পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২/২৩ জন্ম তারিখ সংশোধন সহ

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২/২৩ জন্ম তারিখ সংশোধন সহ

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সুরক্ষা সেবা বিভাগ ১৩/১২/২০২২ তারিখে পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারির মাধ্যমে, পূর্বের পাসপোর্টে থাকা ভুল সমূহ সংশোধন করার সুযোগ দিয়েছে। ই পাসপোর্ট চালুর পরে এই প্রথম বাংলাদেশ সরকার এমন একটি সিধ্যান্ত নিয়েছে। 

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন / পরিপত্র ২০২৩
$ads={1}

বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ পরিপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরের সকল নাগরিক এবং প্রবাসে বসবাসকারী ২ কোটি প্রবাসীর দীর্ঘ দিনের ভোগান্তি দূর করতে চেষ্টা করেছে। বাংলাদেশ  পাসপোর্ট অধিদপ্তর আগেও ২ টি পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিলো, যা সর্বশেষ ১৩/১২/২০২২ তারিখের প্রজ্ঞাপনের পরে সে গুলো বাতিল হয়েছে।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২ - ২০২৩

১৩ ডিসেম্বর ২০২২ তারিখের সর্বেশষ জারি কৃত প্রজ্ঞাপন বা নোটিশ সম্পর্কে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করার আগে একনজরে দেখে নিন।

  1. বাংলাদেশের মধ্যে এবং দেশের বাইরে ( প্রবাসী ) বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের NID ও Passport এর মধ্যে তথ্যের যে পার্থক্য আছে তা বাংলাদেশ সরকার কতৃক ইস্যু কৃত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রি - ইস্যু করতে হবে বা NID অনুযায়ী সংশোধিত হবে।
  2. তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে BRC / জন্মনিবন্ধন বিবেচনা করে রি ইস্যু হবে।
  3. প্রয়োজনে JSC/JDC/SSC/দাখিল/ কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও এর সমমানের শিক্ষা সনদপত্র বিবেচনা পূর্বক পাসপোর্ট সংশোধন করা যাবে।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন ২০২২
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন ২০২২ - ২০২৩

পরিপত্র জারির মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট সংশোধন আরো সহজ হয়ে গেল। এখন প্রবাসে বসবাসকারী বাংলাদেশীরা জাতিয়পরিচয় দিয়ে সহজেই তাঁদের কাছে থাকা পাসপোর্ট রি ইস্যুর সময় সংশোধন করতে পারবে।

 যদি আবেদনকারীর অপ্রাপ্তবয়স্ক হয় তবে BRC / জন্মনিবন্ধন সনদ দিয়েও পাসপোর্ট সংশোধন করতে পারবে।

বিঃদ্রঃ তবে একটা সমস্যা থেকেই যাচ্ছে তা হল, অনেক প্রবাসীর NID কার্ড নেই। অনেক দিন প্রবাসে আছে এবং তাঁদের বয়স ২০ + । এই সব প্রবাসীদের ভোগান্তি এখনো থেকে যাবে।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন PDF ডাউলোড করে কাছে রেখে দিতে পারেন এখান থেকে

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন ০৩/১১/২০২২ (যা এখন বাতিল)

বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর কতৃক পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করে ৩ নভেম্বর ২০২২ তারিখে, যেখানে পাসপোর্ট সংশোধনে কি কি ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন হবে তা উল্লেখ ক্রা হয়েছিলো। প্রজ্ঞাপন টি বাতিল হলেও গুরুত্বপূর্ন তথ্য বিধায় নিচে দেওয়া হল। 

💢পূর্বের পাসপোর্টে থাকা তথ্য পরিবর্তন বা সংশোধনে কোট এফিডেফিট বা হলফনামা প্রয়োজন নেইঃ


👉 যে সকল আবেদনকারীর বাংলাদেশের শিক্ষা বোর্ড প্রদত্ত সনদ (JSC / SSC / JDC / কারগরি /  সমমানের) আছে তাঁদের কোট এফিডেফিট প্রয়োজন নেই।

👉  বয়স পরিবর্তনের ক্ষেত্রে হলফনামা বা কোট এফিডেফিট প্রয়োজন নেই।

👉 স্বামী অথবা স্ত্রীর নাম যোগ করতে অথবা বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।


👉  নামের বানান পরিবর্তনের ক্ষেত্রে যদি উচ্চরণগত পরিবর্তন না হয় সে ক্ষেত্রে কোট এফিডেফিট বা হলফনামা প্রয়োজন নেই

কিছু উদাহরণ দেওয়া হল যাতে বুঝতে সুবিধা হয়:
  • AKTAR ⇒ AKHTAR
  • AKTAR ⇒ AKTER
  • NUR ⇒ NOOR
  • SIDDIQUE ⇒ SIDDIK
  • PULOK ⇒ PULAK
  • HOSSAIN ⇒ HOSSEN/HOSEN
  • ROHIM ⇒ RAHIM
  • KARIM ⇒ KORIM

👉  নিজ নাম, পিতা, মাতা, স্ত্রী, স্বামী 'র নামের আগে MD, MOHAMMAD, MOHA, MOHD, MOST, MST, MISS, MRS, SREE ইত্যাদি সংযোজন অথবা বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।

👉 পাসপোর্ট এ থাকা নামের আগে ব্যাবহার করা পদবী / খেতাব / উপাধি / সম্মানসূচক শব্দ বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।

বুঝতে সুবিধার জন্য কিছু উদাহরণ দেওয়া হল:

DOCTOR, BIR MUKTIJODDHA, PROFESSOR, ENGINEER, MAJUR, HAZI, MAWLANA, MR, MRS, MISS, PHD, LATE, ALHAZ ইত্যাদি।


👉  আবেদনকারীর ইচ্ছা অনুযায়ী নাম পুনঃ বিন্যাস করতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।

যেমন আগের পাসপোর্ট এ Given name: MD RAJU Surname: AHMED ছিল এখন আপনি Given name:MD এবং Surname:RAJU AHMED করতে চাচ্ছেন।

অথবা Given name: MST MIME BINTA Surname: RASID এখন আপনি চাচ্ছেন Given name: MST MIME এবং Surname: RASID BINTA করতে। 

এমন ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন নেই

💢 পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের জন্য যে সকল ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন হবেঃ


👉 যে সকল আবেদনকারীর বোর্ড কতৃক প্রদত্ত শিক্ষা সনদ নেই, তাঁদের নিজ নাম, বয়স, পিতা, মাতা সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন।

👉 যে সকল আবেদনকারী বাংলাদেশের শিক্ষা বোর্ড কতৃক প্রদত্ত শিক্ষা নেই তাঁদের নিজ নাম, পিতার নাম, মাতার নাম, আংশিক পরিবর্তনের জন্যও কোট এফিডেফিট প্রয়োজন হবে।


পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন
চিত্রঃ পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন ২৮/০৪/২০২১ (যা এখন বাতিল)

২৮ এপ্রিল ২০২১ তারিখে পাসপোর্ট সংশোধনে কিছু নির্দেশনা এসেছিলো বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে। যেখানে পাসপোর্ট এ জন্মতারিখ সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিলো ৫ বছরের। 

এবং ঐ পাসপোর্ট সংশোধন প্রজ্ঞাপনে পাসপোর্ট সংশোধনের অনুমতি দেওয়া হয়েছিলো নিচে দেওয়া নির্দেশনা অনুসারে।

