের এন আইডি কার্ড অনুযায়ী আছে,,,কিন্তু আমি এখন আবার আমার এন আই ডি কার্ডের বয়স সংশোধন করছি, এখন আবার পাসপোর্ট করতে দিছি সংশোধিত বয়স অনুযায়ী,, কথা হছে এখন আগের পাসপোর্টের সাথে বয়স বেশ কম আছে,,ফর্ম দেওয়ার সময় সংশোধিত এন আই ডি কার্ড দিছি,,,পাসপোর্ট এখন rework. এ আছে,,,এখন কি কইদিন অপেক্ষা করব,নাকি তাড়াতাড়ি দেখা করব অফিসে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Rework থাকলে অফিসে যোগাযোগ করেন। কোন সমস্যা আছে।

      মুছুন
  11. মাল্টিপল পাসপোর্ট এর আবেদন করলে কত দিন সময় লাগে পাসপোর্ট রেডি হতে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মাল্টিপল পাসপোর্ট হয় না, মাল্টিপল ভিসা হয়।

      রেগুলার ডেলিভারি ২১ দিনে
      এক্সপ্রেস ডেলিভারি ৭ দিনে
      সুপার এক্সপ্রেস ৩ দিনে।

      মুছুন
  12. আমার ২০১৩ এ একটি পাসপোর্ট করেছিল আমার বাবা।ঐ পাসপোর্টটি জন্মনিবন্ধন দিয়ে করা হয়েছিলো। কিন্তু ঐ জন্মনিবন্ধনটি আমার অফিসিয়াল না।
    আমি এখন আমার অফিসিয়াল জন্মনিবন্ধন দিয়ে এন আই ডি করে, এন আই ডি দিয়ে নতুন পাসপোর্ট এপ্লাই করেছি।
    এখন পাসপোর্ট স্টেটাস 'sent for rework' দেখায়।
    সমাধান কী ?

    উত্তরমুছুন
  13. আমার sent for rework আসায় পুনঃ পুলিশ তদন্তের জন্য আবেদন করেছি কয়দিনের মধ্যে হতে পারে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৩/৪ দিনের মধ্যে আসবে। অথবা পূর্বে যে পুলিশ আপনাকে ভেরিফাই এর জন্য কল দিয়েছিল তাকে আপনি ফোন দেন। কাজ হয়ে যাবে আশাকরি।

      মুছুন
  14. amar permanent address vuler karone amr police verification hoy ni r passport application status sent for rework dekhay ekhn ami ki korbo ???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে যোগাযগ করেন। যা ভুল আছে সেটা সংশোধন করে পুনঃ পুলিশ তদন্তে পাঠাতে অনুরোধ করেন।

      মুছুন
  15. স্যার আমি গত জানুয়ারি ৩০ তারিখ দেশের বাহিরে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট এর তথ্য নাম পুরো পরিবর্তন সংশোধনের জন্য Mrp থেকে E-passport করতে দিয়েছি!

    এখন সমস্যা হলো আজ ৩ মাস Sent for rework correction এ পড়ে আছে
    অনেকবার দূতাবাসে গিয়ে কথা বলেছি উনারা বলে অপেক্ষা করতে ঢাকায় চিঠি পাঠিয়েছে! এখন আমার কি করা? উনারা বলে পুলিশ রিপোর্ট হবে, পুলিশ রিপোর্ট হলে এতো দিন লাগে কেন, আমার দেশের নাম্বারে কল ও আসে নাই,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে তা সঠিক আছে। সর্বশেষ আগারগাঁও পাসপোর্ট অফিসে কোন ভাবে যোগাযোগ করা যায় কি না দেখুন।

      মুছুন
  16. আমার পাসপোট আবেদন এক্সপ্রেস ডেলিভারি। এর জন্য কি আমাকে প্রাক পুলিশ ক্লিরিয়ান্স করতে হবে। আর জন্মস্থান ফিল আপ করা হয় নাই এখন কি সমস্য হবে? শিডিউল এর দিন তো সমস্য হবে না?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জন্মস্থানে ভুল নেই। আবেদনের সময় পূরণ করেছেন। আবেদন ডাউনলোড করার পরে জন্মস্থান খালি দেখায় তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই।

      হ্যাঁ পূর্বেই পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। শিডিউল এর দিন কোন সমস্যা হবে না, আশা করা যায়

      মুছুন
  17. আবেদনে পূর্ণ ঠিকানা ছিল কিন্তু পাসপোর্ট অফিসে তা সংক্ষিপ্ত করা হয়েছে, তাই পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ পাওয়া গেছে এবং সাইটে দেখি 'Sent for Rework'। তারা আমাকে বলেছে পোস্ট অফিস পরিবর্তনের কারণে ঠিকানা সংক্ষিপ্ত এসেছে।
    kindly advise!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এমন অবস্থায় আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন, একমাত্র তারাই আপনাকে কি করতে হবে তার সঠিক পরামর্শ দিতে পারবে।

      মুছুন
  18. স্যার আমার একটা ছোট মামলা আছে এর জন্য Police verification নেগেটিভ দিয়েছে আর আমার Passport rework/correction দেখাছে এখন আমি কি করব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঐ মামলা দ্রুত নিস্পত্তি করান, মামলা খারিজ এর ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে গেলে সমস্যার সমাধান করে দেবে।

      মুছুন
  19. আমি গত ০৮ ই মে ই পাসপোর্ট এর জন্য আবেদন করি, পুলিশ ভ্যারিফিকেশন এ নেগেটিভ দিয়েছে স্থানী ঠিকানা পরিবর্তন করার জন্য, আমি গত পোরশুই প্রয়োজনীয় কাগজ সহ ২ কপি জমা দিয়েছে, তারা বলছেন তারা কাগজ পাঠিয়েছে, কিন্তু আমার স্ট্যাটাস এখনো সেন্ট ফর রিওয়ার্ক দেখাচ্ছে,এটা কতদিন থাকবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আরো ২/৩ অপেক্ষা করেন, স্ট্যাটাস চেঞ্জ না হলে অবার অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  20. Amar passport rework er jonno pathano hoyeche. Goto robi bar ami passport office e giye application joma dei tottho thik korar jonno. Tara application joma niye bnole basay chole jete, amar kase police abar call dibe. 1 week hoye gelo still status sent for rework dekhacche. Kono phone o ase nai. Ekhn ki korbo bujte parchi na

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি এক সপ্তাহ হয়ে যায় তবে আপনি আবারও পাসপোর্ট অফিসে যান। হয়তো ব্যাস্ততার কারনে আবেদন টি একই ভাবে রেখে দিয়েছে।

      মুছুন
  21. ভাই আমার পাসপোর্ট নাম ভুল ছিল আর জন্মতারিখ ,, এখন, sent for rework৷ দেখায় তু আমি সাথে সাথে পাসপোর্ট ওপিস দেখা করি, তারা ডগমেট চাইল আর বল্লু, থানায় ভেরিফাই যাবে,, থানায় থেকে কল দেয় সব কাজগ দিয়ে আসি আজকে ১০ দিন তার পর rework

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অফিসে জমা হয়েছে কি না শুনে দেখুন ঐ পুলিশ অফিসার কে ফোন দিয়ে। রিপোর্ট জমা হলে পাসপোর্ট অফিসে আবার যোগাযোগ করেন।

      মুছুন
  22. Amar sent for rework erkm status almost 2month er mto hye jacce but dekhacce. Pssport office theke bolce phn e message bah mail asbe but 2mash hye jacce erkm kicuy astce nh. Ami songsodhn er jnno application korte cayle bole je mssage nah asa porjnto application kora jabe nah. Ekhn ki korbo ami??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ফোনে ম্যাসেজ আসবে তাই দেখে সংশোধনের আবেদন করতে হবে এমন কোন কথা কোন অফিস থেকে শুনিনি। যদি SMS ই আসবে তবে অনলাইনে স্ট্যাটাস চেক কেন রেখেছে! আপনি পাসপোর্ট হেল্পলাইন অথবা ঐ পাসপোর্ট অফিসের AD র সাথে কথা বলে সমস্যা টা বুঝিয়ে বলুন।

      মুছুন
  23. স্থায়ী ঠিকানা কি পিতার ঠিকানাই হতে হবে ? আমার পিতার তার নিজ বাড়ির সাথে কোনো সর্ম্পক নেই ।আমার মায়ের স্থায়ী ঠিকানাই আমি সবসমইয় আমি আমার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যাবহার করছি । এখন মায়ের ঠিকানা নিয়ে কী কোন সমস্যা হবে ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মায়ের স্থায়ী ঠিকানা সন্তানের স্থায়ী ঠিকানা হতে পারে। মূল কথা আপনার NID তে যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে সেটাই আপনাকে ব্যাবহার করতে হবে।

      মুছুন
  24. Rework theke status sent for SB police verification dekhache , amar bortoman thikanar verification clear chilo kintu sthayi thikanay problem er jonno sent for rework ejay. Ekhon notun kore ki sthai bortoman dui jayga tei verification hobe abar naki sudhu matro sthai thikana tei?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে ঠিকানাতে সমস্যা ছিলো সেই ঠিকানাতে পুলিশ ভেরিফাই হবে।

      মুছুন
  25. amar permanent adress verification a ami documents show korte parini sir bolechen jetar documents dite parbo seta correction kore aste.ami arekta permanent adress er documents dekhiye correction korte parbo?status akhono pending sb clearance.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কারেকশন করতে পুলিশ থেকে নেগেটিভ ফিডব্যাক দিতে হবে আগে তার পরে পাসপোর্ট অফিসে গিয়ে সংশোধন করে আসতে হবে। সংশোধন শেষ হলে পুনঃ পুলিশ তদন্তে আসবে।

      মুছুন
  26. ভাই আমার আগের দালাল passport করে দিয়েছিলও mrp, অয় দালাল সব নিয়ে ভাগছে, এখন আমি নতুন passport করে আসছি! আমার passport date expire, আমি reniew করতে গেলাম! Real work আসছে এখন আমি কি করতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। অফিস থেকে যে পরর্শ দেয় সেটা অনুসরণ করেন।

      মুছুন
  27. মাল্টিপল পাসপোর্ট এক্টিভেট আছে। ৮ মাস ধরে sent for rework আছে। কি করা যায়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। পূর্বের একটিভ থাকা পাসপোর্ট আবেদন করে বাতিল করতে হবে।

      মুছুন
  28. আমার পাসপোর্টের সকল প্রকার ডকুমেন্ট সঠিক আছে কিন্তু তারপরও sent for rework/correction এ দিয়ে দিছে, কি করতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন তারাই আপনাকে সঠিক কারণ বলবে।

      মুছুন
  29. All of my documents were accurate but I found my status "rework/correction". I visited help desk to check my file. They found my face is similar to someone (actually he is my brother, we are twin). They told me to come with my brother and a certificate from chairman that we are twin. Next day, I did the same and my problem was solved.
    So, My problem was Face similarity (twin brother)
    To solve the problem, I needed two things,
    1. A certificate from chairman to verify that we are twin.
    2. My brother.
    Just two things would solve the problem.

    উত্তরমুছুন
  30. আমার আগের পাসপোর্ট এ মা এর নাম যা ছিল কিন্তু NID তে একাটা অংশ বাদ গিয়েছে, এখন আবেদনে আগের অংশ বাদ দিয় এপ্লাই করি এখন Send for rework এ ফেলে দিয়েছে সমাধান কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে দেখা করেন। দেখা করার পর যা বলে তাই করেন। দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  31. ভাই গত ১৩ তারিখ এপয়েন্টমেন্ট ছিল পাসপোর্ট কারেকশনের জন্য। ছবি তুলে, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ দিয়ে এসেছি। আজকে চেক করে দেখলাম Sent for rework status. এটা কি কিছু দিনের মধ্যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে? সেক্ষত্রে আমি কতদিন ওয়েট করব? নাকি পাসপোর্ট অফিসে যোগাযোগ করব ৭ দিন অপেক্ষা না করেই?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেহেতু সেন্ট ফর রি ওয়ার্ক এসেছে আপনার উচিৎ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা। হয়তো আবেদনে অথবা কোন কিছুতে ভুল ধরা পরেছে। Sent for rework এমনিতে ঠিক হয় না।

      মুছুন
  32. আমার আজ রিওয়ার্কের মেইল এসেছে।নতুন পাসপোর্ট। আমি কি ৭ দিন অপেক্ষা করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, আপনি আগামী রবিবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। কি সমস্যা হয়েছে তা জেনে সমাধান করে আসবেন।

      মুছুন
    2. করে এসেছি।মেইল এসেছে Confirmation of completed
      কিন্তু status এখন চেক করে দেখলাম Pending for sb Clarence. এর মানে কি ভাইয়া?

      মুছুন
    3. আপনার আবেদন টি পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ আপনাকে ফোন দেবে। অপেক্ষা করেন।

      মুছুন
  33. Bhai Amar 1 week sent for rework status chilo. Aske change hoye Pending For backend verification asche but 1 hour pore abar sent for rework status a chole ashche ?...eta keno hote pare bhai kindly bolben

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এমন সাধারণত হয় না, আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। অথবা ২/১ দিন অপেক্ষা করেন।

      মুছুন
  34. Vai amr passport a rework asacha .Kal rata . Amr thikana vul chilo Ami dorkhasto kora aslam AJ amr koto din por rework chutba .plz Vai akto janan

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আশাকরি এই সপ্তাহে রি ওয়ার্ক চলে যাবে। ভুল সংশোধন করলে একটু সময় লাগবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করেন।

      মুছুন
  35. Bhaia,

    Ami last Sept 25th e E-Passport Re-Issue er jonno application submit kori. Picture & Biometrics o diye ashchi.
    Reason: Data Change (Father's Name change hobe, NID te babar name correction korechi, oi onujayi passport e correction korte chai.

    Applicatin er porer din theke "Sent to Rework" status hoye ache. 2 week e 2 bar passport office e jogajog korechi with all the valid & original documents. Prothom bar boleche shob evidence er 2 copy joma dite hobe tahole 1week er moddhe police verification e chole jabe. but oi week e ashe nai porer week e abar dekha korar por o same kothai bollo j police er investigation report ashle status change hobe.

    ami SB office e jogajog korechilo but okhane kono investigation er document e ashe nai.

    Kindly suggest korben amar akhon ki kora uchit

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত Sent for Rework চেঞ্জ হবে না। তবে কবে নাগাদ পুলিশ রিপোর্ট আসবে সেটা নির্ভর করে লোকাল পাসপোর্ট অফিসের। আপনি ২ বার গিয়েছেন শুনে ভাল লাগছে। আগামী ১ সপ্তাহ অপেক্ষা করেন, তার পরেও যদি পুলিশ ভেরিফিকেশন না আসে আবার অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  36. পাসপোর্ট অফিস থেকে ফোন দিয়ে বলছে পাসপোর্ট রেডি হয়ছে নিয়ে যেতে কিন্তু আবার অনলাইন স্টেটাস Sent For rework দেখাচ্ছে এর কারন কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিস থেকে ফোন দিয়ে পাসপোর্ট নিয়ে আসার কথা বলে না। হয়তো আপনার আবেদনে কোন সমস্যা হয়েছে এ কারনে দেখা করতে বলেছে। অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  37. আমি গত বছর ২৫-০৫-২০২২ ইং ই-পাসপোর্টের জন্য আবেদন করি।তার আগে আমার একটি এমআরপি পাসপোর্ট ছিল যা এনআইডি দিয়ে করা।কিন্তু তারও আগে আমার আরেকটি এমআরপি পাসপোর্ট ছিল যেটা জন্ম নিবন্ধন দিয়ে করেছিলাম।এনআইডি দিয়ে ২য় পাসপোর্ট করার সময় জন্ম নিবন্ধন দিয়ে করা ১ম পাসপোর্টের কতা উল্লেখ্য করি নাই মানে আগে পাসপোর্ট আছে এই তথ্য গোপন করেছিলাম এবং যথারীতি কোন সমস্যা ছাড়াই আমার ২য় এমআরপি পাসপোর্টটি এসেছিল।বর্তমানে পাসপোর্ট অফিসে গেলে তারা আমার স্লিপে একটিভ ডাবল এমআরপি সট্যাটাস লিখে দেয়। ই পাসপোর্টের স্ট্যাটাস সার্চ করলে দেখায় sent for rework...আমার কি করনীয়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে পাসপোর্টের তথ্য লুকিয়েছেন সেই পাসপোর্ট টি রিভোক/ বাতিল করতে হবে। তাহলে বর্তমানে আবেদন করা ই পাসপোর্ট পাবেন। এই কাজ করতে পাসপোর্ট অফিসে যোগাযগ করতে হবে।

      মুছুন
  38. Bhai, ami gutokal 18/10/2023 tarika "sent for rework" ar akta message paici, karon amar Baba & Maa ar Name spelling mistake cilo. Ajka ami 19/10/2023 a passport office a giacilam abong tara amaka spelling mistak correction kora ponorai police varification chaya akti application korta bollo. Ami oi officer ar kotha mota application submit korlam abong ajka shokal 10.30 am shomoy passport office thaka back korlam. kintu 11.14 am abar amar mobile "sent for rework" message ta ashlo. Akhon ami ki korbo kindly jodi aktu voltan?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী রবিবার আবার পাসপোর্ট অফিসে গিয়ে ঐ অফিসারের সাথে কথা বলে আসবেন।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন