পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে এবং ই পাসপোর্ট সংশোধন ফি

পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে এবং পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে

আগে MRP পাসপোর্টে ভুল থাকলেও তা সংশোধন করা যেতো না তবে ই পাসপোর্ট চালু হওয়ার পরে পূর্বের পাসপোর্টে থাকা ভুল এখন সংশোধনের সুযোগ দিয়ে পাসপোর্ট সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছে। প্রবাসী এবং দেশে বসবাসকারীদের মধ্যে এখন সচেতনতা বৃদ্ধি পেয়েছে ফলে পাসপোর্ট এর ভুল সংশোধনের পরিমাণ বেড়েছে।

পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে
পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে এবং ই পাসপোর্ট সংশোধন ফি

$ads={1}

আগে পাসপোর্টের ভুল সংশোধন করতে কোর্ট এফিডেফিট এর প্রয়োজন হতো। ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে পাসপোর্ট সংশোধনের সর্বশেষ প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে পাসপোর্ট সংশোধনে কোন প্রকার কোর্ট এফিডেফিট লাগবে না। তাই সুযোগ থাকতে থাকতে পাসপোর্ট সংশোধন করে নেওয়া উত্তম কাজ।

এক নজরে দেখে নিতে পারবেন, এই আর্টিকেল এ কি কি থাকছে।

{tocify} $title={Table of Contents}

পাসপোর্ট এ ভুল আছে কি না তা কি ভাবে বুঝবো?

আমরা মনে করি আমাদের পাসপোর্ট সঠিক আছে এবং কি ধরনের ভুল আছে তা নিয়ে খুজেও দেখি না, তাই যখন পাসপোর্ট এর আবেদন করতে যায় আর অফিস ভুল ধরে তখনই আমাদের মাথার টনক নড়ে। 

নিচে কিছু পয়েন্ট দিলাম যদি আপনার পাসপোর্ট টি তে এমন দেখতে পারেন তবে বুঝবেন ভুল আছে।

💨 বাচ্চাদের ক্ষেত্রেঃ

  1. বাবা মায়ের NID অনুযায়ী জন্মসনদের তাদের নামের বানান এলোমেলো থাকলে। ১ টি অক্ষর ভুল থাকলেও ভুল।
  1. পিতা মাতার NID তে MD / MST নেই কিন্ত সন্তানের জন্মসনদে আছে, সেটাও ভুল হিসাবে ধরা হবে।
  1. জন্মসনদ ডিজিটাল এবং ইংরেজি ভার্সনের হতে হবে।
  1. জন্মসনদ এর অনলাইন কপি চেক করে দেখতে হবে, ভুল আছে কি না। 

💨 প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেঃ

নিজ নামে ভুলঃ পূর্বের পাসপোর্ট এর সাথে বর্তমানে আপনার কাছে থাকা NID র ১০০% মিল আছে কি না চেক করুন। MD, MST, অথবা নামের টাইটেল মোল্লা'র যায়গা শিকদার, বিশ্বাসের যায়গা মন্ডল এমন আছে কি না।

  • অনেকে আগে জন্মসনদ দিয়ে পাসপোর্ট করেছে কিন্ত জন্মসনদ অনুযায়ী ভোটার হয়নি ফলে বর্তমানে NID এবং পাসপোর্ট এ নামে ভুল থেকে গেছে।

পিতা- মাতার নামে ভুলঃ এই ভুল হয়েছে ভোটার হওয়ার সময় পিতা মাতার NID অনুযায়ী নাম না দেওয়ার কারনে। অনেক সময় দেখা যায় ছেলের NID তে পিতার নাম গফুর মোল্লা ওদিকে পিতার NID তার নাম মোঃ গফুর রহমান। 

স্বামী / স্ত্রীর নামে ভুলঃ এই ধরনের ভুল থাকার সম্ভাবনা থাকে ৮০ ভাগ। কারন আগে MRP পাসপোর্ট করার সময় NID ডাটাবেইজ চেক করা হতো না। তাছাড়া ভোটার হওয়ার সময় স্বামীর বা স্ত্রীর NID তে থাকা নামের যায়গায় বাড়িতে যে ডাক নাম থাকে সেটাই এন্ট্রি করে নেওয়ার কারনে ভুল হয়ে গেছে জাতীয় পরিচয়পত্রে [ এটা চেক করতে NID কার্ড এর ডাটাবেজ চেক করুন]

জন্মস্থান ভুলঃ  অনেক সময় পাসপোর্ট যেখান থেকে করা হয়েছিলো সেটাই জন্মস্থান দিয়ে দেওয়া হয়েছে MRP পাসপোর্ট এ। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে এটাও বেশি ভুল হয়। কারন তাদের এক জেলা থেকে অন্য জেলায় বিয়ে হয়ে থাকে।

জন্মতারিখ ভুলঃ এই ভুল টা যতটা না পাসপোর্ট অফিসের ভুল তার চেয়ে পাসপোর্ট আবেদনকারীদের ইচ্ছা কৃত ভুল।

  • প্রথমে পাসপোর্ট করেছে জন্মসনদ দিয়ে পরে ভোটার হয়েছে আন্দাজে জন্মতারিখ দিয়ে।
  • জন্মসনদে বয়স করিয়ে অথবা বাড়িয়ে পাসপোর্ট করে দেশের বাইরে কাজ করতে গেছে। আবার দেশে এসে নিজের ইচ্ছা মতো ভোটার হয়েছে 
  • নির্বাচন অফিসের কিছু ভুল তো আছেই। কাজ করতে গিয়ে এমনও পেয়েছি বাবার থেকে ছেলে বড়ো হয়ে গেছে বয়সে।

ঠিকানা, পোস্ট, উপজেলা ভুলঃ MRP পাসপোর্ট এ যা ইচ্ছা তাই করা যেতো ফলে এমন ভুল অহরহ আছে।

বিঃদ্রঃ এমন অনেক ভুল থাকতে পারে আপনার পাসপোর্ট এ। হোক তা ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত। বর্তমানে ই পাসপোর্ট আবেদন করার সময় NID ডাটাবেইজ এবং বাচ্চাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন অনলাইন কপি চেক করে দেখতে ভুলবেন না।

পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে

পাসপোর্ট সংশোধন করতে লাগেঃ 

  1. পূর্বের পাসপোর্ট
  2. জাতীয় পরিচয়পত্র
  3. নাগরিক সনদ
  4. পেশা প্রমাণের সনদ
  5. সার্টিফিকেট ( যদি থাকে)
  6. আবেদনের সামারি কপি
  7. আবেদন কপি
  8. পেমেন্ট স্লিপ
  9. রি ইস্যু ফরম
  10. প্রতিজ্ঞাপত্র বা কমিটমেন্ট ফরম।

বিঃদ্রঃ অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা মায়ের NID এবং আবেদনকারীর BRC লাগে।

তবে প্রতিটি ভুলের জন্য আলাদা আলাদা ডকুমেন্টস লাগে তাই এই আর্টিকেল এ চেস্টা থাকবে ভুলের ধরন অনুযায়ী আলাদা আলাদা ডকুমেন্টস উল্লেখ করা।

নামে ভুল হলেঃ

  • প্রাপ্তবয়স্কদের নিজ নাম, পিতা- মাতা এবং স্ত্রীর নামের ভুল সংশোধন করতে জাতীয় পরিচয়পত্র, সার্টিফিকেট ( যদি থাকে), পূর্বের পাসপোর্ট, নাগরিক সনদ, পেশা প্রমানের সনদ, আবেদন কপি, পেমেন্ট স্লিপ, রি ইস্যু ফরম, প্রতিজ্ঞাপত্র বা কমিটমেন্ট ফরম লাগবে। 
  •  অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে উপরের ডকুমেন্ট সহ জন্মনিবন্ধন সনদ এবং পিতা মাতার NID বাধ্যতামূলক। তবে অবশ্যই পিতা মাতার NID তে তাদের নাম যে ভাবে লেখা আছে ঠিক সেই ভাবেই লেখা থাকতে হবে সন্তানের জন্মসনদে। 


বৈবাহিক অবস্থা পরিবর্তন হলেঃ

  1. অবিবাহিত থেকে বিবাহিত হলে, অর্থাৎ আগের পাসপোর্টে স্ত্রীর নাম দেওয়া ছিলো না এখন নতুন পাসপোর্টে স্ত্রীর নাম দিতে হলে বিবাহ প্রমাণের সনদ লাগবে। কাবিননামা, কোট ম্যারেজ সার্টিফিকেট, হিন্দুদের ক্ষেত্রে হিন্দু বিবাহ নিবন্ধন সনদ, অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে আলাদা আলাদা বৈবাহিক সনদ। 
  1. স্বামী অথবা স্ত্রীর বিচ্ছেদ হলে ডিভর্স পেপার লাগবে। যদি পাসপোর্টে স্বামী / স্ত্রীর নাম থাকে এবং ঐ স্বামী / স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায় তবে স্ত্রীর / স্বামীর নাম বাদ দিতে চাইলে ডিভর্স পেপারের ফটোকপি জমা দিতে হবে পাসপোর্ট আবেদনের সাথে। 
  1. মৃত স্বামী / স্ত্রীর নাম পাসপোর্ট থেকে বাদ দিতে চাইলে আবেদনের সাথে মৃত্যু সনদ এর ফটোকপি জমা দিতে হবে।
  1. পূর্বের স্বামী / স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়েছে এবং পাসপোর্ট থেকে পূর্বের স্ত্রী / স্বামীর নাম বাদ দিয়ে নতুন স্বামী / স্ত্রীর নাম দিতে চাইলে, একটি ডিভর্স পেপার এবং একটি কাবিননামা বা বিবাহ প্রমাণের ডকুমেন্টস লাগবে। 


( যে স্ত্রী / স্বামী'র সাথে বিচ্ছেদ হয়েছে সেটার ডিভর্স পেপার এবং নতুন বা বর্তমান স্ত্রী / স্বামীর কাবিননামা বা বিবাহ নিবন্ধন সনদ। )


পেশা পরিবর্তন হলেঃ

পূর্বের পাসপোর্ট আবেদনের সময় কি পেশা দেওয়া হয়েছিলো তা অনেকেই মনে থাকে না, এটা নিয়ে সাধারণ মানুষের চিন্তার কিছু নেই। আপনি বর্তমানে যে পেশায় আছেন তার ডকুমেন্ট দিলেই হবে।

  • যদি আপনি সরকারী চাকরী করতেন কিন্ত এখনে অবসরে আছেন এমন হলে PRL এর ডকুমেন্ট এর ফটোকপি পাসপোর্ট আবেদনের সাথে জমা দিবেন।
  • আগে ছাত্র ছিলেন বর্তমানে কোন প্রতিষ্ঠানে জব করেন ( বেসরকারি অথবা স্বায়ত্তশাসিত ) এমন হলে ঐ প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়ন বা NOC জমা দিবেন আবেদনের সাথে।
  • আগের পাসপোর্টে ছাত্র বা অন্য পেশা দেওয়া ছিলো এখন সরকারী চাকুরী করেন এমন হলে পাসপোর্ট রিনিউ করার সময় উক্ত অফিস যে মন্ত্রণালয়ের আন্ডারে সেখান থেকে GO / NOC নিতে হবে।


ঠিকানা সংশোধনের ক্ষেত্রেঃ

আবেদন কপির সাথে বিদ্যুৎ বিলের কাগজ / পানির বিলের কাগজ   এগুলো জমা দিলেই হবে।


পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে?

পাসপোর্ট সংশোধন করতে ৪,০২৫৳ টাকা থেকে ১৩,৮০০৳ টাকা লাগে। পাসপোর্ট সংশোধন ফি পাসপোর্ট এর ধরণ এবং কত দ্রুত পাসপোর্ট পেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে।

ই পাসপোর্ট সংশোধন ফি

৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট সংশোধন ফিঃ 

  •  নিয়মিতঃ ৪,০২৫ ৳ 
  • জরুরীঃ ৬,৩২৫ ৳
  • অতি জরুরীঃ ৮,৬২৫ ৳  

১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট সংশোধন ফিঃ 

  • নিয়মিতঃ ৫,৭৫০ ৳ 
  • জরুরীঃ ৮,০৫০ ৳
  • অতি জরুরীঃ ১০,৩৫০ ৳  


৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট সংশোধন ফিঃ 

  • নিয়মিতঃ ৬,৩২৫ ৳ 
  • জরুরীঃ ৮,৬২৫ ৳
  • অতি জরুরীঃ ১২,০৭৫ ৳ 


১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট সংশোধন ফিঃ 

  • নিয়মিতঃ ৮,০৫০ ৳ 
  • জরুরীঃ ১০,৩৫০ ৳
  • অতি জরুরীঃ ১৩,৮০০ ৳  


পাসপোর্ট ডেলিভারি সময়ঃ 

সরকারী নিয়ম অনুসারে নিয়মিত পাসপোর্ট ২১ কর্ম দিবসে, জরুরী পাসপোর্ট ৭ কর্ম দিবসে এবং অতি জরুরী পাসপোর্ট ৩ কর্ম দিবসে ডেলিভারি দেওয়া হয়। 

তবে আবেদনে কোন প্রকার ভুল থাকলে  এবং প্রিন্টির এ অনেক বেশী সিরিয়াল থাকলে পাসপোর্ট ডেলিভারি দেরি হয়।


উপরে দেওয়া তথ্যের মধ্যে যদি আপনার পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগবে তা বুঝতে না পারেন এবং ই পাসপোর্ট সংশোধন ফি অথবা পাসপোর্টের পৃষ্ঠা সম্পর্কে কোন প্রশ্ন থাকে তবে দ্বিধা না করে নিচে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব দ্রুত সময়ে আপনার প্রশ্নের উত্তর দিতে।

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢

epassport-bd.com

201 মন্তব্যসমূহ

  1. Ager MRP passport e father's name vul chilo. e passport er application er somoy name change kore thik kora hoyeche NID onuzayi and Commitment form newa hoyeche. e passport fee 5750tk dewa hoyeche. e chara ki r kono fee lagbe? ba passport ber hote kono somossa hobe??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না আর কোন সমস্যা হবে না এবং ৫৭৫০ টাকা ফি ছাড়া অতিরিক্ত টাকা কোথাও দেওয়া লাগবে না।

      মুছুন
    2. আমার পাসপোর্ট আগে করা হইছে 2019 সালে কিন্তু আমার নামে না অন্য আরেক জনের নাম দিয়ে ।।।আর সব ঠিক আছে শুধু আমার জায়গায় অন্য আরেক জনের নাম ।।এটি ঠিক করতে কী কী লাগবে আর কত টাকা লাগবে

      মুছুন
    3. NID card, পূর্বের পাসপোর্ট, পেশা প্রমানের সনদ, নাগরিক সনদ, সার্টিফিকেট যদি থাকে, ১০ বছর মেয়েদী পাসপোর্ট ৫৭৫০ টা ফি।

      আবেদন অফিসে জমা দিলে।একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিবেন সাথে, যা অফিসে থেকেই দেবে।

      আপনার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু নাম সংশোধন হবে।

      মুছুন
  2. NID & SSC জন্ম সাল১৯৯৪ কিন্ত পাসপোর্টের জন্ম সাল১৯৮৮। ৬ বছরের অমিল রয়েছে, এখন আমি পাসপোর্ট সংশোধন করতে চাই। সংশোধন করতে আমার কি কি লাগবে আর কতো টাকা ফি দিতে হবে, জানতে চাই?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID, সার্টিফিকেট, পেশা প্রমাণের সনদ, নাগরিক সনদ, অনলাইনে আবেদন ফরম, পাসপোর্ট ফি প্রদানের স্লিপ, রি ইস্যু ফরম, প্রতিজ্ঞাপত্র। ( কত বছরের পাসপোর্ট করবেন তার উপর নির্ভর করবে খরচ) পাসপোর্ট ফি বাদে অন্য কোন খরচ নেই।

      মুছুন
    2. আমি পাসপোর্ট করতে দিয়েছি 26/02/23/ আমার পাসপোর্ট দেয়ার কথা ছিলো 20/03/23/তারিখে, কিন্তু 01/04/23/ তারিখ হইয়ে গেলো আমি এখনো পাসপোর্ট হাতে পাই নি,pending in printing লেখা। প্লিজ রিপ্লাই।

      মুছুন
    3. স্বপ্ন, আপনার পাসপোর্ট প্রিন্টিং এ আছে। আগামী ৭ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  3. Amar passport pura nam baba nam boyas poribertan krti chai ducoment ki lagbi

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ NID অনুযায়ী ই পাসপোর্ট আবেদন
      ২ NID ফোট কপি
      ৩ নাগরিক সনদ
      ৪ পেশা প্রমানের সনদ
      ৫ সার্টিফিকেট যদি থাকে
      ৬ রি ইস্যু আবেদন
      ৭ প্রতিজ্ঞা পত্র

      মুছুন
  4. ১) আমি ২০২১ সালে একটি ই পাসপোর্ট করি, যা সঠিক বয়স ছিলো ১৪-০৯-২০০৫, কিন্তু ভুল ক্রমে ঐ ২০০৫ এর জায়গায় ২০০৩ পিন্ট হয়ে গেছে, এখন এটার করনীয় কী?
    ২) এটি ভুল সংশোধন করতে কী কী কাগজ প্রয়োজন হবে, এবং কতোদিন সময় লাগবে পাসপোর্ট হাতে পেতে?
    ৩) এটি সংশোধন করতে আমাকে কী আবার নতুন করে হাতের চাপ বা চোখের ইস্কীন করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ ই পাসপোর্টে থাকা ভুল সংশোধন করা যাবে
      ২ NID, সার্টিফিকেট ( যদি থাকে), পেশা সনদ, নাগরিক সনদ, অনলাইন আবেদন, পেমেন্ট স্লিপ, রি ইস্যু ফরমে আবেদন, প্রতিজ্ঞা পত্র
      ৩ জী নতুন করে সব কিছুই দেওয়া লাগবে।
      ৪ পাসপোর্ট পেতে ১/২ মাস সময় লাগতে পারে যেহেতু বয়স সংশোধন হচ্ছে।
      *** পুলিশ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনাও থাকবে আপনার জন্য।

      মুছুন
  5. আমার জন্ম তারিখ 1980.কিন্তু পাসপোর্টের জন্ম তারিখ1990.আমি এখন ই পাসপোর্ট করতে চাই।কোন সুযোগ আছে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, এখন পাসপোর্ট NID অনুযায়ী সংশোধন করা যাচ্ছে।

      মুছুন
  6. Bhai Ami MRP theke E -passport e covert korchi but tar sathe amar duita information change hobe, sheta holo permanent address and amar profession. karon amar present address tai ekhon amar parmanent address and profession change hoise.

    So what is the reason for your passport request ai menu theke ami konta choose korbo? Conversion to EPP naki DATA change? Karon amar main reason to ashole conversion to E-passport r sathe just amar present address ta ami permanent address hishabe dekhate chachi r profession ta change hoise. Jei information 2 ta change hobe sheta ami already e passport er form fill up er somoi likhe disi. ekhon duita reason to eksathe select kora jaina.

    I have already collected nationality certificate and proof of profession documents.

    amar Passport er date ekhono 1 year baki ase. Ami conversion to E passport select korsi. is it ok?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী ঠিক আছে। যেহেতু পাসপোর্টের মেয়াদ আছে সেহেতু conversion to E passport দেন।

      মুছুন
  7. আমার Nid বয়স 01/01/1999 আর পাসপোর্ট এর বয়স 01/05/1998 এই সমস্যা সমাধান করতে কি করতে হবে ও কত টাকা খরচ হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/ ৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়েদী পাসপোর্ট নিলে ৫৭৫০ টাকা লাগবে।
      ২/ আবেদনের অন্য সকল ডকুমেন্টস এর সাথে একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিবেন।

      মোট খরচ ৬০০০/৬৩০০ হবে।

      মুছুন
  8. আমার মেয়ের ই পাসপোর্ট করেছিলাম কিন্তু ওর পাসপোর্ট এ আমাদের নামের আগে md r mst ভুল করে দেওয়া হয়েছে,। এখন সংশোধন করতে কী মেয়ের জন্ম নিবন্ধন বাংলাটা অনলাইন থাকা লাগবে? নাকি শুধু ইংরেজি টা হলে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ইংরেজি ভার্সনের জন্মসনদ লাগবে এবং তার জন্মসনদের সাথে পিতা মাতা'র নাম ১০০% মিল থাকতে হবে। তবেই আপনি ই পাসপোর্ট সংশোধন করতে পারবেন।

      মুছুন
  9. আমার ছোট ভাই এর ই-পাসপোট এ সুধু মা এর NID দিয়েছি , বাবা মৃত এই জন্য বাবার NID দেইনি, এবং আমার ছোট ভাই এর NID ও জন্ম সনদ নং ২ টাই দিয়েছি এতে কি কোন সমস্যা হবে ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID নাম্বার দিলে আর জন্মসনদ নাম্বার দেওয়ার যায়গা থাকে না। আপনি কি ভাবে জন্মসনদ এবং NID এর নাম্বার দিলেন।

      মায়ের NID দিয়েছে পিতার NID দেননি কারন পিতা মৃত। এতে কোন সমস্যা নেই।

      মুছুন
    2. ভাই আমি কাতারে আছি আমার নাম পিতার নাম বয়স ভুল আছে আমি কি সংশোধন করতে পারবো আমি পাসপোর্ট করেছিলাম ২০১২সালে

      মুছুন
    3. কাতারে এম্বাসি তে যোগাযোগ করেন ভাই। ই পাসপোর্ট করার সময় ভুল সংশোধন করা যায় তবে সময় লাগে অনেক। তাছাড়া যে দেশে আপনি আছেন সেখানে পাসপোর্ট সংশোধন করলে কোন সমস্যা হবে কি না তা জেনে নিবেন। কারন কাতারের কিছু ডকুমেন্টস আছে যা আপনার পাসপোর্ট অনুযায়ী। সেটা আবার সংশোধন কারতে হবে আপনাকে।

      মুছুন
  10. আমি বর্তমানে দুবাইতে আছি। আমার পাসপোর্টের জন্ম দেওয়া আছে ১১/১২/১৯৯৫ কিন্তু আমার জন্ম সাল ১১/১২/১৯৯৮ এটা আমার নিবন্ধন এবং সার্টিফিকেটে ও আছে। এখন আমার পাসপোর্ট কিভাবে সংশোধন করবো🥰

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. *** আগে নিশ্চিত হয়ে নেন যে দুবাইয়ে পাসপোর্ট সংশোধন করলে ভিসা তে কোন সমস্যা হবে না।

      পাসপোর্ট সংশোধন করতে NID লাগবে, NID তে সঠিক বয়স থাকলে আবেদনের সাথে NID এবং সার্টিফিকেটের কপি জমা দিবেন। সাথে ১টি রি ইস্যু ফরম এবং ১ টি প্রতিজ্ঞা পত্র জমা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

      মুছুন
  11. আমার পাসপোর্ট আমার নামের অক্ষর একটি ভুল আছে, বাবার নামের অক্ষর একটি আছে, বয়স পাঁচ বছর বেশি আছে এখন সংশোধন করতে কি কি কাগজ পএ লাগতে পারে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে সেই ডকুমেন্ট এর লিস্ট উপরে দেওয়া আছে। অনুগ্রহ করে পড়ে নিবেন।

      মুছুন
  12. স্যার আমার ভাই একটা পাসপোর্ট করছিল সেই পাসপোর্ট হারিয়ে যায় এখন নতুন পাসপোর্ট করতে চায় কিন্ত বর্তমান আইডির সাথে তার নাম মাতার আইডি পিতার আইডি বয়স কোন টার মিল নেই কিভাবে জিডি করব কিভাবে নতুন বই করবো জানাবেন স্যার

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হারিয়ে যাওয়া পাসপোর্টের কপি দিয়ে এবং NID কার্ডের কপি দিয়ে অনলাইন GD করবেন। GD শেষে বর্তমানের NID অনুযায়ী অনলাইনে আবেদন করবেন। পূর্বের পাসপোর্ট আছে কি না এমন একটা জায়গা আছে আবেদন ফরমে সেখানে পাসপোর্ট হারিয়ে গেছে এবং GD নাম্বার সহ বাকি তথ্য দিবেন।
      আবেদন শেষে নিচের ডকুমেন্ট গুলো গুছিয়ে অফিসে জমা দিবেন।
      ১ আবেদন কপি
      ২ পাসপোর্ট ফি প্রদনের স্লিপ
      ৩ NID এর কপি
      ৪ সার্টিফিকেট ( যদি থাকে)
      ৫ নাগরিক সনদ
      ৬ পেশা প্রমাণের সনদ
      ৭ রি ইস্যু ফরম
      ৮ প্রতিজ্ঞা পত্র
      ৯ বিবাহিত হলে কাবিন নামার ফটো কপি
      ১০ অনলাইন GD এর কপি

      মুছুন
  13. Amar id card e babar nam ache Abdus samad sheikh... Kintu babar id card e only Abdus samad.. Amar baba mara gechen... Akhon ami ki passport korte parbo?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ পারবেন। আপনার NID তে পিতার নাম যে-ভাবে লেখা আছে সেই ভাবেই ই পাসপোর্ট আবেদনে লিখবেন।

      মুছুন
  14. আমার পাসপোর্ট এ নামের দুটি অংশে Surname (বংশগত নাম) : এইখানে আমি আমার ফুল নাম দিয়েছি,,,,,, এবং Give name প্রদও নামের অংশে কোন নাম দেই না ই,,,,,,এর কারনে কী বিদেশে যেতে কোন সম্যসার সম্মুখীন হতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সমস্যা হতে পারে।

      তবে আমি ১০০% নিসচিত না। যারা ম্যান পাওয়ারের কাজ করে তাদের সাথে কথা বলেন।

      মুছুন
  15. Amr ful paasport i problem babar nam mayer nam amr am r boyos thikana thik ase akhon ami kivabe shongsodhon korte pari?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বর্তমানে আপনার স্মার্ট NID অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন করেন। আবেদনের অন্য সকল ডকুমেন্টস এর সাথে একটি রি ইস্যু ফরম এবং একটি প্রতিজ্ঞা পত্র জমা দিলেই পাসপোর্ট সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  16. আমার এম আর প পাসপোর্ট এ ওয়াইফ এর নামে ভুল আছে। এখন আমি ই পাসপোর্ট করতে চাচ্ছি। এজন্য ভুল সংশোধন করে ফরম ফিলাপ করলে এর সাথে আর কি কি লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/কাবিননামা এবং স্ত্রীর NID এর ফটোকপি।

      পরামর্শ: ১/আবেদন এর সময় নিজের NID কার্ডের ডাটাবেইজ চেক করে নিবেন সেখানে স্ত্রীর নাম আছে কি না। NID তে স্ত্রীর নাম যে ভাবে থাকে সেই ভাবেই আবেদন করবেন। সে ক্ষেত্রে উপরের ডকুমেন্টস দুইটি লাগবে না।

      পরামর্শ: ২/ NID তে স্ত্রীর নাম না থাকলে উপরের দুইটা ডকুমেন্টস লাগবেই।

      সর্বশেষ যে কোন প্রকার সংশোধন এর ক্ষেত্রে রি ইস্যু ফরম এবং প্রতিজ্ঞাপত্র নামে দুইটা ডকুমেন্টস অতিরিক্ত জমা দিতে হয়, যা পাসপোর্ট অফিস থেকে দেবে।

      মুছুন
  17. আস সালামু আলাইকুম ভাই....আমি প্রথমে আমার জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছি....সেখানে নাম দেওয়া ছিল- মো ইলিয়াস আলী মন্ডল...পিতার নাম- মো জহির উদ্দিন...মাতার নাম.. মোসা হাতমতারা বিবি
    কিন্তু পরে দেখি যে, আমার সার্টিফিকেটে নাম দেওয়া আছে - ইলিয়াস আলী.. পিতার নাম...জহির উদ্দিন
    মাতার নাম...হাসমতারা বিবি...
    এখন আমি চাই আমার পাসপোর্ট সার্টিফিকেট অনুযায়ী পরিবর্তন করতে...
    .... এক্ষেত্রে আমাকে কি করা লাগবে?
    আর কত টাকা লাগবে?
    একটু জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID এবং সার্টিফিকেট ১০০% মিল থাকতে হবে। ঠিক থাকলে NID বা সার্টিফিকেট অনুযায়ী রি ইস্যু আবেদন করেন অনলাইনে। আবেদনের কপি, পূর্বের পাসপোর্ট, সার্টিফিকেট, NID সহ অন্য ডকুমেন্ট অফিসে জমা দিবেন। ( রি ইস্যু ফরম, প্রতিজ্ঞাপত্র নামে দুইটি ফরম অফিস থেকে দেবে সেটা পূরণ করে ঐ সাথে জমা দিবেন)
      ১০ বছর মেয়াদী ২১ দিনে ডেলিভারি নিতে খরচ হবে ৫,৭৫০ টাকা

      মুছুন
  18. ৬ বছরের উপরে ও সাত বছরের নিচে এমন বয়সের বাচ্চার বায়োমেট্রিক ডাটা নেওয়ার সময় বাচ্চার হাতে ইলেকট্রনিক সিগনেচার নেওয়া হয় কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি সিগনেচার দিতে পারে তবে নেওয়া হয়। অনেক সময় শুধু ফিংগার নেওয়া হয়।

      মুছুন
  19. আসসালামু ওয়া আলাইকুম,, স্যার,, আমার,, NID তে,,জন্মস্থান,,, শেরপুর,,,, আর,, পাসপোর্টে,, জন্মস্থান, জামালপুর,,, এতে,, কোন সমস্যা হবে কি?দয়া করে,, রিপ্লাই দিবেন,,,।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী সমস্যা হবে। নতুন করে যখন পাসপোর্ট আবেদন করেন তখন জন্মস্থান NID তে যেমন দেওয়া তেমন করে নিবেন। ( যদি NID ভুল থাকে তাহলে NID তে থাকা ভুল সংশোধন করে নিবেন)

      মুছুন
  20. আমার MRP পার্সপোটে নামে ভূল আছে। এখন সংশোধন করার সময় কি সরাসরি ই-পাসপোর্ট এর জন্য আবেদন করা যাবে? নাকি আগে MRP সংশোধন করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ই পাসপোর্টে আবেদন করবেন। আবেদনের সময় MRP তে যে ভুল আছে তা NID অনুযায়ী সঠিক ভাবে আবেদন করবেন, এ ভাবে নির্ভুল MRP থেকে e passport পেয়ে যাবেন ।

      মুছুন
  21. ভাই
    আমি ওয়াজেদ,আমার বাসা দিনাজপুর,
    আমি২০০৯তে বিদেশ যাওয়ার জন্য, পাসপোর্ট বানাই তবে তখন আমার বিদেশে যাওয়ার বয়স হয়নাই,তাই তখন বয়স বেসি করে দিয়ে বানাইসি কিন্তু পরে যাওয়া হইনাই।তখন বয়স দেয়া ছিল ০১/০১/১৯৮৭ পরে আইডি কার্ড বয়স ১০/০৫/১৯৯৫এখন আমার বড় ভাই খুব অসুস্থ মাদ্রাজ যেতে হবে। তাই অনলাইনের আবেদন সকল পেপার নিয়ে আক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী পাসপোর্ট আবেদন করেন এবং অবশ্যই পুরো পাসপোর্ট এর কথা আবেদনে উল্লেখ করবেন।

      মুছুন
  22. Age vul bosoto hoye gese১০/০২/১৯৮৭ R akhon id card onujayi 10/05/1995 joruri vabe korte chai ki ki pepars lagbe r kotodin time lagbe R koto taka lagbe.....akjon 30 hazar chaise apni janaben plz.....

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বয়স সংশোধন এর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশ রিপোর্ট পজিটিভ এলেই পাসপোর্ট প্রিন্টে যাবে। এ সকল পাসপোর্ট পেতে ২/৩ মাসও লেগে যেতে পারে।
      সরকারি খরচ তো অল্প সেটা বাদে নিয়ম অনুযায়ী আর কোন খরচ নেই। তবে আপনি লোক ধরে কাজ করলে টাকা খরচ হবে বেশি।

      আবেদন এর সাথে জমা দিবেন।
      ১ আবেদন পত্রের প্রিন্ট কপি
      ২ NID
      ৩ সার্টিফিকেট (যদি থাকে)
      ৪ নাগরিক সনদ
      ৫ পেশা প্রমানের সনদ
      ৬ ফি প্রদানের স্লিপ
      ৭ রি ইস্যু ফরম
      ৮ প্রতিজ্ঞা পত্র

      মুছুন
  23. আমার পুরাতন পাসপোর্ট এ বাবার নাম আলমগীর কবির, মা নাম কোহিনুর বেগম।
    ই পাসপোর্ট করা হয়েছে বাবা নাম: আলমগীর হাওলাদার ও মা নাম: কোহিনুর
    এখন আমার কি কি কাজ করতে হবে।
    দয়া করে আমাকে একটু জানাবেন।

    ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অন্য সকল ডকুমেন্টস এর সাথে একটি প্রতিজ্ঞা পত্র এবং রি ইস্যু ফরম জমা দিবেন। সার্টিফিকেট থাকলে সেটার ফটোকপি জমা দিবেন।

      মুছুন
  24. আমার NID crd এর সাথে মার নামে ভুল মার নাম হল বিনা রানি mrp Passpot আছে বিভা রানি আর আমার জন্ম জন্ম সাল ১৯৯৫এটাও ভুল nid crd আছে 2001 এটাকে কিভাবে সংশোধন করব একটু জানাবেন দয়া করে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID অনুযায়ী আবেদন করবেন। মায়ের নাম এবং জন্ম সাল NID তে যে ভাবে আছে সেই ভাবেই ই পাসপোর্ট আবেদনে লিখবেন। আবেদন জমা দেওয়ার সময় নিচের ডকুমেন্টস গুলো সাথে নিবেন
      ১ অনলাইন আবেদন ফরম
      ২ পেমেন্ট স্লিপ
      ৩ NID
      ৪ MRP পাসপোর্ট
      ৫ নাগরিক সনদ
      ৬ পেশা প্রমাণের সনদ
      ৭ প্রতিজ্ঞা পত্র ( অফিস থেকে দেবে)
      ৮ রি ইস্যু ফরম ( অফিস থেকে দেবে)
      ৯ সার্টিফিকেট ( যদি থাকে NID অনুযায়ী থাকলে ফটোকপি জমা দিবেন )

      মুছুন
  25. আমার এনাআইডির সাথে বাবার এনাআইডির নামের "মোঃ" এর পার্থক্য। অামার অাইডিতে অাছে, কিন্তু ওনার অাইডিতে নেই। অামার পাসপোর্ট অামার অাইডির সাথে মিল অাছে। এখন কি এটা সংশোধন করতে হবে? নাকি না করলেও কোন সমস্যা হবে না???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID এবং পাসপোর্টের মধ্যে যদি মিল থাকে তাহলে কোন সংশোধন করা লাগবে না। শুধু রি ইস্যু আবেদন করলেই হবে।

      মুছুন
  26. আগের এমআরপি পাসপোর্ট এর মেয়াদ শেষ সেজন্য নতুন করে রিনিউ এবং কিছু ভুল সংশোধন করতে চাই। এই দুইটাই কি একসাথে করা সম্ভব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ সম্ভব, দেশের মধ্যে থেকে MRP পাসপোর্ট এখন আর ইস্যু হচ্ছে না। আপনি এখন MRP to e Passport করতে পারবেন এবং ই পাসপোর্ট করার সময় আগের MRP পাসপোর্টে যে ভুল আছে তা সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  27. ভাই আমার ই পাসপোর্ট ঠিকানা
    iNd সাথে মিল নেই এখন সংশোধন করলে কি ই পাসপোর্ট এর আগের নাম্বার পরিবর্তন হবে মানে আগে যে সিরিয়াল নাম্বার ছিলো সেটা থাকবে নাকি নতুন ই পাসপোর্ট দিবে প্লিজ জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট সংশোধন করলে নতুন নাম্বার হবে। অর্থাৎ পাসপোর্ট নাম্বার চেঞ্জ হয়ে যাবে।

      মুছুন
  28. আমার ই পাসপোর্ট এ বয়স কম দেওয়া আছে এখন আমি পাসপোর্টটার বয়স বাডাতে চাচ্ছি এক্ষেত্রে জরুরি ভাবে করতে চাইলে আমার কতদিন সময় লাগতে পারে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট সংশোধন এর ক্ষেত্রে সময় লাগে। কোন কোন সময় ১/২ মাস লাগে যায়।
      সার্টিফিকেট থাকলে ১৫/২৫ দিনে সংশোধন সম্ভব।

      মুছুন
  29. আমি ই পাসপোর্ট করেছি 2 মাস আগে এখন পেশা পরিবতন করবো কিভাবে আর ফি কত টাকা লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. e passport to e passport রি ইস্যু করতে হবে। খরচ ১০ বছর মেয়েদী ৪৮ পৃষ্ঠায় রেগুলার ডেলিভারি নিলে ৫৭৫০ টাকা খরচ হবে এবং একই বই জরুরি নিলে ৮,০৫০ টাকা খরচ হবে।

      কাজ টা করর আগে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করে নিবেন।

      মুছুন
  30. আমি দুই মাস আগে পাসপোর্ট করি কিন্তু ভুলবশত বৈবাহিক অবস্থার তথ্য এড করিনি, এখন তথ্য সংশোধন করতে চাচ্ছি। ফি কোথায় জমা করতে হবে বা রি ইস্যু ফর্ম কি পূরণ করে সরাসরি অফিসে যেতে হবে একটু জানাবেন কি ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আবেদনে বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে চান তবে আগের আবেদন টি বাতিল করে নতুন করে স্বামী/স্ত্রীর নাম দিয়ে আবেদন করেন।

      পাসপোর্ট ফি জমা দিবেন যে কোন ব্যাংকে।।
      আগে থাকা পাসপোর্ট থেকে কোন প্রকার তথ্য নতুন পাসপোর্ট করার সময় সংশোধন হলে একটি রি ইস্যু ফর্ম অফিস থেকে দিবে সেটাই পূরণ করে দিবেন।

      মুছুন
  31. আবেদন নয় আমি ই পাসপোর্ট করেছি এখন বৈবাহিক অবস্থার তথ্য এড করতে চাচ্ছি সেক্ষেত্রে এখন কিভাবে কি করতে হবে জানতে চাচ্ছিলাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. e passport to e passport রি ইস্যু করেন। বৈবাহিক অবস্থা পরিবর্তনের জন্য বৈবাহিক প্রমাণের ডকুমেন্ট জমা দিবেন ( কাবিন নামা, ম্যারেজ সার্টিফিকেট ) । অফিস থেকে রি ইস্যু ফরম দিলে সেটা পূরণ করে দিবেন। ( এই সমস্যার জন্য নতুন পাসপোর্ট করা যাবে কি না সেটা আপনার এলাকার পাসপোর্ট অফিসে কথা বলে নিবেন, আগে টাকা জমা দিবেন না। অফিস থেকে সবুজ সংকেত পেলে আবেদন জমা দিবেন)

      মুছুন
  32. আমার স্ত্রীর নামে ভুল আছে আমি একজন প্রবাসী

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার NID কার্ডের ডাটাবেইজ এ স্ত্রীর নাম থাকে তাহলে সেই অনুসারে MRP থেকে ই পাসপোর্ট করার সময় সংশোধন করে নেওয়া যাবে। কোন সমস্যা হবে না।

      আর যদি NID তে স্ত্রীর নাম না থাকে তবে এম্বাসি থেকে পাসপোর্ট করার সময়।
      সংশোধন করতে পারবেন না। কারন সংশোধন করার সময় বিবাহের সনদ বা কাবিননামা লাগবে।

      মুছুন
  33. আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হবে জানুয়ারি ২৪। পাসপোর্টে জন্মসাল ১৯৯৭।আর এন আই ডি তে ২০০০। পাসপোর্টে শুধু ১৯৯৭ কে ২০০০ করতে হবে। এখন ১০ বছর মেয়াদে ই পাসপোর্ট (সংশোধন সহ) কত টাকা লাগবে এবং কোথায় যোগাযোগ করব অফিসে, নাকি কোন মাধ্যমের কাছে? জানালে উপকৃত হব ভাইয়া।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১০ বছর মেয়েদী সাধারণত ডেলিভারিতে পাসপোর্ট ফি ৫,৭৫০ টাকা। অনলাইনে আবেদন করতে এবং ডকুমেন্টস ফটোকপি করতে ২/৩ শত টাকা। আর কোন খরচ নেই।

      কোন মাধ্যমে যোগাযোগ করার দরকার নেই, সরাসরি আপনার এলাকায় যে পাসপোর্ট অফিস আছে সেখানে যোগাযোগ করেন।

      মুছুন
  34. ভাই পাসপোর্টের শুধু পুরো নাম পরিবর্তন করতে দিয়েছি। পরের দিন মেসেজ এসেছে sent for rework/correction contact your regional passport office. প্রায় একমাস হয়ে গেছে পরিবর্তন হয় নাই। দালাল বলতেছে police verification report আসলে ঠিক হয়ে যাবে। আরও বলতেছে তথ‍্য পরিবর্তন জনিত police verification এর জন্য পাঠালে লোকাল পাসপোর্ট অফিস অনলাইন status (sent for police clearence) এ দেখাবে না। এটা কি সত্যি? পাসপোর্ট অফিসে কার সাথে দেখা করলে সত্যি টা জানতে পারব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এমন সমস্যার জন্য স্ট্যাটাস enrolment in process এ থাকে। sent for rework অর্থ কোন ভুল বা সমস্যা আছে। পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। AD স্যারের রুমের পাশে একজন অফিসার বসে তার সাথে কথা বলেন। সমাধান হয়ে যাবে।

      মুছুন
  35. আমার আইডি কার্ড এ আছে আবদুল আউয়াল আর পাসপোর্ট এ আছে আবদুল আউয়াল মিলন।এখন আমার ই-পাসপোর্ট করতে নাম সংশদন করা লাগবে।।কি কি কাগজ লাগবে আর খরচ কত পড়বে।।ভাই একটু জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী যেভাবে নাম দেওয়া সেই ভাবে ই পাসপোর্ট এর রি ইস্যু আবেদন করবেন।
      কাগজ লাগবে:
      NID
      MRP পাসপোর্ট
      নাগরিক সনদ
      পেশা প্রমানের সনদ
      অনলাইন আবেদন কপি
      ফি প্রদানের স্লিপ
      রি ইস্যু ফর্ম (অফিস থেকে দেবে তা পূরণ করে দিবেন)

      ১০ বছর মেয়েদী পাসপোর্ট ফি ৫৭৫০ সাধারণ ডেলিভারি, জরুরি ৮০৫০ টাকা।

      মুছুন
  36. আমার মায়ের নাম ভুল হয়ছে এখন আমি কি করবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোথায় ভুল হয়েছে? তা বিস্তারিত ভাবে বলেন, তা না হলে আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো না।

      মুছুন
  37. আমি ২০১৬ সালে জন্মকার্ড দিয়ে পাসপোর্ট করেছিলাম, কিন্ত এখন আমার NIDকার্ড অনুযায়ি কোন মিল নাই পাসপোর্টের সাথে , এখন কি আমি NID কার্ড অনুযায়ি পাসপোর্ট করতে পারবো প্লিজ পরামর্শ দিবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MRO to E passport রি ইস্যু করার সময় অবশ্যই NID দিয়ে করবেন, যেহেতু আপনার NID আছে। সরকার পাসপোর্টে থাকা ভুল সংশোধন এর সুযোগ দিয়েছে তাই চিন্তা করার কিছু নেই। ভুল করে পূর্বের MRP পাসপোর্ট থাকার কথা গোপন করে NID দিয়ে ই পাসপোর্ট আবেদন করবেন না, তাহলে বিপদের শেষ থাকবে না।

      মুছুন
  38. আমার আবেদন ফ্রম জমা দেয়ার পর আমার স্থায়ী ঠিকানা থেকে ভেরিফাই এর জন্য কল দিয়ে ভেরিফাই করা হয়েছে কিন্তু এখনো আমার বর্তমান ঠিকানা থেকে ভেরিফাই এর জন্য কল দেয়া হয় নি। আমার স্থায়ী ঠিকানা থেকে ভেরিফাই করা হয়েছে প্রায় ২ সপ্তাহ পূর্বে । এখন আমার করণীয় কি কাইন্ডলি জনাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বর্তমান ঠিকানার আন্ডের থানায় গিয়ে নিজেই যোগাযোগ করতে পারেন আপনি। অথবা অপেক্ষা করেন ফোন না দেওয়া পর্যন্ত।

      মুছুন
  39. ২০১৪ সালে আমি একটি পাসপোর্ট করে ছিলাম উক্ত পাসপোর্টের নাম পিতা মাতা বয়স ইত্যাদির শহিদ আমার বতমান এন আইডি কার্ডের মিল নাই উক্ত পাসপোর্টের মেয়াদ নাই,,বতমানে নতুন পাসপোর্ট করা যাবে কেন,, আর করা গেলে বিধি মোতাবেক কি কি দরকার

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বর্তমান ই পাসপোর্ট আবেদন করবেন আপনার NID অনুযায়ী। আবেদন এর মধ্যে আগের MRP পাসপোর্ট এর তথ্য দিবেন। আগের পাসপোর্ট এর তথ্য গোপন করলে আর পাসপোর্ট পাবেন না।

      যেহেতু আগের MRP পাসপোর্ট এর সাথে আপনার NID কার্ডের তথ্যের ভুল আছে সেহেতু ই পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সময় অফিস থেকে একটা প্রতিজ্ঞাপত্র দেবে সেটা পূরণ করে জমা দিবেন।

      মুছুন
  40. বর্তমানে আমার পাসপোর্টে নাম mohim deb nath কিন্তু বর্তমানে এনআইডিতে mohim debnath(space nai) আছে,,,profession চেঞ্জ হবে.... renew korle ki varification hobe??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, আপনার জন্য পুলিশ ভেরিফিকেশন হবে না আশা করি। এতো অল্প ভুলের সংশোধন করতে পুলিশ তদন্ত প্রয়োজন হয় না।

      মুছুন
  41. আমি একজন স্টুডেন্ট। আমি পাসপোর্ট আবেদন করতে চাচ্ছি। এক্ষেত্রে আমি পেশা সনদ কি দেখাব বা কিভাবে দেখাব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সর্বশেষ সার্টিফিকেট এবং স্কুল অথবা কলেজ ID কার্ড। ID কার্ড না থাকলে স্কুল বা কলেজের প্রত্যয়ন পত্র।

      মুছুন
  42. Amar nid card onujayi amr boyos 1 bosor vul abong ma o Babar name a akta word vul eta amr kno somossa Hobe.
    Ami already sokol kagoj joma diyese but oneke bolce apnr police verification asbe na apni passport paite onk late Hobe akokhn ki korbo but samner masei amr passport delevery deyar date eta ki amr ki ar kichu koronio ase

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার বর্তমান পাসপোর্ট আবেদন কি অবস্থায় আছে জানতে পারলে উত্তর দিতে আরো সুবিধা হতো। চিন্তা করবেন না ভাই এতো টুকু সমস্যার জন্য পাসপোর্ট আটকে থাকবে না। তবে হ্যাঁ, বর্তমানে ভুল সংশোধনের জন্য পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সকল ডকুমেন্টস সঠিক হলে আপনি পাসপোর্ট পাবেন। আপনার ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ সহ আমাদের ফেসবুকে ম্যাসেজ করেন। আমি চেষ্টা করবো আপনাকে সব কিছু বুঝিয়ে দিতে।

      মুছুন
  43. আমার বোন কয়েকদিন আগে পাসপোর্ট করে যেখানে ভুলে বাবার নাম ভুল আসে। এখন পরিবর্তন করার যে প্রক্রিয়া তা কি বাসায় বসে অনলাইনে করা সম্ভব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবেদন অনলাইনেই করতে হবে কিন্ত ভুল সংশোধন এর জন্য আগের মতো পাসপোর্ট অফিসে গিয়ে সকল কার্যক্রম করতে হবে। অফিসে যাওয়ার সময় সকল ডকুমেন্টস নিয়ে যাবেন।

      মুছুন
  44. আমার ই পাসপোর্টে মাতার নাম ভুল আসচে এটা ঠিক করতে কি কি লাগবে এবং কত টাকা লাগবে আর পুলিশ ভেরিফাই লাগবে কিনা দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুযায়ী ই পাসপোর্ট আবেদন করবেন। MRP পাসপোর্ট এ যে ভুল আছে তা সংশোধন এর জন্য অঙ্গীকারনামা নামে একটা ফর্ম দেবে অফিস থেকে সেটা পূরন করে জমা দিবেন আবেদন এর সময়। সরকার নির্ধারিত পাসপোর্ট ফি এর থেকে কোন বেশি টাকা লাগে না। ভুল থাকার জন্য পুলিশ ভেরিফিকেশন এখন হচ্ছে।

      মুছুন
  45. পাসপোর্ট এর নাম এবং জন্ম তারিখ ভুল কিভাবে সমাধান করব আমাকে একটু জানাবেন কার মাধ্যমে সমাধান করতে পারব একটু জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগের MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্ট আবেদন করার সময় NID অনুযায়ী সঠিক ভাবে আবেদন করবেন। এতে ভুল সংশোধন হয়ে যাবে। অফিস অঙ্গিকার নামা নামে একটা ফর্ম দেবে সেটা পূরন করে সকল।ডকুমেন্টস এর সাথে জমা দিলেই ভুল সংশোধন হয়ে যাবে।

      সব কাজ নিজেই করেন, কোন মানুষের কাছে হেল্প নিতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে।

      মুছুন
  46. Ami 2mas age e passport korche,akhon amr job student er jaygay private service dete cei,ate khoros ba ki ki jenis ba koydin er modhe poya jbe,ektu kosto kore bolten

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগে একটা ই পাসপোর্ট করেছেন এখন পেশা চেঞ্জ করে আবার ই পাসপোর্ট করবেন?
      বিস্তারিত লিখে আমাদের ফেসবুকে ম্যাসেজ করেন।

      মুছুন
  47. Amar passport aca kintu Ota NID sat a name boyos jonmo Tarik tik nai akon ami e passport korbo a katre ki Kora dorkar r ki ki document lagbo koto taka lagbo Amar passport ta 3diner modd pabo ki

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেহেতু আগে একটা পাসপোর্ট আছে সেই তথ্য গোপন করে পাসপোর্ট করা যাবে না। করলে পাসপোর্ট পাবেন না এবং জমা দেওয়া টাকাও সরকার বাতিল করে দেবে।

      পাসপোর্ট আবেদন করবেন NID অনুযায়ী, আবেদন এর সময় পূর্বের৷ MRP পাসপোর্ট এর তথ্য দিতে হবে।
      ই পাসপোর্ট আবেদন জমা দিতে NID, MRP পাসপোর্ট, ই পাসপোর্ট আবেদন কপি, নাগরিক সনদ, পেশা প্রমানের সনদ, পাসপোর্ট ফি প্রদানের স্লিপ জমা দিতে হবে। সাথে ভুল সংশোধন এর জন্য একটা অঙ্গীকারনামা জমা দেওয়া দিনবেন।
      এই ধরনের ভুল সংশোধন করা পাসপোর্ট পেতে ৩/৩ মাস লেগে যায়।

      কত বছরের পাসপোর্ট করবেন এবং কত তারাতাড়ি ডেলিভারি চান তার উপর নির্ভর করে পাসপোর্ট ফি এর টাকা। আমাদের ওয়েবসাইট বিস্তারিত পাবেন।

      মুছুন
  48. আমার এমআরপি পাসপোর্টে নাম দেওয়া আছে " Raihanul Islam Mohammad"
    কিন্তু এনআইডি, সার্টিফিকেটে এ লিখা "Mohammad Raihanul Islam"

    এটা কিভাবে সংশোধন করতে পারি? (Surname /given name এ এই ভুল টা করেছি)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট রি ইস্যু করার সময় NID অনুযায়ী ই পাসপোর্ট আবেদন ফর্ম পূরন করবেন। তাতেই সংশোধন হবে। আবেদন ফর্মের সাথে প্রতিজ্ঞাপত্র জমা দিবেন।

      মুছুন
  49. আমার ছেলের বয়স দুই বছর তার পাসপোর্ট করতে দিয়েছি পুলিশ ভেরিফিকেশনে পুলিশ এসে বলেছে আপনার বাসা নাম্বার নেই । উল্লেখ্য যে আমাদের এখানে সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত হওয়ায় এখনো বাসা নাম্বার হয়নি । তখন পুলিশ বলেছে তাহলে দাগ নাম্বার উল্লেখ করতে হবে এবং সে রিপোর্ট দিয়েছে সেন্ড ফর রিওয়ার্ক। এই সমস্যার সমাধান কোথায়, কার কাছে, কিভাবে করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি সম্ভব প্রথমে সিটি কর্পারেশনে গিয়ে বাসার নাম্বার তৈরি করে নেন। বাসার নাম্বার পেয়ে গেলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। একটা আবেদন করতে বলবে পাসপোর্ট অফিস (ঐ আবেদনের মধ্যে বাসার নাম্বার যুক্ত করবেন), আবেদন জমা হলে পূনরায় পুলিশ ভেরিফিকেশন আসবে। আশা করি সমস্যার সমাধান পাবেন। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে Sent for Rework সমস্যা সমাধান পদ্ধতি আলোচনা করা আছে।

      মুছুন
  50. আমি পাসপোর্ট এর আবেদন করেছিলাম কিন্তু পুলিশ ভেরিফিকেশনে এসে স্থায়ী ঠিকানা সমস্যা হওয়ায় সেন্ড ফর রিও ওয়ার্ক রিপোর্ট করেছে। দীর্ঘদিন পাসপোর্ট অফিসে যোগাযোগ করে কোন লাভ হয়নি এমত অবস্থায় আমার উক্ত আবেদনটি বাতিল করার কি কোন উপায় আছে। উক্ত আবেদন বাতিল করে আমি পুনরায় আবেদন করতে পারবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ ঐ আবেদন বাতিল করা যাবে, বাতিল করে নতুন করে আবার আবেদন করবেন এবং পাসপোর্ট ফি পরিশোধ করবেন।

      মুছুন
  51. পার্সপোর্টে বয়স সংশোধনের পদ্ধতিটা তো উল্লেখ করলেন না,,,ধরেন আমার NiD কার্ডে ২০০২ সাল আমার পার্সপোর্টে ১৯৯৯ অর্থাৎ ৩ বছরের পার্থক্য,, সব ঠিক আছে এখন আমি nid কার্ড অনুযায়ী পার্সপোর্ট সংশোধন করতে চাই,,আমাকে প্লিজ হেল্প করুন কিভাবে করবো আর কত টাকা ফি: জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ই পাসপোর্ট আবেদন করার সময় NID অনুযায়ী আবেদন করবেন অর্থাৎ জন্মতারিখ দিবেন। ১০ বছর মেয়েদী ২১ দিনে ডেলিভারি ব্যাংক জমা ৫,৭৫০৳।
      জমা দেওয়ার সময় অন্য সকল ডকুমেন্টস এর সাথে একটি প্রতিজ্ঞা পত্র জমা দিবেন। যা পাসপোর্ট অফিসে আপনাকে দেবে।
      আশাকরি আপনার কাজ টা হবে।

      মুছুন
  52. আমি সৌদি আরব থেকে পাসপোর্ট সংশোধনের জন্য জম দিয়েছিলাম ১৩-০২-২০২৩ তারিখে, কিন্তু আমার পাসপোর্ট এখনো আসে নাই, পাসপোর্ট দ্রুত আসার জন্য এখন আমি কি করতে পারি? দয়া করে একটু জানাবেন🙏🙏

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটার জন্য আপনাকে এমবাসি তে যোগাযোগ করতে হবে। তাছাড়া বাংলাদেশে অবস্থিত পাসপোর্ট হেল্প লাইন নাম্বারে কল দেন। এরাই আপনাকে সাহায্য করতে পারবে।

      মুছুন
  53. পাসপোর্ট হেল্প লাইনের নাম্বারটা দয়া করে একটু দিতে পারবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দেশের মধ্যে থেকে 16445 এবং প্রবাসীদের জন্য 09666716445

      মুছুন
  54. আমার পাসপোর্ট এর আবেদনে ঠিকানা লেখা হয় নাই। কিন্তু nid&আগের পাসপোর্ট এ সব ঠিক ভাবেই লেখা আছে। আজই আবেদন করেছি। বাসায় আসার পর ভুল টা দেখলাম। এখন আমি কি করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঠিকানা ভুল থাকলে পাসপোর্ট আবেদন জমা ই নেওয়ার কথা না। যদি ঠিকানা ভুল হয়ে থাকে তবে আবেদন টি Sent for rework এ দেবে। এই স্ট্যাটাস এ এলে অফিসে যোগাযোগ করে সংশোধন করা যাবে।

      মুছুন
  55. Vai amar permanent address ekta spelling vul hoya jai seta ami pore bujte pari.villag:saheb bajar .sekhane hoya jai shaeb bajar..ekhon kono problem hobe kina vai..post saheb bajar ache..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতে কোন সমস্যা নেই। উচ্চরণ ঠিক আছে। কোন কাজে কোন সমস্যা হবে না।

      মুছুন
  56. Amar MRP te nam chilo Biplab Deb. But amar NID name Dr Biplab Deb. Ami e passport er jonno apply korchi. Status rework show korche. Officer bolche Homeopathic dr. Der BMDC Certificate den na. He told me to write an application to correct the information. Will they issue me passport???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ই পাসপোর্ট আবেদনে নামের আগে পেশা মূলক পদবী ব্যাবহার করতে নিষেধ আছে। আপনার NID সংশোধন করা লাগতে পারে। ঈদের ছুটির পরে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। তারা আপনাকে জানিয়ে দেবে কি করতে হবে।

      মুছুন
  57. আমার পাসপোর্ট হারিয়ে গেছে এখন এনআইডি করেছি কিন্তু পাসপোর্টের সাথে মিলছে না এখন সংশোধন করবো কিন্তু পুরাতন পাসপোর্ট তো নেই এখন কি করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন তারা আগের পাসপোর্ট এর সার্ভার কপি দিতে পারবে। ঐ সার্ভার কপি পেতে যে NID/জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলেন সেটা নিয়ে যাবেন।

      মুছুন
  58. পারভেজ মোশাররফ৩ জুলাই, ২০২৩ এ ১০:৪৬ PM

    আসসালামু আলাইকুম। ভাই আমার এনআইডি সাথে পাসপোর্ট এর বয়স তফাত ১১ বছর + নিজের নাম,বাবা,মায়ের নামে সামান্য ভুল আছে। আমি এখন এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছি।
    এখন আমি আবেদন নিজে নিজে করলে সংশোধন কি ১/২ মাসের মধ্যে হবে নাকি কারো মাধ্যম করলে দ্রুত হবে।
    অনেকে বলতেছে নিজে করলে পুলিশ ভেরিফিক্যাশনে আটক যাবে।

    এখন কোন ওয়েতে করলে সহজ ও দ্রুত হবে।
    প্লিজ যদি বললতেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিজে করেন এবং লোক দিয়ে করেন দুই যায়গা তেই পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পজেটিভ দিলেই কেবল মাত্র পাসপোর্ট প্রিন্টে যাবে। নিজের কাজ নিজেই করেন। বয়স সংশোধন এর পাসপোর্ট পেতে সময় লাগে ১/২ মাস।

      মুছুন
  59. আমার মায়ের আইডি কার্ডে শুধু সালমা আছে আমি ওনার এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট ফরম পূরণ করেছি. কিন্তু আমার এনআইডি কার্ডে মোসাম্মৎ সালমা বেগম আছে এখন কি করনীয়. আমার পুরাতন পাসপোর্ট ও মোসাম্ম সালমা বেগম আছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যার পাসপোর্ট এর আবেদন হবে ঠিক তার NID তে যে ভাবে নিজ নাম, পিতা, মাতার নাম থাকবে সেই ভাবেই ই পাসপোর্ট ফর্ম পূরন করতে হবে।

      মুছুন
  60. আমার MRP পাসপোর্টে যার মেয়াদ শেষ, সেখানে বাবার নাম Zohir এবং মায়ের নাম Julekha। এসএসসি, এইচএসসি সার্টিফিকেটেও তাই।

    আবার আমার জন্মনিবন্ধনে উনাদের নামের বানান যথাক্রমে Zahir এবং Zulekha। যা উনাদের NID তেও আছে। এনাইডিতে ইংরেজিতে বাবা মায়ের নাম না থাকায় এনাইডির ইস্যু নেই। বাংলাতে একই আছে।

    আবার বাবা মারা গিয়েছেন। আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখন আমার বাবা পরিবর্তে ভাই হবে। একই ঠিকানা। এবং আমি বিয়ে করেছি। আমার বউয়ের তথ্য যোগ হবে।


    এখন আমি আর্জেন্ট ই পাসপোর্ট করতে চাচ্ছি। দুই দিন যেইটা হয়। সেটা করতে গেলে আমার কি কি করনিয় ? আমি কি মেয়াদ উত্তীর্ণ MRP থেকে ই-পাসপোর্টে এই তথ্যগুলো সংশোধন করতে পারবো দুই দিনে?

    আমার এখন পাসপোর্ট খুবই জরুরি। নাকি আমি কোন তথ্য সংশোধন না করে ই-পাসপোর্ট করে ফেলি।আমার ভারত যাওয়া জরুরি এই মাসে। আমি কি ভারত থেকে ফিরে এসে পরে আবার ই পাসপোর্ট সংশোধন করতে পারবো?

    প্লিজ অনুগ্রহ করে আমাকে একটু ডিটেইল তথ্য দিয়েন। যদি হয় আমি শনিবার রাতে ঢাকা গিয়ে রবিবারে পাসপোর্ট অফিসে যাবো।

    আর আমি অনলাইনে ফর্ম যদি ফিলাপ করি, তাহলে কি কারণ Expired দিবো, নাকি Data Change দিবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ আপনার NID , পূর্বের পাসপোর্ট, সার্টিফিকেট যদি একই থাকে তাহলে কোন সমস্যা নেই এবং কোন তথ্য সংশোধন করা লাগবে না। ( জন্মনিবন্ধন লাগবে না)
      ২ স্ত্রীর নাম যোগ করতে হলে সাথে কাবিননামা এবং স্ত্রীর NID নিয়ে যাবেন।
      ৩ ঢাকা আগারগাঁও থেকে পাসপোর্ট করলে ২ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন ( তবে কিছু তথ্য সংশোধন করলে দেরী হবে)
      ৪ ফরম পূরণ করলে এক্সপায়ার দিবেন। যেহেতু কোন কিছু সংশোধন হচ্ছে না।

      মুছুন
  61. প্রশ্ন : ১। আমার স্ত্রীর ই-পাসপোর্ট এর আবেদনে তার মায়ের জাতীয় পরিচয়পত্র (NID) এর নাম্বারটি পুরাতন টা লিখেছি কিন্তু তার বর্তমান স্মার্ট কার্ড এর নাম্বারটি লিখিনি। তার নামের বানানে ভুল নাই। এক্ষেত্রে আমার স্ত্রীর আবেদনটি কি ভুল ধরা যায়। আবেদন পত্র জমা দেবার সময় যদি আমার স্ত্রীর মায়ের পুরাতন ও নতুন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিলে ভালো হবে কি? প্রশ্ন : ২। আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্রে(NID) বর্তমান ঠিকানা আছে ঢাকার কিন্তু ই-পাসপোর্ট এ তার বাবার বাড়ির ঠিকানা অন্য জেলায় বর্তমান ঠিকানা দিতে চাই। স্থায়ী ঠিকানা আমার ঢাকা জেলায়। আবেদন পত্র জমা দিতে পারবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ মায়ের জাতীয়পত্রের পুরাতন নাম্বার লিখেছেন তাতে কোন সমস্যা নেই। ( তবে অফিসের লোক ভুল ধরলে সমস্যা, আশা করি এমন সমস্যা হবে না)
      ২ বর্তমান ঠিকানাতে ই পাসপোর্ট আবেদন জমা দিতে হয়। যেহেতু এখন ঢাকায় ই পাসপোর্ট আবেদন জমা দিতে চাচ্ছেন সেহেতু বর্তমান ঠিকানা ঢাকা উল্লেখ করতে হবে। ( আপনার উচিৎ হবে স্থায়ী এবং বর্তমান দুইটাই ঢাকা দিয়ে আবেদন করেন, যদি আপনি ঢাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন)

      মুছুন
  62. আমি 2010 সালে একটি পাসপোর্ট বানায়।তারপর একমাসের মধ্যে আবার সেই পাসপোর্ট এ জন্ম তারিখ সংশোধন করে আরেকটি পাসপোর্ট হাতে পাই।প্রথম পাসপোর্ট এর জন্ম সাল ছিল 1992। যেটা আমার এন আইডি এবং সার্টিফিকেট এর সাথে মিল ছিল।2য় পাসপোর্ট এর জন্মসাল ১৯৮৮।পাসপোর্ট দুটাই অনলাইনে show করছে।এখন কি করতে হবে একটা সমাধান দিলে উপকৃত হতাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে পাসপোর্টের এর তথ্য মিল নেই আপনার সার্টিফিকেট এবং NID র সাথে সেটা বাতিল করতে হবে। এই বাতিল করতে পারে পাসপোর্ট অফিসের AD। তার বরাবর দরখাস্ত করতে হয়।

      আবেদন করার আগে সঠিক পাসপোর্ট এবং NID অনুযায়ী ই পাসপোর্ট এর আবেদন করতে হয়। সেই ই পাসপোর্ট এর আবেদন ব্যাকেন্ডে ভেরিফিকেশন এ আটকে যাবে ভুল পাসপোর্ট এর তথ্য না দেওয়ার কারণে। যখন আটকে যাবে তখন ঐ পাসপোর্ট বাতিলের আবেদন করতে হয়। কাজ হবে কিন্ত সময় এবং টাকা খরচ হয়।

      মুছুন
  63. আমি আজই পাসপোর্ট রিনিউ করার আবেদন ও টাকা প্রদান করে ফিঙার দিয়ে এসেছি। কিন্তু আসার পর লক্ষ্য করলাম আমার স্থায়ী ঠিকানায় ডাকঘর অংশে একটা ভুল হয়েছে। এক্ষেত্রে আমার করণীয় কি?

    উত্তরমুছুন
  64. আমার পাসপোর্ট এ বাবার নাম ভুল হয়েছে।
    এইটা সংশোধন করতে চাই ৷ আমার এন আই ডি কার্ড অনুযায়ি কি করতে পারব ।
    কারণ বাবার NID নাম আমার NID তে অমিল রয়েছে।

    উত্তরমুছুন
  65. আমার nid বাবার নাম মেরাজ উদ্দিন
    বাবার nid তে মেরাজ হোসেন
    আমি পাসপোর্ট ঠিক করতে চাই
    এখন আমার বাবার nid ঠিক করতে হবে
    নাকি আমার nid অনুযায়ী করতে পারব।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID অনুযায়ী পাসপোর্ট ঠিক করতে পারবেন।

      মুছুন
  66. হেল্প প্লিজ।
    আমার পাসপোর্ট আবেদনে আমার বাবার পেশা কৃষক দেওয়া।
    আমার বাবা NGO তে জব করেন।
    এখন আমার পাসপোর্ট আবেদন পরিবর্তন করা ঝামেলা মনে হচ্ছে অনেক।
    আমার বাবার&মায়ের পাসপোর্টে যদি বাবার পেশা NGO দি।
    তাহলে কি কোন সমস্যা হবে??ইমিগ্রেশন/অন্য কোথাও??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোথাও কোন সমস্যা হবে না ( ইমিগ্রেশন বা অন্য কোথাও)। পাসপোর্ট অফিসে ৩ টা আবেদন একসাথে জমা দিবেন না। বাবা মায়ের আবেদন আগে জমা দিবেন এবং আপনার টা একটু পরে দিবেন। যাতে অফিসার বুঝতে না পারে।

      মুছুন
  67. আমার পাসপোর্ট এ বংশগত নাম md প্রদও নাম Mizanur nid card সাথে মিল আছে বাহিরে যেতে কোন সমস্যা হবে কি

    উত্তরমুছুন
  68. আমি গতকাল পাসপোর্টের সবকিছু জমা দেওয়ার পর রিসিট বাসায় এনে দেখি "আমার স্থায়ী ঠিকানা উপজেলা GOLAPGONJ দেওয়া। কিন্তু আমার কাবিন নামায় ও আমার স্বামীর পাসপোর্টে উপজেলা GOLAPGANJ দেওয়া। শুধু A জায়গায় O হইছে। এখন আমার UK spouse visay যেতে কি কোনো সমস্যা হবে? পাসপোর্ট অফিস থেকে বলছেন যে নামের বানান পরিবর্তন হয়েছে। কিন্তু কাবিন নামায় আর পাসপোর্টের GOLAPGANJ বানানে একটা অক্ষরে ভুল। এখন কি আমার UK যেতে কোনো সমস্যা হবে। নতুবা আমাকে কি করতে হবে!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই গোপালগঞ্জ বানান টা পাসপোর্ট অফিসের ডাটাবেজ থেকে এসেছে, আপনি আমি চাইলেও এটা পরিবর্তন করা যাবে না। যত দিন না সরকার এই বানান সংশোধন করছে তত দিন সংশোধন হবে না। ( আশা করা যায় UK যেতে কোন সমস্যা হবে না)

      মুছুন
  69. আমি ১০/০৭/২০২৩ পাসপোর্ট আবেদন করেছি, এখন আমার ঠিকানা ও পেশা পরিবর্তন করতে হবে এতে কি একস্টা কোন খরচ করতে হবে নাকি, ৫৭৫০ টাকা দিয়ে পাসপোর্ট এপ্লাই করেছিলাম

    উত্তরমুছুন
  70. আসসালামু আলাইকুম, আমার এমআরপি পাসপোর্ট এর মেয়াদ শেষ এবং আমার নাম সংশোধন করতে হবে, এই ক্ষেত্রে আমার কি করা লাগবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MRP থেকে যখন ই পাসপোর্ট রিনিউ করতে যাবেন তখন অবশ্যই পূর্বের পাসপোর্টে যে ভুল ই থাক না কেন, আপনাকে আপনার বর্তমান NID অনুযায়ী আবেদন করতে পারবেন। NID অনুযায়ী আবেদন করেন এবং প্রয়জনীয় ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়ে জমা দিবেন। অফিস থেকে একটা অঙ্গীকারনামা দিবে সেটা পূরণ করে জমা দিবেন সাথে। এতেই কাজ হয়ে যাবে।

      মুছুন
  71. আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ এবং বয়স সংশোধন করতে চাই,, কি কি ডকুমেন্টস লাগবে & কত টাকা লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট করতে NID, নাগরিক সনদ, পেশা প্রমানের সনদ, অনলাইন আবেদন কপি, ফি জমা স্লিপ, প্রতিজ্ঞাপত্র লাগবে।

      টাকা লাগবে ৫৭৫০ টাকা।

      মুছুন
  72. আমি বিদেশ আসার জন্য পাসপোর্ট করি আমার সব কিছু দালা পরিবর্তন করে দেয় নাম এবং বয়স। বয়সের অমিল আছে প্রায় ৮ বছর সেক্ষেত্রে আমি কি করতে পারি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. MRP to e-passport রিনিউ করেন। আবেদন করবেন NID অনুযায়ী। পুরোনো পাসপোর্ট এর তথ্য দিবেন অবশ্যই। এই ধরনের সমস্যা সমাধান হতে সময় লাগবে তবে অবশ্যই সমাধান হবে।

      মুছুন
  73. amar passport ar age 8 bocor basi ar amr NID card a 8 bocor kom (06/07/1991-06/07/1999) akhon ami NID card onujai korta cai. ata koto tk lagba thik korta

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ আপনি NID অনুযায়ী বয়স সংশোধন করতে পারবেন। ১০ বছর মেয়েদী রেগুলার হলে ৫৭৫০ টাকা খরচ হবে। বয়স সংশোধন এর আবেদন জরুরী করবেন না। এই ধরনের পাসপোর্ট হাতে পেতে ১/২ মাস লেগে যায়।

      মুছুন
  74. Amr mother name Anowara khaton
    Passport a asce Anowara begum
    Akon tik Korte kt taka lagbe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID তে যে ভাবে মায়ের নাম আছে সেই ভাবেই আবেদন করবেন। (মায়ের NID তে কি আছে তা দেখার দরকার নেই) ভুল সংশোধন করতে কোন অতিরিক্ত টাকা লাগে না। পাসপোর্ট করতে যা লাগে সেই টাকাতেই সব কাজ হবে।

      মুছুন
  75. my mothers birth date-1-1-1966 but mrp passport e 2-1-1966.how can i recover e- passport,nid te birth date 1-1-1966

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রি ইস্যু আবেদন করার সময় NID তে জন্মতারিখ যে ভাবে আছে সেই ভবেই আবেদনে দিবেন। এই ভাবেই ভুল সংশোধন হয়ে যাবে। কোন সমস্যা হবে না।

      মুছুন
  76. I submitted all the informations correctly. but in my passport, my mother's name is incorrect. its not my fault actually. what should I do now? do I need to pay 5750 taka again?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনি আপনার NID অনুযায়ী মায়ের নাম ই পাসপোর্ট আবেদনে দেন তাহলে সব ঠিক আছে। পূর্বের MRP পাসপোর্টে যদি ভুল থাকে তা সংশোধন হয়ে যাবে। আপনাকে নতুন করে টাকা জমা দিতে হবে না। যদি ই পাসপোর্ট আবেদনে কোন ভুল থেকে থাকে তবে অফিসে জমা দেওয়ার সময় বললে সংশোধন করে দেবে।

      মুছুন
  77. আমি ২০২১ সালে ই পাসপোর্ট করি এনআইডি অনুযায়ী এখন আমি এনআইডি সংশোধন করে সাটিফিকেট অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে কি পারবোআর কি কি লাগবে ১ বছর পরিবর্তন করব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ অবশ্যই পাসপোর্ট সংশোধন করতে পারবেন NID অনুযায়ী। আবেদনের সাথে BRC,NID,সার্টিফিকেট জমা দিবেন প্রমান হিসাবে।

      মুছুন
  78. Application id- 4008-000286722
    DOB - 02/01/1994
    E-passport hoice nki?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।

      মুছুন
  79. গত মাসে একটা পাসপোর্ট বানাইছি আমি হচ্ছি মেয়ে দিবে ফিমেল দিছে মেইল এখন এটা কিভাবে সংশোধন করব আর খরচ করব বলবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. e passport to e passport রি ইস্যু আবেদন করেন। আগের মতো একই পদ্ধতি এবং একই খরচ হবে। যদি অতিরিক্ত কোন ডকুমেন্টস প্রয়োজন হয় তবে অফিস জানিয়ে দেব। ( যেমন: ডাক্তারের সার্টিফিকেট) ডাক্তারের সার্টিফিকেট লাগবেই এমন না। তবে অফিস বললে লাগবে, না বললে লাগবে না।

      মুছুন
  80. 4009000124120. পাসপোর্ট করতে দিয়েছিলাম। পরে পুলিশ ভেরিফিকেশনে আসার পরে আমার ঠিকানা ভুল হয়। পরবর্তীতে যায় আমি পাসপোর্ট অফিসের ঠিকানাও সংশোধনের জন্য আবেদন করি। আর সাত দিন হয়ে গেল তারপরও কোন রিপ্লাই পেলাম না। আজ থেকে সাত দিন আগে যে রি ওয়ার্ক ছিল ওটাই হয়ে আছে। একটু দেখবেন যে আমার করণীয় টা কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি এই সপ্তাহ টা অপেক্ষা করেন যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে আবার আগামি সপ্তাহে অফিসে গিয়ে যোগাযোগ করবেন।

      মুছুন
    2. আসসালামু আলাইকুম। আমার ভোটার আইডি কার্ড রাজশাহী জেলাতেই করা। কিন্তু আমার জন্মস্থান রাজশাহীর অন্য এক জায়গায়। আমার ভোটার আইডি কার্ডের যে ঠিকানা আছে। আর জন্মস্থানের ঠিকানা আলাদা এখানে কি পাসপোর্ট এর কোন সমস্যা হবে। স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা পাসপোর্ট এপ্লিকেশন করার পরে সংশোধন হয়ে আসতে কত দিন সময় লাগতে পারে একটু জানাবেন

      মুছুন
    3. আপনি যেখানে বর্তমানে আছেন সেই ঠিকানা কে "বর্তমান ঠিকানা" হিসাবে ব্যাবহার করেন এবং জন্মস্থান বা স্থায়ী ঠিকানা কে "স্থায়ী ঠিকানা" হিসাবেই ব্যাবহার করেন। এতে পাসপোর্ট পেতে কোন সমস্যা হবে না। তবে পুলিশ ভেরিফিকেশন দুই ঠিকানাতেই হবে। ( যদি NID তে থাকা ঠিকানা সংশোধন করতে চান তবে ২০ দিন থেকে ১ মাস সময় লাগতে পারে)

      মুছুন
  81. আমি 6 বছর আগে সর্দি আরব ছিলাম। সেকানে থাকাকালীন,পাসপোর্টের আমার নাম ,বাবার নাম অন্য জনের নামে ছিল। আমি 6 বছর হচ্ছে ধরা খেয়ে দেশে ফিরে এসেছি।এখন আমি পাসপোর্টের আমার নাম,বাবার নাম,বয়স সব পরিবর্তন করে আমার NID কাড বরাবর করছি।আমার প্রশ্ন হল,এখন আমি যদি আবার সৌদি আরব যেতে পারব? গেলে কি কোন সমস্যা হবে বা কি ভাবে যেতে পারি একটো বলবেন কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ আপনি সৌদি যেতে পারবেন। কোন সমস্যা হবে না। যেহেতু ৬ বছর আগে ফিরে এসেছেন।

      মুছুন
  82. আমি এজেন্ট সি তে পরামর্শ করেছিলাম।ওরা বলছে, সৌদি আরব আমার পিংগার আছে এক নামে ,এখন নাম আরেখ টা।এখান নতুন করে যাওয়ার সময় পিংগার নিবে।আমি পিংগার দিলে আমার আগে সব কিছু চলে আসবে ।এখন আমার করণীয় কি?,/আমি কি ভাবে আবার সৌদি আরবযেতে পারি?

    উত্তরমুছুন
  83. যদি ও বা থেকে থাকে তবে আমার করণীয় কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অন্য দেশে যাওয়া উচিৎ হবে।
      অথবা ভিসা প্রসেসিং এজেন্টদের সাথে কথা বলেন।

      মুছুন
  84. পাসপোর্টে female এর জায়গায় male উঠলে কি করনীয়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে। রিনিউ করার সময় ফিমেল দিবেন। এটা ছাড়া সংশোধন করার আর কোন পদ্ধতি নেই।

      মুছুন
  85. ভাইয়া পাসপোর্ট এখনো আসে নাই পুলিশ বেরিফাইও আসে না আবেদন করেছি কিছু দিন আগে ছবি তোলার পরে যে একটা শ্লিপ দেয় ঐটাতে ফিমেলের জায়গায় মেল উঠছে এখন যদি এভাবেই পাসপোর্ট বের হয় তখন কি উমরা করতে যাওয়া যাবেনা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশনের জন্য যখন ফোন দেবে তখন পুলিশ কে সমস্যার কথা বলবেন। পুলিশ কে বলবেন নেগেটিভ ফিডব্যাক দিতে যাতে আপনি অফিসে গিয়ে একটা দরখাস্ত লিখে "ফিমেইল" করে আসতে পারেন। এটা সংশোধন করার পরে আবার পুলিশ ভেরিফিকেশন হবে। তার পরে আপনি পাসপোর্ট পাবেন।

      মুছুন
  86. আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য

    উত্তরমুছুন
  87. আসসালামু আলাইকুম আমি ২০১৮ সালে কাজের ভিসায় সৌদি আরবে যাই তখন আমার বয়স ২ বছর বাড়ায় মানে ১ এপ্রিল ১৯৯৫ করি কিন্তু আমার সার্টিফিকেট বয়স ১০/১০/১৯৯৭। আমি আগামী বছর কানাডায় স্টাডির জন্য এপ্লাই করবো। সেক্ষেএে কি করবো? নতুন করে পাসপোর্ট বানাবো নাকি রিনিউ করবো? করো টাকা খরচ হতে পারে? একজন বললো ১১৫০০ টাকা লাগবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পড়ার জন্য কানাডা যাবেন এদিকে পাসপোর্ট এ একরকম জন্মতারিখ আর সার্টিফিকেটে আগের রকম জন্মতারিখ। দ্রুত সার্টিফিকেট অনুসারে পাসপোর্ট রিনিউ করার সময় সংশোধন করেন।

      ১০ বছর মেয়েদী রেগুলার ডেলিভারি পাসপোর্ট খরচ ৬৭৫০ টাকা। এর সাথে ২/৩ শত টাকা অতিরিক্ত লাগতে পারে দোকান থেকে আবেদন করতে।

      মুছুন
  88. আমি একজন সৌদি প্রবাসী কিছুদিন আগে আমি আমার পাসপোর্ট এর নাম সংশোধন করেছি, কিন্তু এখন নতুন পাসপোর্ট দিয়ে আমি আমার আকামা করতে পারতেছি না, সৌদি আরব পাসপোর্ট অফিস থেকে আমাকে বলেছে নতুন আকামা করতে হলে পূর্বের পাসপোর্ট লাগবে এছাড়া নতুন আকামা করা যাবে না , এখন কি আমি আমার পূর্বের পাসপোর্টে রিনিউ করতে পারবো,। দয়া করে একটু জানাবেন 🙏🙏

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পূর্বের পাসপোর্টে ফেরত যাওয়া সম্ভাবনা নেই। আপনি এম্বাসি তে যোগাযোগ করেন, তারা কি বলে দেখুন।

      মুছুন
  89. আমি এম্বাসিতে যোগাযোগ করেছি তারা বলেছে তারা কিছুই করতে পারবে না 😪, এখন আমি কি করবো? পুরাতন পাসপোর্ট না হলে আমি আর আকামা করতে পারব না, আমাকে দেশে পাঠিয়ে দিবে,। দয়া করে আমাকে একটু সাহায্য করুন 🙏🙏🙏

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার অবস্থা ভাবে আমিও অনেক কষ্ট পেলাম ভাই। কিন্ত আমার কোন পদ্ধতি জানা নেই যাতে আপনি পুরাতন পাসপোর্ট ফিরে পান। আপনি পাসপোর্ট কলসেন্টারে কথা বলে দেখতে পারেন বাংলাদেশে।

      মুছুন
  90. কলসেন্টারের নাম্বারটা একটু দেন দায় করে

    উত্তরমুছুন
  91. আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    আচ্ছা কল সেন্টারে কি যে কোন সময় কল দেওয়া যাবে নাকি নির্দিষ্ট সময় কল দেওয়া লাগবে একটু জানাবেন দয়া করে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রবি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ থেকে বিকাল ৫ টার মধ্যে কল দিলে ভাল হয়।

      মুছুন
  92. আমার আগের পাসপোর্টে নাম শুধু সাইদুর দেওয়া আছে, এখন মোঃ সাইদুর রহমান দিয়ে সংশোধন করতে চাই এনআইডি অনুযায়ী (এনআইডি তে মোঃ সাইদুর রহমান) আছে। আমি এখন বাংলাদেশের বাহিরে আছি, আমি বাংলাদেশ থেকে সংশোধন করতে পারবো??? পরামর্শ দিয়ে সহায়তা করবেন এটাই আশা করি,, ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যখন দেশে আসবেন তখন সংশোধন করে নিবেন। আপনি যদি প্রবাসী কর্মী হয়ে থাকেন তবে এই নাম সংশোধন এর জন্য ভিসার বা ওয়ার্ক পারমিট পেতে সমস্যা হবে কি না সঠিক ভাবে জেনে নিবেন

      মুছুন
  93. আমার পোষ্ট অফিসের নাম না এসে আমার ইউনিয়ন পোষ্ট অফিস নাম এসেছে,পাসপোর্ট আর সব কিছুই ঠিক আছে,এতে কি কোন সমস্যা হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ না দিলে পাসপোর্ট পেয়ে যাবেন। পরবর্তীতে পাসপোর্ট করার সময় এটা সংশোধন করতে পারবেন।

      মুছুন
  94. আমি ২০১৬ তে MRP পাসপোর্ট করেছিলাম যার মেয়াদ শেষ।
    যেখানে আমার জন্ম তারিখ এবং ঠিকানা বর্তমান টাকে স্থায়ী হিসেবে দেয়া ছিলো যা ভুল। আমার সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা দিয়ে নতুন করে ই-পাসপোর্ট করতে চাই।এক্ষেত্রে আমার করনীয় কি প্লিজ জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি এই মুহুর্তে আপনার সার্টিফিকেট এবং NID একই থাকে তবে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। MRP to ePassport রি ইস্যু করেন। আবেদনের করার সময় NID অনুযায়ী জন্মতারিখ এবং ঠিকানা দিতে হবে। আবেদন কপি যেদিন অফিসে জমা দিবেন সে দিন অবশ্যই আসল সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন এবং ফটোকপি আবেদনের সাথে জমা দিবেন।
      অন্য সকল ডকুমেন্ট এর সাথে পাসপোর্ট অফিস থেকে প্রতিজ্ঞাপত্র নামে একটা ফরম দেবে সেটা তে উল্লেখ করবেন কি ক পরিবর্তন হচ্ছে।

      *** আপনার ক্ষেত্রে পুলিশ তদন্ত হবে এবং পাসপোর্ট হাতে পেতে একটু দেরি হবে। ( টেনশন নেওয়ার কিছু নেই অবশ্যই সংশোধন হয়ে যাবে আপনার পাসপোর্ট। Best of luck

      মুছুন
  95. ভাইয়া আমার পাসপোর্ট টি কি অবস্থায় আছে যানাবেন
    4002000129672
    01/01/1989

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট শিপড হয়ে গেছে। ২/১ দিনের মধ্যেই পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন।

      মুছুন
  96. আমি একবার পাসপোর্ট সংশোধন করেছি বয়সের সমস্যা ছিল এই সমস্যার সমাধান হয়েছে সংশোধন করার সময় আব্বু আম্মুর ভোটার আইডি কার্ড দেখিনি এখন দেখি আব্বু আম্মুর সাথে আমার আইডি কার্ডের মিল নেই এখন কি ই পাসপোর্ট আবার সংশোধন করা যাবে একবার সংশোধন করেছি প্লিজ এটা তো জানাবেন দ্রুত

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সংশোধন করা যাবে, তবে আগে নিজের NID সংশোধন করে নিতে হবে।

      মুছুন

নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷*

নবীনতর পূর্বতন