💢 পাসপোর্টে নিজ নাম, পিতা মাতা'র নাম এবং বয়স সংশোধনের জন্য
  • প্রাপ্ত বয়স্কদের জন্য NID এবং শিক্ষাগত সনদ বিবেচনা করা হবে
  • যাদের শিক্ষাগত সনদ নেই তাঁদের ক্ষেত্রে BRC বা ইংরেজি ভার্সনের জন্মনিবন্ধন গ্রহণ করবে।
  • অপ্রাপ্তদের ক্ষেত্রে BRC বা জন্মসনদ বিবেচনা করা হবে।
  • প্রয়োজন হলে NSI / DB অথবা অন্য কোন স্পেশাল ব্রাঞ্চের । গোয়েন্দা দিয়ে তথ্য যাচাই করা হবে।
  • বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বচ্চ ৫ বছর বিবেচনা করা হবে।

💢 সরকারী চাকুরীজীবীদের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ নেই। তবে চাকরীর আগে পাওয়া পাসপোর্ট সঠিক প্রমাণের ভিত্তিতে সংশোধনের সুযোগ আছে।

💢 বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ পাসপোর্ট সংশোধন আবেদন করতে সংশ্লিষ্ট দেশে বসবাসের প্রমাণক, ছবি, নাম, এবং বয়স উল্লেখ আছে এমন ডকুমেন্ট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে ( Permanent Resident Card / Job ID Card / Studint ID Card / Drinving Licence )

💢 প্রবাসী নাগরিকগণ এই পরিপত্র জারির ৬ মাসের মধ্যে পাসপোর্ট সংশোধনের আবেদন করতে পারবেন।

💢 MRP তে কোন সংশোধনী থাকলে পুলিশ ভেরিফিকেশন বাধ্যত্বামুলক নয়।

💢 কোন প্রবাসীর পাসপোর্ট হারিয়ে গেলে যে দেশে বসবাস করছেন সেই পুলিশ কতৃক হারানো পাসপোর্ট সংক্রান্ত পুলিশ প্রতিবেদন আবেদনে সংযুক্ত করতে হবে।

বিঃদ্রঃ পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের ফলে ভবিষ্যতে কোন আইনি জটিলতা হলে আবেদনকারী ই দায়ী থাকবেন মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে আবেদনের সাথে।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ পরিপত্র
চিত্রঃ পাসপোর্ট সংশোধন সংক্রান্ত পরিপত্র 28 April 2021


ই পাসপোর্ট চালুর পরে পূর্বের MRP পাসপোর্টে থাকা ভুল সংশোধনের সুযোগ দিয়ে পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারি হয় ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে। এর আগেও ২ টি পরিপত্র জারি হয়েছে সে গুলো ১৩ ডিসেম্বর ২০২২ তারিখের প্রজ্ঞাপনের পরে বাতিল হয়েছে। পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে জানতে পারবেন অন্য একটি প্রবন্ধ থেকে।

এই ভাবে হয়তো আগামীতে আরো কিছু প্রজ্ঞাপন আসতে থাকবে সেগুলো জানতে আমাদের সাথে থাকুন। কোন তথ্য বুঝতে অসুবিধা হবে নিচে কমেন্ট করে জানতে ভুলবেন না। 

তথ্য সুত্রঃ ssd.gov.bd , epassport.gov.bd এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলদেশ

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢
www.epassport-bd.com

137 মন্তব্যসমূহ

  1. শামিম আহমেদ বলছিলাম,, আমার passport জন্মসনদ এর বয়স দিয়ে করা ছিল,,জাতীয় পরিচয় এর বয়সের সাথে মিল নেই,, এখন Nid দিয়ে passport রেণু করবো এর জন্য কি করা লাগবে,,কেমন টাকা পরতে পারে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন আবেদন করার সময় NID অনুযায়ী আবেদন করবেন। সরকারি ফি থেকে বেশি টাকা লাগবে না। যা ফি তাই খরচ হবে।
      আবেদন জমা দেওয়ার সাথে ১ টি রি ইস্যু ফরম এবং একটি কমিটমেন্ট ফর্ম জমা দিবেন, যা অফিস থেকেই দেবে। আশা করি এতেই কাজ হবে।

      মুছুন
  2. জন্ম তারিখ পরিবর্তন করতে কি লাগে আগে ১২সাল ছিলো এখন ১৩হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবেদন এর সাথে প্রতিজ্ঞাপত্র, এবং একটি রি ইস্যু ফরম

      মুছুন
  3. আমার এক বন্ধুর পাসপোর্ট এর বয়স তার আইডি এর সাথে মিল নেই এবং সে এটা সংশোধন করতে চাই ,কিন্তু অনেক টাকা খরচ হবে (৫০,০০০) বলছে ,আসলে আমি জানতে চাচ্ছিলাম এটা সংশোধন করতে অফিসিয়াল খরচ কত ।?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১০ বছর মেয়েদী সাধারণত ডেলিভারিতে খরচ ৫৭৫০ টাকা।
      পাসপোর্ট ফি সংক্রান্ত আমাদের আর্টিকেল দেখুন। সরকারি ফি এর বেশি খরচ হবে না।

      মুছুন
  4. আমার পার্সপোর্ট ,NID, আর সার্টিফিকেট কোনটির সাথে নামের আংশিক আর বয়স ৫ বছর পার্থকৎ ,এখন আমি কি করতে পারি''

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেহেতু আপনার সার্টিফিকেট আছে আপনার উচিত হবে সার্টিফিকেট অনুযায়ী জাতীয় পরিচয় পত্র সংশোধন করা এবং জাতীয় পরিচয় পত্র সংশোধন হওয়ার পর সেই জাতীয় পরিচয় পত্র দিয়ে পাসপোর্ট সংশোধন করা।
      যেহেতু পাঁচ বছর বয়স সংশোধন আছে সেহেতু সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র এক হলে সহজেই পাসপোর্ট সংশোধন করা যাবে।

      মুছুন
  5. একটা পাসপোর্ট করতে দিইছি পিরাই আট নয় মাস হয়ে গিচে
    এখনো পাইনি ওই পাসপোর্ট টা বাতিল করে.....কি এখন নতুন করে পাসপোর্ট করতে পারো...আবার

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট প্রিন্ট না হলে বাতিল করা সম্ভব। এর জন্য লোকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

      মুছুন
  6. আমার পাসপোর্ট এ সুধু ইমন দেওয়া আছে আমি এখন মো জগ করতে চাচ্ছি ভটার আইডি কার্ডেও সুধু ইমন দেওয়া আছে এখন আমি কি করতে পারি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রথমে NID সংশোধন করে তাতে MD যোগ করতে হবে

      মুছুন
    2. প্রথমে NID সংশোধন করে তাতে MD যোগ করতে হবে

      মুছুন
  7. আমার NID/সার্টিফিকেট এর সাথে পাসপোর্টের বয়সের পার্থক্য ৭ বছর এবং পাসপোর্টের মেয়াদও ২০১৯ সালে শেষ হয়েছে। এখন বয়স সংশোধন ও নতুন পাসপোর্ট পেতে কি করতে হবে??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী আবেদন করতে হবে পাসপোর্ট এর। আবেদনর অন্য সকল ডকুমেন্টস এর সাথে একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিতে হবে

      মুছুন
    2. আমার এন আইডির সাথে পাসপোর্ট এর ৫ বছর ডিফারেন্স আমি এখন কি করতে পারি

      মুছুন
  8. আমার পাসপোর্টের সাথে দশ বসর ব্যবধান NIDএবং সার্টিফিকেট সঠিক আছে। এখন প্রবাসে আছি দুতাবাসের মাধ্যমে কি করতে পারবো??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সম্ভব, তবে সব দেশে এখনো চালু হয়নি এ সুযোগ। সম্ভব হলে যে দেশে আছেন সেখানে দূতাবাস এ খোজ নিন।

      মুছুন
  9. নিজের নামের পূর্বে md ও বাবারmohammad
    থেকে md আকারে ও মেয়াদ ১০ বছর করার ক্ষেত্রে করনীয় ও টাকার পরিমাণ কত লাগতে পারে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবেদনের সাথে একটি কমিটমেন্ট ফর্ম এবং একটি রি ইস্যু ফর্ম জমা দিলেই সংশোধন হয়ে যাবে।
      10 বছরের পাসপোর্ট 48 পৃষ্ঠা পাঁচ হাজার 750 টাকা খরচ হবে।

      মুছুন
  10. আমার ছোট ভাইর পাসপোর্ট এর মেয়াদ হয়েছে প্রায় 2 বছর এবং এনআইডির সাথে পাসর্পেটের জন্ম তারিখ এবং নামের মধ্যে বানা ভুল আছে। আমার প্রশ্ন হলো পাসপোর্টের মেয়াদ 2 শেষে হয়েছে এখন কিভাবে পাসপোর্টটি ঠিক করবো জানালে খুশি হবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন পাসপোর্ট আবেদন করবেন NID অনুযায়ী। আবেদন এর সাথে প্রয়োজনিয় ডকুমেন্টস এর সাথে রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিবেন। এগুলো অফিসের সামনে দোকানে পাবেন।

      মুছুন
    2. NID সাথে পাসপোর্ট এর কোনো মিল নেই। বয়স ও নাম দুইটাই অমিল।পাসপোর্ট এর মেয়াদও শেষ। ওখন আমি কিভাবে সংশোধন করবো এবং কত টাকা খরছ হবে।

      মুছুন
  11. আমার MRP PASSPORT এর বয়স 7আগস্ট 1990 কিন্তু আমার NID+স্কুল সার্টিফিকেটে বয়স 7আগস্ট 1992,এখন NID+স্কুল সার্টিফিকেটের সাথে জন্মসাল মিলিয়ে E PASSPORT করতে টাকা চায় 25000 (পঁচিশ হাজার )।দালাল ছাড়া কোন উপায় আছে কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিজেই কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন প্রথমে, তার পরে ব্যাংকে টাকা জমা দেন। আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে সার্টিফিকেট জমা দিবেন। অফিসে জমা দেওয়ার সময় একটি রি ইস্যু ফরম এবং একটি কমিটমেন্ট ফরম পূরন করে জমা দিলেই কাজ শেষ।
      বয়স সংশোধনের পাসপোর্ট পেতে কিছু দিন দেরী হতে পারে তবে অবশ্যই ই পাসপোর্ট পাবেন এবং বয়স সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  12. আমার পাসপোর্ট এ বয়স ৬বছর ৩ মাস বেশি আইডি কার্ড থেকে.. আমার HSC সনদপত্র আছে.. আমার পাসপোর্টে এই ৬ বছর ৩ মাস বয়স কমিয়ে সংশোধন করতে কত টাকা লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নতুন পাসপোর্ট করতে যা খরচ হবে ঠিক ঐ পরিমাণ টাকায় লাগবে বয়স সংশোধন করে নতুন পাসপোর্ট পেতে বা রি ইস্যু করতে।

      মুছুন
  13. আমার পাসপোর্টের মেয়াদ আছে ৬মাস।স্মার্ট কার্ড,স্কুল সাটিফিকেট অনুযায়ী
    আমার শুধু বয়স সংশোধন করা লাগবে ।এখন আমি যদি বয়স সংশোধন করি তাহলে কি একই সাথে মেয়াদ বাড়ানো যাবে?

    উত্তরমুছুন
  14. দয়া করে একটু জানাবেন সার,
    আমার স্মার্ট কার্ড ওস্কুল সার্টিফিকেট আছে।পাসপোর্টে
    শুধু বয়স সংশোধন করবো।
    এক্ষেত্রে কি এফিডেফিট করা লাগব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন কোন প্রকার সংশোধন এর জন্যই কোট এফিডেফিট লাগছে না।

      মুছুন
  15. পাসপোর্ট সংশোধন করতে শুধু বয়স ।স্মার্ট কার্ড ওস্কুল সাটিফিকেট অনুযায়ী ।
    আমার কি এফিডেফিট করা লাগবে?

    উত্তরমুছুন
  16. আমার ভাইয়ের পাসপোর্টে আমার চাচার নাম দেয়া হয়েছিল। আমার ভাইয়ের অনলাইন জন্মনিবন্ধন আছে কিন্তু NID নেই।কোনো প্রকার সনদও নেই। এখন কি কোনোভাবে বাবার নাম সংশোধন করা যাবেনা?

    উত্তরমুছুন
  17. আমার এম আর পি পাসপোর্ট একটা ডিজিট ভুল করেছে সমব্ভত দালাল অথবা আপনাদের কেও হবে
    NID আর SSC সার্টিফিকেট বয়স 1996 পাসপোর্টে 1986 দিছে ওখন আমি কি পরতে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট রি ইস্যু করার সময় সংশোধন করা যাবে।

      মুছুন
  18. আমার পাসপোর্ট নাম মোহাম্মদ রুবেল হোসাইন, বাবার নাম রব্বেল আহমেদ মাতার নাম রেহেনা বেগম কিন্তু আইডি কাডে নাম আমার নাম রুবেল হোসেন, বাবার নাম রব্বেল আলী প্রামানিক, বয়স আইডি কাডে আছে ১৯৯৮ পাসপোর্ট আছে ১৯৯০ একন আমি পাসপোর্ট রেন করতে চাই তাহলে কি কোন সমস্যা আছে,, বতমান পাসপোটে মেয়াদ এখন ১৮ মাস আছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট এবং NID কার্ডের মধ্যে অনেক কিছু ভুল আছে। তবে এখন আপনি NID অনুযায়ী আবেদন করে সংশোধন করে নিতে পারবেন।

      একটু সময় লাগবে পাসপোর্ট পেতে, তবে চিন্তা করবেন না। পাসপোর্ট পাবেন।

      মুছুন
  19. আমার নিজ নাম,বাবার নাম,মায়ের নাম,ও জন্ম তারিখ সম্পূর্ন পরিবর্তন করতে হব।এনআইডি কার্ড, এসএসসি ও এইচ এসসি সনদ আছে,এই ত্বথ্য অনুযায়ি কি পাসপোর্ট সংশোধন হবে? হলে কত টাকা লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ আপনার পাসপোর্ট সংশোধন করা যাবে।

      নতুন পাসপোর্ট ফি এবং সংশোধন ফি একই।
      ৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়েদী পাসপোর্ট ফি ৫৭৫০ ( ২১ দিনে পাওয়া যাবে বই)

      মুছুন
  20. যদিও সমস্যাটি আমার না তারপরও আমি বলে এখানে উল্লেখ করছি যেহেতু আমি উত্তরটি জানতে চাই!

    আমার (সালার) একটি পাসপোর্ট ছিল যেটা বর্তমানে এক্সপায়ার হয়ে গিয়েছে।

    যেটাতে পাসপোর্টে জন্ম সাল ছিল
    ১৯৮৭ আর আমার এনআইডি কার্ডে জন্ম সাল ১৯৯৪।
    কি করে নতুন পাসপোর্ট বের করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন পাসপোর্ট সংশোধন করতে সমস্যা হবে না। আবেদন এর সাথে একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিলেই হবে।

      মুছুন
  21. আমার একটি জন্ম সংশোধন করতে দিয়েছি আজকে বিশদিন অনলাইনে আপডেট দেখাচ্ছেনা।pending for basic verification clearance দেখাচ্ছে। এখন কি করা যায়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জন্মতারিখ সংশোধনে একটু বেশী সময় লাগে। যদি অনেক দিন ধরে একই স্ট্যাটাস দেখায় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।

      মুছুন
  22. আমার পাসপোর্টের বয়স দেয়া ছিলো ৩৫ বস
    এর কিন্ত আমার আইডি কার্ডের বয়স ছিলো ৩৫ সেই সেই হিসেবে আমার বয়স বেশি হয়েছে তাই আমি বিদেশে য়যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে পারি নাই সেই সেই জন্য আমার পাসপোর্টের বয়স কমাতে চাই তাহলে এখন কি করতে হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি NID card এর বয়স কমাতে পারেন তবে পাসপোর্ট সংশোধন করা যাবে এখন। পরে এ সুযোগ থাকবে না।

      মুছুন
  23. ভাই, আমার এন আই ডি তে আবু বকর সিদ্দিক কিন্তুু পাসপোর্টে মো সিদ্দিক আর বয়সও পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে এভিডেভিড কি লাগবে?আমার এন আাই ডি ঠিক আছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, এখন আর এফিডেফিট লাগবে না। NID অনুযায়ী আবেদন করবেন এবং সেই অনুসারে পাসপোর্ট সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  24. আমার নাম সেবক মজুমদার আমার দুইটা জন্ম নিবন্ধন একটা দিয়ে পাসপোর্ট করেছি আরেকটা জন্ম নিবন্ধন দিয়ে আমার আইডি কার্ড ও স্কুল ও কলেজের সাটিফিকেট করেছি এখন আমার আইডি কার্ডের সাথে পাসপোর্ট এর মিল না থাকার কারনে আমি ই-পাসপোর্ট করতে পারছি না
    এখন আমি আমার আইডি ও স্কুল কলেজ সাটিফিকেট অনুসারে পাসপোর্ট করতে হলে কি কি করতে হবে
    দয়া করে জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/ যদি আপনার বয়স ১৮ এর নিচে হয় তবে সঠিক সন্মসনদ এবং সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট সংশোধন আবেদন করতে পারবেন।
      ২/ যদি আপনার বয়স ১৮ এর বেশী হয় তবে NID এবং সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন।

      মুছুন
  25. জনাব আমার এন আইডি কার্ড এবং পাসপোর্টে মিল নেই,আমি এন আইডি কার্ড অনুযায়ী ই আবেদন করে জমা দিয়েছি।সাথে অঙ্গীকারনামা ও রিস্যু ফরম ফিলাপ করে জানা ূওয়েছি,, আমি কি ই পাসপোর্ট পাবো না পেতে কোন সমস্যা হবে না তো,,এন আইডি তে ০২/০১/১৯৯৮এবং পাসপোর্ট ০২/০১/১৯৯৩.

    উত্তরমুছুন
  26. জনাব আমার এন আইডি কার্ড বয়স ০২/০১/১৯৯৮ এবং পাসপোর্টে ০২/০১/১৯৯৩. আমি এন আইডি কার্ড অনুযায়ী ই পাসপোর্টের আবেদন করে জমা দিয়েছি। সাথে অঙ্গীকারনামা ও রিস্যু সংশোধনীয় ফরম ফিলাপ করে জমা দিয়েছি। এখন আমার পাসপোর্ট পেতে কি কোন সমস্যা হবে,,জমা করেছি বিভাগীয় পাসপোর্ট অফিস সিলেটে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন সমস্যা নেই। পাসপোর্ট পেয়ে যাবেন। তবে সময় লাগবে যেহেতু বয়স সংশোধন।

      মুছুন
  27. আমার পাসপোর্টের জন্মতারিখ দালাল ভুল বুঝিয়ে বয়স বাড়ানোর জন্য পরিবর্তন করে ফেলছিলো। এখন কি আমি আমার এন আই ডি কার্ড অনুযায়ী সংশোধন করতে পারবো। আমার আওব সার্টিফিকেট ও এনআইডি কার্ডের জন্মতারিখ এক। শুধু পাসপোর্টের সাথে মিল নেই। এক্ষেত্রে কি এখন এটা পরিবর্তন সম্ভব?

    উত্তরমুছুন
  28. এইক্ষেত্রেও কি উপরের যে নিয়ম দেয়া আছে সেভাবে ফলো করলেই হবে নাকি আলাদা কোন ভাবে আবেদন করতে হবে। জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সর্বপ্রথম যে নিয়ম টা দেওয়া সেটাই অনুসরণ করবেন।

      মুছুন
  29. আমি একজন প্রবাসী আমি বিদেশ থেকে দেশে অবস্থান করছ। আমার পুরাতন পাসপোর্টে ভিসা লাগানো। আমি এমআরপি পাসপোর্ট থেকে ইলেকট্রনিক পাসপোর্ট করেছি। এন আইডি কার্ড অনুযায়ী সে ক্ষেত্রে আমার বিসা নামে এবং বয়সে মিলতেছে না আমার বিদেশ যাওয়াতে কোন সমস্যা হবে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী সমস্যা হতে পারে। যেহেতু ভিসা আছে।

      আপনি MRP to MRP করতে পারতেন।

      মুছুন
  30. আমার এক বন্ধুর পাসপোর্ট টা হারিয়ে গিয়েছে। আমি জানি জিডি করে নতুন পাসপোর্ট পাওয়া সম্ভব কিন্তু হারিয়ে যাওয়া পাসপোর্ট এ আর NID কার্ডে নাম ও বয়সে পার্থক্য আছে এখন নতুন পাসপোর্ট পাওয়া যায়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগের পাসপোর্টে ভুল থাক তাতে কোন সমস্যা নেই। এখন আবেদনের সময় NID অনুযায়ী আবেদন করবেন এবং হারিয়ে যাওয়া পাসপোর্টের নাম্বার দিবেন আবেদনের সময়। যে তথ্য ভুল আছে তার জন্য একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিবেন তাতে ভুল সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  31. আমি প্রবাসে আছি আমার পাসপোর্টে ভিসা ও আছে,
    আমার জন্ম নিবন্ধন আইডি কার্ড থেকে পাসপোর্টে ৫ বছর বয়স বেশি।
    ৫ বছর কি সংশোধন করা যাবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী ভাই সংশোধন করা যাবে যদি আপনি যে দেশে আছেন সেই দেশের দূতাবাসে পাসপোর্ট সংশোধনের কাজ শুরু হয় তবে।
      তবে একটা বিষয় সতর্ক থাকবেন সেটা হল পাসপোর্ট সংশোধন করলে আপনার ভিসাতে কোন সমস্যা হবে কি না। কারণ ভিসা দিয়েছে ঐ দেশের সরকার যে দেশে আপনি আছেন।

      মুছুন
  32. আমার Nid কাডের বয়স ১৯৯৭ আর পাসপোর্ট বয়স দেওয়া ১৯৯৪ এটা সমাদান করতে কিকি লাকবে আর কতো টাকা লাকবে আর সমাদান করতে কুন জাগায় জাওয়া লাকবে জদি বলতেন তাহলে আমার অনেক অপুকার হতো পিলিজ রিপ্লে দিবেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/ সংশোধন করতে লাগবে
      NID, passport, অনলাইন আবেদন, পাসপোর্ট ফি জমা স্লিপ, পেশা প্রমানের সনদ, নাগরিক সনদ, রি ইস্যু ফরম, প্রতিজ্ঞা পত্র।
      ২/ পাসপোর্ট ফি
      ৫৭৫০
      ৩/ আপনার এলাকায় যে অফিস আছে সেখানে পাসপোর্ট সংশোধন করা যাবে।

      মুছুন
  33. আসসালামু আলাইকুম
    আমি জন্ম নিবন্ধন দিয়ে ইপাসপোর্ট করেছিলাম

    এখন সে জন্ম নিবন্ধন হারিয়ে গেছে এবং সেটার সাথে আমার সাটিফিকেট এর কিছু মিল ছিলো না

    এখন আমি নতুন করে জন্ম নিবন্ধন বানিয়ে আইডি কার্ড বানিয়েছি

    এখন আমি পাসপোর্ট এ কিভাবে জন্ম সাল এবং ঠিকানা পরিবর্তন করবো?

    আমি কি আইডি কার্ড এর নাম্বারটা আমার পাসপোর্ট এ দিতে পারবো? বা নতুন জন্ম নিবন্ধন নাম্বার টা পাসপোর্ট এ দিতে পারবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার বয়স ১৮ এর বেশী হয় তবে আপনি NID নাম্বার দিয়ে পাসপোর্টের আবেদন করতে পারবেন না হলে আপনাকে জন্মনিবন্ধন সনদ দিয়েই পাসপোর্ট সংশোধনের আবেদন করতে হবে।

      NID কার্ড এবং সার্টিফিকেটে যে তথ্য আছে ঠিক সেই ভাবেই নতুন ই পাসপোর্টের আবেদন করবেন এতে পূর্বের পাসপোর্টে থাকা সকল ভুল সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  34. এক্ষেত্রে কি আমার পুরনো জন্ম নিবন্ধন নাম্বার পরিবর্তন হয়ে আইডি কার্ড এর টা জোগ হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, ID নাম্বার যোগ হবে। পাসপোর্ট পেতে ১/২ মাস লাগতে পারে।

      মুছুন
  35. ঠিকানা পরিবর্তন হবে আবার কি পুলিশ ভেরিফিকেশন হবে কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পুলিশ ভেরিফিকেশন হয়।

      মুছুন
  36. আমার স্থায়ী ঠিকানা পরিবর্তন হবে আমি নোয়াখালী পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট বানিয়েছিলাম
    এখন আমার স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়ে চট্রগ্রাম হবে এখন আমি সংশোধন এর জন্য কোন পাসপোর্ট অফিসে করবো? নোয়াখালী নাকি চট্টগ্রাম এর

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. চট্টগ্রাম গেলে সব চেয়ে ভালো হবে।
      NID তে স্থায়ী ঠিকানা চট্টগ্রাম থাকতে হবে।

      মুছুন
  37. আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চাই। পরিবর্তনের নিয়ম টা কি? এবং পরিবর্তনের সময় কি কি ডকুমেন্টস লাগবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পুলিশ ভেরিফিকেশন হবে। স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে NID অনুযায়ী প্রমাণ দেখাতে হবে। NID তে যে স্থায়ী ঠিকানা থাকবে সে অনুযায়ী আবেদন করতে হবে। ( নারী হলে স্বামীর ঠিকানা কে স্থায়ী ঠিকানা দেখানো যাবে)

      ঠিকানা চেঞ্জ হলে ডকুমেন্ট হিসাবে বাড়ির বিদ্যুৎ বিলের কপি, নাগরিক সনদের কপি লাগবে আবেদনের সাথে জমা দিতে।

      মুছুন
  38. স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য কি, পূরণকৃত রি- ইস্যু ফরম সাথে ওয়েবসাইটে যে ১ পেজের সংশোধনী আবেদন ফরম ও অঙ্গীকারনামা আছে সেটা ডাউনলোড করে পূরণ করে সাথে দিতে হয়??

    উত্তরমুছুন
  39. MRP থেকে E-Passport করতে চাই। সাথে বর্তমান ও স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাই। এ ক্ষেত্রে কি e- passport এর যে আবেদন ফরম আছে সেটা পূরণ করার সময় বর্তমান ও স্থায়ী ঠিকানার স্থানে NID অনুসারে বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে নাকি পুরনো পাসপোর্ট অনুসারে বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হয়?? আর সাথে কি সহকারী পরিচালক বরাবর লিখিত আবেদন ও দিতে হবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী পাসপোর্ট ফরম পূরণ করবেন।
      লিখিত আবেদন লাগবে না। সাথে জমা দিবেন ১ রি ইস্যু ফরম, ২ কমিটমেন্ট ফরম। ( অফিস থেকে নিতে পারবেন ফরম)

      মুছুন
  40. আমার পাসপোটে MD এর পর DOT(.) নাই।
    কিন্তু আমার সকল certificate এর মাঝে MD. রয়েছে । এখন কি এইটা সংশোধন করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না এটা সংশোধন করতে হবে না। পাসপোর্ট এ MD র পরে ডট দেওয়ার নিয়ম নেই। অন্য সকল ডকুমেন্টস এ থাকলেও পাসপোর্ট এ ডট দেওয়া যাবে না।

      মুছুন
  41. ই-পাসপোর্ট আবেদনের সময় ভুল পেশা সিলেক্ট করে ফেলেছিলাম। এখন সংশোধনের উপায় কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ / অফিসে ছবি তোলার সময় কম্পিউটার অপারেটর কে বলেন বললে সংশোধন করে দেবে।
      ২/ অনেক অপারেটর সংশোধন করে দিতে চায় না। সে ক্ষেত্রে আবেদন বাতিল করে নতুন আবেদন করে নিলে হয়।

      মুছুন
  42. আমার বিএ পাস পর্যন্ত সার্টিফিকেট আছে,আমার এন আইডি কার্ড ঠিক আছে, নুরুল আমিন দিয়ে,১৭/০৫/২০০১ দিয়ে করা।
    এখন আমার পার্সপোট এর মেয়াদ চলে গেছে, সেখানে আমার নাম আমিন মিয়া,ও বয়স ০৫/০২/১৯৯২ আছে,এখন কি আমি আমার সার্টিফিকেট ও এন আইডি অনুযায়ী করতে পারব।দয়া করে বলবেন🙏🙏।আর আমি ২০২২ সালের গত আগস্ট মাসে গিয়েছিলাম আবেদন করে নরসিংদী পাসপোর্ট অফিসে গিয়েছিলাম সকল সঠিক কাগজ পত্র নিয়ে এডি স্যার জমা নিতে চান না, এখন আমি কি করতে পারি????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবশ্যই আপনি আপনার NID এবং সার্টিফিকেট অনুসারে পাসপোর্ট সংশোধন করতে পারবেন। আবার চেস্টা করেন।

      মুছুন
  43. মহোদয় আমার পাসপোর্টের সাথে সারর্টিফিকিটের বয়সের পার্থ্যক ৭ বছরের। নামে বানান ভুল।পিতা / মাতার নামে ভুস্থান ঠিকানা পরিবর্তন।
    এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে প্রায় ৭ বছর আগে। এখন আমার করনীয় কি? আর আমি কি চাইলে নতুন করে পাসপোর্ট জন্য আবেদন করতে পারবো।
    আর আমি পাসপোর্ট ইসু করেছিলাম ২০১০ সালে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি রি ইস্যু করবেন অর্থাৎ MRP to E passport।
      সরকার এখন NID অনুযায়ী পাসপোর্ট ইস্যু করছে তাই আবেদন এর সময় NID অনুযায়ী আবেদন করবেন। আশাকরি বয়স এবং অন্য সকল ভুল সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  44. আমি প্রায় সাড়ে চার বছর আগে পাসপোর্ট করছিলাম তখন শুধু জন্মনিবন্ধন ছিল কিন্তু এখন আমার NID ও সার্টিফিকেটের বয়স এবং নামের একেবারেই মিল নাই। আগের নাম ছিল মোঃ মোশাঈদ আলম, বয়স ২০০০ সাল, বর্তমান NID আর সার্টিফিকেট অনুযায়ী নাম হলো মোঃ জমসেদ মিয়া, বয়স ০৬/০৫/২০০২।৷ এখন এটা কি সংশোধন করা সম্ভব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সম্ভব, তবে অনেক সময় এবং শ্রম দিতে হবে আপনাকে। আপনার উচিৎ হবে সরাসরি পাসপোর্ট অফিসের প্রধানের সাথে কথা বলতে হবে।

      মুছুন
  45. Amar passport R nid 9year somossa
    Somadhan korte ki ki lagbe r koto tk lagbe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID
      আবেদন কপি
      পেমেন্ট স্লিপ
      নাগরিক সনদ
      পেশা প্রমানের সনদ
      রি ইস্যু ফরম
      প্রতিজ্ঞা পত্র
      (১০ বছর মেয়েদী পাসপোর্ট ৫৭৫০ টাকা)

      মুছুন
  46. আমার এমআরপি পাসপোর্ট ছিলো সেটা ই পাসপোর্ট রি ইসুর জন্য এবং
    জন্ম তারিখ ৬ মাস সংশোধনের জন্য আবেদন করি। আজকে ৫ দিন। পেন্ডিং বেগ এন্ড ভেরিফিকেশন দেখা যায়। আমার এনআইডি অনুযায়ী পাসপোর্ট এর আবেদন করছি। আমার কোন স্কুল সার্টিফিকেট নাই। আমি কোট এফিডেভিট দেই নাই। এখন কি আমার আর কোন কাগজ লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বয়স সংশোধন এর ক্ষেত্রে বা যে কোন ধরনের ভুল সংশোধন এর জন্য ২/৩ সপ্তাহ পর্যন্ত ব্যাকেন্ড থাকছে এখন। চিন্তা করার কিছু নেই। তবে মনে রাখবেন ব্যাকেন্ডে ভেরিফিকেশন থেকে sent for rework এ পাঠিয়ে দিলে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

      মুছুন
  47. বলছি স্যার ই-পাসপোর্ট এ কি ব্লাড গ্রুপ দেয়া থাকে। কারণ আমার Nid কার্ডে ভুল ব্লাড গ্রুপ দেয়া আছে। তাই স্যার বলছি ই পাসপোর্ট কি ব্লাড গ্রুপ দেয়া থাকে। স্যার দয়া করে বলেন

    উত্তরমুছুন
  48. আসসালামু আলাইকুম। ভাই আমার পাসপোর্ট এ নাম,বাবা,মার নাম আংশিক ভুল। জন্ম সাল আমার এনআইডি +সার্টিফিকেট এর চেয়ে ১০ বছর ব্যবধান। আমার পাসপোর্ট এর মেয়াদ ১৯ সালে শেষ হয়েছে। এখন কি আমি আমার এনআইডি সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবো? টাকা টুটাল কত লাগতে পারে?সংশোধন হতে আনুমানিক কত দিন সময় লাগতে পারে?কাইন্ডলি যদি বলতেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ আপনি আপনার বর্তমান NID অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে পারবেন। যেহেতু সার্টিফিকেট আছে এটা আপনার জন্য বোনাস পয়েন্ট।
      ১০ বছর মেয়েদী সাধারণ
      ডেলিভারি আবেদন করলে খরচ ৫৭৫০ টাকা সরকারি ফি। ৩০০ টাকা অনলাইন আবেদন করতে এবং অফিসে আসা যাওয়ার খরচ। এগুলোর বাইরে আর কোন টাকা লাগবে না, নিজে নিজে আবেদন করলে।এজেন্ট ধরলে অন্য কথা।
      এ ধরনের ভুল সংশোধন হওয়া পাসপোর্ট বের হতে ২ মাসের একটু বেশি লাগতে পারে। এর জন্য পুলিশ ভেরিফিকেশন হবে।

      মুছুন
  49. পাসপোর্ট সংশোধনের সময় যে অঙ্গীকারনামা দিতে হয় সেখানে নিজের নাম/পিতার নাম /মাতার নাম / জন্ম তারিখ পরিবর্তনের অপশন আছে। কিন্তু আমার স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হবে। সে ক্ষেত্রে কি আমার অঙ্গীকারনামা লাগবে, যদি লাগে তাহলে কিভাবে অঙ্গীকারনামাটা পূরণ করব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন একটা ঘরে ঠিকানা লিখে সেই খানে যে ভাবে ঠিকানা চেঞ্জ হবে সেটা লিখুন। আসলে অফিস থেকে যে ফরম্যাট দেয় তাতে ঘরের সংখ্যা কম।

      মুছুন
  50. আমার MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে দিয়ছি। সাথে বাবা-মা এর নাম সংশোধনের জন্য অঙ্গীকারনামা জমা দিয়েছি। আবেদন করা প্রায় দুই মাস হয়ে যাচ্ছে। একদিন পাসপোর্ট অফিসে গেলে তারা ssc বা দাখিল এর সনদ চাচ্ছে। আমার কোন সনদ নাই। এখন আমার করনীয় কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেহেতু সনদ নেই সেহেতু সনদ জমা তো দিতে পারছেন না। আপনি অফিসের প্রধানের সাথে কথা বলেন। তাকে বুঝিয়ে বলেন যে আপনি পড়ালেখা করেননি। এখন পাসপোর্ট স্টাটাস কি দেখাচ্ছে?

      মুছুন
  51. ১) আমার ভাইয়ের NID এবং পাসপোর্টে বাবা-মায়ের নাম যেভাবে আছে আমার NID এবং পাসপোর্টে কিছুটা অন্যরকম। যেমন ভাইয়ের পাসপোর্ট-NID তে মায়ের নাম- Mrs. Nurmahal Jalil আর আমারটায় আছে- Mrs. Nurmahal Sarker এখন আমার ভাইয়ের পাসপোর্টের মতো করে আমার পাসপোর্ট করার জন্য করণীয় কি?
    ২) আমার MRP পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে ২১ মে, ২০২১। দুই বছর পেরিয়ে গেছে। এখন কত টাকা লাগবে নতুন পাসপোর্ট নিতে?
    ৩) আমার আগের পাসপোর্টে আমার নাম আছে Mohammad. কিন্তু NID তে আছে MD. এখন নতুন আবেদনে দিতে চাচ্ছি ডট ছাড়া MD... এতে কোনো সমস্যা আছে?
    প্লিজ ৩টি প্রশ্নের উত্তর দেবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ ভাইয়ের মত করে আপনার পাসপোর্ট এ পিতা মাতার নাম করতে হলে প্রথমে আপনার NID card সংশোধন করে ভাইয়ের সাথে মিলাতে হবে।
      ২ MRP থেকে ই পাসপোর্ট আবেদন করতে হবে বা রি ইস্যু। এক্ষেত্রে ১০ বছর মেয়েদী পাসপোর্ট ৫৭৫০ টাকায় রেগুলার ডেলিভারি তে পাওয়া যাবে।
      ৩ কোন সমস্যা নেই। বর্তমান ই পাসপোর্ট আবেদন করতে MD এর পরে যে ডট আছে তা দিতে হয় না। এটাই নিয়ম।

      মুছুন
  52. আমি পাসপোর্ট করছি, পোস্ট কোড ৫৭২১ আর পোস্টের নাম হলো চৌধুরানী। কথা হচ্ছে আমার পোস্ট কোড ৫৭২১ ঠিক আছে কিন্তু পোস্টের নাম চৌধুরানী ওখানে আসে নাই, ৫৭২১ পোস্ট কোডে পাশের ইউনিয়ন এর নাম কান্দি হাট ওটা দিছি সমস্যা হবে কি????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পোস্ট কোড নিয়ে কোন সমস্যা নেই। যদি আপনার পোস্ট অফিস চৌধুরানী না আসে তবে পাশের পোস্ট অফিস দিলেও হবে। ( আপনার এলাকার মানুষ কোন পোস্ট অফিস দিয়েছে পাসপোর্ট এ সেটা জেনে আপনার পাসপোর্ট এ ব্যাবহার করতে পারেন)

      মুছুন
  53. ভাই, আমার জাতীয় পরিচয়পত্রের নামে হাইফেন আছে। Mamoon-Ur-Rashid. কিন্তু আগের পাসপোর্টে হাইফেন বাদ দিয়ে Given name: MD MAMOON এবং Surname: UR RASHID দেই। সেভাবেই পাসপোর্ট হয়েছে কোনো সমস্যা হয়নি। এখন ই-পাসপোর্ট করার সময়ও কি ওভাবে যেভাবে আগে দিয়েছি সেভাবে দিলে সমস্যাহীনভাবে করতে পারব? আর পাসপোর্টের মেয়াদ শেষে নাকি দেরি হয়ে গেলে নির্দিষ্ট ফিসের সঙ্গে জরিমানা দিতে হয়? সেটা কি পরিমাণে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন আর জরিমানা দেওয়া লাগে না।

      হ্যাঁ আগে যে ভাবে পাসপোর্ট করেছিলেন এবারো একই ভাবে নাম দিয়ে ই পাসপোর্ট আবেদন করবেন। নামের মধ্যে ডট, হাইপেন, দেওয়া নিষেধ।

      মুছুন
  54. ePassport Ready For Issuance/Collection
    Dear ########, Your new e-Passport has arrived at the local passport office and is now ready for issuance/collection. Please bring the delivery slip.
    Note: All Super-Express passport will be delivered from Agargaon local passport office.
    স্ট্যাটাস চেক করলে এই লেখা আসে এখন করনীয় কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি হয়ে আছে। অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসুন।

      মুছুন
  55. Amar baba ma er passport banate chai haj korar jonne.se ketre ki ki lagbe doya kore janaben??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID কার্ড
      নাগরিক সনদ
      পেশা প্রমানের সনদ
      ই পাসপোর্ট আবেদন
      পাসপোর্ট ফি প্রদানের স্লিপ
      এগুলো নিয়ে অফিসে গেলেই হবে।

      ১ প্রথমে ডকুমেন্টস গুলো যোগাড় করেন
      ২ অনলাইনে ই পাসপোর্ট আবেদন করেন এবং আবেদন এর কপি প্রিন্ট করে নেন
      ৩ ব্যাংকে টাকা জমা দিয়ে স্লিপ নিবেন
      ৪ সকল ডকুমেন্টস এবং অর্জিনাল ডকুমেন্টস গুলো নিয়ে সকাল ৯ টার দিকে অফিসে গিয়ে জমা দিবেন।

      বাকি ধাপ অফিসে জানিয়ে দেবে।

      মুছুন
  56. Amr paseport a 1999 ace but id card a ace 2001. Akn amr paseport a 2001 korte chai...
    Akn amr ki ki korte hobe?
    Koto tk lagbe thik korte?
    Argent nile koto lagbe ar koto din a thik korte parbo?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী ই পাসপোর্ট এর আবেদন করতে হবে।
      অফিসে জমা দিবেন:
      ১/ই পাসপোর্ট আবেদন কপি
      ২/NID card এর ফটোকপি
      ৩/নাগরিক সনদ
      ৪/MRP পাসপোর্ট এর ফটোকপি
      ৫/অঙ্গীকারনামা
      ৬/সার্টিফিকেট এর ফটোকপি (যদি থাকে)
      ৭/পেমেন্ট স্লিপ

      সংশোধন এর পাসপোর্ট দ্রুত ডেলিভারি পাওয়া যায় না। তাই রেগুলার ডেলিভারি নিতে হবে এক্ষেত্রে আপনি ২১ দিন থেকে ৩০ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।

      পাসপোর্ট ফি ৫৮৫০ টাকা। দশ বছর মেয়েদী রেগুলার ডেলিভারি।

      বয়স সংশোধন এর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন দেরি তে হলে পাসপোর্ট পেতে দেরি হবে।

      মুছুন
  57. বিদেশে যাওয়ার জন্য ২০১৩ সালে আমার NID অনুযায়ী পাসপোর্ট করি। পরে আমার বিদেশ যাওয়া হয়নি। ২০২২ সালে আমার সাটিফিকেট অনুযায়ী আমি NID সংশোধন করি,, এখন আমার পাসপোর্ট আর NID তিন বছর পাথক্য। এবং পাসপোর্ট মেয়াদ শেষ হয়েছে ৫ বছর। এখন পাসপোর্ট সংশোধন জন্য কি লাগবে এবং কত টাকা লাগবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী ই পাসপোর্ট আবেদন করবেন। আগের MRP পাসপোর্ট সংশোধন করার জন্য অফিস থেকে একটা প্রতিজ্ঞাপত্র দেবে সেটা পূরন করে জমা দিবেন।
      অন্য সকল ডকুমেন্টস এর সাথে সার্টিফিকেট এর ফটোকপি দিবেন।

      ৫৭৫০ টাকা লাগবে ১০ বছর মেয়েদী ই পাসপোর্ট ফি।
      আর কোন অতিরিক্ত টাকা লাগবে না।

      মুছুন
  58. Amer passport haraigese onek din holo and mrp passport ta expire hoigese last month a. Kisu din agei ami nid card er date of birth change korse. Ami akhon e passport kortey ki ki lagbey ba ager passport er date of birth change kore new e passport kortey parbo kina

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/হারিয়ে যাওয়া পাসপোর্ট এর ফটোকপি লাগবে।
      ২ অনলাইন GD কপি লাগবে
      ৩ পাসপোর্ট এর অনলাইন আবেদন
      ৪ পাসপোর্ট ফি জমা দেওয়া স্লিপ
      ৫ নাগরিক সনদ
      ৬ NID card
      ৭ পেশা প্রমানের সনদ
      ৮ প্রতিজ্ঞা পত্র (যা অফিস থেকে দেবে)

      প্রতিজ্ঞা পত্রের মাধ্যমে পূর্বের পাসপোর্ট এ থাকা ভুল সংশোধন করা হয়। আবেদন জমার সময় অফিস থেকে এই ফর্ম দেবে যা পূরন করে জমা দিবেন আবেদন এর সাথে।

      মুছুন
  59. আমার পাসপোর্টে যে নাম আছে এটা ডাক নাম।এটা পরিবর্তন করতে হবে।যেমন এখন আছে Sifat hasan এটা পরিবর্তন করে লিখতে হবে Md.Habibur Rahman আমার NID কার্ড এখনো করিনি। তবে আমার জন্ম সনদ ssc/hsc সার্টিফিকেট আছে। পরামর্শ চাই প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার বয়স যদি ২০ এর নিচে থাকে তবে জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন। বয়স ২০+ হলে NID বাধ্যতামূলক। বিস্তারিত জানিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন।

      মুছুন
  60. আমার ssc certificate এ নাম রয়েছে Foyzul আর NID তে রয়েছে Foyjul,,,অর্থাৎ Z এর যায়গাই J হয়ে গিয়েছে,, এখন আমি যদি NID অনুযায়ী পাসপোর্ট করি তাহলে কি ওই একটা অক্ষর এর জন্য কি সমস্যা হবে,,,উল্লেখ্য,, অনেক দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে certificate এর প্রয়োজন হয়। এখন আমার করনীয় কি দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার উচিৎ হবে NID সংশোধন করে পাসপোর্ট করা। NID এবং সার্টিফিকেট দুটোই ঠিক থাকলো।

      মুছুন
  61. স্যার আমি দুবাইতে ছিলাম ১২ বছর তবে ৫বছর যাবত আমি দেসে আছি। এখন আমার কাতারের ভিসা হয়েছে মেইন কথা হলো আমি কিছু দিন আগে E passport বানিয়েছি passpote আমার নাম বয়স বাবা মায়ের নাম ফুল চেইনজ হয়েছে। এন আইডি কাড অনুযায়ী বানিয়েছি এখন কি যাওয়ার সময় এয়ারপোর্টে কোনো সমস্যা হবে। আগের পাসপোর্ট আর এখনকার পাসপোর্ট মিল নাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেহেতু অন্য দেশে যাচ্ছে সেহেতু কোন সমস্যা হবে না। যদি কোন সমস্যা হয় তবে বাংলাদেশ ইমিগ্রেশন কতৃপক্ষের কাছ থেকে একটা ইংরেজি প্রত্যয়ন নিয়ে নিলে আর সমস্যা হবে না।

      মুছুন
  62. পাসপোর্টের বয়স সংশোধন করতে কতদিন সময় লাগে

    উত্তরমুছুন
  63. আমি বর্তমানে ফ্রান্স এ আছি আমার ই -পাসপোর্ট এ আমার বয়স ২০ বছর ।আমার জন্ম নিবন্ধন অনুযায়ী ১৭ বছর দিয়ে ই পাসপোর্ট সংশোধন করতে পারবো কি

    উত্তরমুছুন
  64. আমার পাসপোর্টের নাম শাওন কিন্তু আমার NID মোঃ ইয়াছিন মিয়া আমি বিদেশে আছি ১৪ বছর ধরে।
    আমি মোঃ ইয়াছিন মিয়া নামে পাসপোর্ট করতে ক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী NID অনুযায়ী পাসপোর্ট করতে পারবেন। তবে যে দেশে আছেন সেখান থেকে যে ভিসা পেয়েছেন তাতে সমস্যা হবে কি না তা আগে নিশ্চিত হয়ে নেন। কারন নাম চেঞ্জ হলে অনেক দেশে সমস্যা হচ্ছে।

      মুছুন
  65. আমি গত ২৮ নভেম্বর সাউথ আফ্রিকা থেকে দেশে ফেরার পথে এয়ারপোর্টে ব্যাগ সংগ্রহ করার সময় একই ট্রলিতে পাস্তা ভুলবশত রেখে চলে আসি যেটি আমার পরের দিন মনে পড়ে। বাড়ি এসে প্রথম বার পরিচয় পত্র হাতে পেয়ে মনে হলো আমার পাসপোর্টে বয়সে (পরিচয় পত্রের সাথে ৬ বছরের ব্যবধান) সংশোধন প্রয়োজন। এখন আমার করনীয় কি? সংশোধনের জন্য হারিয়ে ফেলা পুরনো পাসপোর্ট এর প্রয়োজন আছে কি???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বয়স সংশোধন সহ নতুন পাসপোর্ট করতে পূর্বের পাসপোর্টের প্রয়োয়ন হবে। আপনার এলাকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন, সেখান থেকে পাসপোর্টের অনলাইন কপি বের করে তার পরে বয়স সংশোধনের আবেদন করবেন।

      মুছুন
  66. আসসালামু আলাইকুম।
    আমি সৌদিআরব থেকে বলছি
    আমার পাসপোর্ট এর মেয়াদ ৬ মাস ২০ দিন আছে। কিন্তু জরুরি প্রয়োজনএ দেশে আসতে হচ্ছে আমার nid কার্ড নাই আমার ছুটি কনফার্ম করা হয়ে গেছে এর জন্য আমি পাসপোর্ট রিনিউ করার সুযোগ নেই বা ছুটি বাতিল করার ও সুযোগ নেই আমাকে বলা হয়েছে বাংলাদেশ থেকে mrp পাসপোর্ট রিনিউ করার জন্য। এখন আমার করনীয় কি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দেশে এসে প্রথম কাজ পাসপোর্ট অনুযায়ী ভোটার হতে হবে, তার পরে জাতীয় পরিচয়পত্র হাতে পেলে পাসপোর্ট রিনিউএর আবেদন করবেন। দেশে নির্বাচনের হওয়া বইছে তাই ভোটার হতে হবে নিজ গরজে। পাসপোর্ট রিনিউ করার পদ্ধতি আমাদের সাইটে দেওয়া আছে, যা পড়লে অনেক ভাল ধারনা হবে আপনার।

      মুছুন
  67. আমার পাসপোর্টে বাবার নাম Syam এসেছে আর nid & আমার সার্টিফিকেটে Shyam আছে এক্ষেত্রে স্কলারশীপে ভিসা পেতে কি সমস্যা হবে? আর পাসপোর্টটা কি সংশোধন করা লাগবে Y অক্ষরের জন্য ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সার্টিফিকেট অনুযায়ী না হলে স্টুডেন্ট ভিসা পেতে সমস্যা হতে পারে।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন