একনজরে আগারগাঁও পাসপোর্ট অফিস - Agargaon Passport Office- Dhaka

আগারগাঁও পাসপোর্ট অফিস - Agargaon Passport Office

আগারগাঁও পাসপোর্ট অফিস বাংলাদেশের সব চেয়ে বড় এবং ঢাকা বিভাগের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। agargaon passport office টি রমনা, মতিঝিল, পল্টন,শাহবাগ, গুলশান, ধানমন্ডি, শাহ আলী, তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবর, নিউ মার্কেট, সাভার, হাজারীবাগ, ধামরাই, মিরপুর, পল্লবী এবং কাফরুল সহ ১৭ টি এলাকার স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দাদের পাসপোর্ট সম্পর্কিত সকল সেবা প্রদান করে।

Agargaon passport office, Dhaka

বাংলাদেশ স্বাধীনের পূর্বে ১৯৬২ সালে এদেশের মানুষের বিদেশ যাত্রা নিশ্চিত করতে ঢাকা সহ ৬ টি বিভাগে পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়। দেশ স্বাধীনের পরে ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর তৈরির মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধানে এগিয়ে আসে। ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিস টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধিনে পাসপোর্ট সেবা দিয়ে আসছে।

{tocify} $title={Table of Contents}

Agargaon passport office

 আগারগাঁও পাসপোর্ট অফিস ঢাকা বিভাগ সহ বাংলাদেশের সর্বাধুনিক পাসপোর্ট অফিস। Agargaon passport office এর প্রবেশ পথেই MRP এবং e passport তথ্য অনুসন্ধান কেন্দ্র আছে যেখান থেকে আপনার পাসপোর্ট কি অবস্থা তা বিস্তারিত জানতে পারবেন। Agargaon passport office ৯ তালা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে বিভিন্ন সেবা প্রদান করা হয়।


Agargaon passport office address - আগারগাঁও পাসপোর্ট অফিস ঠিকানা

E-7, Agargaon Shere-E-Bangla Nagar, Dhaka 1207

 ই-৭, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭

 

১ LGED রোড দিয়ে এলে Department of Immigration & Passports অফিস থেকে ৪ মিনিটের হাটা দূরত্বের মধ্যেই পাবেন আগারগাঁও পাসপোর্ট বা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁও

 ২ যদি আপনি আগারগাঁও চৌরাস্তা বাস স্ট্যান্ডে নামেন তবে BTRC রোডের দিকে ৫/৬ মিনিটের পথ গেলেই পাবেন Passport office bus stop, এখান থেকে ডান পাশে আগারগাঁও পাসপোর্ট অফিস।

 ৩ মিরপুর রোড দিয়ে এলে BTRC Bus stand হয়ে শের ই বাংলা নগর থানা মসজিদ থেকে এগিয়ে গেলেই  Agargaon passport office bus stand । এখানে নামলেই পাসপোর্ট অফিস দেখতে পাবেন।

 ৪ TSC দিক থেকে এলে RAB 2 office হয়ে আগারগাঁও পাসপোর্ট অফিসে পৌঁছাতে পারবেন। 

আগারগাঁও পাসপোর্ট যোগাযোগ- agargaon passport office contact

Phone number: 01733 - 393 323

Email : dpassport@passport.gov.bd , rpoagargaon@passport.gov.bd

website:  http://www.dip.gov.bd

 

Agargaon passport office location in google map

 

Agargaon passport office পাসপোর্ট ফি কালেকশন বুথ / ব্যাংকঃ

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে কয়েকটি ব্যাংক এর শাখা ব্যাংক আছে সেখান থেকে আপনি পাসপোর্ট ফি জমা দিতে পারবেন অথবা আপনি যে এলাকায় থাকেন ঐ এলাকার যে কোন সরকারি অথবা বেসরকারি ব্যাংক এবং অনলাইনে পাসপোর্ট ফি প্রধান করতে পারবেন।

অফিসের সামনে কিছু এজেন্ট আছে যারা সামনে থাকা দোকান থেকে পাসপোর্ট ফি জমা দেওয়া সহ অনলাইনের কাজ করে দিয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সাবধান থাকা উচিৎ হবে। অনেক খারাপ খারাপ লোকও থাকে যারা আপনার আর্থিক ক্ষতি করতে পারে।

 

আগারগাঁও পাসপোর্ট অফিসের তলা ভিত্তিক কক্ষ নির্দেশিকাঃ

একনজরে দেখে নিতে পারেন  agargaon passport office এর কোন রুমে কি কাজ হয়, যাতে ঐ অফিসে গেলে ভোগান্তি কম হবে।

👉১ম তলাঃ

কক্ষ নং- ১০১ / অনলাইনে NID/BRC/GO/NOC/SOC যাচাই কেন্দ্র ও প্রি এবং বায়ো এনরোলমেন্ট

কক্ষ নং- ১০২ / আবেদন পত্র জমা ( মহিলা )

কক্ষ নং- ১০৩ / আবেদন পত্র জমা ( পুরুষ )

কক্ষ নং- ১০৪ /  আবেদন পত্র যাচাই বাছাই কেন্দ্র

কক্ষ নং- ১০৫ / তথ্য ও অনুসন্ধান কেন্দ্র

👉২য় তলাঃ

কক্ষ নং ২০১/ পাসপোর্ট বিতরণ শাখা ( পূর্ব পাশের সিঁড়ি, নিচ থেকে টোকেন নিতে হতে পারে)

কক্ষ নং ২০২/ সহকারী পরিচালক ( AD র কক্ষ )

কক্ষ নং ২০৩/ পাসপোর্ট ডিসপাচ শাখা

👉৩য় তলাঃ

কক্ষ নং ৩০১/ প্রি এনরোলমেন্ট

কক্ষ নং ৩০৩/ উপ প্রকল্প পরিচালক

কক্ষ নং ৩০৪/ ডাটা সেন্টার ( ইনভেস্টিগেশন সেল, সাধারনের প্রবেশ নিশেষ)

কক্ষ নং ৩০৫/ বায়ো এনরোলমেন্ট - রি ইস্যু

কক্ষ নং ৩০৭/ আবেদন পত্রের সিরিয়াল প্রধান

👉৪র্থ তলাঃ

কক্ষ নং ৪০১/ স্টোর রুম

কক্ষ নং ৪০২/ সহকারী পরিচালক

কক্ষ নং ৪০৩/ বায়ো এনরোলমেন্ট ( GO/NOC )

কক্ষ নং ৪০৪/ বায়ো এনরোলমেন্ট - (মহিলা)

কক্ষ নং ৪০৫/ বায়ো এনরোলমেন্ট - (পুরুষ)

👉৫ম তলাঃ

কক্ষ নং ৫০১/ পেমেন্ট যাচাই ( সোনালী ব্যাংক )

কক্ষ নং ৫০২/ সহকারী পরিচালক

কক্ষ নং ৫০৩/ ডক স্ক্যান শাখা

কক্ষ নং ৫০৪/ বায়ো এনরোলমেন্ট ( মহিলা )

কক্ষ নং ৫০৫/ বায়ো এনরোলমেন্ট ( পুরুষ )

👉৬ষ্ঠ তলাঃ

কক্ষ নং ৬০১/ পরিচালক

কক্ষ নং ৬০২/ পিএ ( পরিচালক )

কক্ষ নং ৬০৩/ সহকারি পরিচালক

কক্ষ নং ৬০৪/ হিসাব ও প্রশাসন শাখা

কক্ষ নং ৬০৫/ তথ্য সংশোধন ( Passport correction and Justufication)

কক্ষ নং ৬০৬/ ওয়েটিং রুম (VIP)

কক্ষ নং ৬০৭/ ষ্টোর রুম

কক্ষ নং ৬০৮/  সহকারি পরিচালক

👉৭ম তলাঃ

কক্ষ নং ৭০১/ রেকর্ড শাখা

কক্ষ নং ৭০২/ SB ও নোটিং শাখা

কক্ষ নং ৭০৩/ উপ সহকারী পরিচালক

👉৮ম তলাঃ

কক্ষ নং ৮০১/ রেকর্ড রুম

👉৯ম তলাঃ

কক্ষ নং ৯০১/ কনফারেন্স রুম

 

আগারগাঁও পাসপোর্ট অফিসের খোলা এবং ছুটির দিনঃ

agargaon passport office open time

রবিবারঃ 9:00 AM - 5:00 PM

সোমবারঃ 9:00 AM - 5:00 PM

মঙ্গলবারঃ 9:00 AM - 5:00 PM

বুধবারঃ 9:00 AM - 5:00 PM

বৃহস্পতিবারঃ 9:00 AM - 5:00 PM

শুক্রবারঃ Closed

শনিবারঃ Closed

বিঃদ্রঃ সরকারীছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন বাদের বাকি দিনগুলোতে আগারগাঁও পাসপোর্ট অফিস খোলা থাকে।

 

👉আগারগাঁও পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রমঃ

বাংলাদেশে যে ৪ টি পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম সবার আগে চালু হয়েছিলো তার মধ্যে agargaon passport office অন্যতম।

বর্তমানে এখানে MRP Passport এবং e Passport দুইটাই চালু আছে। নতুন ও রি ইস্যু পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ই পাসপোর্ট গ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। তবে যদি কেউ MRP to MRP রি ইস্যু করতে চায় তবে সেটাও  আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাওয়া যাচ্ছে।

১ নতুন ই পাসপোর্ট

২ MRP to e passport (রি ইস্যু)

৩ MRP to MRP (রি ইস্যু)

৪ পাসপোর্ট সংশোধন

৫ সাধারন, জরুরী এবং অতি-জরুরী পাসপোর্ট সেবা পাওয়া যাচ্ছে।


👉পাসপোর্ট অফিসের পরিবেশঃ

আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিবেশ ভাল কিন্ত আবেদনকারীর তুলনায় জায়গা অপ্রতুল, পাসপোর্ট জমা দেওয়া এবং ডেলিভারি গ্রহণ করতে প্রচুর মানুষ আসে তাই ফুট পথেও দাঁড়াতে হয়।

👉পাসপোর্ট অফিসের সামনে দোকান সমূহঃ

অফিসের সামনে ছাতার নিচে কম্পিউটারে পাসপোর্ট ফরম পূরণ এবং অনলাইন চালানের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেওয়া হয় এমন প্রচুর দোকান আছে। আশে পাশে ATM এবং ব্যাংক আছে। পাসপোর্ট অফিস কে কেন্দ্র করে প্রতিদিন এখানে মেলা বসে এমন মনে হবে গেলে।

আগারগাঁও পাসপোর্ট অফিস, ঢাকা সম্পর্কে সম্ভাব্য প্রশ্ন / উত্তর

👉 Agargaon passport office helpline

 আগারগাঁও পাসপোর্ট অফিসের হেল্প লাইন বলতে একটি Mobile Number এবং অন্য টি ল্যান্ড ফোন নাম্বার পাওয়া যায়।

agargaon passport office mobile number 01733-393 366

agargaon passport office contact number 02-48121257

 

👉agargaon passport office email address

আগারগাঁও পাসপোর্ট অফিসের ইমেইল rpoagargaon@passport.gov.bd

 পরিচালক এর ইমেইল dpassport@passport.gov.bd

👉agargaon passport office open time

 সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিন বাদের সকাল ৯ টা agargaon passport office এর open time

👉agargaon passport office holiday

আগারগাঁও পাসপোর্ট অফিস off day শুক্র এবং শনিবার। তবে সরকারি ছুটির দিন এ পাসপোর্ট অফিস বন্ধ থাকে

 👉agargaon passport office passport delivery time

আগারগাঁও পাসপোর্ট অফিসের পাসপোর্ট ডেলিভারি সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস চলা কালীন সময়ে।

👉agargaon passport office location

agargaon passport office located at E-7, Agargaon Shere-E-Bangla Nagar, Dhaka 1207

 

আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে চেষ্টা করতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদি agargaon passport office সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা থাকে তবে নিচে কমেন্ট করে জানতে পারেন। অথবা আরো কোন তথ্য যোগ করলে ভাল হয় সেটাও নিচে কমেন্ট করে জানাবেন।

তথ্য সূত্রঃ আগারগাঁও পাসপোর্ট অফিস, epassport.gov.bd, Google Map, পাসপোর্ট তথ্য বাতায়ন dip.gov.bd এবং ওয়েবসাইট এডমিনের স্বচক্ষে দেখা।

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢

epassport-bd.com

44 মন্তব্যসমূহ

  1. আমি বাংলাদেশ থেকে একজন প্রবাসীর পাসপোর্টের বয়স ঠিকরার পর তা তার হাতে কিভাবে তুলে দিব বা কি সিস্টেম????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যার পাসপোর্ট তাকেই এসে পাসপোর্ট সংশোধন আবেদন করতে হবে।

      মুছুন
  2. I applied for MRP from London nearly 18 months ago, police verification was done accordingly, but my Passport has not been issued yet, However, I am disable without this Passport, may I know how tom get Passport ?

    উত্তরমুছুন
  3. E passport delivery silp deposit time

    উত্তরমুছুন
  4. স্যার দয়া করে আমাকে হেল্প করুন আমি ১৫/২/২৩/ নতুন পাসপোর্ট করতে দিয়েছি আগে পরে কোন পাসপোর্ট নাই,আমার সব কিছু ঠিক ছিল nid অনুযায়ী ঠিকানা দিছি কিন্তু বরতমানে থানা Change হই,, তাই পুলিশ ভেরিফাই নেগেটিভ রিপোর্ট জমা দিবে বলছে,
    ---আজ ১৫ দিন হইল online

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ কে নেগেটিভ দিতে বলেন। নেগেটিভ রিপর্ট জমা হলে পাসপোর্ট স্ট্যাটাস Sent of Rewok দেখাবে তখন অফিসে গিয়ে একটা দরখস্ত করে থানা চেঞ্জ করে পূনরায় তদন্তের জন্য বলবেন।

      মুছুন
  5. স্যার,আজ ১৫ দিন দরে Dear JAMIR HOSSAIN, Your e-Passport application is pending for SB Police verification.শুধু এই লিখা টাই আসছে,

    পুলিশ বলতাছে ভেরিফাই নেগেটিভ রিপোর্ট জমা দিয়েছে,আর আগারগাঁও পাসপোর্ট অফিসের লোক জন বলতাছে এখন ও পুলিশ ভেরিফাই রিপোর্ট জমা হয় নাই,পুনরায় আবেদন পত্র জমা নিতে হলে,sent for rework আসতে হবে, কিন্তু আমার তো status change হচ্ছে না,কি করনিও দয়া করে হেল্প করুন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ রিপর্ট আগারগাঁও পাসপোর্ট অফিসে এখনো জমা হয়নি। ঐ পুলিশ অফিসার থেকে লিখিত কোন ডকুমেন্ট নেওয়া সম্ভব হলে সেটা নেন এবং পাসপোর্ট অফিসে গিয়ে দেখান।

      মুছুন
  6. Husband ki tar wife er passport nite parbe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্ত্রীর পাসপোর্ট স্বামী আনতে পারবে তবে তার জন্য একটি অনুমতি পত্র স্ত্রীর স্বাক্ষরিত হতে হবে। যা ক্ষমতা হস্তান্তর পত্র বলে।

      মুছুন
  7. আমি ই পাসপোর্ট এ আবেদন করছি টাকা পেমেন্ট করছি অনলাইনে, কিছু অনলাইন সাইটে পেমেন্ট দেখাচ্ছে না,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাদের ফেসবুক পেজ এ যোগাযোগ করেন বিস্তারিত তথ্য দিয়ে।

      মুছুন
  8. স্যার পাসপোর্টে ইনরোল মেন প্রোছেজ সাধারনত কত দিন থাকে বশিদিন থাকার কারন টা কি? জানাবেন১০ চলে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সাধারণত ৩ দিনের মধ্যেই পরের ধাপে চলে যায়। তবে হারিয়ে যাওয়া পাসপোর্ট এবং সংশোধন হওয়া পাসপোর্টের ক্ষেত্রে ১০ দিন মত লাগে যায়।
      যদি বেশী দিন এমন থাকে তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে।

      মুছুন
  9. কক্ষ নং ৭০১/ রেকর্ড শাখা. এর মানে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস রাখা হয়। এটা পাবলিকের জন্য নয়। এটা অফিসিয়াল কাজের জন্য।

      মুছুন
  10. আর্জেন্ট নতুন পাসপোর্ট করতে কত দিন লাগে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৭ কর্ম দিবস অর্থাৎ ৭ দিন অফিস চলবে এমন সময়ের পাসপোর্ট পাবেন।

      মুছুন
  11. আসসালামু আলাইকুম স্যার আমার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা আমি কিভাবে জানতে পারি।স্যার টোকেনে যে ডেট দেওয়া আছে ঠিক ওই ডেটে কি আমি পাসপোর্ট পাব। আগারগাঁও পাসপোর্ট অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি এখানে e passport check online নামের পাসপোর্ট চেকার দিয়ে পাসপোর্ট হয়েছি কি না তা চেক করতে পারবেন।
      আগারগঁও পাসপোর্ট অফিস ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।

      মুছুন
  12. স্যার আমার পাসপোর্টে হারিয়ে গেছে এবং বাবার নামে সংশোধনীয় ছিল এক মাস হয়েছে এনরোলমেন্ট ইন প্রসেস আছে পাসপোর্ট অফিসে যোগাযোগ করছি তারা বলছে সেন্টালে আটকে আছে এখন কি করনীয়
    এনরোলমেন্ট নাম্বার 4119-000036504

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটা পুলিশ তদন্ত হবে তার পরে প্রিন্টে যাবে। আপনার এলাকার পাসপোর্ট অফিসের AD স্যারের সাথে দেখা করে বুঝিয়ে বলেন। সাধারণত এনরোলমেন্ট এ ৭ দিনের বেশী আটকে থাকার কথা না। আপনার পাসপোর্ট অফিস ই এই সমস্যার সমাধান করতে পারবে।

      মুছুন
  13. আমার পসপোঠ রেনু পাশাপাশি সংশোধনী টাকা ছাবমিঠ করছে এখন ভেরিফিকেশনের জন্য আটকে থাকবে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পূর্বের পাসপোর্ট এ যদি কোন ভুল থাকে এবং সেই ভুল সংশোধন করা হচ্ছে এমন হলে কিছুদিন ব্যাকেন্ড ভেরিফিকেশনে আটকে থাকতে পারে। তবে চিন্তার কিছু নেই।

      মুছুন
  14. কোনো ব্যক্তির, বাবার জমি নেই + বাড়ি ও নেই এবং সে তার নানার বাড়িতে থেকে তাদের ঠিকানায় বড় হয়েছে, তাহলে তার স্থায়ী ঠিকানা কি হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি বাবা এবং মা একই সাথে ঐ বাড়িতে থাকে তবে স্থায়ী ঠিকানা হিসাবে আপনার নানার বাড়ি ব্যাবহার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে NID তে স্থায়ী ঠিকানা হিসাবে নানার বাড়ি উল্লেখ থাকবে।

      মুছুন
  15. আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্ট এপ্লিকেশন ক্যান্সেল করার জন্য আবেদন পত্রে কি লখতে হবে? বরাবর,
    সহকারী উপ-পরিচলক
    "আঞ্চলিক পাসপোর্ট অফিস" নাকি "বিভাগীয় পাসপোর্ট অফিস"।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বরাবর পরিচালক / বিভাগীয় পাসপোর্ট অফিস আগারগাঁও

      মুছুন
  16. amar parents er passport registration ti cancel korar jonno email e registration from attachment kore pathi ye si. akhon eta ki canceled hobe?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অফিসে এসে বাতিলের আবেদন জমা দিয়ে যেতে হবে। যে অফিসে আপনি আবেদন করেছেন।

      মুছুন
  17. How many times a passport information can be changed?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সংশোধনের সুযোগ থাকা পর্যন্ত করা যাবে। নির্দিষ্ট সংখ্যা সরকার উল্লেখ করেনি। তবে এখন সংশোধনের সুযোগ আছে তাই চাইলেও সংশোধন করতে পারবেন।

      মুছুন
  18. ভাইয়া আমিতো জন্মনিয়ন্ত্রণ কাগজ অনলাইন কইরা পেলছি এখন ১ বছর হইয়া গেছে এখন ভোট গেলে ওনারা কি Sheel বানানটা কে Shil এ পরিবর্তন করে দিতে পারবে আর ভাইয়া আমিতো আমার ভোটার আইডি কার্ড সংশোধন করতে দিছি যেমন বাবার নাম আশুতোষ এর তোষ সংশোধন করতে দিছি আজকে ২৫দিন হইছে ম্যাসেজ এখনো আসেনা এখন চাইয়া দেখি Sheel এই বানানটা ভুল এটা বানান হবে Shil এখন আমি কী করবো একটু বুঝাইয়া বললে ভালো হতো ভাইয়া এখন আমি কী করবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID সংশোধন করে তবেই পাসপোর্ট আবেদন করবেন।

      আপনাকে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দিতে বলেছিলাম। কমেন্ট করে এতো প্রশ্নের উত্তর দেওয়া যায় না।

      মুছুন
  19. আমার প্রথম যে পাসপোর্ট নিয়ে বিদেশ গিয়েছিলাম,ভিসা রেনু করার জন্য ওই পাসপোর্ট জমা দেই, কিন্তু পাসপোর্ট নম্বর অথবা পাসপোর্ট পাওয়ার আগেই আমি ট্রাভেল পাস নিয়ে দেশে চলি আসি কারন আমার নানা আসুস্থ ছিলো, আমার দেশে আসা দরকার ছিলো, এখন আমি আবার পাসপোর্ট করবো কিন্তু আমি প্রথম পাসপোর্ট এর নাম্বার জানি কিন্তু পরের টা জানি না এখন আমি কি করবো।অনুগ্রহ করে জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে পাসপোর্টের তথ্য আপনার কাছে নেই সেটার তথ্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করে তুলতে হবে। তার পরে ঐ তথ্য দিয়ে GD করতে হবে, ঐ GD র কপি দিয়ে হারানো পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করতে হবে।

      মুছুন
  20. উত্তরগুলি
    1. কিছু দিন অপেক্ষা করতে হবে। ব্যাকেন্ড থাকার পরে পাসপোর্ট প্রিন্টে যাবে।

      মুছুন
  21. When is the passport collection time at Agargaon passport office?

    উত্তরমুছুন
  22. আমার পাসপোর্টটিতে বয়স সংশোধন করতে চাচ্ছি, আবার NID কার্ডেও বয়সে ভুল আছে, তো আমি চাচ্ছি আগে পাসপোর্টটি সংশোধন করতে তারপর NID কার্ড সংশোধন করবো,,। এখন সে ক্ষেত্রে আমি আইডি কার্ড ছাড়াই কি আমি পাসপোর্ট বানাতে পারবো,,,?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার বয়স ২০ এর মধ্যে থাকে তবে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট বানাতে পারবেন। বয়স ২০+ হলে আগে NID সংশোধন করতে হবে।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন