বাচ্চাদের ই পাসপোর্ট করার নিয়ম | e passport for child in Bangladesh

৬ বছরের নিচে ছোট বাচ্চাদের ই পাসপোর্ট করার নিয়ম, পাসপোর্ট করতে কি কি লাগে | e passport for child in Bangladesh

বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যুকৃত ই পাসপোর্ট আবেদনের পদ্ধতি একই হলেও বয়স এবং পেশা ভেদে ই পাসপোর্ট করার নিয়ম এর কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। ৬ বছরের নিচে ছোট বাচ্চা / শিশু , ১৫ বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক এবং প্রপ্ত বয়স্ক মানুষের ই পাসপোর্ট আবেদনে সামান্য কিছু পার্থ্যক্য আছে। একটি অণুচ্ছেদে সব কিছু লিখলে তা অনেক বড় হয়ে যায় বিধায় প্রতিটির জন্য আলাদা ভাবে লিখতে হচ্ছে।

আজ ৬ বছরের নিচে ছোট বাচ্চাদের পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

e passport for child in Bangladesh
চিত্রঃ e passport for child in Bangladesh

ছোট বাচ্চাদের  ই পাসপোর্ট অনলাইন আবেদন

বাচ্চাদের ই পাসপোর্ট আবেদন দুই ভাবে করা যায়। বাবা মা এর সাথে আবেদন অথবা এবং আলাদা ভাবে শুধুমাত্র বাচ্চার পাসপোর্ট আবেদন । ই পাসপোর্ট আবেদনের পূর্বে বাচ্চার নাম ব্যাবহার করে একটি ইমেইল খুলে নিবেন অথবা আপনার যদি ইমেইল থাকে তবে সেটা দিয়ে https://www.epassport.gov.bd/onboarding তে গিয়ে কিছু তথ্য দিয়ে একটি একাউন্ট খুলে ভেরিফাই করে নিবেন। ই পাসপোর্ট অনলাইন ফরমে যে যে তথ্য চায় ঠিক সেই ভাবেই তথ্য দিবেন। অনলাইন ই পাসপোর্ট আবেদন পদ্ধতি সম্পর্কে A to Z লিখিত নির্দেশনা দেওয়া আছে এখানে।

আবেদন পদ্ধতি টি অনুসরণ করার আগে কিছু গুরুত্বপূর্ন তথ্য এখান থেকে জেনে নিন।

বাচ্চাদের ই-পাসপোর্ট করতে কি কি লাগবে?

⇛ অনলাইন ই পাসপোর্ট আবেদন কপি ( প্রিন্ট- ৩ পৃষ্টার ১ সেট)

⇛ অনলাইন পাসপোর্ট শিডিউল কপি (প্রিন্ট- ১ পৃষ্টার ১ টি)

⇛ জন্মনিবন্ধন সনদ ( ডিজিটাল- ইংরেজি ভার্সন )

⇛ নাগরিক সনদ

⇛ পিতার NID Card

⇛ মাতার NID Card

⇛ 3R সাইজ রঙ্গিন ছবি ( ল্যাব প্রিন্ট ১ কপি, ব্যাকগ্রাউন্ড সাদা)

⇛ ১ কপি পাসপোর্ট সাইজ ছবি (বাচ্চা, মা এবং বাবা এর। কোন কোন পাসপোর্ট অফিস চায়)

⇛ NOC- এনওসি / অনাপত্তি পত্র (বাচ্চার বাবা/মা যদি সরকারী চাকরিজীবী হয় তবে NOC লাগে)

⇛ পাসপোর্ট ফি পরিশোধের চালান কপি। 

বাচ্চাদের পাসপোর্টের পেশা কী দিতে হবে?

বাচ্চাদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পেশা সাধারণত OTHER দিতে হবে। যে সকল বাচ্চা / শিশু স্কুলে যায় না বা ৫ম শ্রেণী পাস করেনি এমন হলে তাদের পেশা OTHER দিতে হবে। 

বাচ্চাদের পাসপোর্টের পেশা কী হবে
চিত্রঃ বাচ্চাদের পাসপোর্টের পেশা কী হবে


অনেকে বাচ্চাদের পেশা হিসাবে DEPENDENT OF NON-DIPLOMATIC OFFICIAL / STAFF IN FOREIGN MISSION এবং DEPENDENT ON DIPLOMAT এই দুই টি থেকে একটি দিতে বলে। 

আমি এই আর্টিকেল টি লেখার সময় পাসপোর্ট অফিসের একজন অফিসারের সাথে বাচ্চাদের পেশা কি হবে বিষয়ে কথা বলি তিনি বলেন OTHER দিতে।


অনলাইন ই পাসপোর্ট আবেদন কপি

ই পাসপোর্ট আবেদন সম্পন্ন করার শেষ ধাপে Application Submitted অপশন Print Summary এবং Download Application Form of Printing নামে ২ টি বাটন থাকে ৩ পৃষ্ঠার ই পাসপোর্ট অনলাইন আবেদন কপি এবং ১ পৃষ্ঠার অনলাইন পাসপোর্ট শিডিউল কপি পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড করে নিচে থাকা বার কোড সহ A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিবেন।

জন্ম নিবন্ধন সনদ

হাতে লেখা বা কম্পিউটারে কম্পোজ করা জন্মনিবন্ধন ই পাসপোর্ট এর জন্য গ্রহণযোগ্য না। ডিজিটাল বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মনিবন্ধন টি হতে হবে ইংরেজি ভার্সনে। যা অনলাইন থেকে ফেরিফাই করা যাবে। https://everify.bdris.gov.bd/ এই লিংকে গিয়ে জন্ম নিবন্ধন যাচায় করে দেখতে পারবেন। এখানে জন্মনিবন্ধনের তথ্য পাওয়া গেলে সেটি ই পাসপোর্টের জন্য উপযুক্ত।

পিতা / মাতার NID Card

শিশুদের পাসপোর্ট করতে মা-বাবার এনআইডি লাগবে। ই পাসপোর্ট আবেদন ফরমের মধ্যে বাবা/ মা এর তথ্য দেওয়ার সময় বাবা অথবা মায়ের NID Card নাম্বার ব্যাবহার করা বাধ্যতামূলক। যদি কোন শিশুর বাবা অথবা মা যে কোন একজন মারা গিয়ে থাকে তবে বাবা অথবা মা যে জীবিত তার NID Card নাম্বার ব্যাবহার করলেই হবে।

e passport for child in Bangladesh
চিত্রঃ শিশু / বাচ্চাদের পাসপোর্ট করতে মা-বাবার এনআইডি লাগবে

পিতা / মাতার NID card এর নামের ইংরেজি বানানের সাথে সন্তানের জন্মসনদে পিতা মাতার নামের বানান মিল থাকতে হবে। কোন প্রকার ভুল থাকলে তা আগেই সংশোধন করে নিতে হবে। 

রঙ্গিন ছবি

শিশুরা পাসপোর্ট অফিসে ক্যামেরার সামনে শান্ত ভাবে বসতে চায় না বিধায় ৬ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ১ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট 3R ছবি অফিসে নিয়ে আসতে হয়। তাছাড়া বাচ্চা , মা, বাবা প্রত্যেকের ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবিও প্রয়োজন হয়। 

NOC- এনওসি / অনাপত্তি পত্র

বাচ্চার বাবা অথবা মা যে কোন একজন যদি সরকারী চাকরিজীবী হয়ে থাকে NOC নিয়ে আসতে হবে।  NOC দিলে পুলিশ ভেরিফিকেশন হয় না এবং সাধারণ ডেলিভারি আবেদন করলেও এক্সপ্রেস ডেলিভারি পাওয়া যায়। যদি পুলশ ভেরিফিকেশন এবং এক্সপ্রেস ডেলিভারি সুযোগ না নিতে ইচ্ছুক হয় কেউ তবে তার সন্তানের জন্য NOC না নিলেও চলবে।

পাসপোর্ট ফি পরিশোধের চালান কপি

অনলাইনে ই পাসপোর্ট আবেদন সম্পন্ন হওয়ার পর বাচ্চার জন্মনিবন্ধন এবং আবেদন ফরম গুলো নিয়ে যে কোন ব্যাংক থেকে এ চালানের মাধ্যমে ই পাসপোর্ট ফি প্রদান করে আসতে হবে। ই পাসপোর্ট ফি কত তা সম্পর্কে জানুন। ( সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, অন্যতম)

আপনি নিজে চাইলেও এ চালানের মাধ্যমে নিজের মাস্টার কার্ড ব্যাবহার করে অথবা বিকাশ , রকেট ব্যাবহার করে ই পাসপোর্ট ফি দিতে পারেবেন। 

ই পাসপোর্ট আবেদন সাজানোর নিয়ম

১ পাসপোর্ট ফি জমা প্রদানের রশিদ

২ শিডিউল কপি

৩ ই পাসপোর্ট আবেদন ফরম

৪ BRC / জন্মনিবন্ধন ফটো কপি ( মূল কপি সাথে থাকবে) 

৫ পিতা মাতার NID Card এর ফটো কপি ( মূল কপি সাথে থাকবে)

৬ NOC ( যদি থাকে) 

৭ নাগরিক সনদ

ছবি গুলো সাথে নিয়ে যাবেন। ই পাসপোর্ট আবেদন পত্র জমা দিয়ে ছবি তুলে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে চলে আসবেন। এখন কাজ হবে ই পাসপোর্ট স্ট্যাটাস দেখা অনলাইনে। স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারবেন পাসপোর্ট কি অবস্থায় আছে।

বাচ্চাদের ই পাসপোর্ট সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তরঃ 

বাচ্চাদের ই পাসপোর্ট ফি কত?

বাচ্চাদের ৫ বছর মেয়েদি ই পাসপোর্ট প্রধান করা হয় এবং তার ফি ৪৮ পৃষ্টা ৪০৫০ এবং ৬৪ পৃষ্ঠা ৬৩২৫ টাকা ভ্যাট সহ। 

দেশের বাইরে থেকে ফি কত হবে তা ই পাসপোর্ট ফি এর লিস্ট থেকে দেখে নিতে পারবেন।

বাচ্চাদের পাসপোর্টের পেশা কী দিতে হবে?

বাচ্চাদের পাসপোর্টের পেশা OTHER দিতে হয়। 

যদি আবেদনকারী পিতা মাতা বাংলাদেশ সরকারের কোন মিশনে থাকে তবে তাদের সন্তানের পেশা দিবেন DEPENDENT OF NON-DIPLOMATIC OFFICIAL / STAFF IN FOREIGN MISSION অথবা DEPENDENT ON DIPLOMAT

বাচ্চাদের ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়?

পাসপোর্ট প্রাপ্তির সময় নির্ধারন হয় আপনি কি পাসপোর্ট আবেদন করেছেন তার উপর। সাধারণ আবেদন ২১ দিনে,জরুরী আবেদন ৭ দিনে এবং অতীজরুরী ৩ দিনে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়।

ছবি তোলার সময় কি পোশাক পরা উচিৎ?

ছবি তোলার সময় সাদা এবং কালো পোশাক পরিহার করা উচিৎ। গাড় রঙের রঙ্গিন পোশাক পরা উচিৎ 

বাচ্চা দত্তক নিলে কি করতে হয়?

বাচ্চা দত্তক নিলে বা কোন বাচ্চার অভিভাবকত্ব গ্রহণ করলে এবং ঐ বাচ্চার পাসপোর্ট আবেদন করার সময় বাংলাদেশ সরকারের সুরক্ষা সেবা বিভাগ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ পত্র জমা দিতে হবে।

পাসপোর্ট আবেদনে সত্যায়িত করতে হয়?

না, ই পাসপোর্ট আবেদনের জন্য কোন ডকুমেন্ট সত্যায়িত করতে হয় না।

পাসপোর্টের জরুরী ঠিকানা কি হবে?

পাসপোর্ট আবেদনকারীর পিতা/ মাতা/ ভাই/ বোন/ বন্ধু/ নিকট আত্মীয় যে কোন ব্যাক্তির ঠিকানা এবং নাম জরুরী যোগাযোগের ঠিকানা হিসাবে ব্যাবহার করা যাবে।


বাচ্চাদের পাসপোর্ট করার নিয়ম - e passport for child in Bangladesh এই আর্টিকেল এ শিশুদের ই পাসপোর্ট আবেদন , পাসপোর্ট পেতে কি কি লাগে, বাচ্চাদের ই পাসপোর্ট ফি এবং পাসপোর্ট আবেদনে বাচ্চাদের পেশা কি দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আরো কোন তথ্য জানতে চান তবে নিচে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন।

💥 আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ 💥

ePassport-bd.com


62 মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. এতে কোন সমস্যা হবে না, বাকি আঙ্গুল এর ছাপ দিয়েই পাসপোর্ট পাওয়া যাবে।

      মুছুন
  2. Your e Passport application is pending for backend verification (Basic Checks Clearance or ABIS Checks Clearance) process in central system.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট এর কোন তথ্য চেঞ্জ হলে পেন্ডিং ব্যাকেন্ড ভেরিফিকেশন দেখায়। এটা সাধারণত ১ সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যায়, যদি ১/২ সপ্তাহের বেশি এমন দেখায় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

      মুছুন
  3. সব ডকুমেন্ট দেওয়ার পরও যদি এনরোলমেনট প্রেসেস দেখায় ৩০দিন হয়ে গেছে তখন কি করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দিন এনরোলমেন্ট প্রসেস দেখায় না। এটা মাত্র ১/২ দিন দেখাতে পারে। আপনার উচিৎ হবে অফিসে যোগাযোগ করা।

      মুছুন
  4. আসালামু আলাইকুম ভাইজান, আপনারা কি পাসপোর্ট সংসোধন এর কাজ কন্টাক্টে করেন? জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না ভাই, আমরা শুধু মানুষ কে তথ্য দিয়ে সাহায্য করি।
      পাসপোর্ট সংশোধন নিয়ে আমাদের আর্টিকেল আছে সেটা পড়ে দেখুন। আশা করি উপকার পাবেন।

      মুছুন
  5. এক বছরের বাচ্চার (জরুরি ৭ দিনে) ই পাসপোর্ট করতে কি পুলিশ ভেরিফিকেশন আগে করিয়ে নিতে হয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটা আপনার ব্যাক্তিগত ইচ্ছা। তবে ছবি তুলে আসার পরে স্ব-ইচ্ছায় পুলিশের সঙ্গে দেখা করে ভেরিফাই ডকুমেন্টস দিয়ে আসতে পারেন, অন্যথায় পুলিশ ১/২ দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে।

      মুছুন
  6. আমি ভুলে বাচ্চার পেশা আনইম্পলোইড দিয়ে দিয়েছি। এইটা কি সমস্যা হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অফিসার ভল হলে ছবি তোলার সময় বললে পেশা চেঞ্জ করে দেবে। এটা অফিসারের মানসিকতার উপর নির্ভর করে।

      মুছুন
  7. আসসালামু আলাইকুম
    আমার বাচ্চার বয়স ১ বছর।পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার বাচ্চার ৫ বছর মেয়াদী পাসপোর্ট হবে। ৪৮ পেজের ৫ বছর মেয়াদী পাসপোর্ট পেতে খরচ হবে ৪০৫০ টাকা। এটা জরুরী করলে ৬৩৫০ টাকা লাগবে।

      মুছুন
  8. ভাইজান, আমি আমার বাচ্চার ফরম নিজে পূর্ণ করেছি। আমি প্রবাসে থাকি। অভিভাবক এর যায়গায় আমার স্ত্রীর তথা বাচ্চার মায়ের নাম দিয়েছি।

    আমি জানতে চাই
    আমার কী এটি না দিলেও চলতো?
    এখন এটি দেওয়ায় কি অভিভাবক এর জন্যে আলাদা কোনো প্রমাণ দিতে হবে?
    অথবা অভিভাবক বাতিল করার কোনো সুযোগ আছে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অভিভাবক এর অপশন দেওয়া উচিৎ হয়নি। আপনি দেশের বাইরে থাকেন বা ভেতরে তাতে কোন সমস্যা নেই।
      এখন আপনার উচিৎ হবে ঐ আবেদন টি বাতিল করে নতুন আবেদন করুন। আবেদন বাতিল এর পদ্ধতি আমাদের ওয়েবসাইট এ দেওয়া আছে।

      মুছুন
  9. শিশুদের ইমার্জেন্সি কন্ট্রাক্ট এ কি পিতা মাতার নাম দেওয়া যাবে?

    কেউ একজন বললো শিশুদের ক্ষত্রে ইমার্জেন্সি কন্ট্রাক্ট এ পিতা মাতা ছাড়া অন্য কারো দিতে হয়

    আরেকটা বিষয় - আমি আমার সন্তানের অভিভাবক অপশনে আমার স্ত্রী তথা সন্তানের মায়ের নাম দিয়েছি। এটা বুঝতে পারি নি। সম্ভবত এটি না দিলেও হয়।

    এখন কী হবে ভাইজান

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাচ্চাদের ক্ষেত্রে ইমারজেন্সি যোগাযোগ অপশনে মা অথবা বাবার নাম-ই ব্যাবহার করতে হয়।
      পালক পুত্র হলে বা বাচ্চার বাবা মা মারা গেলে ইমারজেন্সি তে অন্য নাম দেওয়া যায়।

      মুছুন
  10. ই পাসপোর্ট এ 18 বছরের নীচে ছেলে-মেয়ে বা বাচ্চাদের ক্ষেত্রে 59 নং অপশনে অভিভাবক হিসেবে কার নাম দেয়া যাবে/যেতে পারে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখানে কারো নাম দেওয়া যাবে না।
      যদি কেউ বাচ্চা দত্তক নিয়ে থাকে সে ক্ষেত্রে তার নাম হবে।

      মুছুন
  11. ৬ মাস বয়সী বাচ্চা ফিঙ্গার , স্বাক্ষর , চোখের আইরিশ কিভাবে দিবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ছোট বাচ্চাদের ফিঙ্গার, আইরিশ, স্বাক্ষর হয় না। শুধু পাসপোর্ট অফিসে ছবি তোমার দিন 3R সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট ছবি নিয়ে যেতে হবে সাথে।

      মুছুন
  12. ১. আমার সন্তানের জন্য নতুন e-পাসপোর্ট এবং আমার MRP থেকে e-পাসপোর্ট করবো, ঠিকানায় কোনো পরিবর্তন হবে না কিন্তু আমার MRP পাসপোর্টে, স্মার্ট কার্ডে আর সন্তানের জন্ম নিবন্ধনে পুরাতন থানার নাম "লালবাগ" দেয়া আছে যা বর্তমানে "চকবাজার" থানা হয়েছে (গভঃ দ্বারা পরিবর্তিত)। এক্ষেত্রে আমি কোন থানা সিলেক্ট করবো।

    ২. পিতা মাতার পাসপোর্ট করা থাকলেও কি সন্তানের (বয়স ৬ বছরের নিচে) নতুন e-পাসপোর্টের জন্য আলাদা পুলিশ ভেরিফিকেশন হবে।

    ৩. আমার Wife আগে প্রাইভেট সার্ভিস করতো তার MRP পাসপোর্টে ও প্রাইভেট সার্ভিস ছিল, কিন্তু বর্তমানে সে কোনো জব করছে না (Housewife) ভবিৎষতে আবার জব করবে, এক্ষেত্রে পেশা কি সিলেক্ট করতে হবে প্রাইভেট সার্ভিস / Housewife / Un-employment

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১- যদি ই পাসপোর্ট আবেদনের সময় নতুন থানা "চকবাজার" দেওয়া সম্ভব হয় তবে তা অবশ্যই দিবেন। নতুন থানা ই পাসপোর্ট আবেদনের না আসে তবে পুরাতন থানা "লালবাগ" দিবেন।
      ২- হ্যাঁ, আবার পুলিশ ভেরিফিকেশন হবে।
      ৩ - বর্তমানে তিনি কিছু করছে না মানেই ( Housewife ) । এখন পাসপোর্ট রি ইস্যু করলে পেশা Housewife দিবেন। [ যদি কোন প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়ন নিতে পারেন তাহলে প্রাইভেট সার্ভিস দিতে পারেন। ]

      মুছুন
  13. আমার বাচ্চার পাসপোর্ট হয়ে গেছে। আমি নিজে যদি তুলতে চাই কি কি পেরারস লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID, বাচ্চার জন্ম সনদ এবং পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ।

      মুছুন
  14. Amar babu er boyos 4 mas. Ami ki Super Express Delivery er apply korte parbo? Ekhetre online abedon er somoy ki option select kora jay?

    Ar jodi, only express delivery apply kori, 4 month er baby er jonno application submission er somoy 3R pic er sathe ki baby ke o sathe nite hobe?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ সুপার এক্সপ্রেস শুধুমাত্র ঢাকা আগারগাঁও থেকে করা যায়।
      জেলা শহরে জরুরী আবেদন হয় যা ৭ দিনে ডেলিভারি।
      ২ অনলাইন আবেদন এ পেশা OTHERS দিবেন।
      ৩ হ্যাঁ, আপনার বেবি কে সাথে নিবেন।

      মুছুন
  15. বাচ্চার জন্ম নিবন্ধন ছাড়া কি পাসপোর্ট করা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, বাচ্চার জন্ম নিবন্ধন এবং বাবা মায়ের ID বাধ্যতামূলক

      মুছুন
  16. I have paid throw bkash using online payment. Do i have to bring payment receipt to passport office, if how can i collect it as i did not receive any payment receipt once i pay.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি অনলাইনে এ চালানের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তবে সোনালী ব্যাংক চালান ভেরিফাই ওয়েবসাইট আছে সেখান থেকে পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন।

      মুছুন
  17. আমার ছেলের বয়স 14 মাস, পাসপোর্ট বানানোর জন্য দিছি, ওর কি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, আপনার ছেলেরও পুলিশ ভেরিফিকেশন হবে। চিন্তা করার কিছু নেই পুলিশ আপনাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবে।

      মুছুন
  18. ১.৫ মাস বয়সি বাচ্চার পাসপোর্ট করার সময় কি বাচ্চাকে সাথে নিয়ে যেতে হবে? নাকি খালি 3R সাইজের পিকচার নিয়ে গেলে হবে ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাচ্চা কে সাথে নিয়ে যেতে হবে। এবং ১টি 3R ছবি নিয়ে যাবেন সাথে।

      মুছুন
  19. e passport profession privet service দিলে কি কি ডকুমেন্ট জমা দেওয়া লাগে পাসপোর্ট অফিসে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে অফিসে জব করেন বা যে প্রাইভেট প্রতিষ্ঠানে জব করছেন সেখান থেকে একটি লিখিত প্রত্যয়ন পত্র বা NOC এবং যদি ঐ প্রতিষ্ঠানের JOB ID কার্ড থাকে সেটাও দিতে পারেন। তবে JOB ID না দিলেও কোন সমস্যা নেই।

      মুছুন
  20. মাতার এন আইডি কাড আছে, কিন্তু পিতার নেই: তাহলে আমি কিভাবে বাচ্চার পাসপোর্ট আবেদন করবো???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পিতার NID না থাকলে এবং পিতা যদি বিদেশে থাকে তবে পিতার পাসপোর্ট এবং জন্মনিবন্ধন সনদ লাগবে। এগুলো নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। অফিসের AD র অনুমতি ক্রমে পাসপোর্ট করা যাবে বাচ্চার।

      পিতা দেশের মধ্যে থাকলে অবশ্যই NID লাগবে।

      মুছুন
  21. ৫ বছর বয়সের নিচের বেবির জন্য কি ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট আবেদন করা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, ১৮ বছরের নিচের মানুষের জন্য শুধু মাত্র ৫ বছর মেয়েদি পাসপোর্ট ইস্যু হয়।

      মুছুন
  22. বাচ্চার বয়স ১ মাস। কোন ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে? বর্তমান না স্থায়ী?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তবে দুই ঠিকানাতেই পুলিশ ভেরিফিকেশন হবে।

      মুছুন
  23. আমি পাসপোর্ট রি ইস্যু করবো এবং আমার দেড় বছরের বাচ্চা'র নতুন পাসপোর্ট করবো. দুটোই অনলাইন এপ্লিকেশন করে ফেলেছি. এখন আমি এবং আমার বাচ্চা একই দিন একই সাথে কি পাসপোর্ট করার জন্য এপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবো?
    জানাবেন দয়াকরে.

    উত্তরমুছুন
  24. পিতা বিদেশে থাকে। তার ২ টি সন্তান ১১ বছরের আর ৫ বছরের এবং তার স্ত্রী পাসপোর্ট করবে। পিতার নাম পাসপোর্টে দেয়া Mohammad Sagor( মোহাম্মদ সাগর) এবং Nid card এ দেয়া Md Sagor( মো. সাগর) তাহলে তার সন্তানদের পাসপোর্টে পিতার কোন ডকুমেন্ট দিবে? পাসপোর্টের নাম অনুযায়ী নাকি Nid card?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পিতার NID অনুযায়ী। সন্তানদের জন্মসনদ মিল থাকতে হবে পিতা মাতার NID অনুযায়ী

      মুছুন
  25. ৭ বছরের বাচ্চার পুলিশ বেরিপিকেশোন ছড়া কীভাবে পাসপোর্ট করব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট হয় না। বাচ্চাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য তার পিতা অথবা মা কে প্রয়জনীয় ডকুমেন্টস নিয়ে থানায় যেতে হবে যখন পুলিশ ফোন দেবে।

      মুছুন
  26. আমার ছেলের বয়স ৬মাস থাকতে আর্জেনট ই পাসপোর্ট করেছিলাম।
    আমি এখন ছেলের শুধু নাম টা পরিবর্তন করতে চাচ্ছি। পরিবর্তন কি সম্ভব। এখন বয়স ১৪ মাস। নাম টা পরিবর্তন করা জরুরি। এখন করতে পারবো নাকি৫বছর পর রিনিউ করার সময় পরিবর্তন করতে পারবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী ৫ বছর পরে নাম সংশোধনের সুযোগ থাকবে না। আপনি এখন চেষ্টা করে সংশোধন করে নিতে পারবেন।

      মুছুন
  27. amr passport a unmaried deya chilo 2018 te korchilam.tokhn unmarried chilam.2019 a biye korchi.akhn amr bacchar passport korte ki passort renue korte married dite hobe amr baby 2020 a jonmo hoise, amr renue date 2024 a. amr babyr birth certificate ache

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যখন আপনি আপনার পাসপোর্ট রিনিউ করবেন তখন বিবাহিত দিবেন এবং বিয়ের ডকুমেন্টস হিসাবে কাবিননামা/বিবাহ সনদের ফটো কপি জমা দিবেন সাথে। (আপনার আবেদনে বিবাহিত না দিলে বাচ্চার পাসপোর্ট করতে পারবেন না)

      মুছুন
  28. Amar Mayer Boyos 5 years. Amar Babir passport korte ki ki Documents lagbe? amra Private Job kori, amader ki NOC lagbe or NID dilai hobe. amader kuno passport size picture attach kora dite hobe . NOC er poribarte ki JOB dile hobe. I want to know whats document need to do my babies passport? please let me know.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ বাচ্চার জন্মনিবন্ধন সনদ
      ২ বাবা এবং মায়ের NID
      ৩ নাগরিক সনদ
      ৪ বাচ্চার 3R ল্যাব প্রিন্ট ছবি।

      মুছুন
  29. নামের সঙ্গে পদবী আট করতে চাই আমি আমার পাসপোর্টে। কিভাবে করতে পারব একটু সাহায্য করবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বিস্তারিত লিখে ম্যাসেজ করেন আমাদের ফেসবুক পেজে।
      আগে পাসপোর্ট আছে কি না
      NID অথবা জন্মনিবন্ধন সনদে নাম কি ভাবে আছে

      মুছুন
  30. আমার স্ত্রী ভারতীয় আমার বাচ্চার পাসপোর্ট করার জন্য NID এর স্থলে কোন ডকুমেন্ট সাবমিট করব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সঠিক তথ্য আপনাকে দিতে পারছিনা বলে ক্ষমা করবেন। পাসপোর্ট এর ওয়েবসাইট এ প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের NID নাম্বার দেওয়া ছাড়া কোন অপশন নেই। অনুগ্রহ করে কোন পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  31. মায়ের noc দিয়ে ১৪ বছরের বাচ্চার পাসপোর্ট করার সময় ordinary না অফিসিয়াল সিলেক্ট করবো এবং বাচ্চার প্রফেশনাল হিসাবে ২ টি অপশন আসছে govement or foreign staff কোনটি দিব।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন